বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসে অভিযান চালানোর জন্য জোর দাবী জানাচ্ছি। এতে করে সাধারণ মানুষ অনেক অনেক উপকৃত হব ।
@etcnews24462 жыл бұрын
একমত
@asaduzzamansabuj81272 жыл бұрын
যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম কে অনুরোধ করছি যে, তারা যেনো ভোলা জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে একইভাবে অনুসন্ধান চালায়। কারণ এই অফিসে আজ অবধি কোনো গ্রাহক ফেয়ার ভাবে পাসপোর্ট করতে পারেনি!!
@alamgirvlogtour55272 жыл бұрын
Habiganj passport office obijan dan vai
@rabbinayeem7912 жыл бұрын
Munshiganj passport office a o ovijan dian vai
@mrraselmia57332 жыл бұрын
সত্য ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিক ভাই অনেক অনেক ধন্যবাদ
@mdashrafulhasansihab68402 жыл бұрын
ধন্যবাদ যমুনা টেলিভিশনের নিজস্ব রিপোর্টার সবাইকে,,,, 💙
@hadisbani32412 жыл бұрын
সারাদেশে এরুকুম ওনিয়াম
@kaziagro41822 жыл бұрын
সাংবাদিককে জাতিও পুরুসকার দেয়া হোক
@mdhasibullhahossin83282 жыл бұрын
রাইট ভাই
@sajumondol53352 жыл бұрын
আমি সহমত
@mahfizenterprise74782 жыл бұрын
বদলি তো বেড়ানোর মত এটা শাস্তি হল কিভাবে,
@abrahmanjoy87422 жыл бұрын
শুধু চুয়াডাঙ্গা না এমন অনৈতিক কর্মকান্ডে র শিকার হচ্ছে চাঁদপুর পাসপোর্ট অফিসে ও,,,,আমার ও ২ টা পাসপোর্ট করতে ২৬ হাজার টাকা দিতে হয়েছে,,দালাল ছাড়া কোনো ভাবে পাসপোর্ট করা সম্ভব হবে না। এগুলো এক ধরনের খোলা মেলা লুটপাট বললেও চলে,,,,,
@musiccanfeelyou2 жыл бұрын
একটু বেশিই হইয়া গেলো🤣🤣,ভোদায় শালা কমেন্ট করার আগে ভাব, মাদারচোদ শালা
@mdminak39612 жыл бұрын
প্রত্যেকটা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের মিডিয়ার নিয়ন্ত্রণ প্রতিনিধির প্রয়োজন। , সত্যিই বড়ই সাধ পাইলাম এভাবেই বন্ধ হবে দুর্নীতি কোন একদিন। অনেক দোয়া ও শুভকামনা রইল যমুনা টিভির প্রতিনিধির জন্য
@mobarakahmed94742 жыл бұрын
শুধু চুয়াডাঙ্গা নয়, সারা দেশেই সব সিস্টেমেই দুর্নীতি আছে। ধন্যবাদ, আমরা চাই এরকম সাহসি মনোভাব ও দেশপ্রেম নিয়ে সাংবাদিক ভাইয়েরা এগিয়ে যাক।
@nazmulhossain42802 жыл бұрын
Kono kono osado sangbadik ai opo korme jorie thake. Proyojon boje cart kore. Sangbadiker comitte hoi.
