জি আংকেল কেমন আছেন আপনার কথা গুলি অনেক অনেক সুন্দর লাগে, আর খুবই মনোযোগ দিয়ে শুনি আর বার বার দেখি, যেমন পরীক্ষার আগে ইস্কুলে যাওয়ার আগে পারি আর না পারি বার বার পড়তে থাকতাম রিপিট, সেম আংকেল আপনার কথা গুলো বার বার অনেক অনেক মনোযোগ সহকারে শুনি
@abinashroy27202 жыл бұрын
ধন্যবাদ স্যার আপনার উপস্থাপনা টা খুব সুন্দর হয়েছে
@mohdmonsur26694 жыл бұрын
দাদা নমস্কার আপনাকে অত্যন্ত ধন্যবাদ যে আপনি ভিডিও স্ক্রিনের উপর স্যারের নামগুলো এবং বিভিন্ন কীটনাশক ওষুধের তুলে ধরতেছেন সেজন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। আমি আপনার মঙ্গল কামনা করছি এর মাধ্যমে যে সমস্ত প্রান্তিক কৃষক এবং যারা ব্যাবসায়িক কৃষক আছে তাদের উপকারে আসবে। এইভাবে আপনার পরবর্তী ভিডিওগুলো যখনই আপলোড দিবেন এবং যে সমস্ত স্যার এবং কীটনাশক ওষুধের নামগুলো প্রকাশ। ধন্যবাদ দাদা নমস্কার।
@ishratsatter56283 жыл бұрын
খুবই সুন্দর আংকেল আপনার ভিডিও সব গুলি
@krishomanus52203 жыл бұрын
ভালো হয়েছে ভাই জান ভিডিও টা 🌹🌹🌷🌷☘️🇧🇩☘️☘️🌷🌹🌹🌺🌺💐💐💐😋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ধন্যবাদ ভাই জান
@farmingadviseranathhalder75793 жыл бұрын
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো আর চলুন সকলে এগিয়ে চলি
@sulatabiswas61314 жыл бұрын
আমাদের মতো ছাদ বাগান করা মানুষ খুব উপকৃত হবে এই ভিডিও থেকে....... আমার লাউ এবং কুমড়ো চারার বয়স ১২ দিন ..... ছাদে বেড তৈরী করে বীজ বপন করেছি .... শীতে পরিচর্যা কি এইভাবেই হবে? ..... আর ৮/১০টি লাউ কুমড়ো হলেই আমি খুশি হবো .......
@sohonghatak32724 жыл бұрын
স্যার এত দিন আপনার কথার লম্বা লাউ এর চারা করে রেখে ছি । এই ভিডিওর জন্য আপেক্ষা করে ছিলাম এবার বসাব।
@mamatadebnath12494 жыл бұрын
ধন্যবাদ দাদা, আমার লাউ গাছের বয়স একমাস । আপনার মতামত অনুযায়ী চেষ্টা করবো ।
@madhumitahaldar87614 жыл бұрын
খুব ভালো লাগলো ভিডিওটা। অনেক ধন্যবাদ দাদা।
@chhayasakar55704 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার টিপস দারূন বোঝালেন ভালো থাকবেন 👌👌👌🙏🙏🙏
@omme.salmasuma42014 жыл бұрын
ধন্যবাদ আপনাকে উপকারী পরামর্শ ও ভিডিও পোস্ট করা জন্য।
@surajitseth32744 жыл бұрын
গতকাল সারাদিন আপনার ভিডিও এর জন্য ওয়েট করেছিলাম
@farmingadviseranathhalder75794 жыл бұрын
আসলে বৃষ্টি হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে।
@sobujmon30444 жыл бұрын
আপনার ভিডিওর অপেক্ষায় থাকি স্যার। আপনার ভিডিও দেখলে ছাদ বাগানের উত্সাহ আরো বেড়ে যায়।🙋
@biswajitdebnath60764 жыл бұрын
Sir upnar sob vedio ame dakhe darun Lage. Onekh kechu sekhache ..
@marufakhatun31493 жыл бұрын
O dadu apne kub sohoj sorol khub valo.
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ভালো থেকো মা । বাবা মাকে দেখো আর চলো সকলে এগিয়ে চলি। আল্লাহ তোমার মঙ্গল করুন।
@dassnd4 жыл бұрын
খুব ভালো লাগলো। উপযোগী তথ্য দিয়ে সাহায্য করেছেন। ধন্যবাদ।
@chhandabarmanroy43184 жыл бұрын
Khub bhalo laglo dada.
