পুরোনো বছরের গান গুলো আবার শুনলাম। তুলনাহীন, বিশেষ করে শেষের মহম্মদ রফি র গান টি। অনেক অনেক ভালো থাকুন ❤️
@Bijan-v6d8 күн бұрын
😊
@shantimukherjee452 Жыл бұрын
আহা,কি শুনলাম।মনে হোলো শিল্পীর মিষ্টি গানের সমুদ্রে ডুব দিয়ে ছিলাম।জেগে উঠে লিখছি .... অতুলনীয়।
@arunapaul78083 жыл бұрын
গানের নির্বাচনে শিল্পীর সাংগীতিক রুচির পরিচয় পাওয়া যায়। শমীক বাবুর কন্ঠমাধুর্যে গানগুলি নতুন মাত্রা পেয়েছে। প্রতিটি গানের সুরের সূক্ষ্ম কাজগুলো যত্নের সঙ্গে উপস্থাপিত করেছেন। রোশন জীর সুরে রফিসাহেবের হিন্দি গানটির কথার sequence এ কিছু বিচ্যুতি ঘটলেও নিখুঁত সুরে গেয়েছেন। শেষ গানের সময়ের তাড়ায় হয়তো এই প্রমাদটুকু হয়ে থাকতে পারে। মৈত্রেয়ী দেবীর সকৌতুক সঞ্চালনায় অনুষ্ঠানটি এতটা হৃদয়গ্রাহী হয়েছে। যন্ত্রশিল্পীদ্বয় যোগ্য সংগত করেছেন। এক কথায় পুরো অনুষ্ঠানটি অনবদ্য এবং বার বার শুনতে ইচ্ছে করে। সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।
@asischakraborty43842 жыл бұрын
👌👌osadharan gaan, osadharon anchoring
@supriyodutta7595 ай бұрын
সমীক দার গান অনেকদিন পর তোমার গান শুনতে পেলাম এবং তোমাকে দেখতে পেয়ে খুব আনন্দ পেলাম সেই তারা মিউসিকছিল তখন তোমাকে এবং অনেক শিল্পী কে সেখান থেকেই চিনেছি তোমার গান ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগে । সঞ্চালিকাকে আমার আন্তরিক ভালোবাসা দিলাম। 👌👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹👍👍👍👍
@mohammadmoazzemhossain1398 Жыл бұрын
শৌমিক দাকে দেখলে কেন জানি উত্তম কুমারের ছবি মনের মাঝে ভেসে উঠে । উত্তম কুমারের সাথে তার চেহারার অনেক খানি মিল । তার কন্ঠও দারুন অসাধারণ ।
@sharmisthamukherjee39173 жыл бұрын
এরকম গান শুনে যে কেউ thumbs down করতে পারে, দেখে অবাক, হতবাক!!! But I have every reason to believe that your taste will improve with time. শামিক বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সব গানগুলোর জন্যে। তারা টিভি কেও a big Thank you for uploading this programme.
সত্যি হারিয়ে গেলো, ভালো যা কিছু এ ভাবে হারিয়ে যায়
@mitabiswas978311 ай бұрын
Samikda apni shyama sangit ato apurbo!!!!! 🎉❤🎉
@umasaharoy16325 ай бұрын
Ami apnr sathy sohomot,, program ta vson vabe miss kori
@kamaluddin3855 Жыл бұрын
যেমন মৈত্রেয়ীর উপস্থাপনা তেমন সমীকের গায়েকী অসাধারণ অসাধারণ খুবই জমেছে। দুই জনে আমার পছন্দের শিল্পী। আমার অভিনন্দন। চট্টগ্রাম বাংলাদেশ থেকে দেখতে ছিলাম
@sipraygupta5273 Жыл бұрын
সত্যিই খুব সুন্দর অনুষ্ঠান, আমি এটা টেলিভিশনে দেখেছি। ভালো ভালো অনুষ্টান সব হারিয়ে গেলো।
@aparnapaul627311 ай бұрын
এ-র আগে শুনিনি। হঠাৎ করে গতকাল থেকে আপনার গান শুনে খুব ভালো লাগছে। এভাবেই গান শুনিয়ে যাবেন। আমি আপনার একজন মুগ্ধ শ্রোতা হয়ে গেলাম। শুভকামনা নিরন্তর 👏🏻🙏🌹💛💚
@ashokedas92153 жыл бұрын
আপনার নাম ও শুনিনি আর গান ও শুনিনি ।আজ প্রথম ইউটিউব চ্যানেল এ আপনার গান শুনলাম ।সত্যি আপনার গান শুনে আমি মুগ্ধ ।ভীষন ভালো লাগলো ।
@manjulakundu16423 жыл бұрын
মুগ্ধ হলাম।
@manojit505 Жыл бұрын
সহমত ।
@bimolsaha74039 ай бұрын
কি দেখে পাইনা ভেবেগো, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অনেক শুনেছি, আজ আবার নতুন প্রজন্মের কণ্ঠে শুনলাম, ভালো লাগলো।।।।।
