Рет қаралды 16,636
জামরুল গাছের যত্ন ও রোগ প্রতিরোধ | জামরুল গাছের পরিচর্যা কিভাবে করবেন @Sabuj Sathi Garden
এভাবেই জামরুল গাছের গুটি ঝরা রোধ করুন
আপনি কি জামরুল গাছের ফল আনার ব্যাপারে চিন্তিত?
সুপ্রিয় সাথী, সবুজ সাথী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে জামরুল গাছের প্রতিস্থাপন থেকে, গাছ নির্বাচন ও সারা বছরে কি কি পরিচর্যা নেবেন ও ফল আসা নিশ্চিত করতে পারেন তার একটা পূর্ণাঙ্গ ধারণা দেবার চেষ্টা করলাম। আশা করি সকলের কাজে লাগবে। সকলেই ভিডিও টি সম্পূর্ণ দেখবেন। হয়তো আমার ভিডিও বড় হয় ঠিকই কিন্তু সমস্ত বিষয় সঠিক ভাবে না বোঝালে আমার স্যাটিসফিকশন আসে না। কেউ টেনে ভিডিও দেখলে কোনো কোনো বিষয় এড়িয়ে যেতে পারে। ভিডিও টি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।
#জামরুল #জামরুল_গাছের_যত্ন #জামরুল_গাছের_রোগ_প্রতিরোধ #জামরুল_গাছের_ছত্রাক_নাশক #জামরুল_গাছের_চারা_নির্বাচন
#java #java_apple #jamrul