@madhurimajumder11094 жыл бұрын
খুব ভালো লাগলো দাদা
@gardenandkitchenlovershefa71564 жыл бұрын
Khub upokari post
@nishitsinha45953 жыл бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
@simadas64904 жыл бұрын
কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এতো জানেন আপনি ...প্রতি মুহুর্তে আপনি সমৃদ্ধ হই।আপনার ভিডিও ওর জন্য অপেক্ষা করে থাকি। খুব ভালো থাকুন ...অনেক আপনি বলবেন না ।প্রণাম নেবেন ।
@sumanpandit54234 жыл бұрын
Dadu roj video chai amader khub help pai tomar theke thakq ..........
@madhumitabose97533 жыл бұрын
স্যার কী সুন্দর করে সহজ ভাষায় বুঝান আপনি 🙏
@pankajmondal2078 Жыл бұрын
স্যার লাউ গাছের চারা রোপনের সময় পুরানো গোবরের সাথে SAAF POWDER মিশায়ে রোপন করা যাবে
খুব ভালো বললেন স্যার। ট্রাইকোডারমা ভিরিডি আর সিউডোমিনাস মিলিয়ে যেটা ৬ গ্রাম স্প্রে করতে বললেন সেটা কি ওই দুটো ৩ গ্রাম করে মিশিয়ে।
@sanjibbiswas21664 жыл бұрын
স্যার তাড়াতাড়ি করে টমেটো গাছের পরিচর্যা নিয়ে একটি ভিডিও আনলে খুব ভালো হয়।
@lolsurolongkar89489 ай бұрын
আপনার ভিডিও দেখে আমি কিছু সবজি গাছ বসিয়েছি কিন্তু সারের দাম জানিনা বলে আমাদের এখানকার সারের দোকানে অনেক দাম নিয়েনেয় আপনি খুব সুন্দর বলেন যদি দয়া করে প্রতিটা সারের দাম বলেদেন তাহলে কিনতে সুবিধা হয়
@farmingadviseranathhalder75799 ай бұрын
ইউরিয়া 10টাকা কেজি। সুপার ফসফেট সার 14 টাকা কেজি। পটাশ সার 40থেকে 42 টাকা কেজি। D A P সার 35 টাকা কেজি।
@diyasarkar94124 жыл бұрын
খুব ভালো লাগলো। অনেক জানা গেল। আমার পাতিলেবু গাছ এর পাতা সব পোকা খেয়ে নিচ্ছে। পোকা দেখা যাচ্ছে না। কি করতে হবে একটু যদি বলেন খুব উপকার হয়।
@sulekhan71154 жыл бұрын
Anek dhanyabad emon sundar ekta vdo r janyao. Amar Miraculan achhe, eta ki Lau gachhe deya jabe? Apni Jaba gachhe Miraculan 20din chhata dubar dite bolechhen, ei dubar ki ek bachhare, na gachher life time e ? Biovota x er bottle kholar par karadin parjanta use kora jabe? Anek prashna korlam, kichu mane korben na. Bhalo thakben, Namaskar neben.🙏🙏🙏
@খামখেয়ালীমন-ব৬ফ Жыл бұрын
খুব সুন্দর করে বুঝলাম।কাটা ডাল জলে সুন্দর শিকর হয়,কিন্ত মাটিতে বসাতে ই খারাপ হয় কেন?
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
প্রথমে শিকড়টা ঐভাবে তৈরি করে তারপর মাটিতে বসাবেন। জলের মিডিয়াতে সহজেই শিকড় চলে আসে কারন ঐ তরল পদার্থের সঙ্গে সবেমাত্র কাটা ডালের নরম শাঁস যুক্ত রসের বিপরীত মুখী ক্রিয়া হয় না দুটোই অনুকূল পরিবেশে কোষের সঙ্গে মিশে গিয়ে এই কাজটা করে।
@ami321624 жыл бұрын
Sir, আপনার video এর অপেক্ষায় থাকি । Sir you are really very good and knowledgeable person. আমি লিখে বোঝাতে পারছি না । Sir আপনি আমার গুরুদেব regarding cultivation. আমার প্রণাম নেবেন ।
@jesusrodrigo98273 жыл бұрын
Sorry to be so offtopic but does anyone know a trick to log back into an Instagram account? I was stupid lost my password. I love any assistance you can give me
@marleycolin9543 жыл бұрын
@Jesus Rodrigo Instablaster :)
@jesusrodrigo98273 жыл бұрын
@Marley Colin thanks so much for your reply. I found the site thru google and im in the hacking process atm. I see it takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@jesusrodrigo98273 жыл бұрын
@Marley Colin it did the trick and I now got access to my account again. Im so happy:D Thanks so much, you saved my ass !
