Mashallah khub shundor waj.Allah amader shobaike shotik buj dan koruk.R Allah hojrotke nek hayat dan koruk
@mistymoni9803 Жыл бұрын
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক
@mdrubelrana41262 жыл бұрын
রাইট
@abdurrahmanmridha95752 жыл бұрын
জমি বন্ধক দেয়া হারাম উনি বলেননি। বন্ধক দেয়া বৈধ। কিন্তু সেই বন্ধক দেয়া জমি ব্যবহার করতে পারবে না---এটা বলেছেন। টাইটেল এভাবে দেয়ার জন্য আল্লাহর নিকট জবাব দিতে হবে।
@mistymoni9803 Жыл бұрын
জমি বন্ধ দেওয়া যাবে সিকুরিটি হিসেবে যাতে উনি টাকাটা মেরে না খেতে পারে পরে অস্বীকার না করতে পারে। কিন্তু ঐ জমি ভোগ করা যাবেনা ঐ জমিটা আমানতের মতোই থাকবে টাকা দিবে জমি নিয়ে যাবে টাকা না দিলে তখন শালিশ করে ঐ জমি উনি ভোগ করতে পারবে টাকা দিতে অস্বীকার যদি করে।
@mdfarhad722 Жыл бұрын
জমি কি তাহলে অনাবাদি থাকবে
@ashadullahnitol136310 ай бұрын
@@mistymoni9803হুম
@মদিনারকাফেলা-ঝ৯দ2 жыл бұрын
Hujurer video valo lage
@AbulKasemazmi2 жыл бұрын
হুজুর সঠিক কথা বলেছেন
@ArmanAli-tn8eh2 жыл бұрын
টাইটেল সংশোধন জরুরি,,,,
@mominmuajjin Жыл бұрын
Duar muhtaj lokeson sherpur jela theke bolsi
@MdMithu-vn3ut8 ай бұрын
যার জমি তার ও কি সুধ হবে, বতমান যে নিওম এ চলে।
@ahsanahmed36182 жыл бұрын
ঠিক
@JahidulIslam-z6h9 ай бұрын
যদি ওই জমি মালিক ও আমি ভাগাভাগি করে ভোগ করি টাকা ফেরত দেওয়ার আগে পর্যন্ত তাহলে কি তা জায়েজ?
@salimmamon7781 Жыл бұрын
হুজুর, জায়েজ কিভাবে হবে,বললে ভালো হতো
@AbRahamanHowlader8 ай бұрын
আবু দাওয়াত শরিব ৩৩৩১ হাদিস টি দূূর্বল
@YoutubeMediaOfficial20228 ай бұрын
এটাতো দুর্বল তোমারে হযরত জিব্রাইল আলাই সাল্লাম এসে বলে গেছে?
@AbRahamanHowlader8 ай бұрын
@@KZbinMediaOfficial2022 আপনি হাদিস টি দেখলেই হয়।
@nusratjahanmou124620 күн бұрын
@@KZbinMediaOfficial2022 আসসালামু আলাইকুম,,, আমি অন্য কারো জমি বন্ধক নিয়ে সেটি ব্যবহার করতে পারবো কিন্তু সেইটা বরগার মাধ্যমে,,, এই খানে যেটি বলছে তা ঠিক বলে ধরে যদি তাহলে তো আমি কারো কাছে বন্ধক রাখতে পারবো না কারণ যে ব্যক্তি আমায় টাকা দিবে,, সে যদি অই টাকা দিয়ে বিজনেস করে তাহলে এর থেকে বেশি লাভবান হবে,,, তাহলে শুধু শুধু আমায় টাকা দিবে কেন? ,,,, উনি যে টা বলছে এতে মানুষের টাকার প্রয়োজন হলে ১. সম্পদ বিক্রি করতে হবে, ২. সুদের উপর টাকা নিতে হবে,,, মাসয়ালা দেওয়ার আগে ভেবে মাসয়ালা দিবেন মনে রাখবেন আল্লাহর রাসূল সবার কথা চিন্তা করেই মাসয়ালা দিত
@mdhossain3436 Жыл бұрын
যে ব্যক্তি বন্দক দিবে অন্যকে সেই মালিক এর জন্য এটা হারাম হবে?? মালিক ত এটা থেকে কোনো লভ্যাংস পাচ্ছে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ رَاشِدٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ أَبِي خَيْرَةَ، يَقُولُ حَدَّثَنَا الْحَسَنُ، مُنْذُ أَرْبَعِينَ سَنَةً عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ أَخْبَرَنَا خَالِدٌ عَنْ دَاوُدَ - يَعْنِي ابْنَ أَبِي هِنْدٍ - وَهَذَا لَفْظُهُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي خَيْرَةَ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يَبْقَى أَحَدٌ إِلاَّ أَكَلَ الرِّبَا فَإِنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ بُخَارِهِ " . قَالَ ابْنُ عِيسَى " أَصَابَهُ مِنْ غُبَارِهِ " . ৩২৯৮. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ অদূর ভবিষ্যতে লোকদের উপর এমন এক সময় আসবে, যখন কেউ-ই সুদ খাওয়া ছাড়া থাকবে না। আর যদিও কেউ সুদ না খায়, তবে সে এর প্রভাব থেকে বাঁচতে পারবে না। ইবনে ঈসা বলেনঃ (যদি কেউ সুদ নাও খায়) তবু সে সুদের ধুলা-ময়লা থেকে নিষ্কৃতি পাবে না।[১] [১] বর্তমান যুগের ব্যবসা-বাণিজ্য, লেন-দেন, কাজ-কারবার এমনকি দেশের অর্থনৈতিক উন্নত ও গুতির জন্য যে বৈদেশিক সাহায্য পাওয়া যায়, তা সুদভিত্তিক। এই ঋণের সাহায্যে দেশে যে শিল্প, কল-কারখানা গড়ে তোলা হয়। এবং সেখানে যা কিছু উৎপন্ন হয়, সবই সুদের সাথে সম্পৃক্ত। এ দৃষ্টিতে বর্তমানে কেউ-ই সুদের প্রভাব মুক্ত নয়।
@mdfarhad722 Жыл бұрын
বাড়ির মালিক যদি বলে তুমি আমার বাড়ি ভোগ করবে যখন আমি টাকা দিবো তখন বাড়ি ছেড়ে দিতে হবে
@nusratjahanmou124620 күн бұрын
@KZbinMediaOfficial2022 আসসালামু আলাইকুম,,, আমি অন্য কারো জমি বন্ধক নিয়ে সেটি ব্যবহার করতে পারবো কিন্তু সেইটা বরগার মাধ্যমে,,, এই খানে যেটি বলছে তা ঠিক বলে ধরে যদি তাহলে তো আমি কারো কাছে বন্ধক রাখতে পারবো না কারণ যে ব্যক্তি আমায় টাকা দিবে,, সে যদি অই টাকা দিয়ে বিজনেস করে তাহলে এর থেকে বেশি লাভবান হবে,,, তাহলে শুধু শুধু আমায় টাকা দিবে কেন? ,,,, উনি যে টা বলছে এতে মানুষের টাকার প্রয়োজন হলে ১. সম্পদ বিক্রি করতে হবে, ২. সুদের উপর টাকা নিতে হবে,,, মাসয়ালা দেওয়ার আগে ভেবে মাসয়ালা দিবেন মনে রাখবেন আল্লাহর রাসূল সবার কথা চিন্তা করেই মাসয়ালা দিত
@mdbarktullhamdbarktullha3159 Жыл бұрын
Jog jog dore cholche bondok. Taka nia she lovoban hoy jomi nia lovoban howa jabena keno?