অনির্বাণ, যদি জগন্নাথ দেবর সব ঘটনা কমবেশি জানি, তবু তোমার মুখে সব আলোচনা শুনতে ভীষণ ভালো লাগে। আমি অন্তর দিয়ে তোমাকে আশীর্বাদ করি রথযাত্রা মহোৎসব এর পূণ্য তিথিতে, তোমার প্রতিভা বিশ্বজয় করুক। আমি একজন গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মানুষ। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু আমার প্রাণনাথ। এই কারণে আমি কতজনের কাছে তোমার এই আলোচনা - "চৈতন্য দেব এমন বিপ্লব বাঙালি দেখে নি" শুনিয়েছি। ভালো থেকো।
@rahkkas6 ай бұрын
শবর গ্রাম থেকে আসমুদ্রহিমাচল পূজ্য হয়ে ওঠা - এও এক দেবতার বিবর্তন গাথা... খুব ভালো লাগলো ❤
@Anirban_das6 ай бұрын
❤️❤️
@Radhamohan52496 ай бұрын
@@Anirban_das khub sundor❤ laglo dada❤ jay Jagannath
@ShrutiSingh-y1x6 ай бұрын
1q❤❤
@newtonpaul-u1t5 ай бұрын
@@Radhamohan5249😅😅😅😅😅😅😅😅😅😊
@barunarrannabatihalchal20086 ай бұрын
জগন্নাথ দেব তোমাকে অনেক বড়ো হবার আশির্বাদ করবেন। কিছু বলার ভাষা নেই। অসাধারণ লাগলো।
@Anirban_das6 ай бұрын
সঙ্গে থাকবেন। আপনাদের পাশে পাওয়াই আমার সবচেয়ে বড় আশীর্বাদ
@ujjwaldutta83393 ай бұрын
⁵55⁵555⁵%%⁵5555⁵a@66666@⁶6z@%a6#
@SamarDas-tn2dz6 ай бұрын
আসলে পুরাণের মধ্যে লুকিয়ে আছে ইতিহাসের উপাদান। ধন্যবাদ অসাধারণ উপস্থাপনার জন্য।
@debjitbera6 ай бұрын
এই কথাটাই ৯৫% মানুষ একেবারেই বোঝে না। এমনকি অনেক পণ্ডিতরাও এগুলোকে গালগল্প বলে উড়িয়ে দেন।
@ratnadeepchatterjee5896 ай бұрын
এককথায় অসাধারণ লাগলো দাদা। সত্যিই আমরা শুধুমাত্র উঁচু জাত-নিচু জাত এই নিয়ে দ্বন্দ্ব করি কিন্তু সৃষ্টির পালন কর্তা যে সবার সেই কথাটা আমরা ভুলেই যায়। ঈশ্বর সবার মঙ্গল করুন। পুরীর জগন্নাথ দেব ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়।
@Anirban_das6 ай бұрын
বেশ 🙏🏻
@Arindam.846 ай бұрын
জাত গেল জাত গেল বলে একি মজার কারখানা.....
@Arindam.846 ай бұрын
জাত গেল জাত গেল বলে একই মজার কারখানা.... আমাদের ভারতীয়দের একটাই জাত "হিন্দু"
@RahulChatterjee106 ай бұрын
Hindu mane aktai jati,amnitei muslim der kromagoto akrom hindu dramer o manusher opor ache porche
@bappabose83034 ай бұрын
স্যার হিন্দু ধর্ম আর মুসলিম ঈশিই ও আর ধর্ম@@Arindam.84 কোথা থেকে এসেছে স্যার হিন্দু রা ও তো হিন্দুকুস পবতমালা থেকে এসেছিলো তাহলে কি হবে এটা
@tapankumarghosh20206 ай бұрын
ভীষণই একটা ভাল লাগা তৈরি হল। ভীষণ ভাল লাগল। ভাল থাকবেন।
@subratabanerjee42216 ай бұрын
অসাধারণ লাগলো, কী তথ্য সমৃদ্ধ আপনার কাজ দারুন
@dipannitaghosh97186 ай бұрын
উফ্ অসাধারণ আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি অজস্র ধন্যবাদ স্যার 😂
@Anirban_das6 ай бұрын
❤️ দেখে জানিও
@dipannitaghosh97186 ай бұрын
@@Anirban_das একদম কখন যে দেখব সেটাই ভাবছি😄
@KUMKUMBHATTACHARYYA-u9k6 ай бұрын
ভাল লাগল।
@monoranjan94006 ай бұрын
@@wonji5385 apni nije 😂
@priyanshuchakraborty96656 ай бұрын
@@wonji5385আসলে আপনিই জাহান্নামী
@sanchitarpakshala31376 ай бұрын
খুব যুক্তিপূর্ণ আলোচনা।ভালও লাগলো।
@biswajitsikdar46766 ай бұрын
অপূর্ব..যখন দেখছিলাম সারা শরীরে কাটা দিচ্ছিলো..ভগবান সবার ভালো করুক..তোমার সুস্থতা কামনা করি..চ্যানেল এর আরো দীর্ঘায়ু হোক..জয় জগন্নাথ..
