আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে. kzbin.info/www/bejne/f4CVqGN8bLR3Y9k
@wanderlust14322 ай бұрын
Ami Suni ar amar moton anek young chele meye akhono sone ei oshadharon compositions.
@susantasarkar62822 ай бұрын
Qpppppp1250 ❤
@payelchakraborty91509 ай бұрын
এভাবেও ভালোবাসা-র বহিঃপ্রকাশ করতে পারে কোনো পুরুষ!!!!!! ধন্যবাদ পুলক বাবু, মান্না বাবু।
@surojitbanik52035 ай бұрын
একদম..এনাদের থেকে শেখা উচিত ভালবাসার বহিঃপ্রকাশ
@sumonamondal94839 ай бұрын
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি হয়ে গর্ব হয় এই মনে করে যে কতো বিখ্যাত গায়ক গায়িকা কতো গীতিকার আমাদের এই বাংলা ভাষাকে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। এই গানটি তারই একটি উদাহরণ। যেমন সুন্দর গানের লেখনী তেমনই সুন্দর কণ্ঠস্বর। গর্বিত আমরা বাঙালি।
@debasishroy58317 ай бұрын
Eakdom thik kotha bolecho I love this song khub sundor Lage gan ta amr ❤❤
@drkbala20092 жыл бұрын
যখন প্রথম শুনি এই গান তখন আমার বয়স ১১ বা ১২ বছর, ক্লাস এর এক কিশোরীকে মনে মনে ভালো বাসতে শুরু করেছি, আজ ৫৫ বছরে , এখনো তাকে একইরকম ভালোবাসি
@nobitanobi35562 жыл бұрын
গুরুজী প্রণাম।।
@bhairabbhattacharya59862 жыл бұрын
Kamal korechhen kamal
@shameekbose54242 жыл бұрын
your wife?
@jhumadhak79462 жыл бұрын
Atro bachar bayas ki du........ Jhukhi
@swatigupta60152 жыл бұрын
salute you
@niloymnchakraborty2 жыл бұрын
ধন্য হে তুমি মান্না দে, ধন্য হে তুমি পুলক বন্দ্যোপাধ্যায়..♥️ ধন্য আমি ধন্য হে শ্রোতা তোমার জন্য যে.. 💚
@bishwajitroyrudro94362 жыл бұрын
ধন্য পণ্ডিত রাধাকান্ত নন্দী
@prakashsamaddar7666 Жыл бұрын
Darun coment
@pkratanMusic2 ай бұрын
Dhonyo e gaan shune je..
@pkratanMusic2 ай бұрын
Ki juti chilo ei teen jonkar.... chomotkar...
@songlove2014 Жыл бұрын
শ্রদ্ধয়ে মান্না দে ও গানটা যিনি লিখেছেন সেই কালজয়ী পুলক বন্দ্যোপাধ্যায়, স্যালুট!👍.. সত্যি ওনাদের মতো লেজেন্ট ছাড়া এসব গানের সৃষ্টি সত্যি অসম্ভভ🙏🙏🙏🙏
@hamidkhane5901 Жыл бұрын
মান্না দা না মান্না দে
@kushalkumardutta6723 ай бұрын
@@hamidkhane5901 uni manna dey e likachan😅
@dipankarbanerjee9433 жыл бұрын
আমার দাদু শুনেছেন, আমি শুনেছি, আমার নাতি নাতনী শুনবে এই কালজয়ী গানগুলো।❤️❤️🙏🙏
@taponbiswas40483 жыл бұрын
আপনার বাবা শুনেননি দাদো
@souravhalder9482 жыл бұрын
@@taponbiswas4048 🤣🤣🤣🤣
@pradipbhattacharjee98472 жыл бұрын
@@souravhalder948 .
