No video

জাভা পাখির ব্রিডিং | Java Bird Breeding | Java Pakhi Palon poddoti

  Рет қаралды 38,039

grow life

grow life

Күн бұрын

জাভা পাখির ব্রিডিং | Java Bird Breeding | Java Pakhi Palon poddoti
যাওয়া পাখির ব্রিডিং নিয়ে নতুন একটি কন্টেন্ট এ আপনাকে স্বাগতম আজকের এপিসোড আপনি জানবেন কিভাবে জাভা পাখিকে ব্রীডিং করাতে হয়। জাভা পাখি কত দিন বয়সে ডিম বাচ্চা করে জাভা পাখি প্রতিবারে কয়টি করে ডিম দেয়, জাভা পাখির ডিম হতে বাচ্চা হতে কতদিন সময় লাগে, জাভা পাখির বাচ্চা কত দিন বয়সে অ্যাডাল্ট হয়, এছাড়া আপনি যদি জাভা পাখি থেকে অধিক পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে চান তবে আপনার কি কি স্টেপ ফলো করতে হবে তার বিস্তারিত এখানে দেখানো হলো। জাভা সাধারণত বছরের সব সময় ব্রিডিং করে থাকে। জাভা পাখি বছরে চার থেকে পাঁচবার বা সর্বোচ্চ ছয়বার ডিম বাচ্চা উৎপাদন করে। মিটিং করার পরবর্তী 10 থেকে 15 দিনের মধ্যে পেটে ডিম তৈরি হয়ে যায়। তারমানে আপনি যদি পাখিকে মিটিং করতে দেখেন তবে পরবর্তী 15 থেকে 20 দিনের মধ্যে পাখি ডিম দেয়া শুরু করবে।
জাভা সাধারণত চারটি থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিম দেয়ার সময় এরা প্রতিদিন একটি করে ডিম দেয় আবার কখনও কখনও ডিম পাড়ার সময় একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম দেয়। শুরুর দিকে দুই একটা ডিম দেয়ার পর পাখির ডিমে তা দিতে বসে না। সবগুলো বাচ্চার বয়স যাতে কাছাকাছি হয় এজন্য পাখি এরকমটা করে থাকে। একসাথে চার পাঁচটা ডিম হওয়ার পর থেকে পাখিগুলো ডীম এ তা দেয়া শুরু করে। ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 17 থেকে ২০ দিন। জাভা পাখির বাচ্চা জন্মের পরবর্তী ৪ সপ্তাহের মধ্যে নিজের থেকে উড়তে শিখে। এসময় এরা নিজেদের খাবার নিজেরা গ্রহণ করতে পারে। সাধারণত ডিম বাচ্চা করার জন্য জাভা পাখি অ্যাডাল্ট হয় ছয় মাস বয়সে। তবে সবচেয়ে ভালো হচ্ছে 8 মাস বয়স হলে জাভা পাখিকে দিয়ে ব্রিডিং করানো। এতে পাখির বাচ্চা গুলো সুস্থ সবল হয় এবং অধিক পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে পারে।
জাভা পাখির ব্রিডিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ পাঁচটি ধাপ এই ধাপ পাঁচটি যদি আপনি সঠিকভাবে ফলো করেন তবেই আপনার পাখি ডিম বাচ্চা করবে। আসুন একটু মিলিয়ে দেখা যাক আপনি জাভা পাখির ব্রিডিং এর এই পাঁচটি সঠিক নিয়ম কিভাবে ফলো করছেন কিনা।
৩ , 1 কেজি খাবার তৈরীর উপাদান গুলোর নির্দিষ্ট
হার তুলে ধরা হলো।
১, ধান ৪০০ গ্ৰাম
২, কাউন ২৫০ গ্রাম
৩, চিনা ২০০ গ্ৰাম
৪, ব্ল্যাক সীড ১০০ গ্ৰাম
৫, সূর্যমুখী বীজ ৫০ গ্ৰাম
মোট ১০০০ গ্ৰাম
৪, ব্রীডিং করানোর জন্য জাভা পাখিকে কেমন খাঁচা দিতে হবে
ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে জাভা পাখি কে মাঝারি আকৃতির খাঁচা দিতে হবে। জাভা পাখির জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে ১৮ ইঞ্চি বাই ১২ ইঞ্চি । তবে আরও বড় খাচা ব্যবহার করলে আরো ভালো । এছাড়া আপনি চাইলে বড় একটি খাচায় কয়েক জোড়া জাভা পাখি একসাথে পালন করতে পারেন। জাভা পাখির খাঁচায় একটা করে হারি ঝুলিয়ে রাখতে হয়। পাখি খাঁচার মধ্যে হারিয়ে ফেলে ডিম পাড়ার জন্য আগ্রহ প্রকাশ করে।