@Anirban_das6 ай бұрын
সঙ্গে থাকবেন ❤️
@atreyimallick70336 ай бұрын
অসাধারন গবেষণা। খুব ভালো লাগলো।
@Anirban_das6 ай бұрын
সঙ্গে থাকবেন ❤️
@Toma-ph5ni6 ай бұрын
খুব ভালো লাগলো
@Ganeshbiswas818823 күн бұрын
প্রিয় কথাশিল্পী, আমার মনোবাসনা পূর্ন হল, - সংশয়, ভ্রান্তি, দ্বন্দ্ব প্রশমিত হল- আমার বিশ্বাস, চিন্তাধারা মান্যতা পেল- জগন্নাথ যে আমাদের মতো নিম্ন জাতি মানুষের উপাস্য দেবতা-- তোমার নিরলস অধ্যবসায়ে তা প্রমাণিত হল- শ্রদ্ধা নিবেদন করি- তোমার প্রাচীন ধর্মীয় অন্বেষণ, সত্যানুসন্ধান ও ঐতিহাসিক গবেষণা, এবং সুমিষ্ট পরিবেশন কে-
@dipujjaldas15326 ай бұрын
এতো এতো অজানা তথ্য, আদতে কিছুই জানতাম না। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। ওমন ব্যতিক্রমী ইতিহাস, গায়ে কাঁটা দিলো।
@manashimajumder87986 ай бұрын
অপূর্ব ! খুব ভাল লাগলো।এত যুক্তিপূর্ণ , তথ্যভিত্তিক অথচ মনোগ্রাহী আলোচনা খুব কম শুনতে পাওয়া যায়।
@Anirban_das6 ай бұрын
সঙ্গে থাকবেন ❤️
@truthexplorer55772 ай бұрын
অসাধারণ। অনেক ধন্যবাদ
@Anirban_das2 ай бұрын
🙏🏻
@mitrashampamusic.80556 ай бұрын
অসাধারণ লাগলো আপনার উপস্থাপনা, ইতিহাসের এক অজানা সুন্দর তথ্য দিলেন । সত্যিই জগতের নাথের কাছে সবাই সমান, কোনো বিভেদ নেই । জয় পুরুষোত্তম জগন্নাথ । 🙏🏼🙏🏼🙏🏼
@tanumaymondal86156 ай бұрын
খুব ভাল লাগলো। পারের উপস্থাপনার জন্য অপেক্ষায় রইলাম। অশেষ ধন্যবাদ এরকম পর্বের জন্য।
@Anirban_das6 ай бұрын
শেয়ার করবেন ❤️
@hritujabiswas91186 ай бұрын
Tomar moto eirokom informative video gulo ar hoyto eto shundor bhabe keu uposthapon korte parbena. Shubho Rathayatrar Shubechchha roilo❤.