@robinmodol24392 жыл бұрын
রাইট
@ytrasidul60482 жыл бұрын
Amder shatkhira onek valo Ami 7 din a nilam passport 10500 tk 🥰🥰🥰🥰🥰
@jalalahmed14292 жыл бұрын
Thanks Jomuna T V and Reporter
@alaminranaahmed2 жыл бұрын
সব দোষ বাঙ্গালির সবাই মিলে পিটায়তে পিটায়তে রাস্তায় নামায় দেশ বাসির কাছে তা প্রকাশ করুক পুলিশ দিয়ে আর এগুলা দমন করতে পারবে না, জনগন দূর্নীতি বিরুদ্ধে একশন নিতে হবে
@biplabgolder12342 жыл бұрын
শুধু বদলি করলে হবে না স্থায়ী ভাবে বরখাস্ত করতে হবে।
@princeismail32992 жыл бұрын
শুধু বরখাস্ত করলে হবেনা ভাই, এসব জানোয়ারকে জনগণের সামনে জুতা পিটা করতে হবে, আমি সৌদি প্রবাসী।
@MdIslam-uc3ti2 жыл бұрын
স্হায়ী ভাবে বরখাস্ত দাও
@gouritroy48072 жыл бұрын
Good governance good action
@mdjosimuddin44602 жыл бұрын
কুকুর যেখানেই যায় লেজ বাঁকা করেই যায়
@Yasa5na2 жыл бұрын
কাংলাদেশ ছেড়ে চলে যাবে ভালো জীবনের জন্যে, সেখানেও দুর্নীতি 🤣 এমন কাংলা দেশ কোথাও নেই দাদা , সুযোগ পেলেই চলুন, তো অন্যদেশে চলে যাওয়ার মত নেই🤣
@mddalwerhusen312 жыл бұрын
বাংলাদেশে এমন ভালো সাংবাদিক আছে যা দেখলে মনটা বুরে যায়
@nasimajahan23182 жыл бұрын
ধন্যবাদ যমুনা টিভি ও সাংবাদিকদের এরকম সাহসিকতার জন্য।
@newsandtravel66352 жыл бұрын
ছদ্ম বেশে সাংবাদিকদের সাহসী সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ। তাদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করি।
@rakibulazad17252 жыл бұрын
Ameen 🤲
@khalilurrahaman55902 жыл бұрын
এটা কি ধরনের নিয়ম, দুর্নীতি বলে বদলি হবে , কঠিন সাজা দেয়া হোক
@hasantareq20702 жыл бұрын
ঐ অফিসের ,,,,, গা মা-রা সারা। এবার হো,,,, মারবে অন্য অফিসের।ঘুরে ঘুরে পুরো জাতির,,,,,,,,,, মারবে।
@kamalpasha11512 жыл бұрын
হায় হায় এই দেশটাকে ওরা শেষ করে দিবে
@abdurrahmanshuvo17252 жыл бұрын
Hummm
@sunnyobuzz51412 жыл бұрын
আর কত সাস্তি দিবে?
@salahuddin82892 жыл бұрын
আর অবশ্যই যমুনা টেলিভিশনের এ ধরনের সাহসী ও প্রতিভাবান সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ।
@anissarkar-st2bz Жыл бұрын
ধন্যবাদ যমোনা টেলিভিশনকে ধন্যবাদ সাংবাদিক ভাইকে মাঝে মাঝে এমন রিপোট করলে জনগন উপকার পাবে।
@opornahossain42982 жыл бұрын
এমন সাহসী সাংবাদিক থাকলে দেশের দুর্নীতি অনেকটা কমে যাবে❤️
@Shahriyar_Niloyy2 жыл бұрын
হুম একদম ঠিক বলেছেন! দেশে এরকম সৎ সাংবাদিক আরও বেশি বেশি প্রয়োজন।
@opornahossain42982 жыл бұрын
@@Shahriyar_Niloyy শুধু সৎ সাংবাদিক না, সৎ মানুষ ও দরকার 🫠
@আমাদেরউত্তরখান2 жыл бұрын
#HomecarePropertyService
@ashadulislam10832 жыл бұрын
ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের ডিজি এ চরম অনিয়ম ও দুর্নীতির দায় দায়িত্ব এড়াতে পারেন না। সকল ভুক্ত ভোগীর কাছে ক্ষমা চেয়ে তাদের থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া উচিত। সহকারী পরিচালকের সাসপেন্ড করে চাকুরী হতে অব্যাহতি দিয়ে দুর্নীতির জন্য মামলা করা প্রয়োজন।
@liveshowtv7422 жыл бұрын
সাবাস ভাই দোয়া রইলো
@mohsingolder73912 жыл бұрын
বাংলাদেশের এমন কোন পাসপোর্ট অফিস নেই যেখানে দূর্নীতি নেই
@shahnazparvin18602 жыл бұрын
right
@arrafi79732 жыл бұрын
ঠিক বলেছেন
@zebunnesa8992 жыл бұрын
আশা করি বাংলাদেশের পাসপোর্ট অফিসে এখন থেকে আর কোন দূর্নীতি হবে না, নতুন মহাপরিচালক এর অধীনে।
@ronik94692 жыл бұрын
যেখানে সংসদে নাটক চলে সেই দেশ কিভাবে চলতে পারে কল্পনা করুন!!