৫, বসার স্ট্যান্ড
জাভা পাখির খাঁচার ভেতর একটি করে কাঠ অথবা বাসের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারে। পাখির খাঁচায় কখনোই স্টিল অথবা প্লাস্টিকের স্টিক দেওয়া উচিত না। স্টিল অথবা প্লাস্টিকের স্টিক ব্যবহার করলে এগুলো হয়ে থাকে পিচ্ছিল প্রকৃতির এজন্য পাখি যখন মিটিং করতে নেয় তখন পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই জাভা পাখির খাঁচার ভেতর একটা করে বাস অথবা কাঠের লাঠি দিতে হবে প্লাস্টিকের কোন কিছু ব্যবহার করা যাবে না। সবচেয়ে ভালো হয় আপনি যদি নিমের ডাল ব্যবহার করতে পারেন। কারণ নিমের ডাল একদিক দিয়ে যেমন পুরোপুরি ন্যাচারাল অন্যদিকে এটা পাখির বিভিন্ন রোগবালাই দূর করতে অনেক বেশি সহায়তা করে। পাখির একটা স্বভাব থাকে ঠোঁট দিয়ে বসার জায়গা কামড়ানোর নিমের ডাল ব্যবহার করলে পাখি যদি এটা টুকরে টুকরে কিছুটা খায় তবে এটা ওদের কৃমি জাতীয় সমস্যা থেকে দূরে রাখবে এবং সুস্থ-সবল রাখতে সহায়তা করবে।
১, ঔষধ পত্র
অনেকে মনে করে জাভা পাখিকে ওষুধ খাইয়ে ডিম পাড়ানো যায়। বিষয়টা কিন্তু সত্যি পুরোপুরি ভুল। জাভা পাখির ব্রিডিং এর জন্য প্রয়োজন পাখিগুলোর সুস্থ সবল থাকা এবং তাদের শরীরে যেন কোন ভিটামিন ও মিনারেল এর অভাব না হয় এটা নিশ্চিত করা। সাধারণত পাখি তার শরীরের প্রয়োজনীয় সমস্ত খনিজ এবং ভিটামিন জাতীয় উপকরণ সংগ্রহ করে তার খাবার থেকে তবে অনেক সময় খাবারের মাধ্যমে পুরো চাহিদাটা কভার হয়না । আর এজন্য আপনি জাভা পাখিকে কিছু কিছু ভিটামিন এবং ক্যালসিয়ামের প্রিমিক্স খাওয়াতে পারেন। আপনি আপনার এলাকায় পাখির দোকান থেকে যেকোনো একটা ভিটামিন জাভা পাখির জন্য কিনে ব্যাবহার করেন পারেন এবং সাথে যেকোনো একটা ক্যালসিয়ামের ওষুধ ব্যবহার করলেই হয়ে যাবে। ক্যালসিয়ামের ওষুধ হিসেবে আপনি ক্যালপ্লেক্স ওষুধ টা ব্যবহার করতে পারেন। তবে সবচাইতে ভালো হচ্ছে পাখিকে প্রচুর পরিমাণে শাকসবজি ও দূর্বাঘাস সপ্তাহের তিন-চার দিন কিছু কিছু করে দেয়া এগুলো দিলে পাখির শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব এমনি দূর হয়ে যাবে আপনার ওষুধের প্রয়োজন পড়বে না।
২, প্রাইভেসি
জাভা পাখি পালন করলে এদের খাঁচা গুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম। এছাড়া বারান্দায় রাখতে পারলে আরো ভালো। জাভা পাখির মেটিং এর জন্য এদেরকে একটা নিরিবিলি পরিবেশ দিতে হবে যেখানে মানুষের যাতায়াত কম। তাই পাখির খাঁচা অবশ্যই এমন একটা জায়গায় রাখবেন যেখানে সচরাচর ঝামেলা কম থাকে। বাজরিগার জাভা ফিনস কিংবা লাভ বার্ড এই ধরনের সব পাখিগুলোর ডিম পাড়ার ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা হচ্ছে টিকটিকি তেলাপোকা ও ইঁদুর এই প্রাণীগুলো পাখিকে ডিস্টার্ব করে এবং ডিমে তা দিতে সমস্যার সৃষ্টি করে। তাই আপনার বাসায় যদি ইঁদুর টিকটিকি অথবা তেলাপোকা থেকে থাকে অবশ্যই এগুলোকে মারার ব্যবস্থা করুন। কারণ অধিকাংশ পাখি রাতের বেলা চোখে দেখতে পারে না এ সময় যদি ইঁদুর বা তেলাপোকায় খাচার ভেতর ঢুকে পড়ে সে ক্ষেত্রে কিন্তু পাখি গুলো খুবই চেঁচামেচি শুরু করে এবং ভয় পেয়ে যায় এতে করে আপনার পাখির ডিম দেবার পরও সে ডিম গুলো থেকে আর বাচ্চা হয় না

