হেড ফোন এ গান টা শোনার পর মনে হলো ব্রহ্ম তালু থেকে শরীরের ভিতরে কেমন যেন একটা শীতল হাওয়া বয়ে গেলো কি অদ্ভুত একটা অনুভুতি ভাষা দিয়ে প্রকাশ করার ভাষা আমার নেই। শুধু ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আমাদেরকে তোমার সুরের ছায়ায় শান্ত করে রেখো 🙏❤️🙏
@ansujasikder2546 Жыл бұрын
Adity Mohsin er gaao sune dekhun, request thaklo...
@GuvuJcvi-jy9hb Жыл бұрын
মূল দক্ষিণ ভারতীয় গানটি, মীনাক্ষী মে মূদম্, পেলাম না!
@Soma-wu2fk9 ай бұрын
@@ansujasikder2546dhuss... Onar joner e noy...
@chitradipsen8600 Жыл бұрын
আহা... কি যে শুনলাম অমৃতমধুর কন্ঠে! বহুদিন ধরে ইচ্ছে ছিল এ গান আপনার কন্ঠে শোনার, অপেক্ষার অবসান হল। কঠিন গান হলেও সুরের চলন কতটা মধুর হতে পারে এ গানই তার প্রমাণ। এত সুন্দর প্রকৃতির মাঝে এরকম মানের একটা গান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রকৃতির সবুজ রঙে, আবিরের রঙে, আপনার হাসির ছোঁয়ায় এবং আপনার সঙ্গীতমধুরিমায় রবি ঠাকুরের এ গান বসন্তের পূর্ণ রূপ পেয়েছে। ভাবলে অবাক লাগে রবি ঠাকুর বসন্তের এ গানকে বেঁধেছিলেন বসন্ত-পঞ্চম রাগে আশ্চর্যজনকভাবে। আপনি এ গানের প্রতিটা শব্দকে কখনো দ্রুত লয়ে আবার কখনো ঢিমে লয়ে সুর দিয়ে গেঁথে গেঁথে বসন্তের এক অপূর্ব সঙ্গীতমালা তৈরি করলেন, বরাবরের মতো আবারও এক গভীর প্রশান্তি অনুভূত হল আপনার কন্ঠে। এ গান তো আগে অনেকেই গেয়েছেন, এরকম অনুভূতি হয়নি। দীধিতা ও অসাধারণ নৃত্য পরিবেশন করেছে, অপূর্ব নৃত্যভঙ্গিমা। প্রত্যুষ স্যারের অ্যারেঞ্জমেন্ট তো বরাবরই মন ভরিয়ে দেওয়ার মতো, জয় নন্দী স্যারের মৃদঙ্গম্ও এ গানকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে। যখনই দেখলাম এ গান আসতে চলেছে আপনার চ্যানেলে, অধীর আগ্রহে অপেক্ষা করেছি, দুদিন ধরে অপেক্ষা করার ফল আজ সার্থক হয়েছে, নোটিফিকেশন অন করাই ছিল, হেডফোনে শোনার পরেই মনের ভেতরে এক অপূর্ব ভালোলাগা, ভালোবাসা তৈরি হল এ গানের প্রতি, যা আপনার প্রতিটা গান শুনেই হয়, গায়ে কাঁটা দিচ্ছিল অদ্ভুত এক আনন্দে আর বিস্ময়ে। শুভ দোলযাত্রা ম্যাম, আমার প্রণাম নেবেন, এ কাজের সঙ্গে যুক্ত সকলকে আমার পক্ষ থেকে শুভ দোলযাত্রা🙏🙏🙏❤💛💚🧡🌼🌼🌼
@sunitadasgupta7593 Жыл бұрын
রবিঠাকুরের গান নতুন রূপে সার্থকতা পেয়েছে, মন প্রাণ জুড়িয়ে যায়, প্রশান্তি এনে দেয়
@parambratakarmakar6065 Жыл бұрын
যে কন্ঠে বনমালী কেঁদে ওঠে , যে সুরে রাই জাগে , যে স্বরে ভ্রমর বিরহ নিয়ে ঘোরে, যার কন্ঠেররাগে রবীন্দ্রনাথ ফুটে ওঠে। সেই সুরে আশা করাই যায় বসন্ত ও মেতে উঠবে। শুভ বসন্ত উৎসব। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ম্যাম আপনার এই নতুন গানের প্রতি। কোন্নগর বইমেলা ২০২৩ আপনার সাথে দেখা , সুস্থ থাকবেন। নমস্কার।
এ গান সত্যিই আজ এক উদযাপনের অঙ্গ হল। বাসন্তী গানটি এতদিন আমার কাছে যেন এক প্রকৃতির অন্তর্কথন ছিলো। আজ প্রথম তার হাতে রঙ লাগলো। ক্যামেরার ফ্রেমে যখন আবির উড়ছে মনে হল সত্যিই এই আত্মকথন যেন স্বতোৎসারে প্লাবিত হচ্ছে। মনে হল এতদিন যা ছিলো মনের কথা আজ তাই উচ্চারিত হচ্ছে গাছের পাতায়। বসন্ত জাগ্রত হোক বনে বাসন্তী আগুন লাগাক মনে
@nitaguptaroychowdhury72419 ай бұрын
Ekdom e tae❤
@trishnadas2484 Жыл бұрын
Uff ! Eai gaan ta kobe theke sunte chaichilam .. seta apni puron korlen .. sotti mon vore gelo ..
