আমি ভারতে থাকি কিন্তু আপনাদের নাটক প্রায় রোজ দেখি। বেশিরভাগ হালকা ধরনের নাটক কিন্তু বেশ কিছু ভাল নাটক ও আছে। এই নাটক দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এ যেন আমার ঘরের গল্প।
@RajiaSultana-vy3fl Жыл бұрын
❤😊❤🇧🇩
@sharminchowdhury54453 жыл бұрын
ভুলে গেলাম কিছুক্ষনের জন্য যে আমি আজ স্যাটালাইট জগতে বাস করছি 😰 কোথায় চলে গেলো আমাদের সেই আগের দিনের দিনগুলো ?একটা ঘরে বসে সবাই মিলে বিটিভিতে এইধরনের সামাজিক নাটক গুলো দেখতাম আর লুকিয়ে চোখ মুছতাম! অসাধারণ নাটকটি, বিশেষ করে আমার প্রিয় অপি করিম আর টনি ডায়েসের সেরা অভিনয় 💓
@nailascreativeworld59202 жыл бұрын
আসলেও সেই সময়গুলো স্বপ্নের মতো ছিল | মাঝে মাঝে মনে হয় হঠাৎ যদি সব স্যাটেলাইট অচল হয়ে বন্ধ হয়ে যেত তাহলে কি সেই সময়গুলো আবার ফিরে আসতো ?
@z.afoysal40616 жыл бұрын
নাটকটি দেখতে দেখতে কখন যে মনের অজান্তে দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়লো বুঝতেই পারিনি। আসলেই নাটকটি অনেক ভাল লেগেছে।
@naeemuddin1624 жыл бұрын
অপি করিম একজন অসাধারণ অভিনেত্রী! অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ! পুরো নাটকটি সময়োপযোগী করে তৈরি করা!ভালো লেগেছে
@hasnahena94553 жыл бұрын
টনিডায়েস, ভারী মিষ্টি হাসি, অসাধারণ অভিনয় ।।।👌👌👌
@onlyserial95894 жыл бұрын
অনেকজন লিখেছিল যে নাটক টা দেখে কান্না লেগে গেল পুরো নাটকটা দেখার সময় ভাবছিলাম কান্নার কি আছে কিন্তু একদম শেষে ছাদের উপরের অভিনয়টা দেখে সত্যিই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল খুবই দুঃখের বিষয় হলেও সত্য নাটকটি আমার পরিবারের সঙ্গে মিলে যাচ্ছে আমরাও তিন ভাই এক বোন চয়নিকা চৌধুরী অনেক ভালো ডিরেক্টর তাকে অনেক ধন্যবাদ তবে আমার মনে হচ্ছে যদি নাটকটার নাম হতো আজকে একটা বিশেষ দিন তাহলে খুব ভালো হতো
@taniamahfuja81422 жыл бұрын
নাটকের সাবলীল উপস্থাপনন, অভিনয় সবমিলিয়ে খুব সুন্দর। মনের অজান্তেই চোখে আসে জল।।
@s.square86254 жыл бұрын
মনের অজান্তে দুই চোখের অশ্রু হু হু করে বেরিয়ে গেলো বুঝতেই পারলাম না । সত্যিই অসাধারন একটি নাটক .... আর বেশি কিছু লিখতে আমি অযোগ্য 😢
@shahanakhatun50482 жыл бұрын
মনের অজান্তে চোখে জল চলে এলো, অসাধারণ মন ছুয়ে যাওয়ার মতো একটি নাটক।
@rubinayeasmin5110Ай бұрын
সত্যিই নাটকটি অসাধারণ লেগেছে। কখন যে চোখ বেয়ে অশ্রু নেমেছে সেটা বুঝতেই পারিনি। সবাই যার যার জায়গায় অদ্ভুত অভিনয় করেছেন করেছে। একদম বাস্তব ভিত্তিক।