Пікірлер: 20
@lighthouse6105
@lighthouse6105 5 ай бұрын
খুবই উপকারী ভিডিও ।
@birdslover9191
@birdslover9191 Жыл бұрын
তথ্য গুলো একদম সঠিক 👍
@dipanjansaha2125
@dipanjansaha2125 2 жыл бұрын
Khub bhalo Informations pelam
@user-jj5rm1dx8g
@user-jj5rm1dx8g 9 ай бұрын
Very nice
@amitmondal4104
@amitmondal4104 3 жыл бұрын
ধন্যবাদ দাদা, দারুণ বলেছেন
@ktsworld7423
@ktsworld7423 2 жыл бұрын
NICE INFORMATION
@user-cn2ui4yj3h
@user-cn2ui4yj3h 3 жыл бұрын
Nice so cute
@user-hk8st8pm3j
@user-hk8st8pm3j Ай бұрын
আমার দুই টা পাখি আনছি এক টার ঠোট লাল বেসি আর একটার লাল একটু কম। পাখি জেটার ঠোট লাল ওই পাখি টা ছোট জে পাখি বড়ো ওছোট দেখতে জানাবেন আমার পাখি জোরা কি ঠিক আছে
@Hanifloverjiyad
@Hanifloverjiyad 2 жыл бұрын
nice
@monirmona6808
@monirmona6808 2 жыл бұрын
ভাই আমার জাভা পাখি দরকার কোথায় পাবো
@AriyanAsif124
@AriyanAsif124 Жыл бұрын
Amar kache ache😊
@apobhattacharja1169
@apobhattacharja1169 3 жыл бұрын
Nice
@RafidAhmed-gl2sz
@RafidAhmed-gl2sz 11 ай бұрын
❤❤❤❤❤
@sherinsultana5991
@sherinsultana5991 3 жыл бұрын
thanks
@mdrafiqulislam3780
@mdrafiqulislam3780 10 ай бұрын
সাখ কি কেটে দেব?
@fatemashobnam3691
@fatemashobnam3691 Жыл бұрын
Amar pakiguli dim diyese kintu dimey tap dissey na ki korbo plz ektu boley din vai
@MijanurMolla-k2v
@MijanurMolla-k2v Ай бұрын
Vitamin day
@nur-alamakash3067
@nur-alamakash3067 2 жыл бұрын
আমার জাভা পাখির কিছু ভিটামিন দরকার আপনি দিতে পারবেন ভাই
@Joy50771
@Joy50771 7 ай бұрын
Vaiya apnar contact number ta pawa jabe?
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 40 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 43 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 40 МЛН