@marleycolin9543 жыл бұрын
@Jesus Rodrigo Glad I could help xD
@AshrafAli-zf9gd4 жыл бұрын
স্যার আমার সালাম নিবেন। আশা করি ভাল আছেন। স্যার ইউটিউবে দেখতে পেলাম, লাউ গাছের 2G,,3Gকাটিং।যদি এ রকম কিছু থাকে, তাহলে আবার একটা ক্লাস করাবেন আমাদের। অনেক অনেক ধন্যবাদ স্যার।ভালো থাকেন, এ দোয়া সব সময় করি।
@souravhmahanti41374 жыл бұрын
Sir apnar video dekhe abar agriculture niye porte iccha korchhe apnar moto sir Pele ar chinta nei
@shovasanpuinaskar10454 жыл бұрын
আমি সব সময় আপনার ভিডিও দেখি এবং সাবস্ক্রাইব ও লাইক করি ।ভীষণ ভালো লাগে আপনার ভিডিওগুলো । প্লিজ দাদা একটু দয়া করে বলবেন ট্রাইকোডার্মা ভিরিডি কতদিন অন্তর স্প্রে করা যায় । আমার লাউ গাছ একটু বেলা হলে পাতা নেতিয়ে পড়ছে । পাতায় ছত্রাকের আক্রমণ হয়েছে ফুল ফল আসছে ,একটু তাড়াতাড়ি জানাবেন , জানালে খুব উপকৃত হব । ভালো থাকবেন ।
@farmingadviseranathhalder75794 жыл бұрын
লাউ গাছের গোড়ায় সরিষার খোল পচানো জল দিন। জল দেওয়ার পরে শুকনো ঘাস-পাতা লাউ গাছের গোড়ায় ভর্তি করে রাখুন। ট্রাইকোডার্মা ভিরিডি 10 12 দিন ছাড়া স্প্রে করা যাবে ।
@sumonmandal51364 жыл бұрын
স্যার প্রণাম নেবেন। আমি আপনার চ্যানেলে নতুন। আপনার সমস্ত পোস্ট গুলো আমি খুব মন দিয়ে দেখি। অনেক কিছু জানতে পারছি। স্যার আপনি সবার থেকে আলাদা। ভগবানের কাছে পর্থনা করি আপনার সেখান শিক্ষা আমার জীবনর পথেও হোক। স্যার আমি এখন আমার কলাগাছ ও লেবু গাছে পাক ও ভাত দেবো? একটু জানাবেন স্যার। ভালো থাকবেন ও প্রণাম নেবেন।
@farmingadviseranathhalder75794 жыл бұрын
অবশ্যই দেবে এবং খুব খুব ভালো কাজ পাবে আমি কথা দিচ্ছি । তুমি একটা গাছে পরীক্ষা করে দেখো সব গাছে দিতে যেও না তারপরে যদি ভালো উপকার পাও তখন অন্য গাছে দেবে।
@sumonmandal51364 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@kajalkumarchowdhuri29664 жыл бұрын
খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম trips দেওয়ার জন্য। আমার লঙ্কা গাছগুলোর পাতা কুঁচকে যাচ্ছে জৈব উপায়ে কি করা যায় যদি বলে দেন খুব ভালো হয়।
@নুরইসলাম-জ৮খ4 жыл бұрын
খুব সুন্দর লাগলো। একটা প্রশ্ন ছিল? আমার জবা গাছের পাতায় এক ধরনের পোকা বাসা বাঁধছে।পাতাগুলো মুড়ে যাচ্ছে ভিতরে ডিম দিচ্ছে।সবুজ রঙের।১ ইঞ্চির মত লম্বা পোকা। সাফ,কালমেঘ মাদার,একতারা,নিমখোলের জল গুলে গাছে স্পে করেছি কাজ হয়নি। এখন উপায় কি?