@sumonmondal41372 жыл бұрын
Jorito dar ainar aotay ana hok. Thanks jamuna tv
@mahinnayon2 жыл бұрын
এমন দূর্নীতির চাক্ষুস প্রমাণ থাকার পরেও শুধুমাত্র বদলি করা হয়েছে!!! কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি! এমন সুন্দর, সুষ্ঠু দুর্নীতির সুযোগ থাকলে সেটা কে না ব্যাবহার করবে!!! ধন্যবাদ
@Mohammad_Israj2 жыл бұрын
কারণ যারা একশন নিবে তারাও তাদের মতই l যেহেতু জিনিসটা প্রকাশ্যে চলে এসেছে তাই বদলি করে নতুন জায়গায় নতুনভাবে সেট-আপ হয়ে নতুনভাবে ঘুষ বাণিজ্য চালাতে পারবে l সেই সুযোগ করে দিয়েছে l যদিও এর কিছু পারসেন্টেজ তারাও পায় l
@a.kaderbahadur48472 жыл бұрын
Right.....Bro
@finetel6922 жыл бұрын
লাও R. কদু
@sayednazmulalam71152 жыл бұрын
এরকম আন্তর্জাতিক জনবিরোধীদের ফাঁসি দেওয়া দরকার।
@unayesahmed3804 Жыл бұрын
আমাদের সুনামগঞ্জ পাসপোর্ট অফিসের এডি স্যার খুবই সৎ ও আন্তরিক। আমি একটা সমস্যায় পড়ে স্যারের কাছে গিয়েছিলাম, সেখানে আমি কোনো অনিয়ম কিংবা দুর্নীতির গন্ধ পাইনাই।
@smsujon35672 жыл бұрын
একমাত্র সাংবাদিক ভাইরা এই দেশ বাঁচাতে পারে হাজার হাজার লক্ষ কোটি স্যালুট সাংবাদিক ভাইদের
@pappusutradhar9022 жыл бұрын
বদলি করলে কি সমাধান...? এসব দুর্নীতিবাজদের চিরতরে বহিষ্কার করা এবং শাস্তি দেওয়া প্রয়োজন।
@zunayedrahman82732 жыл бұрын
job ke khabe tar to high link ase political link
@hasibriad70642 жыл бұрын
সাংবাদিককে স্যালুট .... দুর্নীতিগ্রস্থ এই দেশে একমাত্র সাংবাদিকই আমাদের কিছুটা আশার আলো ....
@mdarfan7397 Жыл бұрын
দেশে আজ বিচার নাই বলে জনগণের ভোগান্তিতে পড়তে হয় দিতে হয় অতিরিক্ত টাকা ওদেরকে শাস্তির আওতা আনা হোক
@mrshowkot14652 жыл бұрын
দূর্নীতির মাইরে বাপ, সাংবাদিকতা কাকে বলে, কতো প্রকার ও কি কি দেখিয়ে দিয়েছে এই সাংবাদিক ভাই।লাস্টের ফিনিসিং টা সেই ছিলো ভাই। সেলুট 🙏এই রকম হাজারো সাহসী সাংবাদিক ভাই বোন দের কে।
@mdbabulmia26572 жыл бұрын
অন্তরের গভীর থেকে জানাই এই সাংবাদিক ভাইকে অভিনন্দন আপনাদের জন্যই অনেক মানুষ শান্তিতে থাকতে পারে যেটা আমরা চোখে দেখি না ওইটা আপনারা তুলে ধরেন ধন্যবাদ আপনাদের দোয়া করি আপনাদের আল্লাহ নেক হায়াত দান করুন আমীন
@mdshobujmolla24072 жыл бұрын
আমিন
@Rara_Frnc2 жыл бұрын
একমাত্র সাংবাদিকই পারে দেশটাকে বদলাতে😢
@sharifahamed86782 жыл бұрын
উত্তরা পাসপোর্ট অফিসেও আমাদের একই সেবা দরকার। পাসপোর্টে কোনো সংশোধন করতে গিয়ে আমরাও ভুগছি। হলফনামা ছাড়া কেউ পাসপোর্ট করতে পারবেন না। কিন্তু এনআইডিতে টাইপিংয়ে ভুল হয়েছে নির্বাচন কমিশনের। NID এর 90% ভুল। এখন পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত সমাধান প্রয়োজন.