@priy_o2 жыл бұрын
@@taponbiswas4048 ওনার বাবা আর ওনার ছেলে শুনেন না 😂😂😂
@bijoybijoy76792 жыл бұрын
Tomar baba soneni 😕
@manikbhattacharya63742 жыл бұрын
অপূর্ব অপুর্ব। কিছু সময়ের জন্য বাকরুদ্ধ। গানের মধ্যে না ঢুকলে, অনুভূতি টা বোঝা যাবে না। যেমন লেখা, তেমনই সুর, আর শিল্পীর তো তুলনাই নেই।
@baharesubhadra-pukki30223 жыл бұрын
অসাধারণ, মান্না দার কণ্ঠে এই গান বার বার শুনলে ও কোনদিন পুরানো হবে না।সেলাম মান্না দা।🙏🙏🙏🙏🙏
@ashokchakraborty31712 жыл бұрын
Asadharan ❤️ মান্না বাবুর ভগবান দত্ত গলা।
@sabitachakraborty35112 жыл бұрын
@@ashokchakraborty3171 s a
@musicalshirsak5982 жыл бұрын
🙏🙏🙏🙏
@SaifulAhmedChoudhury Жыл бұрын
@@ashokchakraborty3171 1
@sirsendughoshal6255 Жыл бұрын
শুধু চোখ বন্ধ করে শোনা, কোনো উত্তর নয় । লাজবাব ।
@mdfaroque2172 жыл бұрын
অন্তরের কথা যেন বলে গেছেন মহান শিল্পী, বিনম্র শ্রদ্ধা!
@debabratamajumder39103 жыл бұрын
অ সা ধা র ণ !! অ সা ধা র ণ !! প্রাণ জুড়ানো গান। ভীষন ভীষন ভালো লাগলো। যিনি , পোস্ট করেছেন তাকেও ধন্যবাদ , এতো সুন্দর একটা গান শোনানোর জন্য।
@sushantadas64933 жыл бұрын
শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্না দে বাংলা সঙ্গীত জগত অন্তরঙ্গ বন্ধু ছিলেন । যেমনি সঙ্গীত লেখা তেমনি সুর সংযোগ তেমনি গলার কাজে সুন্দর সঙ্গীত সৃষ্টি ।
@Shalishuka3692 жыл бұрын
আমার বাবা শ্রীপ্রবোধচন্দ্র দে-এর এক অন্ধ ভক্ত ছিলেন। উনি ওনার কলেজ জীবন থেকে প্রায় 1988 থেকে 2009 অবধি মান্না দে র কোনো লাইভ function, miss করেননি। আজও মান্না দে কে ছাড়া উনি কিছু ভাবতেই পারেন না। মান্না দে আর কপিল দেব ওনার দুই চোখের দুই মণি.. আর সৌভাগ্যবশত আমিও ছেলেবেলা থেকেই মান্না বাবুর আরো এক অন্ধ ভক্ত হয়ে উঠেছি। আর এই গান টির সমন্ধে যত বলব কম হবে। পুরুষের ভালোবাসার ইমোশান যে কেমন হয় তা এই গানে সরাসরি তুলে ধরা হয়েছে। আর ওই লাইন..." তুমি যখন আমায় ফকির বলো, রসের অতলে যে তলাই আমি.." আহা নিজের অনুভূতি খুঁজে পাই।
@debabratasumitbiswas94273 жыл бұрын
সাত মিনিটের নেশা করলাম।
@gamingwithrick33033 жыл бұрын
😌
@debarpanain63163 жыл бұрын
What kind of 'নেশা'? I bear no ill will.
@kaudiwala10793 жыл бұрын
❤️❤️❤️
@krishnenduroy15062 жыл бұрын
Absolutely correct
@MrSidhutube2 жыл бұрын
চলুন আবার 7 মিনিটের নেশা করি একসাথে, এই তো আসল সুধা পান।।।🙏🙏🙏🙏
@MoloyGanguli-x4q Жыл бұрын
আহা কি মাধুর্যে ভরা,,❤❤❤যখন প্রেম পরিপক্কতা পায় সেই প্রেমিক যুগলের মধ্যে একটি বিশেষ অনুভূতি সৃষ্টি হয়েছে,,একজন পরিপক্ক প্রেমিক বা প্রেমিকা এর মানে বুঝতে পারবেন,,এটা যার তার বোঝার ক্ষমতা নেই ✍️✍️✍️
@ankitajana71963 жыл бұрын
প্রজন্মের পর প্রজন্ম আসবে কিন্তু এই গানগুলো কখনো কোনদিন পুরোনো হবেনা। ❤🥰
@ajoyghosal60063 жыл бұрын
Yesss
@iammbhattacharya3 жыл бұрын
khub shotti katha!