@mdamitmondal24814 жыл бұрын
Sir lou gacer sar o bis somporke rasayonik vabe kichu bolun.... Khub upokar hoi
@tapaspatra58743 жыл бұрын
Nice
@pintughorui44354 жыл бұрын
Sir netivo gacha Ki kag kora apnar video soba 12 din dekchi anek upokrito hoyachi amar popesanal chas
@দত্তমশাই4 жыл бұрын
sir amar borboti gase jab poka hoyese r lau gase sobuj mosar moto ak rokom poka hoyese. Akhn ki krbo sir?ami bangladesh theke blsi.apnar video gulo khub inspiring😍
@nisimorium76103 жыл бұрын
দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি খোল পচা জল দিলে মাটিতে ফাংগাস ধরে এর থেকে বাচার উপায় জানাবেন। দোয়া রইলো।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
মাঝে মাঝে Blitox পাউডার প্রতি লিটার জলে 4 Gram মিশিয়ে ঐজল গাছের গোড়ায় ঢালবেন। আপনাদের ওখানে Cooper Oxicloride দিয়ে যেসব ওষুধ পাওয়া যায় ঐটা ব্যবহার করবেন।
@prasantadolai85723 жыл бұрын
Supuri gach somondhe kichu bolun . Choto gach ki vabe porichorja kora hoy?
@farmingadviseranathhalder75793 жыл бұрын
আচ্ছা চেষ্টা করবো ভিডিও করতে।
@malindamandi80774 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ স্যার
@ishratsatter56283 жыл бұрын
জি আংকেল কেমন আছেন, জি গোবর সার আর মুরগীর যে পায়খানা দেয় আর ঘোড়ার সার, জি কোনটা বেশি ভাল লাউ গাছের ফলন বেশি হতে মানে যদি গোবর সার না মিলে তখন কোনটা বেস্ট মুরগির পায়খানা , নাকি ঘোড়ার সার
@dilse49363 жыл бұрын
স্যার, ট্রাইকোডামা ভিরেডি এখানে পাওয়া যায়না এর বদলে এ ছাপ পাউডার দিতে পারি কি জানাবেন plz🙏🙏🙏
@celinegomes91714 жыл бұрын
ধন্যবাদ দাদা
@satyajitsardar36253 жыл бұрын
Thank you sir ji
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
@prabirhalder17024 жыл бұрын
দাৱুন ভিডিও সবে দুদিন হল লাউ দানা বসিয়েছি অনেক উপকাৱ হল। দাদা অনেক ভিডিওতে দেখেছি লাউ গাছে 2G/3G কাটিং কৱা হয় এই নিয়ে আপনাৱ কিছু বলাৱ থাকলে যানাবেন। Thank you Sir ভাল থাকবেন ।
@onlytoyou61874 жыл бұрын
ekhon badhakopi chas er sari theke sari ar chara theke chara durotto ta bolun sir...
@shampakundu73594 жыл бұрын
কাকু আপনার কথা বলার ধরন এতো ভালো লাগে মনে হয় যেনো খুব আপনজন।
@sudipkar88103 жыл бұрын
Sir গোলাপ গাছের মাটি তৈরি ও সার প্রয়োগ এর ওপরে একটা ভিডিও তৈরি করুন।
@mrinmoybiswas113 жыл бұрын
আমার কাছে ভামিকমপসট নেই পরিবর্তেগোবর সারের সাথেই trycodarma viridi দেয়া যাবে
@arunsarkar25413 жыл бұрын
sir apnar katha moto... khol pacha jol.., cow dung water , agromin gold , miraculan pgr ,s.o.p. epsam salt , booster 2 kinlam..esob ache...ki ki debo ki vabe
@farmingadviseranathhalder75793 жыл бұрын
আমার ভিডিও গুলো দেখুন সব বুঝতে পারবেন এখানে তো বলতে অনেক সময় লাগবে। বুস্টার 2 প্রতি লিটার জলে মাত্র এক ফোঁটা মিশিয়ে স্প্রে করবেন।
@kalachandroy4443 Жыл бұрын
স্যার তাহলে কুমরো বীচ থেকে যে ভাবে মাদা তৈরী করে চারা তৈরি করেন সেভাবে লাউয়ের চারা তৈরি করতে হবে।
@debaratibasu90993 жыл бұрын
টবের ছোটো গাছেই ফুল আসছে। একটাই লতা আছে। লতা টা কেটে দেব? এক মাস আগে বীজ লাগিয়েছিলাম। জলপাইগুড়ি থেকে বলছি। খুব বৃষ্টি হচ্ছে। বাইরে রেখেছি টব।
@khodejabujem94654 жыл бұрын
দাদু ভাই খুব ভালো লাগলো । তাহলে গাছের বয়স কত দিন হলে পিজিয়ার দিতে হবে
@nilratanpal97183 жыл бұрын
লাউ এর বীজ ফোটানোর পদ্ধতি কি বা বীজকে জাগদেওয়া হয় কি ভাবে জানালে উপকৃত হব ধন্যবাদ।
@depalishit14253 жыл бұрын
স্যার চাল কুমড়া চাষ এর পদ্ধতি টা দেখান প্লিজ
@huluihoi61824 жыл бұрын
Sir, fulkopi,bandhakopi Chas korar podhoti niye akti video korun plz...joibo Sar diye.....