@FahimAhmed-ug2vx2 жыл бұрын
সৎ অফিসারদের বরখাস্ত করা হয় আর এমন ঘুষখোর অফিসারদের শুধু বদলি করা হয়।এজন্যই তো দুর্নীতি বেড়েই যাচ্ছে।এদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।।
বাংলাদেশের দুর্নীতি ধরা খেলে শুধু বদলি করা হয়। এই কারণে দুর্নীতি মুক্ত হয়না, উচিত শাস্তি দেওয়া ও স্থায়ীভাবে বরখাস্ত করা।
@rimarima39102 жыл бұрын
বরখাস্ত সহ যত টাকা ব্যংকে জমা করেছে সব নিয়ে নিতে হবে
@nazmulladen70572 жыл бұрын
ঠিক বলেছেন ভাই
@etcnews24462 жыл бұрын
Roght
@Mkhussain.7862 жыл бұрын
উপযুক্ত কারো দণ্ড এবং জরিপানা
@abidhasan682 жыл бұрын
সাংবাদিকদের মূল উদ্দেশ্য যদি সত্যকে উন্মোচন করাও জনগণের পাশে থাকা হতো তাহলে এদেশের চরম উন্নয়ন সম্ভব ছিল ।
@debashisbiswas3990 Жыл бұрын
বাংলাদেশে সব জেলাতেই অভিযান চালালে সাধারণ মানুষের জন্য ভালো ।ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে।
@Jishan_Officials892 жыл бұрын
স্হায়ী বরখাস্ত করা হোক এসব দুর্নীতিবাজদের।।
@azizulrahman4892 жыл бұрын
বদলি করলেই কি শাস্তি যথেষ্ট ? এরকম কর্মকর্তাদের কে স্থায়ীভাবে বরখাস্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা উচিত।
@Ukbangla9962 жыл бұрын
Ekane ses onno jagay suru korbe
@alirobbany26622 жыл бұрын
দেশটা এমন অবস্থা হয়ে গেছে দুর্নীতিবাজদের স্থান অফিসের সর্বোচ্চ স্থানে।কোন একটা অফিস দুর্নীতিমুক্ত নেই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর। আমিন
@MonirulIslam-uu1uo2 жыл бұрын
মানিকগন্জ পাসপোর্ট অফিসে এই রকম তদন্ত করার অনুরোধ করছি।
@mdarfan7397 Жыл бұрын
যমুনা টেলিভিশনের সাংবাদিক ভাই কে অনেক ধন্যবাদ।
@hasansikder62262 жыл бұрын
ধন্যবাদ যমুনা টেলিভিশনের সাংবাদিক কে,এমন দুর্নীতি তথ্য তুলে ধরার জন্য, এমন অফিসার'কে বরখাস্ত করা উচিত ছিলো,,
@talukdercorporation49142 жыл бұрын
ঘুষ দিলে সাত দিনে না দিলে সাত মাসেও পাওয়া যায় না। প্রত্যেকটি পাসপোর্ট অফিস হেড অফিস এর মত আর্মির আওতায় নেওয়া হোক। এই সাংবাদিক ভাইকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত।
@xmasuud2 жыл бұрын
বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যমুনা টিভি। এভাবেই দেশের সকল দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আমরা আছি আপনাদের পাশে। সেই সাথে অভিনন্দন জানাই এমন সাহসীকতার পরিচয় দেওয়া সাংবাদিক ভাইদের। ♥♥♥
@MDSAGOR-ig8zq2 жыл бұрын
