আসসালামু আলাইকুম স্যার আমি একটা সমস্যায় পড়ছি কিনেছি এনেছি তাদের ভাইয়ের ছেলের কাছ থেকে জমিনে আমি যখন সবার আমিন দিয়ে মাপায় তখনো কোন বাধা আসে নাই কিন্তু আমি যখন ঘর করতেছি সে সময় যার কাছ থেকে জমিনে ছিলাম বলছে যে জমিটা তার তুমি কাজ করবা না আমাকে পৌরসভার নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দেয় বন্ধ করে দেয়ার পরে আমার নামে একটা দিয়ে পুলিশ আসার পরে পুলিশ আমাকে এই অবস্থাতে আমি আছি এখন আমি কাজ করবো কিন্তু ওই রাস্তাটা ওদের পারিবারিক ছিল রাস্তাটা বন্ধ করে দেয় এই মর্মে আমি কোন কাজকর্ম করতে পারতেছি না এলাকার অনেক লোকজনের কাছে বিষয়টা আমি বলেছি কিন্তু কেউ কোন দিতে পারছে না কি আমি কি করতে পারি বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা লক্ষ্মীপুর গ্রাম আমি এখন কি করতে পারি আমাকে একটু আসসালামু আলাইকুম
@MdAshikkhan-n8p4 ай бұрын
আমার দাদী থেকে আমার বড় চাচা যোর করে নকল তুলে জমি রেজিস্ট্রি করে নিয়েছে এবং আমার দাদিকে মারধর করে এই জমি কি এখন ফেরত আনার কোন ব্যবস্থা আছে
@tiktokofficialfansclub4 ай бұрын
এখন যদি আপনার দাদি নিয়ে আপনার চাচা বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন তাহলে জমি ফেরত পেতে পারেন!
@tiktokofficialfansclub4 ай бұрын
তবে আপনার দাদির কথা এমন হতে হবে যে আমার ছেলে আমাকে ভয় দেখিয়ে বা মারধর করে আমার কাজ থেকে জমি লিখে নিয়েছে বা আমার অন্য সন্তান দের ফাঁকি দিয়েছে কিন্তু মনে রাখবেন আপনার দাদির কথা সব সময় এক রকম হতে হবে