@RafimAhmed21 күн бұрын
আমার দেখা নাটকের মধ্যে অন্যতম।
@Sakil-H0ssain3 жыл бұрын
মা,বাবার প্রতি সন্তানদের ভালোবাসা এমনই হওয়া উচিৎ। ভালোবাসা বুঝানোর জন্য ভালোবাসি বলার সত্যিই কোন প্রয়োজন নেই।
@mirhimayetkabir97354 жыл бұрын
অসাধারণ একটা নাটক। টনি ডায়েস কে খুব মিস করি নাটক জগতে
@dammedia5282 Жыл бұрын
সোনালী দিনের কথা গুলি মনে পড়ে যায়। আবার ফিরে আসুক সেই দিনগুলি অপেক্ষাতে রইলাম।
@bimalbhowmick5 жыл бұрын
ভালো মূল্যবোধের নাটক সব ডিপার্টমেন্টের কাজ অসাধারণ বিপাশার কথা বিশেষ ভাবে বলবো ওর স্বর ক্ষেপণ তৃপ্তি মিত্রের কথা মনে করিয়ে দিলো অসাধারণ নাটক আবারো বলছি
@mdmohiuddin-ts8jv4 жыл бұрын
nc
@aforzaobayed38173 жыл бұрын
Bhai,amader actress ra kolkatar actress moto keno hotay jabe...comparision bad din....apnader obhinetrira shudhu hotness r nagorikota jane..
@marufmehmet44483 жыл бұрын
@@aforzaobayed3817 তৃপ্তি মিত্র কিন্তু বাংলাদেশেরই।ঠাকুরগাঁও জেলার মেয়ে তিনি।শৈশব ও কৈশোর ঠাকুরগাঁও এর টাঙ্গন নদীর তীরেই কেটেছে উনার
@MajedaakterPanna3 күн бұрын
চমৎকার একটি নাটক। হৃদয় ছুঁয়ে যায়।
@jannatunnesa39712 жыл бұрын
আগের দিনের কথা মনে পড়ে গেল । খুবই কান্না আসছিলো। ধন্যবাদ সবাইকে।
@protibadimaster707721 күн бұрын
২০২৪ এর শেষ সময়ে এসেও মনটা ভরে গেলো। আমরা ৯০ দশক সত্যিই ভাগ্যবান।
@ghoshal19533 жыл бұрын
বড় সুন্দর একটা নাটক দেখলাম।যেমন গল্প তেমন অভিনয়। অনবদ্য পরিচালনা আর সংগীত।বিশেষ করে ব্যাক গ্রাউন্ড মিউজিক বা আবহ সংগীত।সব মিলে এককথায় অপূর্ব। খুব ভালো লাগলো।যে কোনো প্রশংসাই কম মনে হয়।কলকাতা থেকে।
@jahidislam51973 жыл бұрын
সবগুলো অভিনেতা অভিনেত্রী খুব প্রিয়, অসাধারণ একটা গল্প ।চোখের জল আটকে রাখা সম্ভব না ।
@nusratsubhan2 жыл бұрын
অসাধারন এক কথায়
@AllinOne-gq1ko Жыл бұрын
অপি করিমের লাষ্ট ডায়লগ """তোর মনে ছিল কেন বলিসনিরে ভাইয়া""" শুনে সত্যি চোখে জল চলে আসলো
@mahafuzahmed5654 Жыл бұрын
কি অসাধারণ নাটক,, প্রতিটা জীবনের সাথেই কত মিল।
@monoranjansarkar2050 Жыл бұрын
বিপাশা হায়াত ও অপি করিম ম্যাম এর দূর্দান্ত অভিনয় সমৃদ্ধ নাটকটি বার বার দেখেও সাধ মেটেনা । নাটকের অন্যান্য কুশী লব,পরিচালক সকলকে অভিনন্দন এমন একটা নাটক উপহার দেবার জন্য । কলকাতা থেকে ।
@tarapalma61972 жыл бұрын
