আমি। তোমাকে।ভালো বাসি।তুমি। কি।বোঝো।না।আমি। তোমায়।ছাড়া। থাকতে পারি। নাগো আমিন।
@BithieMim20 күн бұрын
@shariareyt2323 কে আপনি আমি তো আপনাকে চিনিনা।আর আপনি কাকে বলছেন আমি তোমাকে ভালোবাসি
@MdJihad-jt7xx24 күн бұрын
❤কবিতার নামঃ মায়ের ভালোবাসা!!১৪৪ কবিতা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি, মা গো তোমায়। অসহনীয় কষ্ট সহ্য করে অত্যন্ত ভালোবেসে লালন-পালন করেছ আমায়। বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি, মাগো আমি তোমায়। মাগো তোমার হয় না তো তুলনা। আল্লাহ ঘোষণা দেন, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে মায়ের সেবায় মিলবে জান্নাত ঠিকানা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমার শিক্ষায় মা গো আল্লাহর আদেশ মেনে নিয়েছি। নিজেকে পূর্ণরূপে আল্লাহকে মুসলিম হতে সপে দিয়েছি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহর আদেশ পূর্ণরূপে মেনে নিয়েছি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ মাইরি মতো এ জগতে হয় না কেউ আপন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ মাই তো এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ ধন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিশ্ব জগতে হয়না কেহ মায়েরই মতন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবার ঐ মায়ের জন্য কাঁদে মন। মা তো চিরদিন বেঁচে থাকে না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ তাই তো সার্বক্ষণিক সবাই করুন প্রার্থনা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তবেই মা-বাবার হবে জান্নাত ঠিকানা। আল্লাহর রহমতে ইনশাল্লাহ মায়ের মতো কেউ তো ভালোবাসে না ভালোবাসে না। ভালবাসেনা ভালবাসেনা ভালবাসেনা ভালবাসেনা ভালবাসেনা। আল্লাহর রহমতে ইনশাল্লাহ পূরণ করেন মাই তো সন্তানের বাসনা। আল্লাহর রহমতে ইনশাল্লাহ তোমার মতো মাগো কেউ তো মুচকি হাসেনা। মুচকি হাসেনা মুচকি হাসিনা মুচকি হাসেনা । তোমার মতো প্রিয় খাবার নিয়ে কেউ তো কাছে বসে না। তোমার মতো মাগো কেউ প্রিয় খাবার ফ্রিজে রাখে না। কেউ তো ভালোবাসে না মা গো কেউ তো ভালোবাসে না । তোমার মতো খোঁজ রাখে না মা তোমার মতো খোঁজ রাখে না। তুমি নেই মা আজ কেউ তো মা জড়িয়ে ধরে তোমার মতো আদর করে না মাগো আদর করে না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ মাগো তোমার মতো কেউ তো মা ভালোবাসে না। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সার্বক্ষণিক তোমাদের জন্য করি প্রার্থনা। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের যেন হয় জান্নাত ঠিকানা । হে আল্লাহ, ইনশাল্লাহ তোমার রহমতে সব মা বাবাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সাথে জান্নাতে নিও ।। অনন্তকাল তোমার চির সুখের জান্নাতে তোমার দিদার দিও। আল্লাহর রহমতে ইনশাল্লাহ তোমাদের জন্য মাগো অশ্রু তো সিক্ত হয় দুই নয়ন। কান্না থামেনা কান্না থামেনা কান্না থামে না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ সার্বক্ষণিক চাই তোমাদের শান্তি কাটে নিয়েই এই ভাবনা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমার মতো মাগো কেউ তো আদর করে না আদর করে না। দ্বার খুলে মাগো খাবার নিয়ে কেউ তো বসে থাকে না বসে থাকে না। কেউ তো মা আজ তোমার মতো আদর করে না আদর করে না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ সার্বক্ষণিক মা চায় সন্তানের শান্তি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ সন্তানের মুখ দেখে দূর হয়ে যায় মায়ের সব ক্লান্তি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ মায়ের মতো ভালোবাসা নিয়ে কেউ নাহি কাছে আসে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে মাই তো সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা-বাবা সেবা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জান্নাত কিনে না ও। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনন্ত সুখের জন্য অগ্রিম আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহর আদেশ পালন করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে পরিপূর্ণ মুসলিম হয়ে আল্লাহর কাছে যাও। ১০১নং কবিতা। ♥️২৯♥️৩♥️২০২৩♥️ এই কবিতা সবার জন্য মুক্ত ইচ্ছা করলে দফ যুক্ত করতে পারেন। এ কবিতা আমার মাকে নিয়ে লিখেছি আমার মা ১৯৯৮ সালে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তুমি তোমার রহমতে অফুরন্ত নেয়ামত ঢেলে দাও সকল মুসলিমদের সর্বাবস্থায় শান্তিতে থাকার ব্যবস্থা করে দাও তোমার রহমতে তাদের অভিভাবক হয়ে যাও ইনশাআল্লাহ