@sudipamaity87733 жыл бұрын
❤️
@newtanpoddar52133 жыл бұрын
Hm
@sayakghosh69723 жыл бұрын
Absolutely right
@sumitmallick79513 жыл бұрын
এটা এমন একটা গান যা দিনরাত চললেও পুরানো মনে হবে না। সর্বদা নতুনের মতো আকর্ষিত করবে।❤️❤️🙏🙏
@prakashpalit15993 жыл бұрын
এই গানটি নিঃসন্দেহে একটি কালজয়ী গান। গানের লিরিক্স ও সুর অনবদ্য। গানটির মধ্যে একটা সাংঘাতিক রোমান্টিক ড্রামা আছে যা গানটিকে ভীষণভাবে মনগ্রাহী করে তুলেছে। সুর, কথা, ড্রামা সবকিছু ছাপিয়ে মহান শিল্পী মান্না দের হৃদয়গ্রাহী গায়কী। সবকিছু মিলিয়ে গানটি সবধরনের শ্রোতার মনে সবসময় একটা মিষ্টি মধুর অনুভুতি সৃষ্টি করে যার মাধ্যমে প্রেমের সুন্দর অনুভূতি শ্রোতা কতখানি রোমান্টিক তা বুঝতে সক্ষম হয়।
@Madhushreekar952 жыл бұрын
কিন্তু খুব দুঃখের বিষয় যে আজকালকার ছেলেমেয়েরা এই সকল গান ও শিল্পীদের মুখে ও অন্তরে একেবারেই ঠাঁই নেই , যদি এখনকার কোন শিল্পী ( যিনি আগের শিল্পীর চেয়ে বহুগুনের নিম্ন স্তরের ) হঠাৎ করে সেই সব গান অনেকটা নিজেদের মত গায় তখন সেই গান শুনে একেবারে আত্মহারা হয়ে যায় , যেমন হেমন্ত বাবু ও লতার duet কালজয়ি গান "দে দোল দোল তোল পাল তোল " গানটা ইদানিং অরিজিৎ গাওয়াতে যেমন হয়েছে ৷ মধুর স্বাদ ছেড়ে গুড়ের স্বাদে আত্মতৃপ্তি I
@prakashsamaddar7666 Жыл бұрын
Ora je kano kore gan gulo buji na..Amar akebarei valo Lage na..apnar coment ta thik but amio akta young chale...
@anwayadhikary7263 Жыл бұрын
Ekdom 100% agreed
@nourinnigar62998 ай бұрын
প্রত্যেকের ক্ষেত্রে সবসবসময় সেটা হয় না...এই generation এর বহু ছেলেমেয়ে রয়েছে যারা এখনো এনাদের মতন শিল্পীদের শ্রদ্ধা করে। আমিও তাঁদের মধ্যেই পড়ি 😊😊
@sharmilaguha23006 ай бұрын
সারা। জীবন। সারা জীবন ধরে শুধু এই একজন মানুষের গান শুনে কাটিয়ে দিলাম। আর কাউকে ঐ জায়গায় বসাতে পারলাম না।🙏🙏🙏
@nilamhore40184 ай бұрын
@@sharmilaguha2300 বসাতে চাইলেও পারবেন না।। কারন মান্না দে'র মতো কালজয়ী সঙ্গীত শিল্পী ইহকালে আর দু'জন কেউ নেই।। তবে ওনার ছাত্রী কবিতা কৃষ্ণমূর্তির গানও আমার খুব ভালো লাগে।। ❤
@mdsarifreza7001 Жыл бұрын
এইসব গান আমাদের বাংলা সঙ্গীত জগতের সম্পদ ।।খুব গর্ব অনুভব করি বাঙ্গালী হিসেবে।
@bilasden90783 жыл бұрын
"যখন চোখ ভেসে যায় চোখের জলে....." আবেগের সঙ্গে মিশে গেছে।
@koushikmukherjee94653 жыл бұрын
ছোটবেলায় পাড়ার দূর্গাপূজোর কথা মনে পড়ে যায়। তখন পূজোয় এইসব কালজয়ী গান পাবলিশ হত আর চলত বছরের পর বছর, অম্লানভাবে। আজও শুনছি একইভাবে। 🙏
@kuhelibhattacharya24343 жыл бұрын
14th February 2021 sunchi Manna day er ei hridoy joy kora gaan ti. Er theke baro valentine gift r ki kichu hote pare? 💙💙💙💙
@chandanmondal21783 жыл бұрын
You are ..👍👍...
