Рет қаралды 147,331
#sittingmat
#woolenchinarose
#Handicraft
নমস্কার বন্ধুরা
আমি শ্রাবনী
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আসনের ডিজাইন। জবা ফুলের আসন। আমি আশা করছি আপনাদের এই জবা ফুলের আসনটি খুব ভালো লাগবে। আমি এখানে তিনটি রঙের উল ব্যবহার করেছি। নীল, সবুজ ও লাল। আপনারা আপনাদের পছন্দ মতো রঙের উল ব্যবহার করতে পারেন। আপনারা প্রথমে আসনের মে কোনো কোন থেকে সূচটি তুলবেন, তারপরে সবুজ রঙের উলটি নিয়ে পাতা তৈরি করবেন তারপরে লাল রঙের উলটি নিয়ে জবা ফুল টি তৈরি করবেন। আপনাদের যদি বুঝতে কোন অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।