@susiktadalui4236 Жыл бұрын
আপনার গায়নশৈলী আর দীধিতার নৃত্যভঙ্গী সব সময়ের মতো আজও এ বসন্তে শিহরণ জাগিয়ে তুলল ❤
@Nrityarup Жыл бұрын
সাধু সাধু....... বসন্তের আগে এরকম ছোঁয়া মন কে তৃপ্ত করে।🌼🌼🌼🌼🌼
@arhonjana3054 Жыл бұрын
আহা… মুগ্ধ হয়ে গেলুম! যেমন অসাধারণ রবি ঠাকুরের ভাষা, তেমনি অমৃতমধুর গায়কী! আহা! ❤
Khub bhalo laglo Deedhita r nach r Jayati ma'am er gaan toh asadharon bolar apekkhay rakhena... Incredible duo. ❤
@tanusreesarkar652 Жыл бұрын
অপেক্ষার অবসান ঘটিয়ে বসন্তের ছোঁয়ায় সৃষ্টি হল অভিনব সঙ্গীত ও নৃত্যকলার ❤️ সাধু সাধু মুগ্ধ হলাম 💕 অভিনন্দন ❤️
@amritaghoshal3523 Жыл бұрын
গায়ে কাঁটা দিল।।। ভয়ঙ্কর সুন্দর। । কোনো বিশেষন ই যথেষ্ট নয়।। কুর্নিশ জানাই
@subhasreeday Жыл бұрын
Ami apnar golay ei gaan ta sonar jonno bohudin dhore অপেক্ষা e chilm........onk onk ধন্যবাদ...... Amar pranam neben maam...... Ami apnar gaua rabindra sangeet sunei ami nije gaan gai....... Ei gaan ta vison valo laglo..... Thank you maam....💓💓🙏🙏
@subhasisghatak5124 Жыл бұрын
ওঃ জয়তী ম্যামের অসাধারণ গায়কী আর নৃত্য সহযোগে অপূর্ব ভিসুয়ালস ... ভাবতে ইচ্ছেকরে রবিঠাকুর যদি এরকম পরিবেশনা একবার শুনতেন,দেখতেন!!!