@suryas93033 жыл бұрын
Akdom
@mistidas58363 жыл бұрын
Ekdm
@souravdasdas86903 жыл бұрын
6 june 2021 Ami sunchi at 4.49 pm
@dibyendumukherjee95403 жыл бұрын
🤦
@b.r.80813 жыл бұрын
মন-প্রান জুড়িয়ে যায় এসব গানশুনে।এই অমর প্রতিভা যেন আবার আবারও ফিরে আসে।
@cbshowrob52302 жыл бұрын
৬ মিনিট ৫৮ সেকেন্ড.... যেনও কোথায় হারিয়ে গিয়েছিলাম। এমন অসাধারণ গান কেবল মান্না দের কন্ঠেই মানানসই।
@saregamabengali Жыл бұрын
Subscribe to our Mix Station for Bengali Remixes and Lofi curated music. youtube.com/@saregamabengalimixstation
@suparnabiswas16493 жыл бұрын
আমার সত্যি ভাগ্যবান। মান্না দে র মতো শিল্পী আমাদের রাজ্যে জন্ম গ্রহণ করেছেন।
@mondiramondal64842 ай бұрын
কেনো জানি না আমি এই জেনারেশন এর মেয়ে হয়ে ও শ্রদ্ধেয় মান্না দে মহাশয়ের গানের এমন পাগল ভক্ত হলাম। আমার বর্তমান বয়স 21 বছর , আমি তখন ক্লাস 9 এ পরি কিংবা তার আরও আগে থেকেই আমি ওনার গান খুব ভালোবাসি। আর এখন 2024 এ দাঁড়িয়ে ও ওনার গান না শুনলে যেন হৃদয়ের পিপাসাই মেটেনা।
@ratanmalik43143 жыл бұрын
0:52 0:54 0:57 0:58 I am really proud of being a Bengali because the other different peoples of India do know West Bengal by your 1:02 name, Manna Dey. Sir, I am taking my hat off to you for signing some excellent sentimental songs which bring tears to my eyes when I listen to them on KZbin. Ratan Malik living at Shyamnagar, North 24 Parganas, West Bengal, India.
@debanjanghosh76832 жыл бұрын
গর্ববোধ করেন বলেই বোধ হয় বাঙালি হয়ে বাংলা বলতে লজ্জা করে!
@dhananjoybhattacherya2555 Жыл бұрын
I am also a partner of your same feelings. I am biased about Manna Dey & Manabendra Mukherjee.
@santanumalik5639 Жыл бұрын
Sir i agree. santanu malik west mednipure.
@ratanmalik43149 ай бұрын
@@santanumalik5639Mr Malik , I do thank you for liking the song.
@nachiketamandalhindu4533 жыл бұрын
চোখ ভেসে যায় চোখের জলে, উফফফফ্ এই লাইনটা বুকের ভিতর এসে সজোরে ধাক্কা দেয়। পুলক বাবু আবার জন্ম নিয়ে আসুন না হলে ভাষার এমন রস আস্বাদন থেকে বঞ্চিত হবেন আমার মত কিছু গান পাগল মানুষ।🙏🙏
@saheliroy60473 жыл бұрын
Sotti kotha 😔😌
@banalatamakur97973 жыл бұрын
সঙ্গে মান্না বাবু ও যেনো আসেন না হলে লেখা গুলো পাগল করবেনা ❤️❤️❤️
@SIMIYAN20082 жыл бұрын
গভীর উপলব্ধী... গহীন অনুভব...! কথা,সুর,গায়কী সেরা!
@shirinsultana86884 жыл бұрын
এসব গান কখনো পুরোনো হয় না, বুক নিংড়ে বেরিয়ে আসে কষ্টগুলো।
@manaskhatua81084 жыл бұрын
❤️
@sahirahamedh83593 жыл бұрын
হি
@muhammadabrarfaisal15453 жыл бұрын
এসব ফালতু গান
@op_dev_yt43 жыл бұрын
@@muhammadabrarfaisal1545 Apni holen akti bustard, Bustard mane bojhen, Nonsense, Rascal, Tai erokom bolchen Gaan Ki bojhen, Na Sei tuku noy?
@op_dev_yt43 жыл бұрын
Thik bolechem
@bhajanghosh77273 жыл бұрын
অসাধারণ গান বোঝানোর ভাষা হারিয়ে ফেলে আমিও পাগল হয়ে গেছি!!!!!!!!!!!!! !!!!!!
