অনেক বছর পর সজল-শখ জুটির নাটক দেখে বেশ ভালো লাগছে।এককথায় অসাধারণ... কিছু গল্প বলা যায় না যেমন, তেমনি কিছু ভালোবাসা শুরুর আগেই শেষ হয়ে... পুরো গল্পটা একটি রহস্য ঘেরা... মানুষ রুপি কিছু অমানুষ থাকে... বিশ্বাস ভালোবাসার মূল্য তারা দিতে পারে না... খুব ভালো ছিল... সজল-শখ এর অভিনয় দারুন ছিল...
@ratulhussain11202 жыл бұрын
নাটকটির গল্প ,পরিবেশ ,গান , মিউজিক সজল ভাই ও শখের অভিনয় সবকিছু মিলে অসাধারণ একটি টেলিছবি নির্মিত করেছেন জহির খান। মানুষের ভালো সহজ সরল ভদ্রবেশী এক মুখোশের আড়ালে কখনো কখনো যে ভয়ংকর একটি মুখোশ ও লুকিয়ে থাকে যা ফাঁক পেলেই মানুষের জীবনকে সর্বনাশ করে ফেলে। জহির খানের এই "যে গল্প বলা হয়নি" নাটকটিতে" একদিকে ভালোবাসার রোমান্টিকতার দৃশ্য যেমন আংশিকভাবে ফুঁটে উঠেছে ঠিক তেমনিভাবে বিশ্বাসঘাতক একজন মানুষের নেতিবাচক চরিত্রের বহি:প্রকাশ ও দেখতে পাওয়া গেছে। দীর্ঘ অনেক বছর পরে প্রিয় সজল ভাইয়ের সাথে শখের নাটক দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে।
অনেক সুন্দর একটি নাটক। জহির খান এর পরিচালনা অসাধারণ সব সময়ই
@kayumhasan99282 жыл бұрын
অনেক দিন পর শখ কে দেখে খুব ভালো লাগলো
@rafezakhatun932 жыл бұрын
জীবন সুন্দর,জীবন জটিল,জীবন রহস্যময়.…... একটু একটু করে মনের ভিতর গড়ে তোলা ভালোবাসা হঠাৎ ভেঙে যাওয়ার কষ্ট,বিশ্বাসের আড়ালে এক অচেনা মুখোশ সব কিছু মিলে টেলিছবিটি যেন জমে উঠেছে.... মুগ্ধ করেছে সজলের অভিনয়.... মুগ্ধ করেছে সজলের এক্সপ্রেশন... মিউজিকটা ভিষন ভালো লেগেছে... ধন্যবাদ এত সুন্দর একটা গল্প দেখার সুযোগ করে দেয়ার জন্য....
@haldersuniquekichten76442 жыл бұрын
খুব সুন্দর একটা নাটক সখ ম্যাম ও সজল ভাইয়ার সঙ্গে অনেকদিন পর এমন একটা নাটক দেখলাম খুব সুন্দর অভিনয় করেছেন সজল ভাইয়া ও সখ ম্যাম একটু ভয় পাচ্ছিলাম নাটক টা খুব সাসপেন্স ছিল কিন্তু ভালো লাগল ।অনেক ভালোবাসা ভাইয়া তোমার জন্য ❤️❤️❤️👌🏻👌🏻👌🏻
@md.nazmulhoq56372 жыл бұрын
সত্যি শখ কে চেনাই যায় না।অনেক সুন্দর লাগতাছে
@anupanda97712 жыл бұрын
Sojol mnei akrssh smartnes Er dokan. Very handsome man in bd.
@sayfulislam3703 ай бұрын
Shakh mane ❤❤❤ shakh onek valo lage
@yasinmiah-fu6ty10 ай бұрын
নাটকটা খুবই ভালো ❤❤
@Rubel-k9m4 ай бұрын
এই বেবিটা অনেক নাটক করে সুন্দর ❤
@koushikghorai46832 жыл бұрын
জীবনে নীরবতা, একাকীত্ব, রহস্যময়ে ঘেরা........ তার মধ্যে লুকায়িত আছে সুন্দর এক মন ভালোবাসায় ভরা..... গল্পের লেখায়, কবিতায়, সংলাপে নাটকটি খুব ভালো । সুন্দর জুটি,আর সজলের অসাধারণ অভিনয়ের মাধ্যমে নাটকটি সম্পূর্নতা লাভ করেছে , হয়েছে পরিপূর্ন। সজল ভাই তোমার জন্য অনেক অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো। আরো এগিয়ে যাও জীবন জয়ের পথে।সকল কলাকুশলীবৃন্দকে আমার অভিনন্দন।❤️❤️❤️❤️❤️ @anita (Kolkata)
@sahinlijon48142 жыл бұрын
অনেক দিন পর সখ ও সজল এর নাটক দেখে খুব ভাল লাগলো
@villageagrokalaiya2 жыл бұрын
বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা
@tapasghosh351 Жыл бұрын
Excellento... very soothing... speechless...