আমার সাথে যা ঘটেছে তা মনে হয় কারো সাথে ঘটে নাই, আমি আজ ১৫ দিন ধরে পাসপোর্ট অফিসের এডি স্যারের রুম,নিরাপত্তা রুম,হেল্প ডেস্ক,সহকারী পরিচালক কক্ষ, পরিচালক কক্ষ, থেকে শুরু করে প্রত্যেক টি রুমে রুমে দৌড়াতে দৌড়াতে শেষ আমি, আসি কোন সমাধান পাই নাই,,, আজ ট্রাভেল এজেন্সি কে ২২০০০, বাইশ হাজার টাকা ঘুষ দিতেই তিনি সহকারি পরিচালক এর রুমে গিয়ে কি যেন কথা বলার পর আমার সমস্যা ঠিক হয়ে গেছে, এই হলো পাসপোর্ট অফিসের অবস্থা, নিজে নিজে অনলাইনে আবেদন করার পরে পাসপোর্ট অফিসে আসলে হয়রানির শিকার হতে হবে এটা প্রমানিত হয়েছে আমার সাথেই।সাধারন মানুষের কষ্ট দেখার মতো কেউ নাই,জাতিয় জরুরি সেবা ৩৩৩ এ কল দিয়ে ও কোন সমাধান বা আশ্বাস পাই নাই, উল্টো সমস্যা আরো বেড়েছে, আমার পাসপোর্ট করতে খরছ হয়েছে সরকারি ফি ৮০৫০ টাকা, ঘুষ ২২ হাজার টাকা, প্রায় ১৫ দিন পাসপোর্ট অফিসে আসা যাওয়ার ভাড়া প্রায় ৪ হাজার টাকা, আসলে বাংলাদেশে এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ঘুষ ছাড়া কিছু সম্ভব না।আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
@rofiqulismail94072 жыл бұрын
এটা আমাদের দেশের নতুন কিছু না। কিন্ত দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে ঘুরতে ঘুরতে জীবন শেষ, হয়ে যায়। সাংবাদিক ভাই কে সত্য টা তুলে ধরার জন্য অংসখ্য ধন্যবাদ জানাই।
@naZmulhasan-sf7mv2 жыл бұрын
এমন সত্য ঘটনা উদঘাটনের জন্য সাংবাদিক ভাইদের আন্তরিকভাবে অভিনন্দন। এজন্যই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়
@mirshafiq41022 жыл бұрын
এমন সাহসীকতা এবং স্বচ্ছ সাংবাদিকতা প্রত্যেকের মাঝে আসা চাই।
@ahamedsojol63072 жыл бұрын
ধন্যবাদ সাহসী সাংবাদিক ভাইকে এসব সচেতন দূর্নীতি বাজ বাটপারকে চিহ্নিত করে দেওয়ার জন্য
@AbdusSalam-zt6rb2 жыл бұрын
অসাধারণ একটি রিপোর্ট হয়েছে.. সাহসী ও বুদ্ধিমত্ত্বার পরিচয় দিয়েছেন সাংবাদিক। 🥀❣️🥀
@sajedurrahman4582 жыл бұрын
ধন্যবাদ সাংবাদিক ভাই ❤️ সমাজকে বদলে দেওয়ার দায়িত্ব আপনাদের ❤️
@ahammedrubel46222 жыл бұрын
এদের দোষ নেই। যে চাকরী নিতে দিতে হয় ১৫-২০ লক্ষ টাকা সে চাকরীরতে আর কতটাই সৎ ভাবে কাজ করবে।সে তো ঘুষ দিয়েই নিজের সম্মান বেচে দিয়েছে।ধিক্কার জানাই এমন লোকদের।
@laijubegum76362 жыл бұрын
ওদের উপর আল্লাহর লানত পড়ুক
@sayednazmulalam71152 жыл бұрын
ওকে চাকরি নিতে বলেছে কে? ভিক্ষা করে খাক। ভিক্ষার টাকা অন্তত হ্লাল। যারা ঘুষ নিয়ে এদের চাকরি দেয়,ঐগুলোকেও সনাক্ত করা দরকার।
@Saidul_2865 ай бұрын
জন্ম নিবন্ধন করতে নিয়েছে ৭৫০০ হাজার টাকা, আইডি কার্ড করতে নিয়েছে ৮০০০ হাজার টাকা পাসপোর্ট করতে নিয়েছে আমার কাছ থেকে ১০ হাজার টাকা এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা কে দেখবে এই সব অপরাধ গুলো কে 🤬
@shamimaakter1112 жыл бұрын
বদলি না করে সাস্তির আওতায় নেওয়া উচিত। না হলে এদের শিক্ষাও হবে না,দুর্নীতিও কমবে না। শুধু ভোগান্তি পোহাতে হবে আমাদের মত সাধারণ মানুষের।
লাভ কি হলো,, সে যেখানে যাবে সেখানেই সে দুর্নীতি করবে,,আমরা সাধারণ জনগণ চাই,, যে সকল লোক এই ঘটনার সাথে জড়িত,, তাদের সকলকে চাকরি থেকে বরখাস্ত দেয়া হোক,,
@arohiislam63122 жыл бұрын
Tai aj theke ghor cor dhora khele tader o bodli kora hok .
