No video

জীবিত এবং মৃত স্ত্রীদের মধ্যে স্বামীর সম্পত্তি বন্টন?

  Рет қаралды 84

KHAIRBD

KHAIRBD

Күн бұрын

জীবিত এবং মৃত স্ত্রীদের মধ্যে স্বামীর সম্পত্তি বন্টন? Distribution of Husband's Property Between Surviving and Deceased Wives?
বাংলাদেশে মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়া) অনুসারে, স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তি বন্টন হয় কোরআনে বর্ণিত নিয়ম অনুযায়ী। জীবিত ও মৃত স্ত্রীর ক্ষেত্রে সম্পত্তি বন্টনের নিয়ম ভিন্ন হতে পারে।
জীবিত স্ত্রীর ক্ষেত্রে:
স্বামীর মৃত্যুর পর জীবিত স্ত্রী তার সম্পত্তির একটি নির্দিষ্ট অংশের উত্তরাধিকারী হন। শরিয়া আইনের অধীনে, স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ পান যদি সন্তান থাকে এবং ১/৪ অংশ পান যদি সন্তান না থাকে।
মৃত স্ত্রীর ক্ষেত্রে:
যদি স্বামীর একাধিক স্ত্রী থাকে এবং তার মৃত্যু হলে, সকল জীবিত স্ত্রীরা সম্মিলিতভাবে স্বামীর সম্পত্তির ১/৮ অংশ পাবেন (যদি সন্তান থাকে) অথবা ১/৪ অংশ পাবেন (যদি সন্তান না থাকে)। এই সম্পত্তি সকল জীবিত স্ত্রীদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
উদাহরণ:
ধরা যাক একজন পুরুষের তিনজন স্ত্রী আছেন এবং তার মৃত্যুর সময় সকল স্ত্রী জীবিত আছেন। যদি তার সন্তান থাকে, তাহলে সম্পত্তির ১/৮ অংশ এই তিন স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
আবার, যদি তার দুইজন স্ত্রী মারা গেছেন এবং একজন জীবিত আছেন, তাহলে জীবিত স্ত্রী তার সম্পত্তির ১/৮ অংশ পাবেন (যদি সন্তান থাকে) অথবা ১/৪ অংশ পাবেন (যদি সন্তান না থাকে)।

Пікірлер: 1
@MDKHOKONHOSSEN-ch4bk
@MDKHOKONHOSSEN-ch4bk 2 ай бұрын
❤❤❤
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 32 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН