আমার ৩৪ বছর বয়সে আমি কোন রাষ্ট্রপ্রধানের সম্পূর্ণ ভাষণ জীবনেও শুনিনি ডক্টর ইউনূসের ভাষণ শুনতে শুনতে কখন যে সময় শেষ হয়ে গেল তা টেরও পেলাম না মনে হলো কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল 84 বছর বয়সে এসেও কোন নোট ছাড়া কি সাবলীল ভাবে সাবলীল বাংলা ভাষায় বক্তৃতা দিলাম যা অনেক উচ্চশিক্ষিতর দ্বারাই সম্ভব না আমি একজন প্রবাসী অনেক দেশ ঘুরেছি অনেক শাসক দেখেছি আপনার মত এমন শাসক এই ৩৪ বছর বয়সে আর দেখিনি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন এবং আমাদের মত এই অপদার্থ জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ আপনার নেক হায়াত এবং স্বাস্থ্য ভালো রাখুক আমার ব্যক্তিগত চাওয়া যতদিন পর্যন্ত ডঃ ইউনুস এর আল্লাহপাক নেক হায়াত দিয়েছেন উনি যেন দেশের রাষ্ট্রপতি হিসাবে থাকেন আমীন কত সুন্দর তার বক্তৃতা কোন লোক নেই কোন লালসা নেই প্রত্যেকটা সেক্টরে পয়েন্ট করে করে কি সুন্দর করে সুতি মধুর বাংলায় কোন নোট ছাড়া কোন কিছু করা ছাড়া দেখা ছাড়া নিয়ে ভাষণ দিলেন যা আমাদের দ্বারাও এই ৩৪ বছর বয়সে সম্ভব নয় আমরা বাঙালিরা জন্মগতভাবেই অধম আমাদের রক্তে রক্তে দুর্নীতি বেইমানি লোভ-লালসা আত্মকেন্দ্রিক প্রলোভন দ্বারা নিমজ্জিত আল্লাহ পাক আপনার দ্বারা এই জাতিকে একটি উন্নত জাতি হিসেবে পরিণত করুন আমীন সর্বোপরি আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন এবং আপনাকে সবসময় সুস্থ রাখুন আমিন
@KnowThyselfBDrzs2 ай бұрын
সুন্দর বলেছেন।
@mdimranhossain94952 ай бұрын
Fact of world class living legend. Educated, humble & industrious person. Sir, proud of you.❤
@twostargaming7902 ай бұрын
বাই আমি এই কমেন্ট ই করতাম আমার ৩৫ বসর বয়সে এই প্রথম রাষ্ট্রপ্রদান এর সম্পর্ণ বাসন শোনলাম
@MsLiga-jy1yl2 ай бұрын
Amra Bangali. Koydin por tar o dus bar korte thakbo
@TAZCreationsOfficial2 ай бұрын
আমিও এই প্রথম দেখলাম। স্যালুট স্যার।
@Dewan5032 ай бұрын
কী সুন্দর সাবলীলভাবে কথা বলা নেতা তো এমনি হওয়া উচিৎ,, শান্তিতে নোবেল তো এমনি এমনি দেয় না এখন বুঝতে পারলাম আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আপনাকে এ দেশে খুবই প্রয়োজন 🫡🫡
@mohamedrasel60342 ай бұрын
এতো সুন্দর ভাবে জাতির উদ্দেশ্য ভাষণ আর কেউ দিতে পারেনি।তার প্রতিটা কথা খুবই গুরুত্বপূর্ণ।
@arafulawalabirarafulab2wwi642 ай бұрын
Sheikh Mujib deachilen vhai...Past bhule gele cholbe na...bro..je jeta korbe tar prappo dea uchit
@@arafulawalabirarafulab2wwi64শেখ মুজিবুর রহমান যে ভাষন দিয়েছিলেন সেটার মাধ্যে কে কে জড়িত জানেন? তার ঐ ভাষনের আগে ও পরে কি হয়েছিলো জানেন? মুজিব রহমান এর ভাষনে যে ৪টা দাবির কথা বলা হয়েছিল তার মানে জানেন?