@prasenjitsarkar53804 жыл бұрын
ধন্যবাদ স্যার, ছাদ বাগানের জন্যে আরও একটা ভিডিও পেলাম। কালমেঘ মাদার প্রতি লিটার জলে 2 মিলি দিয়ে বিকেলে ঝিঙে, চাল কুমড়া, উচ্ছে গাছে স্প্রে করাতে পাতা শুকিয়ে যাচ্ছে। Dose কি বেশি হচ্ছে? এই স্প্রে কি সব গাছেই করা যায়? ভালো থাকবেন।
@swapannaskar75734 жыл бұрын
খুব ভালো স্যার
@Mahmudulhasaan12 күн бұрын
রামরাম জি স্যার🙏 আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি তা হল এই আমি খুব গরিব এবং এক পা মত জমি আছে আমার আমি সেখানে সার্চ বাস করতে চাই এর আগে কোনদিনও সেখানে চাষবাস করা হয়নি মাটিটা অবশ্য একটু আমি কি করেছি মিষ্টি কুমড়ো এবং লাউয়ের বিচি প্লাস্টিকের জরির ভিতরে গোবর সার দিয়ে তার ভিতরে একটি একটি জরুরী ভিতরে 15 বিসি পুতে দিয়েছি দুই পাতা করে হচ্ছে এখন যদি ওই চারাগুলো ওখান থেকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় পৌঁছে দেই তাহলে কি হবে জায়গায় রোপন করে দেই তাহলে কি হবে? তিন সপ্তাহ হয়েছে এবং শিকড়গুলো পাঁচ থেকে 6 ইঞ্চি হয়েছে আমি যদি মাঝে 2-3 ইঞ্চি কেটে দেই সেকর তাহলে চারাগুলো হবে? লাউ মিষ্টি কুমড়ো এবং কুমড়ো এই তিনটা... যদিও আমার রোপন করা এখন উচিত হয়নি কারণ আমি না জেনেই কারো কাছে না জিজ্ঞাসা করেই এটা করেছি এবং একদিন হঠাৎ করেই ইউটিউব চাষবাস সম্পর্কে জানাজানি করার পর আপনার ভিডিও পেলাম তারপর থেকে প্রত্যেকদিন আপনার ভিডিও দেখি এবং আপনার প্রত্যেকটা ভিডিও দেখা শেষ হতে চলল প্রায় এটা আপনার কাছে জানার ইচ্ছা ছিল যদি দয়া করে একটু বলতেন উপরওয়ালা আপনাকে মঙ্গল করুক দীর্ঘ হায়াত দান করুক আসাম বঙ্গাইগাও জেলা থেকে বলছিলাম🤗 আপনার রেপ্লি পাওয়ার অপেক্ষায় থাকলাম
@farmingadviseranathhalder757912 күн бұрын
বিকাল পাঁচটার দিকে ঐ চারা তুলে নিয়ে অন্য জায়গায় রোপন করবেন। আর সকাল আট টার পর ঐ গাছে যেন সূর্যের রোদ্দুর না পড়ে সেজন্য ছায়া করে দিতে হবে। আবার বিকাল তিনটের পরে সেই ঢাকনা খুলে দিতে হবে। সারারাত শিশির পাবে এরকম তিন দিন করতে হবে। অর্থাৎ সূর্যের প্রচন্ড রোদ্দুর যেন গাছে না পড়ে তাহলে অবশ্যই বাঁচবে এবং ভালো হবে।
@Mahmudulhasaan11 күн бұрын
@@farmingadviseranathhalder7579 শুনে খুব খুশি হলাম🤗🤗Thank you very much...
