গল্প গুলো কালেট করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@MdFahim-jf6fh3 ай бұрын
Sahib 😮
@NazminAkter-rm3dj4 ай бұрын
কিবরিয়া ভাই,, আমি আপনার সবগুলো শো এর প্রেমিকা হয়ে গেছি,,মোবাইলে আর কিছুই শুনি না, শুধু আপনার অনুষ্ঠান দেখি ও শুনি,, আমারও গল্প আছে,, কিন্তু বলার সাহস নাই,, সংসার টিকিয়ে রাখতে ও সমাজের দিকে বিবেচনা করে,, কেউ ভালো চোখে নিবে না,,
@mdraju12702 жыл бұрын
আসসালামু আলাইকুম কিবরিয়া ভাইয়া "যাহা বলিব সত্য বলিব" এপিসোড ৯ এক ইমামের ঘটনা শুনলাম ২০১৮ সালের উনি আমাদের এলাকায় ২০২১ সালে এলাবাসি থেকে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন আর উনার তিলাওয়াত শুনে আমাদের এলাকার ৭৫% যুবক নামাজ পরতো
@MdFahim-jf6fh3 ай бұрын
😂😅❤
@SUVO4492 жыл бұрын
04/12/22 Ame Abar sob episode repeat sun c vi
@mdjahid25362 жыл бұрын
ভাইয়া আমি আপনাদের সাতে কথা বলতে চাই আমার কিছু কথা আছে জা শোনার মতো কেই নাই আমি আপনাদের কাছে বলতে চাই
@shohagmia59782 жыл бұрын
ভাইয়া আমি আপনাদের সাথে কথা বলতে চাই। আমি জীবনের এক নির্মম পরিহাস এ আছি। যা কাউকে বলতে পারছি না।
@rabbirabbi25922 жыл бұрын
Rabbi
@ashokbhattacherjee39352 жыл бұрын
Paccha kathal muchi khoridder
@marjanaakter98572 жыл бұрын
আসসালামুআলাইকুম আমি এক নিন্মবৃও পরিবাবারের মেয়ে ও বউ। আমার বিয়ের এক বছর পরে আমার স্বামী রীন করে মালদ্বীপ যায় কাজের জন্য আমার তখন 7 মাসের বাচ্চা পেটে সব কিছু ভালোই ছিলো রীন ও অনেকটা শেষের দিকে ছিলো। হঠাৎ করোনার থাবায় সে 3/4 মাস অনেক কষ্ট করে সরকারিভাবে দেশে আসে। তারপরে একটা কলার আরত নেয় আবার টাকা ধার করে কিন্ত 3মাসের মাথায় ব্যাবসা ছেরে দিতে হয়। কোন রকমে দিন কাটে 500 টাকা হাজিরায় রাজ মিস্ত্রি কাজ করতো সেই টাকা দিয়েই আমার শ্বশুরবাড়ির মানুষ ও আমরা চলতাম কোনরকম। এর পরে আবারো অনেক কষ্টে 4/5লাখ টাকা ধার করে ডুবাই পাঠাই কিন্তু দালালের হাতে পরে আমার স্বামী নিশ্ব। একটি টাকাও পাঠাইতে পারেনাই। উল্টা তারে দেশে আনার জন্য 70 হাজা টাকা ধার করে পাঠানো লাগছে। তবে আমদের দুইজনের অনেক ভালো সম্পর্ক আমার মেয়ের বয়স 3 বছর। আপনার একটি ভিডিও উছিলায় হয়তোবা আমরা রীনটা দিতে পারতাম। আর যা কাজ করে পাইতো তা দিয়েই কোনরকম বাচতাম। এছারা আর কোন পথ নাই ভাই। আমাদের 3 জনের বিষ খেয়ে মরে যেতে হবে। 7/8 লাখ টাকা কী 500 টাকা দিন কামাই করে রীন দেওয়া যায় বলেন। আমাদের একটু সাহায্য করেন ভাই।