উপযুক্ত ব্যক্তির কাছে উপযুক্ত জবাব ও ভাষন শুনে মনটা আনন্দে ভরে উঠল। এমন একজন নেতাকে তো আমরা যদি সরাসরি সরকার হিসাবে পাইতাম। কতইনা ভালো হতো। আজ বুঝতে পারলাম শান্তিতে নোবেল এমনিতেই দেওয়া হয় নাই। আপনি এগিয়ে জান আমরা দেশের সকল জনগন দল মত নির্বিশেষে আপনাকে সহযোগিতা করবো। জীবন দিয়ে হলেও আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।
@MdMesbauddin-h9q2 ай бұрын
সকল ছোট বড় রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের জনগণের পখ্য থেকে কড়জোর আবেদন বত'মান অন্তবতী' সরকারকে সময় দিন। আপনারা রাজনৈতিক সুচিন্তিত কম'কান্ড করে যান। কিন্তু অপেক্ষা করুণ।।
@SojibKhan-rn5qr2 ай бұрын
রাইট ভাই
@alihossain21882 ай бұрын
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,, যেন আমাদের সোনার বাংলা আসল সোনায় পরিনত করতে পারেন
@HabibProdhan-en2ix2 ай бұрын
মাসা আল্লাহ
@FazlurRahman-n5z2 ай бұрын
Great Leader ❤
@mhasan91052 ай бұрын
আমি কি বলবো, ভাষাই হারায়া ফেলছি এত সুন্দর ও সাবলীল ভাবে বাংলাদেশে জাতির উদ্দেশে যে ভাষন আপনি দিয়েছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বাংলাদেশের পেক্ষাপটে প্রতিটি বিষয়ের উপর মনোমুগ্ধকর আলোচনা এবং পাশাপাশি দেশের শত্রু ও বাহিরের শত্রু প্রত্যেকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। স্যালুট স্যার ❤️❤️❤️
@mohammadshahjahan26812 ай бұрын
দীর্ঘ ৩৮ বছর বয়সে এই প্রথম একটা ভাষণ যা শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহুর্তের জন্যেও অন্যমনস্ক হওয়ার সুযোগ ছিল না শুধু তাই নয় আমার মন,কান ও মস্তিষ্ককে এই ভাষণটি শুনতে বাধ্য করেছে।আমি খুবই সৌভাগ্যবান যে এমন একটি ভাষণ শুনার সৌভাগ্য হয়েছে। ডঃ ইউনুস কত বড় মানের মানুষ এই ভাষণটি না শুনলে বুঝতে পারবে না।
@mash022 ай бұрын
ওরে সুদির ভাই
@TaslimaZakir-ee2zb2 ай бұрын
@@mash02 ওরে খুনির........