আমার ভীষণ ভীষণ প্রিয় ও পছন্দের রবীন্দ্রসঙ্গীত। মন ভ'রে গেল! নীরব মন্ত্রমুগ্ধতা। সত্যিই কিছু বলা'র নেই; আর, সাথে যাঁর ক্ণ্ঠযোগ ঘটেছে, তিনিও বড় প্রাণের শিল্পী। সত্যিই জয়তী দি, আপনি অতুলনীয়া। অনন্যা। এ'ভাবেই সুরে সুরে আমাদের ভরিয়ে রাখুন। শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা রইল, দিদি...🙏🙏
@mallikadutta636 Жыл бұрын
অপূর্ব ! সত্যি ই ভুবন মোহিনী গান ! কি বলবো ! ভাষা হারিয়ে যায় ...💐💐💐💐💐
@rebasdiary8599 Жыл бұрын
অসাধারণ ও অপূর্ব পরিবেশনা মূগ্ধ হলাম শ্রদধণজলী জানাই।
@disharibasu7107 Жыл бұрын
"সরোবরতীরে" গাওয়ার সময়ে যেন সত্যিই সরোবরের জলস্রোত, আর "মলয়বাতাসে" গাওয়ার সময়ে সত্যিই যেন বাতাসের হিল্লোল অনুভব করলাম। একজন শিল্পী যখন শ্রোতাকে এই অনুভব দিতে পারেন তার গায়কীর মাধ্যমে, তখন বুঝতে হয় তিনি নিজেকে অসীমে মেলে ধরতে সক্ষম হয়েছেন সম্পূর্ণভাবে।
@sanjuktamitra4978 Жыл бұрын
Aha didi... opurbo opurbo.🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗mon juriye gelo didi
@amaldatta174 Жыл бұрын
অমৃত সুধা বাহী কন্ঠ প্রবাহে এমন আবহে অনুপম নৃত্য ছন্দে আনন্দে ভরে গেলো মন প্রাণ ! হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পড়ছে এক অনির্বচনীয় ভাব বিনিময় ।
@top5bestmvies83 Жыл бұрын
Amer protita sokal ai channel er kono na kono gaan diya suru hoy❤❤❤
@suddhadas775 Жыл бұрын
হ্নদয়ের রূপ হয়ে গেল রাঙ্গা 👌👌👌👌👌👌 খুব ভালো লেগেছে দিদি 💖💖👍👍👍 আশা রাখছি --- আরও নূতন এ রকম কিছু উপহার পাবো 🙏🙏🙏🙏🙏
@kaberimaitra4597 Жыл бұрын
রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রকাশ করি,"আহা আজি এ বসন্তে"আরেকটি নতুন স্বাদের, নতুন চিন্তা ভাবনা করার জন্য অনেক ধন্যবাদ জানাই শিল্পীদের। জয়তী চক্রবর্তী আমার মনের প্রাণের শিল্পী। আবিরের ছোঁয়া পেয়ে আমার জীবন ধন্য
@sandeeppal1978 Жыл бұрын
জয়তী দি আমার সবচেয়ে ভালোলাগার শিল্পী।🙏
@euphoricrelaxingmusic1652 Жыл бұрын
অবশেষে হল অপেক্ষার অবসান। অপূর্ব সুন্দর🙏🙏🙏🙏
@souvikbhadraofficial7747 Жыл бұрын
অপূর্ব অপূর্ব সুন্দর....কী ভালো একটা শুনলাম...কানের আরাম হলো...কথায় যেন একটা হারিয়ে গেলাম 🙏❤️❤️❤️
@suklasharma3161 Жыл бұрын
বাঙালি সংস্কৃতির এটি মাধূর্য,, রবী ঠাকুর এর বাণীতে জয়তী দির কন্ঠ,, অপূর্ব সুন্দর। 🙏🙏
@nabeenabanerjee7172 Жыл бұрын
🙏🏻💙💙 অসাধারণ কিছু শুনলাম 💙💙🙏🏻
@75banuragmukherjee60 Жыл бұрын
অসাধারণ একটি উপস্থাপনা।দিদি কে জানালাম বাসন্তিক শুভ কামনা 🥰🥰
@top5bestmvies83 Жыл бұрын
This channel deserve million subscribers😊😊
@sougatavlogs8795 Жыл бұрын
Joto baar suni Toto aro bhalo lagche ,khub bhalo hoyeche didi, ❤️❤️❤️🙏🏻
@salilmukherjee4304 Жыл бұрын
অসাধারণ লাগলো,দক্ষিণী আঙ্গিকে অনবদ্য পরিবেশন।🙏
@Artifacts24680 Жыл бұрын
Apnar konthye rabi thakurer ashirbad ache didi... mon kharap er muhurte apnar gaan e amader akmatro medicine. Apekshay thaki sabsamay.