@debasisbiswas49134 жыл бұрын
এখন বীজ বসিয়ে গাছ তৈরি করা যাবে? ফল কবে পাওয়া যাবে? আমি আগে বসিয়েছি কিন্তু গাছ বাড়ছে না! একটু হেল্প করবেন প্লিস আবার ধন্যবাদ। এত সুন্দর ভিডিও করার জন্য
@santanusarkar94952 жыл бұрын
স্যার আমার কুমড়ো আর লাউ গাছে কিছুতেই ফলন ধরাতে পারছিনা । শুধুই পুরুষ ফুল হচ্ছে, স্ত্রী ফুলের কোনো দেখানেই। কি করবো বুঝতে পারছি না । Booster 2 spray করলে কি উপকার হবে?? স্যার suggestion র অপেক্ষায় রইলাম । ধন্যবাদ, প্রণাম
@happytanusree70364 жыл бұрын
Sir apnar video or jonno protidin wait kori.. Sorser khoil 1months. pochano gachher goray deoa jabe sir? 🙏 Sir akhon chal kumror bij lagano jabe?
দাদা, আমি আগাম লাউ ফলন পেতে লাউ বীজ লাগিয়েছি কিন্তু ১৫ দিন হয়ে গেল বীজ গজালো না। শীতে হাইব্রীড লাউ বীজ গজানোর উপায় বলুন। আমি বাণিজ্যিক ভাবে চাষ করবো। আর আগামী জানুয়ারি মাসে ভারতে আসছি, বেঁচে থাকলে দেখা হবে। আপনি ভালো থাকুন।
@apastamasengupta12364 жыл бұрын
Very helpful 👍
@farmingadviseranathhalder75794 жыл бұрын
ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।
@apastamasengupta12364 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 আপনিও সপরিবারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আর এই ভিডিও গুলো থেকে সত্যিই অনেক কিছু শিখছি, অনেক উপকার পাচ্ছি।
@kalipadamalik65504 жыл бұрын
স্যার সরিষার খোল ও বাদাম খোল একসাথে পচিয়ে গাছে ব্যবহার করা যাবে, যদি যায় তবে কতদিন পচাবো আর কিভাবে ব্যবহার করতে হয় জানালে উপকৃত হব । আপনার উপস্থাপনা আমাদের খুব প্রিয় 💚
@saramaray80132 жыл бұрын
Sir Tricoderma veridi anek baro pac pachchi ato baro to amar lagbe na tai soil te saff dile ki khub kharap hobe
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ঠিক আছে না পাওয়া গেলে শুধু জৈব সার দিয়ে বীজ বুনুন বা চারা বসান। রোগ লাগলে তখন ওষুধ ব্যবহার করবেন।
স্যার , নারিকেল গাছের চারা ই৺দুরের থেকে কি ভাবে বাঁচাতে পারব যদি বলেন উপকৃত হইতাম।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
বিষ টোপ ব্যবহার করুন।
@arunsarkar25413 жыл бұрын
sir apnar adv moto khabar n osudh dicchi...but sevabe growth nei...and kichu pata halud hoe jacche...amar 3 ta gach 12 inch bag e ache,...amai vater mar , khol pacha jol and jaibo sar diye thaki,,,,plss bolben ki korte habe...