@mohammadshahjahan26812 ай бұрын
@@mash02 Mind your language
@joynulabedin33382 ай бұрын
শুনতে শুনতে কখন সময় শেষ হলো বুঝতেই পারলাম না। বর্তমান সময়ের সংশ্লিষ্ট সকল প্রশ্নের উত্তর পেয়েছি। এগিয়ে যান স্যার, আমরা আছি আপনার সাথে। ❤️❤️❤️
@dr.mahnazsyed83982 ай бұрын
Sir, এগিয়ে যান। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে গোটা বাংলাদেশকে একটি পরিবারে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাবো। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
@smtechnical69292 ай бұрын
৮৪ বছর বয়সেও এসেও কোনো প্রকার স্কিপ্ট ছাড়া এতো সুন্দর বক্তব্য দেওয়ার স্টাইলটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যৎ বাংলাদেশ আপনার দ্বরায় সুন্দর হবে আমি বিস্বাস করি আপনার জন্য দোয়া ও শুভকামনা প্রিয় স্যার। ❤
৮৪ বছর বয়সের পরও কত সুন্দর ভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারেন প্রতিটা কথায় হৃদয় থেকে বলেন
@sabreenahmed63932 ай бұрын
স্যার আপনার উপর আমাদের অনেক বড় ভরসা আছে। অনেক অনেক দোয়া।
@shakhsaidul79952 ай бұрын
আলহামদুলিল্লাহ মনটা শান্তি পেলাম। স্যারের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আল্লাহ মহান
@mohammadarfat72412 ай бұрын
আমরা আল্লাহ সুবহানাতায়ালার কাছে শুকরিয়া আদায় করছি যে দেশের এই ক্লান্তিলগ্নে মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস সাহেবকে আমরা পেয়েছি। জাতির উদ্দেশ্যে এই ভাষণ শুনে আমি অবাক হয়ে গিয়েছি। বাংলাদেশের ইতিহাসে জাতির উদ্দেশ্যে এরকম ভাষণ আমি আর দেখিনি এবং শুনিনি। সেলুট আপনাকে❤❤❤😂
@saifurrahman84852 ай бұрын
আলহামদুলিল্লাহ অসাধারণ, আল্লাহ স্যার কে দীর্ঘায়ু করুন, আমিন।
@FazlurRahman-n5z2 ай бұрын
Amin
@Raihanislamz2 ай бұрын
প্রতিটি কথা স্বর্ণের অক্ষরের মত আর লোম দাঁড়িয়ে গিয়েছিল বিগত কয়েক বছরের ব্যবধানে কোন রাষ্ট্র প্রধানের মুখের ভাষা এমন শালীন শোনা যায়নি আল্লাহ স্যারের মঙ্গল করুক ভালো রাখুক দেশ পরিচালনায় সুন্দরভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক।
@mdmoniruzzaman63832 ай бұрын
আমার ৩৭ বছর বয়স। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ আমি পুরাপুরি শুনিনি। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার এর জাতির উদ্দেশ্যে ভাষণটি ছিল ২৫ মিনিট ৩৯ সেকেন্ড সময়টা কিভাবে গেলো একটুও বুঝতে পারলাম না। এত বড় মনের মানুষ এত তার সবলীল ভাষা প্রত্যেকটা সেক্টরের কথা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে গেলেন। ডক্টর ইউনুস স্যারের মত ব্যক্তিত্ব আমাদের অভিভাবক হিসেবে পেয়েছি আমরা জাতি হিসেবে গর্বিত। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন
@ariftalukther65172 ай бұрын
12:29
@farabijobworld2 ай бұрын
এই প্রথমবার আমার মতো দেশের প্রধানের দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণ এতটা মনোযোগ দিয়ে অনেকেই হয়তো দেখছে
@Arifcom2 ай бұрын
It's a complete piece of speech that covers everything about a country. This is only possible for someone like him. Thanks Professor Dr. Yunus sir. We're truly proud of you.
@Asifmahmud125-q1m2 ай бұрын
সবাই একটু ধৈর্য ধরেন আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের সবকিছু ঠিক করতে দিন
@জলসা.কম্পিউটার.পয়েন্ট2 ай бұрын
আছি ভাই
@soniyaparvin21392 ай бұрын
Sotti ami eto sundor vaason er agay dhorjo niya suniny. Allah apnader maddhomay bangladesh er manuser moner basona puron hok.