@videoyoutube56402 жыл бұрын
সাংবাদিকরা এত ঝুঁকি নিয়ে কাজ করার পরও প্রশাসনিক কোন ব্যাবস্থা নেই না । বরং সাংবাদিকের জীবনের ঝুঁকি বেড়ে যায়!!! এই হচ্ছে সপ্নের বাংলাদেশ।
@ismailmacc52732 жыл бұрын
ঠিক আছে। এইভাবেই সকল দূর্নীতির বিরুদ্ধে জনগনকে সাথে করে রুখে দাঁড়াতে হবে।
@mohammadbahar13762 жыл бұрын
যমুনা টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুর্নীতি বিরুদ্ধে সংবাদ প্রচার করার জন্য।তার সাথে আমাদের সচেতন হতে হবে।
@gzvxhxxhx2792 жыл бұрын
অভিনন্দন সংবাদিককে বাংলাদেশের প্রত্যেক সংবাদিক যদি এমন সৎ সাহসী হতো তা হলে দেশে কোনো চুর ঘুসখোর দূর নিতি বাজ থাকতোনা!এমন সৎ নিখুঁত কাজের জন্য সেলিব্রিটি হওয়া উচিত ছিল দোয়া রইল 🤲
@mistyrohan53612 жыл бұрын
খুলনার পাসপোর্ট অফিসে এমন একটি রিপোর্ট করার জন্য অনুরোধ রইলো ❤️ ধন্যবাদ যমুনা টেলিভিশনের সকল মানুষদের ❤️ অসহায় মানুষের উপকার করলেন ❤️
@jesminnahar5272 жыл бұрын
এমন সাহসী সাংবাদিক দেশের প্রতিটি জেলায় প্রতিটি দুর্নীতি গ্রস্ত সেক্টরে অভিযান চালিয়ে যাক,এটাই আশা করি।
@raisulhassan54152 жыл бұрын
এ রকম সাহসি সাংবাদিকদের রাষ্টীয়ভাবে পুরষ্কৃত করা দরকার 😍🥰
@sakibvai55592 жыл бұрын
সাংবাদিক কে অনেক অনেক ধন্যবাদ ❤️ এমন কিছু সাংবাদিক থাকলে আমাদের সাধারণ মানুষদের সমস্যা গুলো সাবার সামনে আনা যায়।
@tahaminasarowar72422 жыл бұрын
এভাবেই সব দূর্নীতি রুখে দাঁড়াতে হবে, অমানুষ কখনোই মানুষ হয়না। কত অমানুষ হলে এভাবে মানুষকে হয়রানির স্বীকার হতে হয়।😡😡😡😡😡😡
@ujjolkhan5248 Жыл бұрын
সবচেয়ে খারাপ লাগে, যখন নিজের শিক্ষিত হয়েও এরকম অন্যায় কে খুব কাছ থেকে দেখতে হয়, এবং খুব সহজেই মেনে নিতে হয়।
@বাবুমোল্লা-য৯ম2 жыл бұрын
❤️ সম্মানিত সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এদেশের চোরদের কারণেই এ দেশ উন্নত হয় না জনগণকে ভোগান্তির নাম হল সরকারি কর্মসংস্থানগুলো
@HabiburRahman-jv1do2 жыл бұрын
পাসপোর্ট অফিস ও আয়কর অফিস ও ভূমি অফিসগুলোতে সরকারের দৃষ্টি কামনা করছি।
@simulahmed26452 жыл бұрын
ধন্যবাদ যমুনা টেলিভিশনের সকল সাংবাদিকদের।
@mdasfakulislam690011 ай бұрын
সাহসী সাংবাদিক ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের মত মানুষ থাকলে দেশে কোন অনিয়ম হবে না ইনশাআল্লাহ।
@amirulislampalash66812 жыл бұрын
ধন্যবাদ, সময়ের সাহসী সংবাদিক ভাই কে,
@masudhossain23882 жыл бұрын
বদলি কোন সমাধান নয়, আইনের মাধ্যমে শাস্তি হওয়া উচিত।
@muziburrahman33342 жыл бұрын
বিশেষ করে সাহসী সাংবাদিক মহোদয় কে অসংখ্য অভিনন্দন এই ধরনের সাহসী সাংবাদিক অতীত জরুরী
@মহাশুন্য-ড৩স2 жыл бұрын
বদলি করলেই কি বিচার শেষ,এগুলো আইন সংশোধন করা উচিত। সরকারি চাকুরিজীবিরা দূর্নীতি করলে ১৪ বছরের কারাদন্ডের বিধান রেখে আইন করা উচিত।
@SKhan-s6o Жыл бұрын
ধন্যবাদ যমুনা টিভি,এই রকম প্রতি অফিসে সাংবাদিক অভিযান চালিয়ে যাও হোক। ধন্যবাদ স্যার
@sohrabhossainshanto79592 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ যমুনা টিভির সাংবাদিক দের।।আপনারাই পারেন এই অত্যাচারি সরকারি অফিসারদের কুকর্মগুলো সকলের সামনে বাস্তবায়ন করতে।।🥰🥰🥰💝💝
@bengalimasud2 жыл бұрын
আল্লাহ ঐ সাংবাদিক কে হেফাজতে রাখুন এবং তাঁকে আল্লাহ সৎপথে চলার তৌফিক দিন 😢💞🤲!!!