@amarshankarbiswas49493 ай бұрын
এতো ভালো শিল্পী। আপনাকে আগে কেন যে দেখতে পাইনি! খুব ভালো। সঞ্চালক ও খুব ভালো।
@gchakraborty86733 жыл бұрын
আমি ২০২১ এ শুনছি । খুব সুন্দর moytreedir উপস্থাপনা ।আর শমিকদার তো কোনো জবাব নেই musicians রা অসাধারণ ।সব মিলিয়ে খুব ভালো লাগলো ।hats off to you all ।
@sadhanabandyopadhyay76446 ай бұрын
অসাধারন গায়কী। কোন অঙ্গ ভঙ্গি নেই এটা আরোও প্লাস পয়েন্ট। বেশীর গায়কের গলার কাজের থেকে মাথা নাড়িয়ে কাজ করে।অপূর্ব কন্ঠ স্বর। ❤❤
@kobitaialapwithanjanasarka97934 жыл бұрын
এই অনুষ্ঠানের মেলবন্ধন চিরকালীন মনে রাখার মতো।। যেমন মৈত্রেয়ী তেমনই শমীক।।দুজনই খুব মজা করে অনুষ্ঠানটি করেছিল।।।। আবার এইভাবে দুজনকে যদি পাওয়া যেত কি ভালো হতো।।
@vivekkhashnobish87542 жыл бұрын
Exellent
@sebasarkar20232 жыл бұрын
Shamikpal
@krishnaprasadmaity7720 Жыл бұрын
আমি তো খুনসুটিগুলো আমেজ করে দেখছিলাম। নায়ক নায়িকার মতো লাগছিল।
@krishnaprasadmaity7720 Жыл бұрын
আমি তো যেন রোমান্টিক জুটিকে দেখতে পাচ্ছি। আমি তো দিনে ২--৩ বার শুনছি।
অনেক দিন পর এই গানটা শুনলাম, লাস্ট শুনে ছিলাম অনেক দিন আগে চিন্ময় chottopadhyai এর কণ্ঠে, খুব ভালো লাগলো, ভালো থেকো
@SwetaBanerjee-g1g5 ай бұрын
Aj Sakaler Amomtrone .....sunte sunte amar ekaki sakal koto sundor vabe kete jeto.Shilpike nie kichu bola amar dhrishtota......Chinmoy Chatterjee r choya pachchi gane.....khub valo lagche 🙏🙏👌👌
@elixirarch_154 жыл бұрын
আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাও নি ... আহা অপূর্ব গান অপূর্ব গায়কী
@hhnm72 жыл бұрын
আগেতে তারা টিভিতে দেখেছি,এখন এখানে দেখছি।সবাই কে ধন্যবাদ
@sukumarpaul43953 жыл бұрын
Shoumik khube quality sampurna Singer.Amar age 66 yrs.ami anek nami dami Singer er gan sunechi Soumike o tader porjya e fela jai.
@ashimabhattacharjee63783 жыл бұрын
Tara r aj sokaler amontrone k vishonvabe miss korchhi .Pls come back.
@mosaddekhossain830 Жыл бұрын
আপনার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত অসাধারণ লাগে। খুবই ভালো লাগলো। Thank you ভালো থাকবেন।
@nabakishorenayak1595 Жыл бұрын
Namaskar..anek baschhar pare are anusthan sune chokhe jal ese gechhe soumik o maitrei didi ke ages ages dhanyabad..bises kore dadar kirtir ganta ja galen ki darun
@tapanmukherjee37593 жыл бұрын
A combination of trios, Hemanta, Manna & Pannalal. Wish you all the best. 👍👍👍
@papiyaghosh8309 Жыл бұрын
একরাশ মুগ্ধতা ।
@debasishpaul84165 жыл бұрын
Unique voice quality n style of singing....... excellent!!!…. superb!! Thanks to..Soumik n Maitreyee, as well as TARA ................. beautiful Program.
@jhumaghosh33514 ай бұрын
সত্যিই আপনার গান আগে থেকে কেনো শুনিনি । অপূর্ব আপনার গলা।
@shilpisengupta96954 ай бұрын
অসাধারণ episode। সব মিলিয়ে superb। ❤❤
@pradipbiswas24483 жыл бұрын
শুভেচ্ছা ও অভিনন্দন। অপূর্ব। খুব ভালো লাগল।সুদীর্ঘ্যজীবি হোন।
@sujoymukherjee44713 жыл бұрын
Mr. Samik u looks like uttam Kumar. And very good singer..... Keep maintaing for long time. God bless you.