@anupbiswas2403 жыл бұрын
এমন একটা গানে একটা শব্দ লেখা হয়ে থাকুক পরবতী প্রজন্মের জন্য " অসাধারণ গান "
@amirkumarbhunia6613 жыл бұрын
আমার অন্যতম প্রিয় গান। মান্না বাবুর এই গানটি প্রথম যেদিন শুনি, তখন 'মাতাল' কথাটা ঠিক বুঝতে পারিনি! এখন ২ পেগ বেশি খেলে এই গানটি শুনে শান্তি পাই।
@bhairabbhattacharya59862 жыл бұрын
Peg charie jan fakir hoye jaben
@ramenroy9588 Жыл бұрын
Ahhhhaaa ki advut nesha dharie diye gelen apni. Abar phire asun ei bangla tei. 🙏 🙏 🙏 🙏
@SIMIYAN20082 жыл бұрын
অসাধারণ অনন্য চমৎকার অনবদ্য এক কথায় মান্না দে'র অন্যতম সেরা গান এবং সেরা গানের কথা... বাহ্!
@anitasaha40239 ай бұрын
ohhh ki tan ki sur, ki tal, ki balance, pure natural voice no autotune, hats of manna dey matal tomar jonno hai....
@rddas53423 жыл бұрын
R K Das মান্না দে আমাদের বাংলার গর্ব , আর বোধহয় ওনার মতো ক্লাসিক্যাল গায়ক আমাদের দেশে জম্ম নেবে না। 🙏🙏🙏
@song-jz5xb3 жыл бұрын
right
@arnabdas69143 жыл бұрын
Manna dey i classical music banglai procholito korechilen
গানের কথা গায়কী অনুভব করে... জীবনে ভালোবাসতে বারবার মন চায়!
@arupdas63103 жыл бұрын
অমর কন্ঠস্বর। মান্না'দের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি।
@RahulKumar-bx2nc3 жыл бұрын
সেই ছোট বেলা থেকেই গানটা শুনে আসছি. কিন্তু কোনোদিন বিরক্তি হই নাই আজ পর্যন্ত. যত শুনি ততই নতুন লাগে.
@mandirasur5082 жыл бұрын
অসাধারণ গান।কোনদিন পুরোনো হবেনা
@sukdebbiswas11563 жыл бұрын
2050 সালের পরেও এই সকল গান স্বমহিমায় থাকবে
@udaynarayanmandal23222 жыл бұрын
👍👍
@lilybanerjee39012 жыл бұрын
Balar kono bhasha nai.
@prabirchatterjee8434Ай бұрын
Myriads of respect to this greatest and the most versatile Bengali singer particularly of Bengali modern songs. The long list of his top-class immortal songs are the testimony of this great voice and once-in-a-millenium talent. Nobody are even close to his numerous famous tragedy songs. This is without disrespecting to other greats also. Thanks to his millions of followers also all over the world, many of whom understand the intricacies of the non-classical and light-classical music.
@asifmashud7053 жыл бұрын
আহা! প্রান জুড়িয়ে যায় শুনলে! হে পাগল 🥰🥰
@saregamabengali Жыл бұрын
"Chiroshakha Hey Title Track" Out Now!! Listen Here : kzbin.info/www/bejne/gKDVonusf794a5I #chiroshakhahey #saregamabengali
@rohitdutta9765 Жыл бұрын
😂😂😂 ki😊😢
@jimutsarkar723 жыл бұрын
Universal truth totally agreed a evergreen mood changers song. আমাকে তো মাঝে মাঝেই কুততা ও বলে আমার নাকি কুখ্যাতি আছে তবুও মনে স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চাই ।🙏🙏🙏
@sudipakhan2750Ай бұрын
অভুতপূর্ব কালজয়ী এই গান পুলকবাবু আর মান্নাবাবুকে চিরস্মরণীয় করে রেখেছে। ❤❤❤🙏🙏
@bharadwajsom3 жыл бұрын
"রসের অতলে যে তলাই আমি... " ধন্য আমি ধন্য হে বাঙালী বলে
@kousikmukherjee20933 жыл бұрын
ছোটো বেলায় মা বাবা দাদা দিদি দের সঙ্গে কালচিনি চা বাগানের স্টাফ ক্লাব এ জলসা শুনতে যেতাম, অসীম গাঙ্গুলি মহাশয় এর কণ্ঠে এই অমর শিল্পির গানগুলি শুনতাম। খুব, খুব ভালো লাগার সময় ছিলো সেটা।
এই অতুলনীয় গান জীবনে পুরনো হবে না। আহা "যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি"! এই অক্লান্ত প্রচেষ্টা সার্থক! আহা যেমন গান তেমন গায়কী!