@rakibulazad17252 жыл бұрын
Ameen 🤲
@raseltime92 жыл бұрын
যে দেশে পাসপোর্ট রি-নিউ করতে ৮০ হাজার টাকা লাগে। সেই দেশের অবস্থা বলে বুঝানো সম্ভব না। সবই জয় বাংলার অবদান।
@Masudbhai12 жыл бұрын
আমিও এই পাসপোর্ট অফিসের একজন ভুক্তভোগী। নিজে নিজে পাসপোর্ট করতে গিয়েছিলাম অনেক হয়রানির শিকার হই। ৫ দিন ঘুরে ঘুরে শেষমেষ ঘুষ দিয়ে পাসপোর্ট বানায়।
@desifoodbd82512 жыл бұрын
এভাবে যদি সারা দেশের পাসপোর্ট অফিসে নিয়ে রিপোর্ট করা যায় তাহলে অনেকটাই কমে যাবে দুর্নীতি
@tanvirhasan1372 жыл бұрын
সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ।অনেক সাহস নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য ❤️
@mdjomser79572 жыл бұрын
বদলি করলে কি হবে? এদেরকে আইনের আওতায় আনা হোক এবং কঠিন বিচার করার আবেদন করছি।
@zaforiqbal41592 жыл бұрын
বরগুনারও একই অবস্থা। দালাল ছাড়া পাসপোর্ট হয়না। পারলে বরগুনার পাসপোর্ট অফিস নিয়ে রিপোর্ট করেন।
@mdobaidullahbadal82722 жыл бұрын
ধন্যবাদ সাংবাদিক ভাইকে, এবং যমুনা টিভি, দয়া করে প্রত্যেকটা জেলায় এইভাবে অভিযান চালালে দেশের মানুষ সাংবাদিকদেরকে মাথায় করে রাখবে।।
@mdismailful2 жыл бұрын
এ সমস্ত কর্মচারীদের ফাঁসি দেওয়ার দরকার তা না হলে সারা বাংলাদেশের প্রতিটি পাসপোর্ট অফিসে এরকম দুর্নীতি ছড়িয়ে যাবে
@tanvirtaj52282 жыл бұрын
ধন্যবাদ জানাই এমন সকল সাংবাদিক ভাইদের, যারা অন্যায়ের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। আপনাদের স্যালুট দিতে হয় না হাজার মানুষের মন থেকে স্যালুট পেয়ে যাবেন ইনশাল্লাহ।
@kanaykundu8502 Жыл бұрын
এমন সাহসী সাংবাদিক দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রয়োজন তাহলে কিছু টা কম হবে দূর্নীতি ঘুষ অনিয়ম লুটপাট সাংবাদিক ভাই অনেক অনেক সালাম শুভেচ্ছা অভিনন্দন
@shuvonila86512 жыл бұрын
একেই বলে প্রকৃত সাংবাদিক। আমরা আপনাদের সাথে আছি। আপনারা সত্যর জন্য লড়েন যেন আমরা অন্যায় এর বিরুদ্ধে রূখে দাড়ায়।
@saidhashan99752 жыл бұрын
ধন্যবাদ, সাংবাদিক ভাই কে এবং জমুনা টিভি চ্যানেল কে, এইসব কিছু কর্মকর্তাদের বহিষ্কার করা হোক।
@Rakibhossain-lx2jf2 жыл бұрын
সাংবাদিক ভাইর উপর আল্লাহর রহমত নাজিল হোক, আমিন,❤️
@airtvfeni90117 ай бұрын
ভাই আমি যমুনা টিভির এক টা পাগল মানুষ আমার একটা আবেদন জদি গাজীপুরের অফিস নিয়ে রিপোর্ট করে তাহলে অনেক মানুষের ভালো হইতো 360
@Banglacook1232 жыл бұрын
প্রতিটি সরকারি অফিসের কর্মকর্তাদের এভাবেই উলঙ্গ করা হোক
@failureboy81222 жыл бұрын
সাংবাদিক ভাই দেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
@Realonlineearning2 жыл бұрын
ধন্যবাদ যমুনা টিভি এবং সেই সাহসী সাংবাদিক ভাই কে এমন ভাল নিউজ করার জন্য। জনগণএর ভোগান্তি তুলে ধরাই প্রকৃত সাংবাদিকতা...