@cutiepie-vr6ig3 жыл бұрын
Exceptionally gifted singer.His voice is soo penetrating and and so adorable that we enjoy wholeheartedly .We miss ' Tara ' music channel only for these talanted singers.May he be in good health. ❤️👍🙏
@shaswatighuaroy14572 жыл бұрын
@@sanjeetbose52 Apni gan nashunei
@shaswatighuaroy14572 жыл бұрын
@@sanjeetbose52Apni gan na sunei panic disorder man. Aaaaaaaaaaaa na kore,mondie gan shunun. Amak an---++++dite hobe na
@shaswatighuaroy14572 жыл бұрын
Apni samne ele ,duto gatta martam Mr. S Roy
@mitasaha840 Жыл бұрын
How beautiful .Congratulation . Dr. Maitreyi Deb Saha , Ottawa , Canada
@poushiarefin1757Ай бұрын
আমাৱ খুব পছন্দের শিল্পী। ভীষন ভালো লাগলো।
@ZubairAhmad-yh5mh3 жыл бұрын
OMG.....the presentation of my Didi is soooooo sweet.... so melodious ...so spontaneous...I love it.❤❤❤ My Dada is a great singer...his God gifted vocal is absolutely awesome...The super perfect unique tone is undoubtedly praiseable. Thanks Zubair from London
@souravroy1942 жыл бұрын
Apurbo laglo gan sins khub Valo laglo
@gautamchatterjee488111 ай бұрын
Anchor intolerable
@arindamchakroborty19533 жыл бұрын
সমীক বাবুর মতো শিল্পীদের কণ্ঠে গাওয়া গান গুলিই বেঁচে থাকার রসদ ! 👌
@rebabiswas31263 жыл бұрын
0
@sanjoymandal74532 жыл бұрын
Excellent khub sundor lagche ashadharon
@monoramamandal39303 жыл бұрын
Anek din pore aponar gan sunlam. Khub valo laglo.
@pradipkumarbhattacharya34433 жыл бұрын
What a fantastic singer! Maitreyi is awesome.
@arunavamukherjee3478 Жыл бұрын
Samik Paul amaro khub priyo shilpi. Onake anek suvechcha r pronam janI.
@krishnanathmukherjee56383 жыл бұрын
সৌমিক এর চেহারা এবং গান দুটো মিলেমিশে একাকার। যেমন গান তেমনি চেহারা। আমার খুব পছন্দের শিল্পী।
@sebasarkar20233 жыл бұрын
Moovi
@satyajitmukhopadya61596 жыл бұрын
Listening a beautiful singing after a long time ,thanks Tara , and Maitreyee is also excellent
@manjulasarkar956 Жыл бұрын
God blessed versatile artist whose singing touches the heart . He is indeed a precious jewel
@nanditabanerjee2977 ай бұрын
মন ভরে গেল। শ্রদ্ধা 🌸
@maitreyeeganapati65284 жыл бұрын
Darun darun aj o 2020 te o sunchi....Mon ta puro Jano ....word pachi na Kichu bolar.
@babydas92872 жыл бұрын
Excellent 👌 hochhen Samil da,,👍
@tanujachowdhury80062 жыл бұрын
কি যে দিন ছিল। হঠাৎ শুনে দারুন লাগছে।
@pulinbiharinayek3973 Жыл бұрын
Very nice and extraordinary song. This rabindra sangeet bring back all my earlier memories. This song heart touching ever and ever forever.
@polinadhikari63682 жыл бұрын
শমীক খুব পছন্দের গায়ক!
@rupasur55144 жыл бұрын
Aapnar gaan shune mon bhore jaay...eto Bhalobeshe gaan koren. Ashole aapni je khub Bhalo moner maanush.🙏
@sujitdas83593 жыл бұрын
অপূর্ব !! সমীকবাবু আপনার গলা যে খুব সুন্দর তা নতুন করে বলার দরকার নাই। মনে হচ্ছে, - আজ আপনার গলা যেন নতুন করে শুনছি।
Ai episode ti khub valo tai sobsamoi suni .. .silecshion gulo valo aj shiv ratrre r din tai rat jege apnar gan sunchi. Sakol ke namoshkar . sakoler mongol hok .. Shuvo ratrre ❤🎉 robindro songeet shilpi actress writres. Sujata reeta dey
@nirmalkumarsarkar22263 жыл бұрын
ভালো সব কিছুই খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এতো সুন্দর একটা চ্যানেল কোথায় যে হারিয়ে গেল জানি না। কে বলে দেবে আমায়?
@subhashprasannaghosh5639 Жыл бұрын
আজ এই অনুষ্ঠানটি দেখলাম। অসাধারণ। অনেক অনেক শুভেচ্ছা।
@mitalipal8622 Жыл бұрын
Uttam Kumar aar aaj amader majhe nei. Eta amader sokoler praner ek abyakto poribedina ja amra amader jiboner sathe sathe boye niye choli kintu aajker shipli Soumik Pal er gayakir ba shilpi byaktto e emon ekta kichu ache jeno mone hochillo amader priyo mahanayak jeno amra hari ao harai ni.