@farzanatahi92712 ай бұрын
❤❤We believe in dr Yunus
@forekansikder31532 ай бұрын
go ahead
@fisujon25402 ай бұрын
Freelancer der jonno deshe PayPal anata bortomane khuboi joruri. Tar sathe bank er syndicate vangte hbe and freelancer dero incentive dite hbe. @asif mahmud vai
@AftabAhmed-sc4id2 ай бұрын
কোন বিদায় হবে না ডঃ মুহাম্মদ ইউনুস আমরা প্রবাসী আপনার পক্ষে আছি আপনি আগামী পাঁচ বৎসর মিনিমাম রাষ্ট্র পরিচালনা করুন এটাই আমরা চাই
@TAZCreationsOfficial2 ай бұрын
আপনার কথা গুলো শুনছিলাম আর ভাবছিলাম, এমন সরকার যদি আমরা আরো আগে পেতাম এদেশের আরো অনেক উন্নতি হতো। স্যালুট স্যার। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ, আমাদের দেশের মানুষের জন্য শান্তি নিশ্চিত করুন। আমীন।
@basirkhan76652 ай бұрын
জিবনে এই প্রথম কোন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শুনলাম,মনটা ভরে গেলো,আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন জাতির কল্যাণে উনার প্রতিটি কাজে সহায় হয়,আমিন ডঃ ইউনুসের স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি 🤲
@SaifulIslam-dr4nm2 ай бұрын
খুব সুন্দর ভাষন দিয়েচে🌺 মনটা ভরে গেলো❤
@rrrnizwaoman46932 ай бұрын
এত সুন্দর কথা এবং গুরুত্বপূর্ণ কথা শুনতে শুনতে কখন সময় পার হয়ে গেল সালাম জানাই আপনাকে অবশ্যই আমরা আপনার পাশে আছি সব সময়
@sailormoon75882 ай бұрын
আলহামদুলিল্লাহ। আমিন। আমার সফলতায় ভরে উঠুক।
@tayoburrahman18322 ай бұрын
জাতির উদ্দেশ্যে ভাষণ আমার খুবই ভালো লেগেছে। কত বড় মনের মানুষ। কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক। আর আমাদের দেশের জন্য খেদমত করার সুযোগ দিন (আমিন)
@mdlimon91852 ай бұрын
কমপক্ষে ১০ বছর ক্ষমতায় দেখতে চাই
@Adury-w4d2 ай бұрын
আমি
@arzanhosen38122 ай бұрын
Political Party 😢
@aralaminislamvlog2.o2 ай бұрын
আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন। আপনি এগিয়ে যান আপনার পাশে বাংলাদেশে ১৮ কোটি মানুষ আছে। আছে তাদের বুক ভরা ভালোবাসা ❤❤❤
@JewelRana-xg8ye2 ай бұрын
ভাই ভূল বললেন ওনরি পাশে আওয়ামিলীগ নাই
@rafsanahmeayn92792 ай бұрын
আমি কখনো এতো সুন্দর ভাষন শুনি নি, ধন্যবাদ স্যার এতো সুন্দর ভাবে কথা বলার জন্য- শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি এই প্রথম বার..!❤️
@NoorMohammadSeikh2 ай бұрын
Sir সকল ক্ষমতা র একমাত্র উৎস আল্লাহ বলেন আপনারা শুধু চেষ্টা করবেন সাফল্য দেওয়া এর মালিক শুধু আল্লাহ
@kamruzzaman26542 ай бұрын
Wow, sir. Salute to you. সবগুলো কাজ শেষ না করে যাবেন না স্যার। আপনারা চলে গেলে এই কাজগুলো আর হবে না। রাজনৈতিক স্বার্থে, নিজেদের সুবিধা অনুযায়ী সিস্টেম যেনো আবার দার করাতে না পারে কেউ, সেই ব্যবস্থাটা করে দিয়ে যান স্যার।।
@4theloveofturmeric2 ай бұрын
ekdom thik kotha!!!
@mdraselhasan38182 ай бұрын
আপনার কথা গুলা খুব ভাল লাগলো
@mdabdullah12972 ай бұрын
স্যার আপনার প্রতি সম্মান বেড়ে গেল। সুন্দর বক্তব্য দিয়েছেন।
@nahidsultana64562 ай бұрын
রাষ্ট্রপ্রধান এমনই হওয়া উচিত। আপনার প্রতি অসংখ্য সম্মান এবং আপনার জন্য অনেক শুভকামনা স্যার
@elicheaanita84582 ай бұрын
His speech has made me cry. How can someone be so down to earth and respectful to others. We are so lucky to have him. I love him.