@farmingadviseranathhalder75793 жыл бұрын
খৈল পচানো জল দিয়ে যান পাঁচ দিন ছাড়া ছাড়া আর যে কোন জৈব পিজিআর প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন 10 দিন ছাড়া ছাড়া । গাছ চকচকে হয়ে যাবে
@arunsarkar38183 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 thanks sirji
@muktamitra38173 жыл бұрын
আমার লাউ গাছ সুন্দর ভাবে বাড়ছিল । প্রচুর ফুল আসছিল । কিন্তু একটাও ধরছে না , কালো হয়ে ঝরে যাচ্ছে । পাতাও হঠাৎ ছোটো হয়ে গেছে । প্রতিকার জানিয়ে বাধিত করবেন 🙏🙏🙏🙏
@debjanibanerjee28313 жыл бұрын
লাউ গাছের বীজ চিনবো কি করে? লাউয়ের বীজ বলে কিনে লাগিয়েছিলাম কিন্তু দেখছি হলুদ ফুল। দেখতে কিন্তু একদম লাউয়ের বীজের মতোই ছিল। কুমড়ো ফুলের মতো ফুল হয়েছে। ওটা কি গাছ দাদা? ভালো থাকবেন।
@pankajmondal2078 Жыл бұрын
স্যার লাউ গাছের চারা রোপনের সময় পুরানো শুকনো গোবরের সঙ্গে ট্রাইকোডারমা ভিরিডি মিশিয়ে বসানো যাবে
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
জৈবভাবে করলে ওই পাউডারটা মিশিয়ে অবশ্যই বসাবেন ।আর গাছের গোড়ায় এখন বর্ষার সময় প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন যেন জল বসা না হয়।
@pankajmondal2078 Жыл бұрын
ধন্যবাদ স্যার ❤
@kalachandroy4443 Жыл бұрын
নমস্কার স্যার Good morning বর্ষাকাল সুরু হয়েছে আমার লাউগাছে একটুখানি ছত্রাক এল লাউয়ের সাইজ ছোট ছোট হচ্ছে। ভিটামিন+M45 +বরন এগুলো একসাথে পর পর ৩ দিন স্পেরে করতে পারবো স্যার। না অন্য কিছু দিতে হবে স্যার।
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
হ্যা ঐ গুলো ব্যবহার করবেন। তবে আবহাওয়ার পরিবর্তন হোক সব ঠিক হয়ে যাবে।
@sonaliadhikary58396 ай бұрын
Lonka gachher pata kukre jachhe r fool jhore jachhe. Ki korbo jodi bolen ?? Ami joibo somadhan chaichhi
@farmingadviseranathhalder75796 ай бұрын
Trap প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে এক মিলি মাইটেন্ড মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে তিন দিন ছাড়া দুবার । দুটো ই জৈব ওষুধ।
@sudipbiswas50682 жыл бұрын
Sir groomer lau Ki mase lagate hoi
@sagarroy12734 жыл бұрын
Sir pepe gache roko ta dewa te valo kaj hoache ebar ful ta dhore rakha jai kmn kore seita 1tu bolben..ki sar ki biss debo 1tu bolben. Gacher bayos 6mas
@aparajitbanerjee554 жыл бұрын
স্যার,আপনি গাছ পরিচর্যার দিক গুলো খুব ভালো ভাবে বুঝিয়ে দেন,একদম ডাক্তারের মতন।কিন্তু হঠাৎ আমাদের আপনার কাছে কিছু জানার থাকলে কি করে জানবো ? গাছেরও প্রাণ আছে ,তাই গাছটা মারা যাবার আগে আপনাকে কি করে জানবো?আপনার পরের ভিডিওর জন্য কি অপেক্ষা করবো? দয়া করে মোবাইল নম্বর টা দেবেন?দিলে উপকৃত হতাম। ধন্যবাদ।
@monishghanti95974 жыл бұрын
Sir.... Chichinge ga6er pata poka nosto kore di6he.... Patar pi6one kamon dag pore ja6he.. patate kamon dag pore ja6he
@sriharicharanmandal85534 жыл бұрын
Olkopir unnata bijer nam bolben please. Ladies finger gachhe Chandrika er ki oshudh debo?
