আজওয়া খেজুরের অবাক ঘটনা | গাছটি রাসুল (সাঃ) নিজে লাগিয়েছেন | Islamic Waz Bangla | Mufti Mohammad Ali

  Рет қаралды 27,501

Islamer Rasta

Islamer Rasta

Күн бұрын

Пікірлер: 10
@saifurromanroman599
@saifurromanroman599 8 ай бұрын
আলহামদুলিল্লাহ
@MurtazaKhan_59
@MurtazaKhan_59 2 ай бұрын
আল্লাহু আকবর ❤❤
@ThanKsMoM789
@ThanKsMoM789 Ай бұрын
Alhamdulillah ❤
@ItsSumon-j2k
@ItsSumon-j2k 9 ай бұрын
মাশাল্লাহ
@Shifa640
@Shifa640 26 күн бұрын
সুবহানাল্লাহ
@salimahmedahmed8908
@salimahmedahmed8908 7 ай бұрын
Alhamdulillah
@salimahmedahmed8908
@salimahmedahmed8908 7 ай бұрын
Ameen
@AbulAsad-n4s
@AbulAsad-n4s 2 ай бұрын
হাদীসটি এমন নয় । নিম্নে হাদীসের শেষের অংশ উল্লেখ করা হলো । ثُمّ شَغَلَ سَلْمَانَ الرِّقّ حَتّى فَاتَهُ مَعَ رَسُولِ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بَدْرٌ، وَأُحُدٌ، قَالَ: ثُمّ قَالَ لِي رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: كَاتِبْ يَا سَلْمَانُ فَكَاتَبْتُ صَاحِبِي عَلَى ثَلَاثِ مِائَةِ نَخْلَةٍ أُحْيِيهَا لَهُ بِالْفَقِيرِ، وَبِأَرْبَعِينَ أُوقِيّةً، فَقَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ لِأَصْحَابِهِ: أَعِينُوا أَخَاكُمْ فَأَعَانُونِي بِالنّخْلِ: الرّجُلُ بِثَلَاثِينَ وَدِيّةً، وَالرّجُلُ بِعِشْرِينَ، وَالرّجُلُ بِخَمْسَ عَشْرَةَ، وَالرّجُلُ بِعَشْرٍ، يَعْنِي: الرّجُلُ بِقَدْرِ مَا عِنْدَهُ، حَتّى اجْتَمَعَتْ لِي ثَلَاثُ مِائَةِ وَدِيّةٍ، فَقَالَ لِي رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: اذْهَبْ يَا سَلْمَانُ فَفَقِّرْ لَهَا، فَإِذَا فَرَغْتَ فَأْتِنِي أَكُونُ أَنَا أَضَعُهَا بِيَدَيّ قَالَ: فَفَقّرْتُ لَهَا، وَأَعَانَنِي أَصْحَابِي، حَتّى إِذَا فَرَغْتُ مِنْهَا جِئْتُهُ فَأَخْبَرْتُهُ، فَخَرَجَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ مَعِي إِلَيْهَا فَجَعَلْنَا نُقَرِّبُ لَهُ الْوَدِيّ وَيَضَعُهُ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِيَدِهِ، فَوَالّذِي نَفْسُ سَلْمَانَ بِيَدِهِ، مَا مَاتَتْ مِنْهَا وَدِيّةٌ وَاحِدَةٌ، فَأَدّيْتُ النّخْلَ، وَبَقِيَ عَلَيّ الْمَالُ، فَأُتِيَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِمِثْلِ بَيْضَةِ الدّجَاجَةِ مِنْ ذَهَبٍ مِنْ بَعْضِ الْمَغَازِي، فَقَالَ: مَا فَعَلَ الْفَارِسِيّ الْمُكَاتَبُ؟ قَالَ: فَدُعِيتُ لَهُ، فَقَالَ: خُذْ هَذِهِ فَأَدِّ بِهَا مَا عَلَيْكَ يَا سَلْمَانُ فَقُلْتُ: وَأَيْنَ تَقَعُ هَذِهِ يَا رَسُولَ اللهِ مِمّا عَلَيّ؟ قَالَ: خُذْهَا، فَإِنّ اللهَ سَيُؤَدِّي بِهَا عَنْكَ قَالَ: فَأَخَذْتُهَا فَوَزَنْتُ لَهُمْ مِنْهَا، وَالّذِي نَفْسُ سَلْمَانَ بِيَدِهِ، أَرْبَعِينَ أُوقِيّةً، فَأَوْفَيْتُهُمْ حَقّهُمْ، وَعَتَقْتُ، فَشَهِدْتُ مَعَ رَسُولِ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ الْخَنْدَقَ، ثُمّ لَمْ يَفُتْنِي مَعَهُ مَشْهَدٌ. (সালমান ফারসী রা.