Рет қаралды 329
lyrics@ pyar diwana hota hai - Bengali version
আজ গুন-গুন-গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ!
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
গুন-গুন-গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ!
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়
আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়
সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়
আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়
অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
কে চোখে সারাবেলা রং বুলিয়ে যায়
আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়
কে চোখে সারাবেলা রং বুলিয়ে যায়
আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়
এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
গুন-গুন-গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ!
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!