এই ধরনের নাটক গুলো তারাই বেশি অনুভব করতে পারবে ৯০ দশকে যাদের জন্ম। বহুদিন পর ২০২২ এসে আবার দেখছি এসব নাটক গুলো খুঁজে খুঁজে। 🌹🌹
@mdmoshiar9405 жыл бұрын
অসাধারন। মনে হল সেই ১৯৯৮ সালে সাদা কালো টিভির পর্দায় নাটক টা দেখছি বাহিরে হালকা শীতের হিমেল হাওয়া। মেই দিন গুলো কি জীবনে আর ফিরে পাবো।এই নাটক গুলো আমার রিদয় ছুয়ে যায়। অথচ আমার স্তী সন্তান আমাকে বলে সেকালে আমি পড়ে আছি।
@elizakhanraha96935 жыл бұрын
Ato ager Ami to jani na Ami to babcilam 2008 ba 2009
@selimbdselim87135 жыл бұрын
হ্যা দাদা একধম আমার হৃদয়ের কথা বলেছেন। আমাকেও সবাই তাই বলে।
@tazninazaman21925 жыл бұрын
এটা ২০০৩ এর নাটক।
@Koromcha54 жыл бұрын
Ekhon kar movie natok e isthir chitro nei second second e new drisho thake etau karon
@sharminsidea8934 жыл бұрын
Ke osadaron,ke comotker selo sai den gole,somoi golo akon kamon hoiya geyasa.ami onek soto selam,class 4 a selam.sai den gole jode abar fera petam.
@ক্ষুদ্রপ্রচেষ্টা-ল৪শ4 жыл бұрын
wow##really excelent valo lager moto akta story shekhar ache onk kisu
@sushantasingha66274 жыл бұрын
টনি ডয়েস খুব ভালো অভিনেতা
@rahimaferdoushi9562 жыл бұрын
সেই দিন গুলো ফিরে পেতে চাই, বাংলা নাটকে। ❤️
@lipisheikh18332 күн бұрын
❤মনের যতো ভালোবাসা রয়ে গেলো এই নাটকে। খুব খুব সুন্দর একটি নাটক।
@gorachandchakraborty63475 жыл бұрын
অনুভূতিকে অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিলো এই ছবি।অসংখ্য ধন্যবাদ জানালাম।ছবির পরিচালক ও সকল অভিনেতা দের। জনাব টনি অনবদ্য।দুই বাবার চরিত্রাভিনেতা ও অনবদ্য।এমন ছবি দেখার আশায় থাকলাম।কলকাতা ,পশ্চিমবঙ্গ।
@sumaiyaafrintithi42355 жыл бұрын
Eta onk ager.purono diner Bangladesh er natok gulo oshadharon chilo.
@mamun34493 жыл бұрын
এসব নাটক দেখে এখন আফসোস হয়,আমাদের সোনালী সময় আমরা পেছনে ফেলে এসেছি।সুন্দর মনের মানুষ,সুন্দর সময়,সুন্দর অনুভূতি কিছুই এখন আর নেই।সব পেছনে ফেলে এসেছি...
@jumurjumur56835 жыл бұрын
চয়নিকা ম্যাডামের নাটকের শুরু থেকেই ভালো লাগে। নাটকের মাঝে মাঝে কিছু মিউজিক থাকে অনেক অনেক ভালো লাগে।
@nazmunrekha8104 жыл бұрын
Gada
@nazmunrekha8104 жыл бұрын
Faltu natok
@tania18962 жыл бұрын
Bipasha baade shobar ovinoy Khub spontaneous legeche amr specifically Tony and Opi excellent.