-এর ইসলাম গ্রহণের দীর্ঘ ঘটনার শেষের দিকে রয়েছে) ...অতঃপর দাসত্বের কারণে সালমান রা. বদর ও ওহুদে অংশগ্রহণ করতে পারেননি। সালমান রা. বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সালমান তুমি তোমার মনিবের সাথে মুকাতাবা (অর্থের বিনিময়ে দাসত্ব থেকে মুক্ত হওয়ার চুক্তি) কর। আমি চল্লিশ উকিয়া এবং তিনশটি খেজুর গাছ-এর বিনিময়ে মুকাতাবা চুক্তি করলাম; যে তিনশটি গাছ একেবারে চারা লাগানোর গর্ত থেকে প্রস্তুত করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা তোমাদের ভাইকে (দাসত্ব থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে) সহায়তা কর। তখন সাহাবীগণ আমাকে সাহায্য করলেন; কেউ দিলেন ত্রিশটি চারা, কেউ বিশটি, কেউ পনেরটি আবার কেউ দশটি; প্রত্যেকেই তার সাধ্য অনুযায়ী দিলেন। এভাবে তিনশটি চারা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এগুলো লাগানোর জন্য গর্ত কর। এরপর আমাকে জানাবে, আমি নিজ হাতে চারাগুলো রোপণ করব। আমি গর্ত করলাম। সাথীরা আমাকে এতে সাহায্য করল। গর্ত করা শেষ হলে নবীজীকে জানালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজ হাতে চারাগুলো রোপণ করলেন। আমরা এগিয়ে এগিয়ে দিলাম আর নবীজী নিজ হাতে সবগুলো চারা রোপণ করলেন। যে সত্তার হাতে সালমানের প্রাণ তাঁর কসম, তিন শ চারার একটিও মরেনি! এভাবে তিনশ খেজুর গাছের শর্ত পূরণ হল। বাকি থাকল চল্লিশ উকিয়া (স্বর্ণ)। একদিন এক যুদ্ধাভিযান থেকে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে নবীজীর কাছে মুরগির ডিম পরিমাণ স্বর্ণ এল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খোঁজ করলেন, বললেন, ‘মুকাতাবা’ চুক্তিকারী পারস্যের লোকটি কোথায়? লোকেরা আমাকে ডেকে আনল। তখন নবীজী বললেন, এই নাও, এটি দিয়ে তোমার উপর ধার্যকৃত (চল্লিশ উকিয়া) স্বর্ণ আদায় কর। এ দেখে আমি বললাম, আল্লাহর রাসূল এ (সামান্য পরিমাণ স্বর্ণ) দিয়ে কীভাবে আমার উপর ধার্যকৃত চল্লিশ উকিয়া আদায় হবে?! নবীজী বললেন, নাও, ইনশাআল্লাহ এর মাধ্যমেই আল্লাহ তা আদায় করে দেবেন। সালমান ফারসী রা. বলেন, আমি তা নিলাম এবং তাদের (চল্লিশ উকিয়া আদায়ের) জন্য ওজন দিলাম। যে সত্তার হাতে সালমানের প্রাণ তাঁর কসম, ওই ছোট্ট স্বর্ণ টুকরাটি চল্লিশ উকিয়া হল! এভাবে আমি আমার উপর ধার্যকৃত স্বর্ণও আদায় করলাম এবং ‘দাসত্ব’ থেকে মুক্ত হলাম। এরপর আমি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে খন্দকযুদ্ধে অংশগ্রহণ করলাম। পরবর্তীতে নবীজীর সাথে সকল যুদ্ধেই আমি অংশগ্রহণ করেছি। -মুসনাদে আহমাদ, হাদীস ২৩৭৩৭; আলমুজামুল কাবীর, তবারানী, হাদীস ৬০৬৫; মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ২৫০০
@MdmehediHasan-c9d
@MdmehediHasan-c9d 23 күн бұрын
সুবহানাল্লাহ
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 175 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 38 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 62 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 175 МЛН