@kamalahmed40082 жыл бұрын
কিছু গান কখনো পুরোনো হবেনা, গেথে থাকবে মানুষের কোমল হ্রদয়ে☺️
@priy_o2 жыл бұрын
সেই ছোট বলার কথা মনে পড়ে গেলো, যখন আমার বয়স ৬ বছর তখন বাবা এই গান শুনতো বাবাকে বলতাম, বাবা তুমি কি গান শোনো এগুলো কোনো গান হলো? বাবা বলতেন, মা তুই যখন বড় হবি ঠিক তখন ই বুঝবি এগুলো শুধু গান ই না বাস্তবতা দিয়ে ঘেরা। আজ আমার বয়স ২০ বছর। এই গানের মর্মটা এখন কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।
@HamidKhan_2063 жыл бұрын
মান্নাদে একবার আসে। কিশোর দা একবার আসে। মোহাম্মদ রফি একবার আসে। কুমার শানু একবার আসে।
@tarapadadehidar93673 жыл бұрын
Eak dam khanti katha. Anake dhanyabad aapnakay.
@sanjoysarkar48103 жыл бұрын
হেমন্ত কুমার শতাব্দীতে একবার আসেন
@ffgamermamagi71903 жыл бұрын
🙏 পুরনো দিনের গান হলেও, চিরজীবন নতুন হয়েই থাকবে। এরকম অসাধারণ গান গাওয়া, বাস্তবে কোনো, singer এর পক্ষ্যে সম্ভব নয়।
@moumitaroy71213 жыл бұрын
ধন্য আমি ধন্য হে , অমর রহে মান্না দে 😌🙏।
@bonubd13793 жыл бұрын
Dhonna ami dhonna je ........tomar jonna je!! Aaha just mind blowing!!
@diptitia69 ай бұрын
আমার সোনাই শুনিয়েছিলো আমায় এই গানটা প্রথমবার । ❤
@MdRafiqulislam-bh4vz2 жыл бұрын
আমি নেশা করিনি জীবনে কিন্তু এ গানটা শুনলে আমায় নেশায় ধরে।
@বহুদর্শন2 жыл бұрын
যুগযুগান্তর রয়ে যাবে এমন গান, কিছু জ্ঞান ও প্রেম পাগলেরাই এমন গান খুঁজে খুঁজে শুনে।
@amarmonerjagot3 жыл бұрын
হারানো দিনের গান না শুনলে আমার দিন কাটে না এই গান গুলোতে একটা ভালোবাসার টান লুকিয়ে আছে ❤️❤️❤️
@sagorhalder3 жыл бұрын
কতবার কিছু লিখতে গিয়েও আবার রিমুভ করে নুতন কিছু লিখতে চাইলাম,,,, গুনী কি ভাষায় মনের ভাব প্রকাশ করবো খুজে পেলাম না।
যখন আমার প্রেমিককে প্রথম পাগল বলে ডেকেছিলাম তখন সে এই গানটাই গেয়ে উঠেছিল।আজ তার থেকে দূরত্বের কষ্ট সহ্য করতে না পেরে যখন আমি পাগল হয়ে যাই ,তখন কেউ আমার কানে কানে বলে,"পাগলী"......
@prasenjitghosh96607 ай бұрын
আপনার এই দুরত্বের কারণ আর ধরন জানি না। কিন্তু শুধু এটুকু জানি দুরত্ব প্রেমকে আরও গভীর করে।
@bablubaidya34995 жыл бұрын
যখন কেউ আমাকে পাগল বলে অমর রহে মান্না দে 🙏
@avijitnaskar94853 жыл бұрын
11
@op_dev_yt43 жыл бұрын
Aboshoyi
@SumanDas-ex8pd3 жыл бұрын
@@op_dev_yt4 Llll Pp D ur . tt
@gopapaul31373 жыл бұрын
@@op_dev_yt4 ঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙ
@gopapaul31373 жыл бұрын
@@avijitnaskar9485 ঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙ
@debasismondal26072 жыл бұрын
এই বলিষ্ঠ মহান শিল্পী মান্না দে কে বিশ্লেষণ করার ক্ষমতা আমার নাই উনার এই গান শুনে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই
@ramranjanganguly85813 жыл бұрын
ধন্য মান্না-পুলকবাবুর জুটি। পাগলা হয়ে গেলাম।
@avijitsen9000 Жыл бұрын