@mkawser32275 жыл бұрын
এত সুন্দর নাটক এ জীবনে আর পাবো না ...... মনে খুব কষ্ট লাগে
@mitalichowdhury15766 жыл бұрын
সত্যি একটা সুন্দর নাটক দেখলাম ।সবাইকে ধন্যবাদ ।🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@lokmanhossain14545 жыл бұрын
পুরনো নাটক মানেই অতীব সুন্দর। বরতমান সব ন্যাকামি অভিনয় জানেই না আজিজুল হাকিম,টনি ডায়েস,জাহিদ হাসান,তৌকির আহমেদ,মাহফুজ আহমেদ সেরা অভিনয় শিল্পী।
@biddutrahaman49657 ай бұрын
Chayanika is the gretest producer. She has mingled the story with the genius actor Apuee. Outstanding.... Better than best...
@tarunpaul5299 Жыл бұрын
আমি বাংলাদেশের নাটক দেখতে দেখতে ভাষা হারিয়ে ফেলি।💐💐💐💐💐
@mahmudhasan75503 жыл бұрын
নব্বই দশক আমার জন্মের আমার শৈশবের আমার ভালো লাগা নাটক ও সিনেমার দশক তাই এ দশকে ঘটে যাওয়া সবকিছুই আমার হৃদয়ে অনুভূতির খোরাক জোগায় বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায় এবং অন্তহীন পথ চলার স্বপ্ন দেখায়...আজ-২৮/০২/২১-ভীমপুর, বোয়ালমারী, ফরিদপুর।
@bulbulahmed16424 жыл бұрын
নাটকটি আগে একবার দেখা হয়েছিল। এই নাটক গুলি দেখলে মনে পরে যায় যে আমাদের নাটক কতটা বেশি সুন্দর; সামাজিক ও পারিবারিক ছিল
@sheretaz34774 жыл бұрын
Natok ta dekhe sudhu kanna asche . love you all.
@sheretaz34774 жыл бұрын
Tony sir bujhi. choto belay khub dusto chilo. dustu vhaiya amar . khub miss kori apnake sir.
@shariefhussain38934 жыл бұрын
আগের এসমস্ত নাটক গুলো যতোই দেখি ততোই মুগ্ধ হই অসম্ভব সুন্দর নাটক, এমন সুন্দর নাটক এখন আর হয় না, এখন যতো সব ডলাডলি অশলিলতা।
@closetonature35733 жыл бұрын
সত্যি খুব মিস করি এই নাটকগুলো।
@basicenglish96332 жыл бұрын
আর ন্যাকামো
@madanmohanchatterjee76283 жыл бұрын
Osadharon 1ta natok.mon chuye galo
@mostafatutul55753 жыл бұрын
অসাধারণ! হৃদয় ছুঁয়ে গেল❤
@mdobayedurrahman63444 жыл бұрын
বাংলার মাধুরী সালীনতার পোষাকে কি করে সুন্দর নাটক উপহার দেয়া যায় তার জলন্ত উদাহরণ (বিপাশা হায়াত )
@aforzaobayed38173 жыл бұрын
Madhuri is cheap,bepasha way talented
@parthasarathimitra87822 жыл бұрын
অসাধারণ ও ঘটনার ঘানাঘটা samvriddhya নাটকে দেখে ভালো লাগলো । এমন নাটক সাহিত্য মন সমবৃদ্ধি হয়।
@rubelmia55023 жыл бұрын
মন খারাপ হলেই নাটকটি দেখি খুব ভালো লাগে...
@anjanguptabiswas45111 ай бұрын
VERY 'DEEPLY SENTIMENTAL' DRAMA!!
@sumonmazi36354 жыл бұрын
অনেক সুন্দর নাটক।হৃদয় ছুয়ে গেলো❤❤❤❤❤❤❤❤❤
@nazmunnahar64332 жыл бұрын
অসাধারণ লাগলো। অসংখ্য ধন্যবাদ।
@maungthan94192 жыл бұрын
খুব ভালো লাগলো অনেক অনেক শিক্ষা হইছে অনেক
@manikrakshit34904 жыл бұрын
Fantastic !!!! Mon chuye jawa natok.
