Рет қаралды 150
#jaflong #sylhet
জাফলং বাংলার কাশ্মীর | Jaflong Tour | জাফলং ভ্রমণ | Jaflong Vlog | শীতের সিলেট ভ্রমণ | Sylhet tour
**জাফলং **
***সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন এলাকা জাফলং। সারা বছরই পর্যটকদের ভিড় থাকে এখানে। জাফলংয়ের প্রধান আকর্ষণ মেঘালয় পাহাড়ের কোলে পিয়াইন নদ। ষড়ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে জাফলং।
স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে জাফলংয়ে বেড়াতে আসা ভ্রমণপিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপরূপ স্বাদ।
সীমান্তের ওপারে ভারতীয় পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করতে সক্ষম।
এখানে রং-বেরঙের পাথর পর্যটকদের বিশেষভাবে নজর কাড়ে। তাছাড়া দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও লক্ষ করার মতো। সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে জাফলং আদর্শ স্থান।
FACEBOOKPAGE
Go on Arif
mailid-shuvoarif44@gmail.com
#jaflongsylhet #jaflongzeropoint #sylhettour