@mdraselhasan38182 ай бұрын
কত সুন্দর করে কথা বলে ❤
@osmanmu66372 ай бұрын
১৫ বছর ভোট দিতে পারিনি। প্রয়োজন হলে আরও ১০ বছর ভোেট দিব না। আমাদের এই মুহূর্তে ভোেট অধিকারের প্রয়োজন না। আমাদের প্রয়োজন একটা জবাবদিহি মূলক সুশাসন। একটা আত্মনির্ভরশীল সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
@tanishasiddiky1852 ай бұрын
Thank you sir ❤
@mohammadahasanhabib89962 ай бұрын
ডঃ মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যেই ভাষণটি দিলেন আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই ধরনের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পেরেছে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আর আপনার মাধ্যমে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক
@MiaMia-sb9on2 ай бұрын
Right
@abdurrahmanalnoman57982 ай бұрын
স্যার, কথা গুলো শুনতে শুনতে কখন যে মনের অজান্তে চোখে অশ্রু চলে এলো টেরই পেলাম না। সত্যিই ভীষণ সৌভাগ্যবান আমরা যে আপনার মতো একজন মানুষকে দেশ শাসক হিসেবে পেয়েছি। আপনাকে হারিয়ে ফেলার ভয় কাজ করে প্রতিনিয়ত। মহান সৃষ্টিকর্তার কাছে ভীষণভাবে চাই তিনি যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন। সত্যি বলতে আপনাকে কখনোই বিদায় জানাতে চাই না!
@MdRofiqIslam-gx5vq2 ай бұрын
মুগ্ধ হলাম জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুল্যবান বক্তব্য রাখার জন্য। তার প্রতিটি কথা ও কাজ প্রতিফলিত হোক দেশবাসীর জন্য।
@mdnahidhossain51522 ай бұрын
জনগনকে ধৈর্য ধরে সময় দেওয়া উচিত ইউনুস স্যারকে 💝
@ShahirShuhaira2 ай бұрын
Ma sha Allah. আমি সম্পূর্ণ ভাষন শুনলাম.অনেক ভালো লাগলো।
@alphaworld65572 ай бұрын
এই সরকারের প্রতি ১৬ কোটি মানুষের আস্থা এবং ভালোবাসা রয়েছে, আমি বিশ্বাস করি এই সরকার জয়ী হবেই❤️✌️🇧🇩
@HappyHappy-ri3xk2 ай бұрын
❤❤❤❤❤
@HappyHappy-ri3xk2 ай бұрын
Ato sundor vason keu dite pare ni . Kono rajnoitik doler keu na . Doctor unus saheb k ALLOH procur knowledge diyecen .
@mddidarhossain41352 ай бұрын
দোয়া করি আপনাদের মহৎকর্ম এদেশের মঙ্গল ভয়ে আনুক।
@fahanashumi67822 ай бұрын
দৃষ্টান্ত হয়ে উঠুক বাংলাদেশে ❤
@konyctg2 ай бұрын
Such a learned person our Yunus sir is!! As a nation we are so lucky to have such a learned person!…..montromughdhet moto shunlam unar ei bhashon…..ato shundor speech ami kono din shunini ei jibone…..kono kichui baad porlo na unar bhashone, kono note dekha chara atto shabolil bhabe ato boro bhashon deowa…..ma sha Allah …..such an amazing thing …..Allah unake lakh bochor nek hayat daan kore shompurno shushtho shobol bhabe unake amader majhe bachiye rakhuk…..ami khub khushi hotam jodi ei shorkar amader chirosthayi shorkar hoto….Allah amader desher shob manushke hedayet daan koruk ei mohan manushtar shothik mullayon korar….shobar shubho buddhir udoi houk.