কমেন্টগুলো পড়তে কি যে ভালো লাগে।আসলে মনে হয় আমি একা নয়,আমার মতো মনের কত মানুষ আছে,যাদের সাথে আমার এইভাবে মতের মনের মিল।যারা কমেন্ট করেন তাদের ধন্যবাদ।মান্না দে অসাধারণ।
@ashisroy86793 жыл бұрын
মান্নাবাবু,আমার আন্তরিক আবেদন, আর একবার ফিরে আসুন ।আমার উত্তরপুরুষদের আপনার গান শোনাতে হবে যে ।না না আমার আঙুল দিয়ে দেখিয়ে শোনাবো যে ।
@harikrashna84383 жыл бұрын
Rtcdetfxxkiu. Hytrdtcdddcssgu7
@mithunahammed1762 жыл бұрын
এ গানের কথা গুলো হলো সত্যি কারের ভালোবাসার ফিলিং থেকে এসেছে।ভালোবাসা কাকে বলে এই গানের মধ্যে তা ফুটে উঠেছে।
@souravsengupta74682 жыл бұрын
"এই অনন্য গায়কী-তে পাগল হওয়া সাজে বঈকি..." ❤️❤️❤️
@aniruddhagayen69353 жыл бұрын
মন প্রান জুরিয়ে যায় এই গানটি র মধ্যে। যা জীবন কাহিনী জরিয়ে রয়ে গেছে।
@lalongeti3 жыл бұрын
প্রতি রাতে ঘুমানোর ২-৩ বার শুনি,শান্তি লাগে বেশ😍😍😍
@mehedialhasan25884 жыл бұрын
গানের তুলনা একমাত্র গান চুপচাপ হয়ে গেলাম আবার হেসে লজ্জা পেয়ে চুপচাপ হব
@kumarsawon44214 жыл бұрын
Darun comment bhai... Love for this comment from West Bengal
@sayansamanta53473 жыл бұрын
Best comment I have ever seen .........
@badalbadalmondal8893 жыл бұрын
Radshews
@Nemo.573 жыл бұрын
একদম সঠিক মন্তব্য করেছেন …
@ajithdebnath9833 жыл бұрын
সুন্দর বলেছেন, ধন্যবাদ 😊
@anandabanerjee91752 жыл бұрын
অসাধারণ গান গাইতেন আমার মা। 50 বা 60 দশেকের গান বাদ দিয়ে মায়ের অতি প্রিয় গান এটি। মা বলতেন যেমন কথা তেমন সুর তেমন গেয়েছেন মান্না দে। মা তুমি আজ আর নেই, এ গান শুনলে তোমাকে দেখতে পাই। একদিন তোমার দেশে আমিও যাবো। আমাকে চিনতে পারবে তো।
@sahelihajra6982 жыл бұрын
আহা!!!! হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি❤❤❤❤❤❤❤❤
@JannatunAysha2 ай бұрын
সত্যি অসাধারণ আমি এতদিন জানতামই না এইগুলোর ব্যাপারে নিশাদ ধন্যবাদ আমাকে এই গানগুলি শোনানোর জন্য 😊
ছোটবেলায় মা বলতেন, বড় হলে বুঝবি এইগুলো কি গান।। এখন বুঝি, চোখের জলে। কথা, সুর....আহ কি কস্ট কি কস্ট...
@parthamondal71923 жыл бұрын
ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে_ সমস্ত পাগল প্রেমিক /প্রেমিকার জন্য কমেন্ট রেখে গেলাম
@BikashKarmakar-oc9iu11 ай бұрын
জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম,, প্রণাম মা শুধু প্রণাম,মা,, জয় জয় তারা মা, জয় গুরু বাম দেব ঠাকুর প্রণাম
@mdrobiulislam32553 жыл бұрын
চির কৃতজ্ঞ আপনার কাছে
@NanditaRaniDasNandita3 ай бұрын
যারা এখনো এসব গান শুনেন,তারা নি: সন্দেহ খুব ভালো মনের মানুষ
@chandrabhattacharjee2 ай бұрын
Ekhon shunlam gaanti😊.Bangladesh theke🇧🇩. Tahole ami valo moner manush?
@arijitpatra97713 жыл бұрын
ধন্য তুমি মান্না দে ধন্য তুমি তোমায় পেয়ে ধন্য বাঙালি ।
@pathorbagan89312 жыл бұрын
Ganta first jokhon shuni tokhon Agartala India chilam.... Onek touching ekta gaan... Love from Bangladesh....
@uttambarai62895 ай бұрын
2024 সালে কে কে এই কালজয়ী গান শুনেছেন?