@suvechchapandey9409 Жыл бұрын
আহা ! কি শুনলাম দিদি🙏🏻 দিধীতা অসাধারণ 🍫🍫একদম অন্যরকম এক নৃত্য 😊
@sreeojith2239 Жыл бұрын
কী মধুর সুরে এক অসাধারণ গান পরিবেশন করলেন দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।
আপনার গান নিয়ে বলার ধৃষ্টতা তো নেই আমার দিদি, তবে নৃত্যশিল্পী দীধিতা সিংহকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এই বিশালতাসম্পন্ন গানটিকে এত সুন্দর ভাবে নৃত্যে ধরে উপস্থাপন করার জন্য।
অপূর্ব শুনলাম!! অসম্ভব ভালো লাগলো!! এতো সুন্দর গেয়েছ!! খুব সুন্দর সংগীতায়োজন এবং ভিডিওগ্রাফি!! আমার বসন্ত উদযাপন এটাই!! অনেক ভালোবাসা জয়তী ❤️❤️❤️
@nilogrib2002 Жыл бұрын
Ei gaan ti apnar golay shonar iccha onekdin chilo ..ajk sheita puron holo❤️❤️❤️
@kalidasmukhopadhyay8007 Жыл бұрын
Asadharon khub sundor laglo thanks for uploading
@parthabhattacharya5065 Жыл бұрын
অসাধারণ অ্যারেঞ্জমেন্ট। অশেষ ধন্যবাদ।
@dhimankhan6486 Жыл бұрын
Best ever ... Till now it's the best version of this song.
@pradiptasamanta3065 Жыл бұрын
যা বলবো কম বলা হবে,, অনবদ্য,❤️💐
@pkbiswas566 Жыл бұрын
Shudhui bishmitou hoi dekhe je limitless capability. Ki sabolil soorer gobhirotai. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐♥🙏😔😔😔
@soumenranadanceofficial4254 Жыл бұрын
সাধু সাধু সাধু। মাতাল হয়ে গেলাম পুরো 🥰🙏🙏🙏
@ampika_paul27 Жыл бұрын
কিছু বলার নেই! ❤️❤️🙏🙏❤️❤️
@sohinibhattacharjee14847 ай бұрын
Kobigurur chorone r apnar moto manusher chorone sotokoti pronam ,kobiguru to bhogoban but je bhabe je osadharon dhokkho tate apni ganti gailen onubhuti ta erokom jeno jhorer por Santo sob kichu aha mon pran Kan juriye gelo didi ❤
@deysofficial9304 Жыл бұрын
অনবদ্য সুন্দর😍😍🙏🏻🙏🏻
@chitralekhabhattacharyya5227 Жыл бұрын
খুব ভালো লাগলো। মন ভরে গেল। সব সময়েই তোমার গানে আমাদের বিশেষ প্রাপ্তি হয়। বয়স অনেক হয়েছে বলে তুমি বলার স্বাধীনতা নিলাম।
@madhushreebanerjee238 Жыл бұрын
আহা !! অসাধারণ ۔۔মন ভরে গেল তেমনই সুন্দর নৃত্য
@aninditamukherjee2142 Жыл бұрын
আহা আহা... অনির্বচনীয়!!!
@shrabaniray799 Жыл бұрын
অপূর্ব লাগলো দিদি । মন প্রাণ ভরে গেল।
@arindamthecreator9859 Жыл бұрын
Wonderful camera editing. Smell of earth enlighten the surroundings.
@zebinsharminsvlog8316 Жыл бұрын
অনেক ভাল লাগল. অসাধারণ 🥰🥰🥰🥰❤❤❤
@PDas-m5z9 ай бұрын
Very mind blowing song
@abhijitdas5313 Жыл бұрын
Such a graceful, perfect and heart touching performance by each and everyone! Thank you team Jayati for this wonderful present and contributing towards Tagore songs in a proper way… Lots of love and respect.. 💝🎶💐
@ayyansinha Жыл бұрын
Beautifully sung and so colourful. Total respect for the dance artist as well.
@sansuj51 Жыл бұрын
Outstanding from all respects. Be that be Singing, Dancing, Music and Videography. Kudos to All Concerned.
@kumaar1374 Жыл бұрын
5th March সকাল 10:00টার জন্য অধীর আগ্রহে বসেছিলাম notification ON করে, সেই অবসান ঘুচলো। বাসন্তী হে ভুবনমোহিনী আপনার কণ্ঠে এক অনন্য মাত্রা পেল। শুভ বসন্ত উৎসবের অগ্রিম শুভেচ্ছা।।