@azhariislamiclecture242 ай бұрын
মাশাআল্লাহ যেমন লোক তেমন মিষ্টি মুখের ভাষা, আপনি সব সময় এই দেশের রাষ্ট্রপতি হয়ে আমাদের পাশে থাকুন এ
@ariftalukther65172 ай бұрын
Right
@MINHAZ-nj8hm2 ай бұрын
মনটা ভরে গেলো।এখন বাকি কাজগুলো ঠিকমত হয় যেন। আমরা আপনার সাথে আছি।
@lovelight70052 ай бұрын
আমি আমার সমগ্র জীবনে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের ভাষণ সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনলাম। উনি যখন বললেন “ আমরা ঠিক ততদিনই থাকবো, যতদিন আপনারা চাইবেন” আমার চোখে পানি চলে এসেছে এটা শুনে। আল্লাহ্ ওনাকে দীর্ঘায়ু , সুস্থতা এবং সুরক্ষা দান করুন। আমিন।❤
@nurjahanbegum89772 ай бұрын
খুবই গুরুত্বপূর্ণ ভাষন🌼🌼
@bdfreedom64782 ай бұрын
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন,,, আমিন,,
@mdmojiburrahmanmollik1792 ай бұрын
Thank you so much my dear sir 💝 Bangladesh make great 👍 Again make strong your self 💪 go head 💗
@nhpolash98752 ай бұрын
যোগ্য মানুষের যোগ্য চিন্তাভারনা, আমি গবির্ত যে আমাদের একজন ড. ইউনুস আছে, উনার হাত ধরেই আমাদের দেশ উন্নতির শিখরে পৌছাবে ইনশাআল্লাহ।
@abdullamamun912 ай бұрын
এই বছরের ফেব্রুয়ারী কিংবা মার্চ মাসে স্যারের সুদীর্ঘ সাক্ষাৎকার bbc বাংলাতে শুনেছিলাম।।।। স্যারের চিন্তা ভাবনার সাথে বর্তমান তরুণ প্রজন্মের চিন্তার একদম মিল।।। আর এতোটা বিনয়ী মানুষ আমি দেখিনি আগে।।। একটা বারের জন্যও বলেনি আমি নোবেল প্রাইজ পেয়েছি।। কিংবা এতো এতো অর্জন আমার আছে।।। স্যালুট স্যার।।।।
@SultanKhan-c6w9n2 ай бұрын
প্রিয় ইউনুস স্যার জাতির উদ্দেশ্যে আপনার ভাষণ যেন বাংলাদেশের শান্তি বাণী মনে হয় আপনার এই বক্তব্য সফল করতে যতদিন সময় লাগে আপনি থাকবেন সারাদেশের মানুষ আপনার পাশে আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি
@ipvipv71672 ай бұрын
অনেক মূল্যবান কথা, আমি চাই ডঃ ইউনুস ক্ষমতা থাকুক ১০ থেকে ১৫ বছর
Wow masallah ai prothom ato sundor speech Ami speechless hoye gaci
@halimaparvin99162 ай бұрын
আপনাকে পেয়ে আমরা খুব খুশি ❤❤❤❤
@rahatchowdhury83942 ай бұрын
আপনার জন্যে অনেক দোয়া এবং শুভ কামনা রইলো, প্রিয় স্যার। এমনি ভাষণের জন্যে পুরো জাতি অপেক্ষায় ছিল দীর্ঘ সময়। ধন্যবাদ আপনাকে।
@mduzzalhossainkhan18662 ай бұрын
ইনশাআল্লাহ সবসময়ই বিশ্বাস করি আল্লাহ মহান।
@nayemakhanam45902 ай бұрын
মন ছুয়ে গেল প্রতিটি কথায়। এত সুন্দর সাবলীল ভাবে আর কোন ব্যাক্তিকে রাষ্ট্রের জন্য বলতে শোনা যায় নি
@polyAkter-wh3yh2 ай бұрын
আমিন।
@riponahmeddrubo2 ай бұрын
আল হামদুলিল্লাহ এই প্রথম ড: এউনুস সাহেবের বক্তিতা শুনে দেহে বল মনে আত্মবিশ্বাস জুগান দিলো, আমরা জেন আবার সোনার বাংলা দেক্তে পাচ্ছি আল্লাহ্ জেনো উনাকে পরিপুরনো বাংলাদেশ গড়ার তাউফিক দান করুক আমিন।❤❤
@mash022 ай бұрын
😂
@extroverthasan25942 ай бұрын
কলিজা ছুয়ে গেলো আপনার প্রতিটি কথা,সব কিছু ঠিক থাকলে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেতে যাচ্ছি
