অসংখ্য ধন্যবাদ, এতো সুক্ষ্য ট্রিকি চুরি ধরে দেওয়ার জন্য
@bhumi.jorip.shikhi Жыл бұрын
আপনাকেও ধন্যবাদ।
@MD.Alauddin-i6t7 ай бұрын
Thanks
@চলনবিপি Жыл бұрын
Dolil likha kothay shikhbo???
@bhumi.jorip.shikhi Жыл бұрын
দলিল লিখা শিখতে হলে আপনাকে অবশ্যই একজন দলিল লিখকের সাথে কিছু দিন থাকতে হবে। মানে কোন সিনিয়র দলিল লিখককে ওস্তাদ ধরে কাজ করতে হবে তাহলে অল্প কিছুদিন পরেই আপনি নিজে নিজেই দলিল লিখতে পারবেন।
@IQBALHOSSAIN-mj6os10 ай бұрын
ভুমি জরিপ অফিস থেকে মুল জমির নকশা কিভাবে পাওয়া যায়।।।
@bhumi.jorip.shikhi10 ай бұрын
ব্যাংক ট্রেজারি মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করে উঠাতে হয়।
@ShiulyRahman-mg3dp9 ай бұрын
আসসালামু আলাইকুম , সঠিক পরামর্শ চাচ্ছি, বসত বাড়িতে পুরনো ঘর ভেঙ্গে নতুন ঘরের কাজ শুরু হচ্ছে , একি জায়গায়। কিন্তু জমির কাগজপত্র সবি ঠিক আছে কিন্তু রেকর্ডের চলে আসছে অন্য কারো নাম , বিষয়টা না জেনে, জমি না মেপে ঘরের কাজ শুরু করছে , এখন পাশের বাড়ির মালিকে তার বাড়ি মেপে দেখেন ঘর তাদের জমিতে দের দুই হাত চলে গেছে , এটা নিয়ে মামলাও হচ্ছে , কিন্তু ভিক্টিম মনে করছেন কোনোভাবে জমি মাপা ঠিক হয়নি , এই অবস্থায় ঘরের কাজ বন্ধ থাকায় অনেক ক্ষয়ক্ষিও হচ্ছে , সবছেয়ে বড়ো ক্ষতি হচ্ছে বাদীপক্ষ অনেক অপমান অপদস্ত লাঞ্চনা করছে, এমনকি পুলিশ এসেও ভিক্টিমকে বিভিন্ন ভাবে অপমান অপদস্ত করছে, অভদ্র আচরণ, ভিডিও করে সোশাল মিডিয়ায় ছেড়ে দেয়া , বিভিন্ন খারাপ ভাষায় কথা বলা, নামাজরত অবস্থায় থানায় নিয়ে আটকিয়ে রাখা ইত্যাদি আচরণ , এই অবস্থায় করনীয় কি ভিক্টিম এ-র বলে রাখা ভালো ঘর হচ্ছে ৩ তলা ফাউন্ডেশন , ১ তলা কমপ্লিট শুধু প্লাস্টার আর দর্যা জানালা বাকি আছে
@bhumi.jorip.shikhi9 ай бұрын
আপনি একজন ভাল লয়ারের পরামর্শ নিলে ভাল হয়। আমি এ বিষয়ে কোন পরামর্শ নিতে পারছি না।