আজকের পর্ব Dedicate করলাম আমার সব ক্ষুদে দর্শক বন্ধু দের.. আর সব দর্শক কে Vlog টা রাতের বেলায় দেখার অনুরোধ রইলো সম্ভব হলে হেডফোন লাগিয়ে... পাহাড় সাগরের পরে জঙ্গল কে কেন্দ্র করে এটাই আমার প্রথম Vlog
@jublilaskar80292 жыл бұрын
Thik ase akn download kore rakhchi .......rate ghumanor samoy dekhbo
@mazumdarkasturi2 жыл бұрын
Finally opekkar oboshan holo. Aaj to asli picture dekhbo. Dekhar aagei bolte pari je fatafati hobe. Ekhono dekhbo abar raateo dekhbo ❤
@anibhirdinkal97312 жыл бұрын
Darun darun dada.. Amio elephant safari kore6ilam Kaziranga gia darun experience... R 1ta ktha amr husband tmr channel er ekdom prothom kar subscriber amio tmr video dektam kintu subscribe kora 6ilo na... Kintu tmi kashmir tour er 1ta video te bole6ile ami ki etoi kharap video banai j meyera subscribe kore na... Oii ktha ta sonar por amio subscribe kore dia6i.... 😊😊😊 Ae msg ta jdi dekhe thako tale ontoto 1ta like dio dada... Sustho thako valo thako ❤❤❤❤❤
@TravelWithKoushik2 жыл бұрын
@@anibhirdinkal9731 আমার মহিলা দর্শক মাত্র 23% 😔
@VLOGWITHSHAMPA2 жыл бұрын
Sotti khudey bondhuder jonno interesting vlog ata.. amar mey jar age akhono 2month hoini se pojonto mon dia vlog ta deykhlo.. kichu buhk na bujhk
@ahenjitasvlog35482 жыл бұрын
বৃষ্টিমুখর একটি রাত সাথে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে একটি রির্সট ঘুটঘুটে অন্ধকার আর তুমি যেটা বললে একটি লণ্ঠনের মৃদু আলো আর সাথে যদি রবীন্দ্র সঙ্গীত বা পছন্দের কোনো গান হয় ❤️❤️❤️। আমার স্বপ্ন এটি ❤️❤️❤️❤️❤️।
@WforWellness2 жыл бұрын
এরকম একটা অভিজ্ঞতা আমাদের প্রথমবার হয়েছিল । রাতে মুষলধারে বৃষ্টি,,, আমরা হলং বাংলোয় । হঠাৎ care taker ভদ্রলোক এসে বললেন, শিগগির ব্যালকনিতে চলুন ! সবাই গেলাম, আর উনি ওই সল্ট পিটে (যেটা কৌশিকদা দেখিয়েছেন) সার্চলাইট ফেললেন । সে এক অপার্থিব দৃশ্য ! কয়েক শো বাইসন ওই সল্ট পিটে, আর তারা তাকিয়ে আছে সার্চ লাইটের দিকে । যেন কয়েক শো উজ্জ্বল মার্বেল, ঝকঝক করছে,,,,,,আর ওদিকে আকাশভাঙা বৃষ্টি । সে যে কী দৃশ্য, কোনও ক্যামেরার সাধ্য নেই সেটা ফ্রেমে বন্দী করা । চোখ আর মনের ক্যামেরায় সযত্নে তুলে রেখেছি সেই অপার্থিব দৃশ্য,,,,,,,
@wonderingchews70722 жыл бұрын
পুবের আলোয় জঙ্গলের শোভা আর থেকে থেকে তার মাঝে ময়ূরের ডাক। এক অন্যরকম অনুভুতি পেলাম
@amitbhattacharyya262 жыл бұрын
কি মিষ্টি, সুন্দর, ঝকঝকে এপিসোড। আচ্ছে দিন। হাহা। বাংলো, রাতের জঙ্গল, ভোরের আকাশ, আর সকালের রাইনো'র পোজ- সব মিলিয়ে বেশ ভালো অনুভূতি। অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য।
@mitarakshit17322 жыл бұрын
অসাধারণ একটা ব্লগ দেখলাম,মন প্রাণ জুড়িয়ে গেল
@THEMADCOUPLE7862 жыл бұрын
ফুল এপিসোড মনোযোগ সহকারে দেখলাম।সত্যিই এলিফ্যান্ট সাফারি তা এত ভাল লেগেছে যে কি বলি।আর চারিদিকে পাখিদের কণ্ঠস্বর।আর জঙ্গলের স্নিগ্ধতা মুগ্ধ করে দিলো।।এই এপিসোড তা ডুয়ার্স এর বেস্ট লাগলো।এখন রাত 11 তা।এখন দেখলাম
@tamalrudra8402 жыл бұрын
Rater belar samay tuku khub romanchokor, elephant 🐘 safari Tao khub sundor.Tomake selam eto sundor jinish upohar dewar jonno.
