কোনও গাছ লাগালে,যদি তার পাতা ডাউন হয়ে যায়।খুব খারাপ লাগে দেখে।আবার জল দেওয়ার পর যখন তরতাজা হয়ে যায় মনে বেশ আনন্দ লাগে।তৃষ্ণার্ত কে জল খাওয়ালে যেমন লাগে,আর কি।
@krishnakantadey69984 ай бұрын
অবশ্যই লাগবোনোর চেষ্টা করছি দাদা❤❤🌹🌲🌳🌴🏝️🏞️🌱🌱🌱🌱🌱🌱🌲
@gangadas9644 ай бұрын
আমি 100 টা গাছ লাগাবো ভেবেছি যদি নাও পারি যতগুলো পারবো ততগুলো লাগাবো। আর গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় ফুল ফলে চারিদিক সবুজ হয়ে ভরে থাকুক গাছে ❤
@modhumanjarihorticulture65324 ай бұрын
আপনার কণ্ঠস্বরের পাগল ভক্ত ❤ আরেকজনের নাম না বললে খুব অন্যায় হবে তিনি স্বনামধন্য গায়ক কবির সুমন ❤
@nityanandahalder1774 ай бұрын
সত্যিই তাই, আমিও ভুলেই গেছিলাম, অনেক ধন্যবাদ দাদা,
@runaghosal76923 ай бұрын
Absolutely right, apner advice rather kothagulo khub valo lage. ❤🙏
@rekhachatterjee32844 ай бұрын
Sara bochor anek gach lagai.aro gach lagabo.thank you kunal.
@prajjalchakraborty42864 ай бұрын
দাদা, এই consumption কমানোর দিকেও তাকাতে হবে। মানুষের চাহিদা ও বাড়ছে আর সাথেই স্টার্টআপের রমরমা। কারণ আজ আমরা যেই অবস্থায় আছি। Consumption কমানোটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গাছ লাগানো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু আজ এতটা সময় নেই যে সেই গাছ গুলো ৮-১০ বছর বাদে বাড়বে এবং বাড়লেও কতটা emission কম করতে পারবে সেইটা বড় প্রশ্ন। কারণ ব্রাজিলের আমাজন এর সবচেয়ে বড় গাছ গুলোও ২০-৩০ কেজি CO2 নিতে পারে। অন্যদিকে এলোন মাস্ক তার ইছাপূর্তির জন্য ১২ টা সন্তানও জন্ম দিয়ে দিলো।।।😢 আর এইসব দেখে আমরাও অনুপ্রাণিত হচ্ছি যে আরো ভোগো। আরও আরও করে।
@somadutta27314 ай бұрын
শুভ সন্ধ্যা আর বলা যাবে না। এখন রাত নটা আমার complex এর জমি সিমেন্ট দিয়ে বাঁধানো। ওখানে গাছ বসাতে দেবে না। Compound এর চার পাশে বাঁধানো টব এ প্রচুর গাছ বসানো যেগুলো air pollution free রাখে। আমার ব্যালকনি তে অনেএএক গাছ আছে শুধু বর্ষা কালে নয় সারা বছর আমি গাছ নিয়ে পড়ে থাকি Repoting নতুন গাছ বসানো সার দেওয়া মানে এক কথায় take care করে থাকি । সকালে ঘুম থেকে উঠে দেখি কোন গাছে কটা পাতা বেরোলো। ভালো থাকবেন শুভরাত্রি 🙏
@payeldas63694 ай бұрын
Amar nijer bagan ache r ami prokriti premi onek gach lagai👍👍👍👍
@SamirDas-in3ux4 ай бұрын
Thanks 👍 Dadavai 💟🌹💟🌹💟
@MSKim65634 ай бұрын
শুভ রথযাত্রা 🙏
@LinaM-np6fg4 ай бұрын
আমাদের বাড়িতে ২৪/২৫ টা গাছ আছে। এগুলোর পরিচর্যা তো আমরা করিই, তাছাড়া আরো গাছ লাগাতে চাই।
@sangeetaduttabanik.4 ай бұрын
আমাদের বাড়িতে গাছ আছে...তোমাকে আগেও বলেছিলাম...তুমি আসলে দেখতে পেতে...।।...তবে তুমি আজকে এইকথা বলছো...এই কয়েকদিন আগেও আমাদের বাড়িতে মানিকপ্লেন্ট গাছ লাগানো হয়েছে...।।...সকলকেই এগিয়ে আসা উচিত...।। 🌱🌱🌱🌱🌿🌿🌿🌿🍃🍃🍃🍃☘️☘️☘️☘️☘️🍀🍀🍀🍀🍀🌳🌳🌳🌳🌳💚💚💚💚 ২৮ মিনিটস পরে দেখেছি...১৭ নম্বরে লাইক 👍 করেছি...।।...২-৩ ঘণ্টা পরে কমেন্টস করলাম...কারণ বশত...।। শেয়ার করলাম...।।
@susmitaojha7944 ай бұрын
আমি অনেক গাছ লাগিয়েছি।
@rinaghosh14344 ай бұрын
আমি গাছ ভালবাসি লাগাই আবার লাগাবো।
@JatinMandal-sf5xh4 ай бұрын
আমি আরো পাঁচটা বাবলা গাছ লাগাবো
@Ronip-ww4jx4 ай бұрын
আমার বাড়িতে গাছ লাগিয়েছিলাম কিন্তু প্রতিবেশী বলে আমার বাড়িতে পাতা ঢুকে যায়। আর এখন আর বাড়িতে গাছ নেই । আমার বাড়ি থেকে একটু দূরে একজনের বাড়িতে একটি আম গাছ ছিল সেই গাছের পাতা তার প্রতিবেশীর বাড়ির ছাদে পড়ত । এই নিয়ে পুলিশে খেস করেছে 😢😢। মানুষ মানুষের ক্ষতিকারক । প্রতিবেশী যখন বুঝাবে তখন আর সময় থাকবে না 😢😢। অবশ্যই একদিন বুঝাবে এটা আমি জানি 😢😢