@belalreza49053 жыл бұрын
অসম্ভব সুন্দর একটা নাটক দেখলাম। ধন্যবাদ আপনাকে । একেবারে বাস্তব জীবনের ঘটনা।
@suchitragomes87742 жыл бұрын
আগের সব নাটক গুলো কত বাস্তব মুখী ছিল।অনেক ছোটখাটো বিষয় গুলো কত সুন্দর করে নাটকে দেখানো হত।অসাধারণ একটি নাটক ।
@fitnesssujata16075 жыл бұрын
মন ছুয়ে গেল ।।। অসাধারন
@গোল্লাছুটগোল্লাছুট2 жыл бұрын
অসাধারণ একটা নাটক।ভালো লাগলো
@MDNayon- Жыл бұрын
অসাধারণ লেগেছে এরকম আরো ভালো নাটক দেখতে চাই ❤2023.
@mdnurnobinobi15232 жыл бұрын
অসাধারণ একটি নাটক মন ছুয়ে যায়
@lovelylovely3263 Жыл бұрын
অসাধারন অসাধারন 👌🏽👌🏽👌🏽
@saifashraf1555 Жыл бұрын
সময় এত নিঠুর তুমি, দেখতে দেখতে তুমি কেটে যাও, শুধু এঁকে দাও স্মৃতি,জানি পিছনে ফেরা যায়না, তাই হয়ত হৃদয় মাঝে তোমায় নিয়ে পাড়ি দিতে হয় এক নীল বেদনাময় সাগর,এ কেমন জীবন? কেন এই সময়ের ব্যবধান?কেন নিজেকে ফিরে পেতে চাওয়া অতীতে? হে অতীত তূমি ছিলে,আছো, থাকবে।।। হারিয়ে যাওয়ার খেলায় আমারা হেরে যাব!!!
@shaifunnahar87952 жыл бұрын
এমন নাটক যার তুলনা হয়না। যেমন ধরুন যে নাটক মানুষ চোখের জল ধরে রাখতে পারে না আমিও পারিনি অপূর্ব নাইস নাইস
@jharnaakhter88622 жыл бұрын
অসাধারণ একটি নাটক। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না।
@bablurrahman8519 Жыл бұрын
বাংলাদেশের নাটক কতো সুন্দর।
@mohammadashrafulalam1316 Жыл бұрын
সময় এত নিঠুর তুমি, দেখতে দেখতে তুমি কেটে যাও, শুধু এঁকে দাও স্মৃতি,জানি পিছনে ফেরা যায়না, তাই হয়ত হৃদয় মাঝে তোমায় নিয়ে পাড়ি দিতে হয় এক নীল বেদনাময় সাগর,এ কেমন জীবন? কেন এই সময়ের ব্যবধান?কেন নিজেকে ফিরে পেতে চাওয়া অতীতে? হে অতীত তূমি ছিলে,আছো, থাকবে।।। হারিয়ে যাওয়ার খেলায় আমারা হেরে যাব!!!(সাইফ)
@dolnadasgupta48223 жыл бұрын
অনেক সুন্দর সামাজিক নাটক
@mironmunshi5759 Жыл бұрын
মাঝেমধ্যে মনে হয় সবই তো অভিনয় হয়তো আর দেখবো কিন্তু এ ধরনের অভিনয় না দেখে করি। অসাধারণ
@nomansardar44253 жыл бұрын
অদ্ভূত সুন্দর ❤️
@taheraislam30503 жыл бұрын
অসাধারণ খুব ভালো লাগলোধন্যবাদ
@SnigdhaDebnath-m1fАй бұрын
আগরতলা থেকে দেখছি আমার দুচোখে জলবয়ে এনেছিল ❤❤❤❤
@mohammadalamin03554 жыл бұрын
মন ছুয়ে গেলো
@sirinaparvin32415 жыл бұрын
This is the best. Loved It.