@kallgaming1962 жыл бұрын
Sera koushik da
@papiyachettrjee22302 жыл бұрын
অপূর্ব! অপূর্ব!অপূর্ব!সবকিছু ছাপিয়ে ময়ূরের ডাক আমাকে মন্ত্রমুগ্ধ করেছে। ময়ূর দেখলে বা ময়ূরের ডাক শুনলেই আমার মনে হয় যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওদের পাশেই রয়েছেন।অনেক ধন্যবাদ 🙏
অপূর্ব সুন্দর ভিডিও গুলো। প্রকৃতির সাথে মিলে যায়। ডুয়ারস খুব সুন্দর। আমি কোনো দিন ঐদিকে বেড়াতে যাই নি। খুব ভালো লাগলো। মনে হলো ভিডিওর সাথে আমি ও ওখানে পৌঁছে গেছি ।
@v3creations632 жыл бұрын
অসাধারণ একটি ব্লগ দেখলাম । এই সিরিজের সব ব্লগ এখন অব্দি দারুন । এই ব্লগ ফাটাফাটি । ময়ূরের ডাক , রাতের জঙ্গলের এক অদ্ভুত শব্দ , তক্ষকের আওয়াজ , গন্ডারের দর্শন হলো । তবে গন্ডারের পোজ দারুন ছিল । এই ব্লগ মন ভরে গেল । সাথে তোমার ব্যাকের ভয়েস খুব সুন্দর । মন ভরে গেল ভাই । খুব ভালো লাগলো তোমার ব্লগ । তুমি অনেক বড়ো হও ।
@papiyachettrjee22302 жыл бұрын
শুধুমাত্র এই ময়ূরের ডাক শোনবার জন্য ভিডিও টা যে আমি কতবার দেখব তার হিসাব নেই 😄!
@susmitanandy30192 жыл бұрын
"অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী। জীবনযুদ্ধে শুধু তারাই জেতে, যারা ভাবে জিতবই আমি ।।" 😍❤️ Onek onek thank you ei line tar jonno r ato sundor video diye mon bhalo korar jonno ❤️ lots of love ❤️
@VaboghureKoushik2 жыл бұрын
খুব সুন্দর দাদা।কয়েকদিন আগে আমিও ঘুরে এসেছি জলদাপাড়া থেকে আর আজকে তোমার ভিডিও দেখে সেই পুরোনো স্মৃতিগুলো যেন পুনরায় ভেসে উঠল ।
@sudeshnaroy23432 жыл бұрын
Phataphati laglo blog ta... raate r ondhokar jungle... sokal e mayur er daak aar elephant safari ki bolbo jst👌👌👌👌 laglo. God bless u...
@bithikabiswas2642 жыл бұрын
Ei drishaw amar dakha, tobu o apner video te jano dooars ke ro mohomoyee lagche....just owo......
দাদা তোমার কমেন্ট্রি দারুন লাগে ৷ Love you bro ❤️❤️❤️
@sumitmondal29952 жыл бұрын
Darun❤️❤️❤️
@soumyakumar37902 жыл бұрын
দাদা হাতি সাফারিটা দারুণ ছিল। রাতের অন্ধকারে পুরো গা ছমছমে ব্যাপার ,ভয় ,আনন্দ সব মিলিয়ে পুরো জমে ক্ষীর ❤❤❤😊😊😊💯💯💯💯💯💯💞💞💞🥰🥰🥰😍😍😍😘😘😘😍😍😍😚
@travelwithpd45522 жыл бұрын
অসাধারণ ।অপূর্ব ।জাস্ট অতুলনীয়।। মন ছুঁয়ে গেল।। আমার 2014 স্মৃতি পুনরায় মনে পড়ে গেলো।। অসংখ্য ধন্যবাদ দাদা।
@manabdutta97282 жыл бұрын
দারুন একটা রোমহর্ষক ব্লগ দেখলাম।
@Srijitadasful Жыл бұрын
নামটা খুব সুন্দর হয়েছে,, জলদাপাড়ায় জটলা,,, জটায়ু র কথা মনে পড়ে গেলো
@nisithsardar30772 жыл бұрын
wow so Nice! koushik da........ may wise you happy journey...Thank You.........