@NurIslam-y8p8l2 ай бұрын
আপনার এবং আপনার সরকারের প্রতি ১০০% সমর্থন জানাই।আমি বিশ্বাস করি,আপনার সরকার একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবেন।১৫/১৬ বছরে স্বৈরাচার সরকার সব সেক্টরে যে লাগামহীন বৈষম্য সৃষ্টি করেছে,আশা করি তার মূলোৎপাটন হবে।আপনাদের জন্য দোয়া এবং পূর্ণ সমর্থন আছে এবং থাকবে। আল্লাহ আপনাদের সহায় হউন।
@g7force-xformaz92 ай бұрын
Ki shundor kotha!! ❤❤❤ hats off sir. Apnar theke jodi amra jati hishabe kisu shikhte pari. inshAllah ❤
@rocketbiker49412 ай бұрын
একজন ভালো মানুষ আমরা চাই আপনি ২০ বছর দেশ চালান আমি স্বাধারন জনগন
@asmaakter34052 ай бұрын
অসাধারণ । জাযাকাল্লাহ্
@shovoshariful2 ай бұрын
আল্লাহ তুমি আমাদের মনের বাসনা গুলো পূরন কর।আল্লাহ জনগণের জন্য একজন আর্দশ নেতা কবুল করুন। আমিন
@MMKMonirVlog2 ай бұрын
বিদেশি ভাইদের অনেক সম্মান দিতে চেয়েছেন অনেক ভালো লাগলো, তাদের দিকে একটু খেয়াল রাখবেন স্যার _❤❤❤তারা আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু _❤❤❤
@ashikitv35152 ай бұрын
স্যার যোগ্য মানুষ যোগ্য স্থানে বসেছে,,,,তাকে সরকার হিসেবে ৫ বছর চাই।
@bigdaddytrek17862 ай бұрын
Agree
@anilkapoor40412 ай бұрын
Such a gentleman. We wish you all the best. Thank you for being with us and taking care of our country. You are such a pat
@wonderlandbd2 ай бұрын
আলহামদুলিল্লাহ, যেগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশ।
@mohammadshahadathossain53372 ай бұрын
স্যারকে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই অনেক শ্রদ্ধা করতাম। সম্প্রতি তাঁর কার্যক্রম দেখে স্যারের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। স্যার আমাদের দু:সময়ের কান্ডারী। স্যারের জন্য শুভ কামনা ও দোয়া রইল। আমীন
@KulsumAkter-j7r2 ай бұрын
আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক
@md.foriduj-jaman66622 ай бұрын
ধন্যবাদ স্যার ।
@mdsahinsk68732 ай бұрын
ডঃ ইউনুস সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন
@gamingwithtarif2 ай бұрын
আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। স্যারের মুখ থেকে নিঃসৃত কথাগুলো শুধু ভাষণ নয় অমীয় বাণী। এত সুন্দর শব্দ চয়ন ও বাচন ভঙ্গিতে কথা বলেছেন এক কথায় অসাধারণ। আমি স্যারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক।
@fahanashumi67822 ай бұрын
উদার গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ ❤
@Spain-Vibes2 ай бұрын
গণতান্ত্রিক??
@KanizFatemaSheuly2 ай бұрын
আপনাকে অনেক ধন্যবাদ ❤❤❤❤❤❤
@MdMonir-n6t3h2 ай бұрын
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার মতো দ্বিতীয় আর কেউ হবে না।
@syedsiraj39482 ай бұрын
Congratulations and best wishes for good Bangladesh.
@NahiyanminShahid2 ай бұрын
কার কার কার প্রিয় মানুষ
@anilkapoor40412 ай бұрын
Such a gentleman. Sir, we wish you all the best . Thank you so much for taking care of our country.
