Рет қаралды 738
#nazrulgeeti #acharyajayantabose #panditkumarbose #panditdebojyotibose
Vidushi Bharati Bose, a celebrated sitar player of her times, is still known as ratnagarbha as she is the mother of the legendary brother trio of Indian Classical genre - Pt Kumar Bose, Acharya Jayanta Bose & Pt Debojyoti Bose. She was the first guru of her sons and played a pivotal role in shaping their musical identities.
This recording was done by her middle son Acharya Jayanta Bose around 2008 or 2009 when she was around 80 years old. No corrections have been done in the recorded audio apart from just a mere addition of reverb.
Three songs were recorded and this was one of them. This is an archival upload because apart from these there isn't any way we could hear her sing.
দিদু,
কতদিন হয়ে গেছে তোমার গলার আওয়াজ শুনিনি... তোমার গল্প শুনিনি... তোমার সাথে গানের লড়াই খেলিনি... সেই কত পুরনো গান তুমি মনে করে করে গাইতে আর আমরা অবাক হয়ে শুনতাম...
বাগবাজারের বাড়িতে আমার ছোটবেলার প্রতিটা সকাল শুরু হ'ত তোমার ঠাকুরঘরে বসে পুজো করার সময়ের ভজন, ভক্তিগীতি দিয়ে... এখনও সেই স্মৃতি যে একেবারে টাটকা...
তুমি সারাটা জীবন পরিবারকে আগলে গেছো দিদু... নিজে কি পেলে, একটু ভালো থাকলে কিনা - কোনো খোঁজ রাখোনি... ৪০ বছর বয়স থেকে একাহাতে তিন ছেলেকে মানুষ করেছ... নিজের সবটুকু দিয়ে...
সেতার পরিবেশনা করে কেন্দ্রীয় সরকারের থেকে স্বীকৃতি পেয়েছিলে তুমি এটা ক'জন জানে বলো... বাবাই, জেঠু, ছোটকার সাথে সুরের, রাগের পরিচয় করিয়েছিলে তুমি এটা ক'জন জানে দিদু... খুব কম মানুষ... যারা নিজেরা জানতে চেয়েছে শুধু হয়তো তারাই... কারণ তুমি তো কখনো তিন ছেলেকে ছেড়ে নিজের কথা বলোইনি কাউকে...
তাই তোমার গানের কোনো recording ও নেই... শুধুমাত্র কয়েকটা গান তুমি আমাদের তেঘরিয়ার বাড়িতে থাকাকালীন বাবাই record করে রেখেছিলো... ভাগ্যিস!!! নয়তো এইটুকু স্মৃতিও থাকতো না আমার কাছে... তখন তোমার ৮০ বছর বয়স... কোনো রকম recording বা autotune এর কারসাজি নেই... এই বয়সেও তোমার গলার জোয়াড়ি, গায়কী কি অনবদ্য দিদু!! কেন জানিনা শুনলেই চোখটা ছলছল করে ওঠে...
তুমি কি জানো দিদু তুমি চলে যাওয়ার এই ১৩ বছর পরও বাবাই তোমার গানটা চালিয়ে শুনতে পারেনা - এতো কষ্ট হয় বাবাইয়ের... তোমার গলা শুনলে তুমি নেই সেটা বাবাই আজও মানতে পারেনা... আমারও খুব কষ্ট হয় দিদু... কিন্তু এই ৩টে গান আমি সকলের সাথে ভাগাভাগি না করে নিলে যে তোমার গুণের প্রতি অবিচার হবে দিদু... যদিও এতো বয়সের recording বলে তোমার গাওয়ার ক্ষমতার এটা অর্ধেকেরও কম তাও সকলে বুঝতে পারবে ৮০তেই এমন হলে আগে তুমি কেমন গাইতে...
এই গান গুলো শুনলেই তোমাকে যারা ভালোবাসত (যার সংখ্যা অগুনতি) তাদের সকলের তোমাকে ঘিরে সব স্মৃতি ফিরে আসবে... যেমন আমার হয় প্রতিবার...
আজ মহালয়ার দিনটা বেছে নেওয়ার কারণ জানো দিদু?
কারণ তুমি দাদুর অকাল প্রয়াণের পর যেভাবে পরিস্থিতি নামক অসুর কে বধ করে ৩ রত্ন কে উপহার দিয়েছো গোটা পৃথিবীর সঙ্গীত মহলকে সেটা কি খুব সাধারণ একটা ঘটনা দিদু? একদমই না...
আমি জানি কি কি যুদ্ধ তোমাকে করতে হয়েছে...
"আমি ভাবি ছেড়ে গেছ
ফিরে চেয়ে দেখি
এক পা-ও ছেড়ে যাওনি"
এই গানটার এই কথা গুলো তোমার পরিবার তোমাকেই বলছে দিদু...
বোস পরিবারের মা দূর্গা তুমি
রত্নগর্ভা তুমি... ❤️🙏
আমার প্রণাম নিও দিদু
তোমার মাম্মা