@soumyahazra69286 ай бұрын
Khub sundor... 😌❤️🙏jai jagannath
@TasteNTravel.Ай бұрын
অসাধারণ | নতুন কিছু জানলাম
@AllAboutMahalaya6 ай бұрын
বিকেলে রথ টেনে এসে আপনার এই সুন্দর ভিডিও টি দেখলাম ...... এক কথায় অসাধারণ লাগলো ❤❤❤🙏🙏🙏🙏🙏
@Anirban_das6 ай бұрын
শেয়ার করবেন ❤️
@AllAboutMahalaya6 ай бұрын
নিশ্চই করবো 🙏❤️
@sahapinki56016 ай бұрын
Darunn Darunn laglo ❤❤❤ Joy JAGANATH ❤👌👌👌👌thankuu
@indrajitmitra26456 ай бұрын
খুব ভালো লাগলো l অনেক তথ্য জানতে পারলাম l ধন্যবাদ l জয় জগন্নাথ l
@Anirban_das6 ай бұрын
সঙ্গে থাকবেন 😊
@rupalikarmakar37876 ай бұрын
অসাধারণ, সমৃদ্ধ হলাম
@barnalisaha99176 ай бұрын
দারুণ লাগলো
@KOLKATATREDINGCO6 ай бұрын
খুব সুন্দর তথ্য ভিত্তিক উপস্থাপনা ❤
@Anirban_das6 ай бұрын
❤️
@infoplayz2572 ай бұрын
Anek natun tothyo jante parlam. Eta apnar annotomo best video.
@Anirban_das2 ай бұрын
সঙ্গে থাকবেন ❤️
@saptadwipagayen88376 ай бұрын
সত্যি বলতে কিছুটা আন্দাজ করেছিলাম রথযাত্রা উপলক্ষে কিছু একটা হয়তো আসবে খুব ভালো লাগলো 😊💓 সত্যি বাংলা সাহিত্যের এসব কথা এখন অনেকেরই অজানা !
@gopalmandal88546 ай бұрын
অপূর্ব। দারুন লাগলো। Subscribe আর like করলাম।
@SayanManna-d2e6 ай бұрын
Fantastic অসাধারণ কিছু বলার নেই wow❤❤😃👌🏻
@aditidas66426 ай бұрын
অসাধারণ লাগল আজকের গল্প ❤❤ অনেক কিছু জানলাম ❤❤❤❤
@nripenbauri55546 ай бұрын
খুব ভালো লাগলো, পরবর্তী অংশের জন্য অপেক্ষায় রইলাম।
@Anirban_das6 ай бұрын
❤️
@MaitreyeeMitra6 ай бұрын
অসাধারণ, জেনে খুব আনন্দ পেলাম।
@parnasheeadhikary46206 ай бұрын
খুব ভালো লাগলো দাদা
@maumitadebnath6896 ай бұрын
Khub valo laglo..onek kichu janlam dada..,
@Anirban_das6 ай бұрын
❤️😊
@tanishdey75826 ай бұрын
অসাধারণ লাগলো তোমার উপস্থাপনা......জগন্নাথ দেবের সাথে শাক্ত, বৈষ্ণব, শৈব, গাণপত্য ও সৌরী সম্প্রদায়ের ধারা এসে কীভাবে মিশল তা নিয়ে একটা ভিডিও করো দাদা.... ❤❤
@antaranandan111128 күн бұрын
Khub sundor 😊❤ Thank you bhai 👑🪔
@SongeThakoAnimita6 ай бұрын
সত্যি অসাধারণ। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম
@Anirban_das6 ай бұрын
নিশ্চই
@baibhabmazumdar0076 ай бұрын
দারুণ!!! উৎকল প্রদেশের গল্প 🥹
@Anirban_das6 ай бұрын
❤️
@shreyabhattacherjee63886 ай бұрын
Golpo ta khub I bhalo legeche. Porer golpo gulo chot joldi shunte chai
@jhumurchakraborty71546 ай бұрын
খুব ভালো লাগলো। অনেক আশীর্বাদ
@sabyasachisen52856 ай бұрын
তথ্যসমৃদ্ধ উপস্থাপনা। বাকি অংশের উপস্থাপনার অপেক্ষায় রইলাম। 'জয় জগন্নাথ'।
@Anirban_das6 ай бұрын
জয় জগন্নাথ!