@MedinipurerMohit2 жыл бұрын
খুব সুন্দর ❤️👍🏻 দারুন,হাতি 🐘🐘🐘🐘🐘 সাফারি,হেলে দুলে আপন মনে এগিয়ে যায় হাতি, ময়ুরের কেকা ধ্বনি, আর গন্ডারের সেলফি পোজ সব মিলিয়ে অসাধারণ 👌💗।
@MdHossain-yn6yn2 жыл бұрын
দারুণ দাদা হাতি সাফারি খুব ভালো লাগলো ।ধন্যবাদ ।
@bibekanandamaji57592 жыл бұрын
ফিসফিস করে বলছি ভয়ঙ্কর সুন্দর একটা ভ্লগ দেখলাম। ডুয়ার্স ট্যুরে সবথেকে এট্রাকসন লাগলো এইখানে।
@BONGLOVIYANA2 жыл бұрын
সত্যিই অনবদ্য একটা ভিডিও কখন শুরু হয় আর কখন শেষ হয় বুঝতে পারিনা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মনে হয় পরেরটা কবে আসবে.... সত্যিই দাদা তোমাকে স্যলুট ধৈর্য, জেদ, আর ইচ্ছাশক্তি থাকলে মানুষ কিনা করতে পারে,.... তোমার ভিডিও দেখা শুরু করেছিলাম পুরী দিয়ে আজ জলদা পাড়া দেখে মনে হচ্ছে সত্যিই তুমি সবার কৌশিক দা.... দীর্ঘ দুই বছর হয়ে গেল একটা সেকেন্ডও চোখ সরেনা কোনো দিনও কমেন্ট করতাম না কিন্তু মন থেকে তুমি আমার কাছে সেরা ছিলে সেরা আছো আর সেরা থাকবে তাই আজ কমেন্ট না করে থাকতে পারলাম.... ঘুরতে আমিও খুব ভালোবাসি হয়তো তোমার মতো করে সম্ভব হয়না....কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি জীবনকে আরো রোমাঞ্চকর করতে.... ছোটো একটা ইউটিউব চ্যানেল খুলেছি সব আনন্দ তার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি.... না আমার কোনো সাহায্য চাইনা এমনি বললাম তোমাকে..... ভালো থেকো দাদা.... একটা মনের কথা তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা রইলো হয়তো কোনো দিনও সম্ভব না.... ভালোবাসা নিও এই ছোটো ভাইটার.....😊
@TravelWithKoushik2 жыл бұрын
Best Of Luck For Your Journey , Dekha Hoyei Jabe Hotath
@BONGLOVIYANA2 жыл бұрын
ধন্যবাদ দাদা ভীষণ আনন্দ হলো তোমার কমেন্ট দেখে.....😊
@DipayanBanerjee5607 ай бұрын
অসাধারণ দাদা। সত্যি ওই রাতে বেলে পর্ব টা গায়ে কাটা দিয়ে দিলো। আর তোমার মনের সাহস কোনো তুলো হয় না। আর তোমার এবার সঙ্গী শেখর কেশব দা কে একটা স্যালুট 🫡🫡🫡। কারণ তোমার ওই আঙ্গুলে ফার্স্ট এন্টিসেপটিক যেটা ও করে দিয়েছিল সেইটা জন্য 🫡🫡🫡🫡। এই রকম মানুষ খুবই কম পাওয়া যায় ♥️♥️♥️🙏🏻🙏🏻
@NATURE100MPH2 жыл бұрын
জলদাপাড়ার পাশেই বাড়ি আমার। অর্থের অভাবে আমরা কাছে থাকা সত্ত্বেও ভ্রমন করতে পারি না। তবে এতদূর থেকে এসে আমাদের জন্য ভিডিও করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি উত্তরবঙ্গ সফর আপনার ভালো লেগেছে।
@jokojr78902 жыл бұрын
Koushik da video ta darun laglo❤️
@purnimanayek47032 жыл бұрын
খুব সুন্দর হয়েছে ভিডিও টা
@sumanjana15082 жыл бұрын
One of the best video of your channel..👌
@simplesumivlogs66652 жыл бұрын
Nice pictures 👌👌❤
@sayanghosh87802 жыл бұрын
Khub sundor video banao Tumi eakhon banglar no1 travel vlogger
@sumitmitra41622 жыл бұрын
Back to back 2 times dekhlam...sei passion sei unique presentation sathe jungle adventure...great dada❤
@dibyaroychowdhury62432 жыл бұрын
Apurbo, bhishon valo, khub sundor hoyeche video ta Koushik da
@dibakarvlogs48192 жыл бұрын
