Рет қаралды 16,026
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: রাজেন সরকার
🎬বালুচরী (১৯৬৭)
🎤হেমন্ত মুখোপাধ্যায়
আজও হৃদয় আমার পথ চেয়ে দিন গোনে
আসবে কখন বন্ধু আমার
এই শুধু ভাবি মনে
জীবন পথের ক্লান্ত দিনের শেষে
কখন তুমি ডাক পাঠাবে
সে কোন্ অচিন দেশে
আহা কান পেতে মন
সেই কথাটিই শোনে
আসবে কখন বন্ধু আমার
এই শুধু ভাবি মনে
স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই
রেখে দিলে তুমি তারে মরমের মণিহারে
অনেক বাধার অথৈ সাগর কূলে
ফেলেও যদি গন্ধকে আবার যেন ফুলে
তবু তীরের মায়ার জাল কেন সে বোনে
আসবে কখন বন্ধু আমার
এই শুধু ভাবি মনে॥
[ প্রয়াত অনিল চট্টোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা নূতন আঙ্গিকে দেয়ার চেষ্টা করেছি - ভুল-ত্রটি মার্জনীয় 🙏👍]