Рет қаралды 332,044
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যাওয়া আসার প্রধান মাধ্যম হলো কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক।
সেন্টমার্টিন ও পার্বত্য জেলা বান্দরবানে যাতায়াতের প্রধান মাধ্যমও এই মহাসড়ক। তাই পর্যটন নগরী কক্সবাজারকে ঘিরে রেললাইন নির্মাণসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় ১৫০ কিলোমিটার দীর্ঘ যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
মূলত পর্যটন এলাকা কক্সবাজার, মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরে সড়ক যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার।
জাপানের জাইকার মারুবেনি নামে একটি প্রতিষ্ঠানের সাথে সর্বশেষ দুইদফা বৈঠক করে তারা এ মহাসড়কে পিপিই প্রায় সম্প্ন্ন করেছে। আর সর্বশেষ সৌদি সরকার প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের আগ্রহ দেখায় এর সম্ভাবনা আরো একধাপ এগিয়েছে।
জানা যায়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগ নিরবচ্ছিন্ন করতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে সেতু প্রতিস্থাপন, ইন্টারসেকশন, বাজার, লেভেল ক্রসিং, রিজিড পেভমেন্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা। এ ছাড়া ঢাকা থেকে কুমিল্লা (ময়নামতি) ও চট্টগ্রাম-কক্সবাজার- টেকনাফ Teknaf সড়কের উন্নয়ন ডিপিপি অনুমোদনের অপেক্ষায় আছে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে।
কক্সবাজার-চট্টগ্রাম ৪ লেন মহাসড়ক নিয়েই আমাদের আজকের ভিডিও। জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে সরকারের সকল পরিকল্পনা এবং আরো জানার চেষ্টা করবো কবে নাগাদ শেষ হবে এর নির্মাণকাজ।
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢
LICENSE CERTIFICATE: Envato Elements Item
=================================================
This license certificate documents a license to use the item listed below
on a non-exclusive, commercial, worldwide and revokable basis, for
one Single Use for this Registered Project.
Item Title: Majestic & Driving Cinematic Orchestra
Item URL: elements.envat...
Item ID: NB82Y64
Author Username: pinkzebra
Licensee: Md Razib Farazi
Registered Project Name: Cox's Bazar-Chittagong Highway
License Date: November 30th, 2021
Item License Code: WH2XB3GQCJ