আপনার ভিডিও গুলো অমর খুব ভালো দাদা,,,thank you arokom sundor sundor vdo আমাদের সামনে তুলে ধরার জন্য,,, love from Balurghat 💖
@dibakarvlogs48192 жыл бұрын
@@NathisKings 💖
@dibakarvlogs48192 жыл бұрын
@@NathisKings subscribe kore dilam bhai ❤️
@WforWellness2 жыл бұрын
কৌশিকদা, আপনার অনুরোধ অনুযায়ী রাতে অন্ধকার ঘরে , কানে হেডফোন লাগিয়ে ভিডিওটি দেখলাম । অসাধারণ তো বটেই, সে বিষয়ে কিছু বলার থাকতে পারে না । আমরা দুবার গিয়ে হলং বাংলোয় থেকেছি, salt pit facing ঘরে, দোতলায় । সে এক অনবদ্য অভিজ্ঞতা । দুবারই elephant safary করেছি, ভিডিওটি দেখে যেন আরেকবার revision হয়ে গেল । তখনকার নিয়ম অনুযায়ী, হলংএ যাঁরা থাকছেন, elephant safary তে তাঁদের অগ্রাধিকার দেওয়া হত, জানি না এখন কী সিস্টেম । আর 18 মিনিটে যেটা আপনি বললেন, সেই কথাটা হলং বাংলোর দেওয়ালে লেখা ছিল । অসাধারণ একটা কথা ! খুব ভালো লাগলো presentation টা । আর আপনার আঙ্গুল তো এখনও ঠিক হয় নি , take care দাদা ।
@TravelWithKoushik2 жыл бұрын
এখনই একই নিয়ম
@bilusrokomarivlog79812 жыл бұрын
Elephant safari just awesome.. আর গা ছমছম ব্যাপার টা খুব ভালো ❤️❤️
@saswatiganguly46792 жыл бұрын
Khub valo laglo...Jaldaparar ovoiaronyyo boi ea pore6i koto chotobalai..but dakhar sujog hoi ni..tomar chokh diea aj dekhlam..ami khub apluto...God bless u always
@keyaganguly462 жыл бұрын
অসাধারণ একটি জঙ্গলসাফারি(মনে মনে) করা গেল। আলোআঁধারিতে কত রোমাঞ্চকর রূপ দেখতে পেলাম। অনেক ধন্যবাদ TWK. ভালো থাকবেন। অনেক শুভকামনা জানাই
Asadharon, Apurbo, bhishon valo hoyeche video ta Koushik da
@subham_official012 жыл бұрын
Sotti bol6i tomar video daklai mon ta puro change hoa jai 😍
@VLOGWITHSHAMPA2 жыл бұрын
Ep -5 ta sotti akta romachokor... Rohosso jonok.. adventures laglo... Raater gobhir jonglota deykhlay money hoccha horror movie scene cholchay... Mugdho hoye geylam ❤️
@debalinabiswas99792 жыл бұрын
Kaushik dar jobab nei.. Tumi sera 🙏🙏🙏👌👌👌👌👌👌
@sanghamitrakundu38552 жыл бұрын
Vloging with injoured hand is just 🤘🤘👍 bhai!
@kohinoorchatterjee60432 жыл бұрын
Last week me and my family visited Dooars. Only peacock, bon morog came our site. Wild animals a rare chance but maybe spotted. Rhinos counting was in progress and closed. Leopard often sites at Neora as stated by guide at night. Test of borli fish is splendid.
@sushantakisku7042 жыл бұрын
Blog dekhe darun valo laglo koushik da.thank you.,👍👍👍👍👍
@muniyasarkar63592 жыл бұрын
Khub khub sundor laglo
@Jayanta_Garai2 жыл бұрын
Ufffff😍❤darun safari ta❤😍mon juriye gelo😇❤
@mitaghosh47782 жыл бұрын
খুব ভালো লাগলো ভাই কৌশিক ❤️❤️
@sibanidasghosh57342 жыл бұрын
খুব সুন্দর লাগল । South 24 parganas থেকে ।
@akashsarkar76042 жыл бұрын
অপূর্ব সুন্দর কপাল ভালো গন্ডার দেখছেন।
@shubhashreeghosh60072 жыл бұрын
দুর্দান্ত এই জঙ্গল অভিযান
@PGAmit2 жыл бұрын
Darun ekta jungle safari holo. Great episode.