@ObaidurSumon-tq2pn5 ай бұрын
❤
@partha7able2 жыл бұрын
যখন আমার বয়স দশ বছর ছিল, আমি বাবার অসাধারণ গলায় এই গানটা হারমোনিয়াম বাজিয়ে গাইতে শুনেছি। আজ আমার বয়স ত্রিশ বছর, আজও বাবা যখন হারমোনিয়াম নিয়ে গানটা গাইতে বসে, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান বলে মনে হয়। পরিবারের জন্য সংসারের জন্য বাবা যেভাবে নিজের ক্লাসিকাল গানের এক অসাধারণ প্রতিভাকে বিসর্জন দিয়েছে, সেই দানের কাছে কর্ণের দানও কিছুই নয়।
@sekhc26043 жыл бұрын
Mon vore gelo.....ki darun lekha....❤️ Chirojibon apni thakben gan hoye
@sournimachakraborty6775 күн бұрын
ধন্য আমি ধন্য হে, শ্রোতা তোমার জন্য যে🙏 মান্না দে একজনই 🙏🙏
@সাদাব্বাই3 жыл бұрын
আহ, কি ভাষা😍মন জুড়িয়ে যায়♥
@saregamabengali Жыл бұрын
Listen to the latest track "Taake Bolte Chaii" from the film LSD, Here : kzbin.info/www/bejne/nKezqnmBr75ljZo #LSD #লালসুটকেসটাদেখেছেন
@ratanmalik43142 жыл бұрын
This song sung by Manna Dey really intoxicated me for about seven minutes. This is one of the sentimental songs sung by Manna Dey. Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal, India.
@ranakhan7071 Жыл бұрын
BAH প্রান্ত জুড়িয়ে গেলো.... ই গান গুলার কোন মরন হবেনা
@prabirkumarroy46913 жыл бұрын
No comment .only ambassador of ma Swaraswati .kind regards to great singer .
@saregamabengali Жыл бұрын
The Title Track of "LSD ( Laal Suitcase Ta Dekhechen )" is Out Now!! kzbin.info/www/bejne/nGW3ZZipl7iBaNU #LSD #LaalSuitcaseTaDekhechen
Song Name : Jakhan Keu Amake Pagol Bole Singer : Manna Dey Lyrics : Pulak Banerjee Label : Saregama Bengali যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো ধন্য হয় যে সে পাগলামি ধন্য আমি ধন্য হে, পাগল তোমার জন্য যে। ধন্য আমি ধন্য হে, পাগল তোমার জন্য যে। যখন নেশায় আমার রাস্তা টলে, যখন নেশায় আমার রাস্তা টলে কেউ আমাকে মাতাল বলে অমনি সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে ভাবছো যা তা নইতো আমি যখন তুমি আমায় মাতাল বলো ধন্য যে হয় সে মাতলামি ধন্য আমি ধন্য হে, মাতাল তোমার জন্য যে। ধন্য আমি ধন্য হে, মাতাল তোমার জন্য যে। যখন চোখ ভেসে যায় চোখের জলে, যখন চোখ ভেসে যায় চোখের জলে কেউ আমাকে দুঃখী বলে অমনি হেসে উঠে দিই বুঝিয়ে .. হেসে উঠে দিই বুঝিয়ে সেই অভিনয় কত দামী যখন তুমি আমায় দুঃখী বলো ভালো করে কাঁদি আমি ধন্য আমি ধন্য হে, দুঃখী তোমার জন্য যে। ধন্য আমি ধন্য হে, দুঃখী তোমার জন্য যে। যখন বুকে আমার আগুন জ্বলে, যখন বুকে আমার আগুন জ্বলে তা বুঝে কেউ আহা বলে আমি বলি তাকে মিথ্যে কেন, বলি আমি বলি বলি তাকে, বলি বলি তাকে মিথ্যে কেন বলি তাকে মিথ্যে কেন হচ্ছো আমার অন্তর্যামী যখন একটু তুমি আহা বলো ভালো করে পুড়ি আমি ধন্য আমি ধন্য হে পুড়ি তোমার জন্য যে। ধন্য আমি ধন্য হে পুড়ি তোমার জন্য যে। যখন সব কিছু যায় রসাতলে কেউ আমাকে ফকির বলে আমি চেঁচিয়ে বলি কেউ জানে না .. আমার কোথায় আছে কি বেনামী শুধু তুমি যখন ফকির বলো রসের অতলে যে তলাই আমি ধন্য আমি ধন্য হে, ফকির তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে, ফকির তোমার জন্য যে ধন্য আমি.. ধন্য হে পাগল তোমার জন্য যে। পাগল তোমার জন্য যে ..