@BikashDas-zo1ty4 жыл бұрын
টবের লাউ গাছ দুই তিন পাতা দেওয়ার পর আর বাড়ছে না । গাছ সরু হয়ে যাচ্ছে , কি করব উপায় বলুন। অপেক্ষায় আছি ।
@ashrafchowdhury24794 жыл бұрын
এইটা সঠিকভাবে মাটি প্রস্তুত না করলে হতে পারে।এখন গাছে চর্তুদিকে বেশীকরে compost সার,গরুর গোবর মিক্স করে হাল্কা মাটি দিয়া ঢেকে পা নি দিন।এই গুলা কাজ করতে সময় লাগবে।৪/৫ দিন পর গাছের চারদিকে মাটি সড়িয়ে দিন।১/২ইঞ্চি নীছে এক মুট ইউরিয়া, এক মুট ফস্ফেট,১চামচ সাল্ফেট অব পটাশ দিয়া ঢেকে দিবেন,পানি সাথে সাথে না দিয়া ৩ /৪ দিন পরে দিবেন। টবের সাইজ জানলে ভাল হত।
@anjanbasu73094 жыл бұрын
গাছের ডাক্তার বাবু ভিডিও প্রতিবেদন এর জন্য ধন্যবাদ জানাই। খোল পচা জল দেখলাম , বেশ ঘন। কতো খানি সরষের খোল , কতো লিটার ( আনুমানিক ) জলে মেশানো উচিত ? আর , এই , পচানো কি কোন্টিনিউআস প্রসেস ? শেষ হবে , আবার খোল ও জল দিয়ে , আবার ৪ - ৫ দিন পর থেকে , ব্যাবহার করা যাবে ? মাটির পাত্রে ভালো হয় , কিন্তু , প্লাস্টিক এর বালিথি বা ড্রামে , প্রতিদিন দিনে দুবার কোনো লাঠি দিয়ে নেড়ে দেবার কি প্রয়োজন জরুরী ? আর , আজকাল টু জি বা ত্রি জি কাটিং এর কথা খুব শুনছি আর দেখছি ও। এই ব্যাপারে আপনার নিজস্য অভিমত কি ? ধন্যবাদ জানবেন।
@koushikkhan40304 жыл бұрын
500 GM in 5 Lt water...
@koushikkhan40304 жыл бұрын
Gach e 15 din chara chara use korun..sei onujayi mesan...ami poriman e kom mesai...ratio ta apnake bollam...4 thake 5 din por oi 5 Lt jol e r o 5 theke 10 Lt jol misiye gach e use korun....
@koushikkhan40304 жыл бұрын
Matir kichu na thakle plastic ei korte paren..r nere daowa ta joruri..nahole din e akbr e korun...
@anjanbasu73094 жыл бұрын
Koushik Khan , এটা Framing Adviser Anath Haldar এর চ্যানেল , সেখানে , আমার প্রশ্ন গুলো , আমি ওনার ব্লগে করেছি । আপনার কাছে তো কিছুই জানতে চাইনি ! এই ভাবে আগবাড়িয়ে কিছু মন্তব্য করা , তাও আবার অন্যের চ্যানেলে , অন্য আর একজনের উদ্দেশ্যে, নাম না করে , এটা একেবারেই অনুচিত। আর , আমি নিজে ১৯৭০ - ৭১ থেকে গাছের সাথে নিজেকে সংপৃক্ত রেখে চলেছি। পরে , Comptroller & Auditor General of India , New Delhi র তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন দফতের অডিট করেছি । তার মধ্যে Agriculture বা কৃষির বিভিন্ন দফতর ও ছিলো। এ ছাড়া আমি বিজ্ঞান এর ছাত্র । সরষের খোল জলে পচাবার সময় , দিনে , কমকরে একবার ( মাটির পাত্রে নয় ) কেনো নেড়ে দিতে হয় ? কি গ্যাস ওখানে উৎপন্ন হয় ? গ্যাস টি কি গাছের পক্ষে ক্ষতিকর না প্রয়োজনীয় ? এই সবের উত্তর কি আপনার কাছে আছে ? তাহলে , আলাদা একটা চ্যানেল খুলে , সেই খানে এই বিষয়ে ভিডিও বানান। সবাই কে নিজের মতো ভাববেন না।
@ujjalmukherjee21764 жыл бұрын
দাদা আপনি একটা বুস্টার 1 বুস্টার 2 বুস্টার 3 এবং বুস্টার 4 কে নিয়ে ভিডিও যদি বানান যে কোনটা কখন কোন গাছে দিতে হয় তাহলে খুব ভালো হয়
@chhandabarmanroy43184 жыл бұрын
Dada ami jodi lau gach bosanor somoy bharmi compost er sathe saaf mishiye bosai tahole ki kono problem hobe ? Karon amar kache tricoderma viridi nei.
@farmingadviseranathhalder75794 жыл бұрын
কোন অসুবিধা হবে না।সাফ দিলে কাজ হবে তফাৎ শুধু এটা রাসায়নিক । ভালো কাজ পাবেন ধন্যবাদ জানাই ভাল থাকুন।