@aparnabaske11536 ай бұрын
Asadharon laglo aapnar analysis. Jagannath Dev ke niye emon Historical analysis keu korechey boley aamar money nei. Ekta unknown topic tuley dharar joyo aapnakey thanks 😊 🙏 👍. Lord Jagannath Dev aapnakey surakhshito rakhun. Jay Jagannath.❤❤❤❤🎉🎉🎉🎉💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏
@M.K.Biswas19796 ай бұрын
বাঃ সুন্দর উপস্থাপনা। ভালো লাগলো।
@Anirban_das6 ай бұрын
সঙ্গে থাকবেন 😊
@timirjyotighosh13646 ай бұрын
Khub bhalo laglo, onek ojana itihash janlam. Jai Jagannath.🙏🙏🙏
@Anirban_das6 ай бұрын
❤️
@rajanyatah79026 ай бұрын
asodharon laglo goplo ta...sotti koto emn na jana golpo mishe asche ei Bharot Bhumite.. Bhokter Bhogoban Sri Jagannath Deb..tate nichu borner manush koto uchue jaiga peyeche.. onek suveccha amr torof theke.. Jai Jagannath🙏🙏🙏🙏🙏🙏
@Anirban_das6 ай бұрын
জয় জগন্নাথ!
@KC2345_-6 ай бұрын
অসাধারণ ❤❤❤❤। জয় জগন্নাথ। ❤❤❤❤
@umamallick12484 ай бұрын
Khub bhalo.......
@Anirban_das4 ай бұрын
❤️
@shefalighosh14456 ай бұрын
Darun baki tao khub taratari sunte chai
@beautyqueen47316 ай бұрын
ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য 🙏🏻😌
@niladrikarmakar79416 ай бұрын
Eagerly waiting for your next upload regarding the same topic.....Jai Jagannath 🙏🕉
@thetopicopedia64056 ай бұрын
খুব ভালো কাজ করছো অনির্বান। দারুন লাগে তোমার ভিডিও দেখতে। চালিয়ে যাও, সাথে আছি
@ashok7556 ай бұрын
Excellent! Informative plus logical parsing of myths and history. Carry on!
@kaushikdas476 ай бұрын
Khub bhalo. Thank You. 😊
@tulikabandyopadhyay61296 ай бұрын
খুব ভালো লাগল। আরও তথ্য এই বিষয়ে জানার অপেক্ষায় রইলাম ।
@swapanroy686 ай бұрын
অসাধারণ লেখা, ইতিহাস ও পুরানের লোঔকিক এবং ঐতিহাসিক তথ্য নির্ভর করে লেখা এপিসোডটির পরবর্তী ভিডিওর অপেক্ষা করিতেছি খুব শীঘ্রই আশা করি দেখতে পাব।
@Anirban_das6 ай бұрын
বেশ 😊
@sigma81125 ай бұрын
পরবর্তী আরও পর্বের অপেক্ষায় রইলাম।
@priyandrilaha59415 ай бұрын
Ei history ta khub bhalo laglo. Ami Jagannath Deb er protekta golpo sunte chai...
@monojdev4756 ай бұрын
আপনার প্রতিটি পোস্ট খুব মন দিয়ে দেখি। সেই সুবাদেই বলছি - এতাবৎ যা যা পোস্ট করেছেন, সেগুলো একটা বই আকারে প্রকাশ করুন। এ আমার অনুরোধ।
@suvojitchakraborty23046 ай бұрын
অসাধারণ লাগলো উল্টো রথের মধ্যে Next Part চাই কিন্তু দাদা.... 😊
খুব ভালো লাগলো। প্রথম গল্পটা জানতাম। দ্বিতীয় গল্পটি কিছুটা জনতাম। বিস্তারিত ভাবে জেনে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। 🙏
@parthadk21896 ай бұрын
অসাধারণ জয় প্রভু জগন্নাথ 🙏
@pratimasadhu5066 ай бұрын
Asadharan baktabya. Dhanyabad.
@poulamide49956 ай бұрын
জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা মহারানী কেমন আছেন দাদা। প্রতিদিনের মত প্রতিবারের মতো আপনার ভিডিও দেখে সেই ভালো লাগা আসে। আরো এমন ভিডিও চাই।প্রভু nilmadhober কৃপা বর্ষিত হোক আপনার ওপর।
অনির্বাণ খুব ভালো লাগলো ।।আমি স্বামীজির জগন্নাথ সংক্রান্ত ব্যাখ্যাটি জানতে চাই❤।।
@amitabhshankerroychoudhury76786 ай бұрын
ভাই, আমরা সুদূর জয়পুর থেকে তোমার তথ্য সমৃদ্ধ ভাষ্য শুনে থাকি. আমরা তোমার ভক্ত. আমাদের জীবনে এ বছরের রথযাত্রা যেন এক নতুন আলোকে দীপ্ত হয়ে উঠল. অভিনন্দন. বহুত বহুত শুক্রিয়া.