@geetasreemajumder75102 жыл бұрын
অসাধারণ ভীষণ ভালো লাগল
@shobnammustare5 жыл бұрын
Fantastic natok, such nice acting by Tony and oppy
@subesumaiyabilkase61924 жыл бұрын
D
@abdurrahmanratan29394 жыл бұрын
অসাধারণ একটা নাটক... এখন আর এমন নাটক হয় না।
@MdShamim-bq3oh2 жыл бұрын
অফিকরিম তোমাকো আমার খুব পছন্দ করি তাই তোমার নাটক এখনও খুজে খুজে দেখি
@mamunhossian46665 жыл бұрын
অসাধারণ জার কোনো তোলনা হয়। না
@জীবনেরশেষচিঠি-স৩ছ4 жыл бұрын
Fantastic Drama, and my favourite actress Api Karim ❤❤❤
@angelapakhi89205 ай бұрын
আগের দিনের নাটক গুলো একবার দেখে সাধ মিঠে না। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে।
@TriptiRoy-j4d5 ай бұрын
খুব সুন্দর। ❤❤
@mdmasumbapari871411 ай бұрын
আসলেই অসাধারণ
@shahriar_kawsik3 жыл бұрын
এত অসম্ভব সুন্দর গল্প হয় কি করে?? এত সুন্দর নাটক হয় কি করে!!!!
@mdmoksadul60143 жыл бұрын
নাটক দেখে অনেক কিছু লিখতে চাইলাম কিনতু পারলাম না টনি ডায়েস নাটকগুলো ভাল লাগে
অসম্ভব সুন্দর একটা নাটক। অামার দেখা সেরা নাটক গুলোর মধ্যে এটা একটা।
@mdmilon10165 жыл бұрын
আামার অনেক ভালো লেগেছে এই নাটকটা
@rumannuzzamanreza14173 жыл бұрын
Ager natok dakla mon vora ji
@satabdipalhaldar58764 жыл бұрын
Khub sundor natok
@khalidakram38284 жыл бұрын
কত আগের কত ভালো মানের নাটক। আমার জন্ম ৮৪ এর দিকে । এই সব নাটক গুলো দেখে দেখে বড় হয়েছি।আমার শৈশব, কৌশরের দিন গুলোর সাথে এই সমস্থ নাটক মিশে আছে। এখন র্পযন্ত দেখলে নষ্টালজিয়ায় আক্রান্ত হই। আর বিরক্ত লাগে এখনকার সময়ের লাফাঙ্গা পোলাপানের অভিনিত নাটক দেখে। না আছে অভিনয়, না আছে কাহিনি। আহারে আমার সোনায় মোড়া দিনগুলো।
@khalidahmed41073 жыл бұрын
নাম এবং পৃথিবীতে আসার সাল এবং আপনার মনের কথার সাথে হুবহু মিলে গেল
@netaykundu76762 жыл бұрын
আমার দেখা অনেক অনেক সুন্দর একটা নাটক ❤️❤️💖💖
@mahfuzaafrozdola64224 жыл бұрын
অসাধারণ ❤
@shafiqulshafiqul96644 жыл бұрын
নাটক টা খুবই ভাল লেগেছে
@hanifahmed53796 жыл бұрын
অনেক আগে নাটকটি দেখেছিলাম মনে মনে খোজছিলাম নাটকটি
@ArifulIslam-sq3fw8 күн бұрын
নাটক টা অসাধারণ।
@RehanRubel5 жыл бұрын
জীবনে এত সুন্দর নাটক আর দেখিনি
@sathiaktermim21333 жыл бұрын
Ak kothai osadharon
@skamirali77324 жыл бұрын
অনেক দিন পরে এরকম একটি সুন্দর নাটক দেখলাম , নাটকের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলি দের প্রতি রইল আমার ভালোবাসা।
@MdFaruk-xg6mr5 жыл бұрын
মা বাবাকে তারচেও বেশী ভাল বাস যতটুকু তারা তোমাকে বেসেছে