@rasedhossain20702 ай бұрын
আমরা আপনাদের বিদায় দিতে চায় না আপনারাই দেশ পরিচালনা করুন আশা করি দেশ অনেক এগিয়ে যাবে
@mizanibnnur81372 ай бұрын
ধন্যবাদ আপনাকে স্যার 💐💐💐
@fahanashumi67822 ай бұрын
পরিবেশ ও জলবায়ু রক্ষা ❤
@nasimaaktar89322 ай бұрын
জীবনের এই প্রথম কোন ভাষন শুনলাম একদম পুরো টা মনোযোগ দিয়ে শুনলাম। ড. ইউনূস স্যার এত সুন্দর করে প্রতিটা কথায় কতটা সাবলীল ভাবে কোন নোট দেখা ছাড়াই এত সুন্দর করে গুরুত্বপূর্ণ প্রতিটা কথা বললেন যা সত্যি মনোমুগ্ধকর। এমন একজন সরকার যদি আমাদের দেশে থেকে যেতেন তাহলে প্রতিটা জায়গা তে দূর্নীতি ইনশাআল্লাহ কমে আসতো এবং সুন্দর একটি দেশ গড়ে উঠতো নতুন করে। স্যার এর এত সুন্দর সাজানো গুছানো কথা গুলো সত্যি মন ভালো করে দিলো। উনি এত সংক্ষেপে পুরো দেশের কি কি সমস্যা তুলে ধরে কিভাবে সমাধান করা যায় সেটিও বলেছেন। সবাইকে ধৈর্য্য ধরতে বলেছেন। মহান আল্লাহ্ পাক স্যার কে নেক হায়াত দান করুন সুস্থ রাখুন এবং দেশ নিয়ে ভালো কাজ করে আমাদের দেশ কে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলার তৌফিক দান করুন। আমিন।
@fozlerabbi652 ай бұрын
বেকারত্ব দূর করতে হবে
@MdBlue-t1k2 ай бұрын
আমি একজন গ্রামপুলিশ .আমাদের চাকরি জাতিয় করন চাই
@asadJaman-w1c2 ай бұрын
Vodar bal tumi
@asadJaman-w1c2 ай бұрын
Vodar bal tui Khanki r pola
@Tahminabappe2 ай бұрын
রাষ্ট্র সংস্কারের সুযোগদিন,,, এই মুহূর্তে জাতীয়করন না করলেও আপনার পরিবার চলবে।
@emamkaziemam42412 ай бұрын
১৬ বছর কই ছিলেন
@mdbokul-nt5rb2 ай бұрын
@@emamkaziemam4241atodin hasinar dalali korse,
@mahmudullahmasud40542 ай бұрын
প্রতেকটি কথা মনে হলো, আমার মনের কথাগুলো বলতেছে৷ স্যালুট স্যার৷
@munnamedia4622 ай бұрын
Ma Sha allah....sir chaliye Jan pase aci in Sha allah
@tahminanaznin95672 ай бұрын
MashAllah,May Allah swt give you good health .Bless you Sir .lots of Duaa for you
@md.raqibulislam18772 ай бұрын
ডঃ ইউনুস স্যারের প্রতি এত সুন্দর করে কথা বলার জন্য কোন নেতার মুখ থেকে এরকম ভাষণ আজকের পর্যন্ত শুনিনি এই প্রথম শুনলাম আল্লাহতালা তাকে নেক হায়াত দান করুক আমিন তুমি অনেক সুন্দর মানুষ ভালো মানুষ
@Sincerely_Jahan2 ай бұрын
আমার এই ৪২ বছরে এত সুন্দর বক্তব্য আগে কখনো শুনিনি । 😢 এত সাবলীল, এত স্বচ্ছ , এত মনোমুগ্ধকর ছিল উনার প্রতিটা কথা । আল্লাহ উনাকে নেক হায়াৎ দান করুন । আমিন ❤
@raselmd2732 ай бұрын
Thank you Sir. We need you long time not for short time