@chandrayeebhattacharya62897 ай бұрын
Apner protyekti blog I khub sundor. Amar khub bhalo lage
@rathindatta31092 жыл бұрын
Darun asundor ai vlog ta ak kothay asadharon 👌👌👌😍😍
@RJVLOGS12 жыл бұрын
Barir samne diye ghure gele 😊 onek onek thank you amader ai jaiga take eto sundor vabe tule dhorar jonno. Love from madarihat ❤️
@soumenchakraborty92832 жыл бұрын
Khub khub valo laglo...
@abhinabosarkar75632 жыл бұрын
Apnar First Jungle Safari khub sundor Laglo Kousik Babu.....
@atanudas9972 жыл бұрын
দাদা আপনি পুরো হাতির পিঠে চাপার এক্সপিরিয়েন্স টা দিলেন video দেখে মজা পেলাম video ta খুব সুন্দর ছিল 👍😃😃
দুর্দান্ত , যেন গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো মুহূর্ত।।
@sagarbanerjee5282 жыл бұрын
Oshadaron koushik Da chaliye jan
@susmitahalder7291 Жыл бұрын
Asaldharon hoyechhe vdo ta.
@moushumidas19012 жыл бұрын
Ei elephant safarir experience ta amar hoye otheni,tomar safari dekhe o bornona sune vison valo laglo.Khub valo laglo blog ta.
@rupapathak81962 жыл бұрын
এই জায়গাটাই দেখতে চাইছিলাম ।অনেক ধন্যবাদ কৌশিক। এখানেই মনে হয় জঙ্গল যেন আমায় জড়িয়ে আছে ।তোমার সাথে আরও একবার জঙ্গল সাফারি করলাম। হ্যাঁ ,তাড়াতাড়ি ফেরো বক্সা জয়ন্তী নিয়ে ।ভালো থাকো ।👌👌👌👌
@ashokbanerjee14912 жыл бұрын
খুব ভালো লাগলো ভিডিও টা 👍। আমি কাজিরাঙা ফরেষ্ট ঘুরেছি । সে এক দারুন অভিজ্ঞতা ।
@kalpanasinharoy59472 жыл бұрын
অসাধারণ লেগেছে গো ব্লগ টা।
@rumaballav26882 жыл бұрын
আপনার কথামত আরো রাতে দেখবো।রহস্য তোলা থাক রাতের জন্য।👍
@samirray48262 жыл бұрын
Wow! Watching the great vlog .
@dibyajyotisaha91282 жыл бұрын
Khubsundar Chaliye jao
@sarmisthadas33672 жыл бұрын
Khub sundor laglo....dada
@subhabratakoley61572 жыл бұрын
Uffff fatafati laglo koushik bhai💞💕💟💝
@abhijitray49712 жыл бұрын
Asadharon,ami jakhon giechilam takhon car safari korechilam,kintu hati safari ta apnr camera te aro valo laglo, purono sriti ta mone pore galo, thanks Dada....
@santanudhauria2 жыл бұрын
খুব সুন্দর হয়েছে🙏💕🙏💕
@payelghosh35032 жыл бұрын
এক কথায় অসাধারণ....
@debaratimandal2 жыл бұрын
Almost 30 years age amra gechilam, aj tomar songe abar jaldapara jangale elephant ride korlam. Khub sundar laglo.
@Sarbottompatra2 жыл бұрын
Ei video tar opeka chilam
@maityraja4652 жыл бұрын
দাদা তোমার কথা মতন ভিডিও টি রাতের বেলাতেই দেখেছিলাম।আর কানে ছিল হেডফোন সত্যি শিহরন হয়েছিল। Khub sundar video 👍👍♥️♥️ Porobarti videor opekhai thakbo 🙏🙏
@rig2k72 жыл бұрын
Oshadharon laglo….Khub bhalo….big fan of urs….!!
@sudeshnaroy65122 жыл бұрын
Bhison adventures vlog.....👍👍👍
@sayanmondal20852 жыл бұрын
Finally waits over❤️
@kazihasanbanna77872 жыл бұрын
অসাধারণ একটা অভিজ্ঞতা
@dmcoachingwithdebarati79502 жыл бұрын
Ki valo j laglo... ❤️❤️❤️
@chandraojha10792 жыл бұрын
অপূর্ব সুন্দর রাতের বেলার সিন, ভয়ে বুক কাঁপছিল । দেখতে দেখতে মনে হচ্ছিল যেন তোমার ওই বসে থাকা হাতির পিঠে আমরাও বসে আছি । আগামী কিছুর দেখার অপেক্ষায় রইলাম 👍 বারাসাত থেকে ।