@Anirban_das6 ай бұрын
সঙ্গে থাকবেন 😊❤️
@tanushreemondal48406 ай бұрын
জয় জগন্নাথ🚩🙏 খুব সুন্দর আলোচনা দাদা❤ আজ রথযাত্রা তার সাথে আমার জন্মদিন খুব খুশি হয়েছি😊
@krishnapal59366 ай бұрын
জগন্নাথ দেবের ইতিহাস নিয়ে এরূপ অসাধারণ একটি বুদ্ধি ও যুক্তিসম্মত আলোচনায় সত্যি অনেক অভিভূত হলাম, আর আমার মনে হয় এই ব্রহ্মপদার্থ হলো কোনো আবিষ্কৃত বা অনাবিষ্কৃত Radioactive matter এর cluster,
@Anirban_das6 ай бұрын
সে জানা নেই
@kuntalbhattacharya91526 ай бұрын
WONDERFUL BOY.CARRY ON
@Suvojit-cf4me6 ай бұрын
দাদা আসা করি রথযাত্রার দিন তোমার মুখ থেকে শ্রী জগন্নাথ দেবের কাহিনী শুনতে অপূর্ব লাগবে ❤❤
@Anirban_das6 ай бұрын
শুনে জানিও
@ChitroNattoProductionАй бұрын
Ki asadharon alochona .. ajker juge dariye emn osamanyo gyaner jogote biraj krche ekjon tao bangla vssay vebe mon santo hye jay ❤❤
@jhumabiswas1926 ай бұрын
অসাধারণ, বাকিটা শোনার অপেক্ষায় আছি
@Anirban_das6 ай бұрын
❤️
@khushimukherjee27806 ай бұрын
খুব ভাল লাগছে এই ভেবে যে আমাদের নতুন প্রজন্ম রক্ষা করার কথা ভাবছে আমাদের বিশ্বাসকে ।
@jaisuryabanerjee4 ай бұрын
Opurbo.. keep it up. Aro erom episodes korben..
@mandwippaulchowdhury31586 ай бұрын
Darun darun ❤
@saubhiksom6 ай бұрын
Khub shundor laglo itihas ta shune..Aro erokom totthobhittik golpo chai
@debasishdas.79015 ай бұрын
খুব সুন্দর অনেক কিছু জানতে পারলাম আমি ❤❤❤❤❤ অসংখ্য ধন্যবাদ তোমাকে
@sudakshinakundu64366 ай бұрын
খুব সুন্দর। বাকি পর্যায় জানার জন্য অপেক্ষায় রইলাম।
@Anirban_das6 ай бұрын
বেশ। শেয়ার করবেন ❤️
@crazyworld17275 ай бұрын
Darun analysis
@tanusreeseal81206 ай бұрын
ভাই প্রথম বার শুনলাম। খুব ভালো লাগলো। তথ্যে পরিপূর্ণ তোমার ভিডিও।
@Anirban_das6 ай бұрын
সঙ্গে থাকবেন ❤️
@suvashbala75056 ай бұрын
অসাধারন !!!!!
@sumanajana65026 ай бұрын
Khub vlo laglo.
@bireswarmukherjee71306 ай бұрын
Many knowledge has been acquired. Thanks a lot.
@SarmisthaSaha-ln4sm6 ай бұрын
খুব ভালো লেগেছে
@srabanibhattacharya72396 ай бұрын
Apurbo
@syedarima59595 ай бұрын
Besh valo laglo❤ . Notun kichu janlam .
@kafirkumarkhan40616 ай бұрын
অসাধারণ লাগল। পরের পর্বগুলো শুনতে চাই। অনির্বাণ, আপনি এইরকম ইতিহাসভিত্তিক ভিডিও তৈরি করে যান। আপনার পাশে আছি।