@mdopi97112 жыл бұрын
দেশের সুশাসন নিশ্চিত করার জন্য মিডিয়ার ভূমিকা অপরিহার্য।
@ishpiamedia78732 жыл бұрын
ধন্যবাদ যমুনা টিভি কে। দেশের সব পাসপোর্ট অফিসে এই একই চিত্র। যমুনা টিভি কে অনুরোধ দেশের সব পাসপোর্ট অফিস গুলোর চিত্র ধারণ করার জন্য।
@MDAKASH-db7nh2 жыл бұрын
এরকম অসৎ কর্মকর্তার জন্যই আজকে এদেশের সাধারণ নাগরিকের পাসপোর্ট করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় ।
@rubelkhan2 жыл бұрын
এভাবে প্রতিটা সেক্টরের ঘুষ এর বিরেদ্ধে সাংবাদিকদের নিউজ থাকলে আমাদের দেশ অবস্থা অনেক ভাল থাকত।
@hafijanahar2 жыл бұрын
ধন্যবাদ যমুনা টেলিভিশন সাংবাদিক কে । এমন তথ্য তুলে ধরার জন্য । আশা করি এই লোকদের বিচার খুব তাড়াতাড়ি যেন হয় ।
@mdsamsu81872 жыл бұрын
হবিগঞ্জর অবস্থা খারাপ
@mdakanowarazim391011 ай бұрын
সাংবাদিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে দেশের ভালোবাসা দেখা যাচ্ছে আপনার থেকে ভাই
@Mohsinislam62 жыл бұрын
সাংবাদিক ভাইদের অনেক ধন্যবাদ, আমাদের এই বীর সন্তানদের ভালো কাজ তুলে ধরার জন্য
@nasimpatoari83052 жыл бұрын
খুবই ভালো হয়েছে । এসব চোরদের দ্রুত আইনে বিচার করে সাজা দেওয়া উচিত
@sheikhmdmehedihasan11202 жыл бұрын
সরকারি কর্মকর্তা কেউ অনিয়মে ধরা পড়লে তাকে আজীবন এর জন্য বহিস্কার করা হোক এবং তার পাঁচ জেনারেশন পযন্ত কেউ কোনো সরকারি চাকরি পাবে না এই শাস্তি দেয়া হোক সব সোজা হয়ে যাবে
@abdulwadudbinalauddin2 жыл бұрын
যমুনা টিভিকে ধন্যবাদ, অনুরোধ থাকলো আপনারা খুলনা পাসপোর্ট অফিসেও একটু তদন্ত করবেন, খুলনাতেও এই কাজ চলছে, আমার অনুমতি ছাড়াই আমার বাবার ঠিকানা ভুল দিয়েছে তারা, অর্থাৎ আমি আমার বাবার এনআইডি সাবমিট করেছিলাম, সে এনআইডি অনুযায়ী তারা এড্রেস আমার পাসপোর্টে দেয়নি, আমি ভুক্তভোগ,,
@jamesbiswas27422 жыл бұрын
সহকারীর দায়িত্ব থেকে বহিস্কার করা হউক। সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়।
@sohelsagor7032 жыл бұрын
ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য যমুনা টেলিভিশনের সাংবাদিক ভাইকে।
@wouldtour1k4612 жыл бұрын
সব জায়গায় অসৎ লোক থাকলেও আমাদের মিডিয়া ভাইয়েরা সততার সাথে কাজ করে জাচ্ছে।আপনাদের জন্য প্রান ঢালা ভালোবাসা সত্য সবার কাছে তুলার জন্য😊
@rayhankhan66842 жыл бұрын
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসেও এরকম দুর্নীতি হয়। বৈধভাবে কোন লোক পাসপোর্ট করতে পারে না। তবে অনুরোধ করব যমুনা টিভির কিশোরগঞ্জ সংবাদদাতা একটু নজর রাখবেন।
@mdsaimon36322 жыл бұрын
কি করবে আমাদের মত সাধারণ জনগন,কোথায় গেলে বিচার পাবে।জানি এদের মত জানোয়ারদের বিচার করার কেউ নেই।