@ariyanaamir48062 жыл бұрын
অসাধারণ ১টি নাটক দেখলাম
@mdtarakhossain88972 жыл бұрын
প্রিয় নায়কা শখ
@shirinsultana60762 жыл бұрын
Look at her(Shokh Apu) dressing sense!!!!!!How gentle and gorgeous.Masallah.
@mdshakhu77072 жыл бұрын
২৯২৪.বাংলাদেশী নাটকের ভক্ত।
@hamimal24342 жыл бұрын
Both are my favorite artists
@shohagfakir67732 жыл бұрын
It was really Nice...
@sayfulislam3703 ай бұрын
Shakh er songsar life onek valo lage
@mdtarakhossain88972 жыл бұрын
অারো নাটক চাই শখের
@neationneation75962 жыл бұрын
Onk Valo lagse natok ta ...tnx ..
@subhadiproy63962 жыл бұрын
যে গল্প বলা হয়নি হয়নি আজও সেই গল্পটি বলা, এক নিরালায় ,তোমার সাথে একলা পথ চলা!! কত নিমেষ হয়েছে যে শেষ, কত লহমা গেছে চলে--- অচিন স্রোতে হারিয়ে গেলে, লুকোচুরি খেলে।। অভিমানী মেঘটি আমার জমাট বেঁধে আছে, কথা হয়ে ঝরতে সে চায় , ব্যাকুল মনের কাছে।। রাত জাগা এক পাখির মতন নীরব অভিসার, না বলা সেই গল্প তোমায়, দিলাম উপহার।। গল্পটির পাতা জুড়ে অনুরাগী এক মন, মনের আকাশ ভরা , তাঁদের নিবিড় আলাপন।। না বলা সেই গল্পখানি আছে এখন গোপন, তোমার তরে হৃদয় জুড়ে করি তারে সৃজন। ফয়সাল এবং ঝুম্পার মধ্যে অনুরাগের প্রারম্ভে ছন্দপতন ঘটেছিল ফয়সলের এক অন্ধ অতীতের কারণেই। ফয়সাল এবং ঝুম্পা একে অপরকে ভালোবেসে ফেলেছিল অজান্তেই। ফয়সাল চেয়েছিল একটি স্বিকারক্তি এবং তারই সঙ্গে একটি মুক্ত জীবনের স্বাদ, কিন্তু এক নাশকতার নেশায় উন্মত্ত ফয়সাল তার বিষময় জীবন থেকে অবশেষে বেড়িয়ে আসতে পারেনি । তাই ফয়সালের মনের সেই গোপন কথাটি অস্ফুট হয়ে রয়ে যায়। অপরদিকে শান্ত স্বভাবের ঝুম্পাও তার একাকী জীবনে একমাত্র বন্ধু ফয়সালের অকশ্মাৎ বিহনে বাকরুদ্ধ হয়ে পড়ে। এমনিই এক মিলনের অপূর্ণতার মধ্যেই নাটকটির পরিসমাপ্তি। সজলের সুন্দর, পরিণত, মার্জিত স্বভাভটি তার অভিনয় গুনে আরো সমৃদ্ধ হয়ে পরিপূর্ণতা লাভ করেছে। অশম্ভভ সুন্দর সাজলের অভিব্যক্তি। মনের দ্বিচারিতার স্বভাভটি সজল খুব নিপুণ ভাবে তুলে ধরেছে। প্রতিভাময় এই শিল্পির জন্য আমার অগাধ ভালবাশা ।শখের উপস্থিতি নাটকে যথাযথ মনে হয়েছে। তবে রহস্যঘেরা এই নাটকটির উপস্থাপনা আরো দৃঢ় হলে খুশি হতাম। কবিতার পংতিগুলি সজলের প্রতি আমার ভালবাসা এবং শ্রদ্ধা পূর্বক রচিত। অনেক অনেক ভালো খেকো সজল। শুভেচ্ছা এবং ভালোবাসা , শুভদীপ রায়, কলকাতা।
@mdkader51052 жыл бұрын
onk vlo laglo
@nipasupriya24342 жыл бұрын
বাহ্ খুব ভালো লাগলো নাটকটা
@morshedkhanmajlish45062 жыл бұрын
Nice drama zahir khan
@shadawcontent29072 жыл бұрын
ধন্যবাদ জহির ভাই
@fashafasha21702 жыл бұрын
Sokher sastho Howate ekhon ager theke smart lage nice..
@hamimal24342 жыл бұрын
জীবনটা বেদনার
@dipongkordipu71582 жыл бұрын
অসাধারণ
@rifaatzahan92492 жыл бұрын
কাহিনীর আগা মাথা কিছুই বুঝলাম না। যাইহোক, অনেক দিন পর শখকে দেখতে পেয়ে ভালো লাগলো🥰
@AminulIslam-mp4rp2 жыл бұрын
Nice drams zahir khan
@aminulislamakash79412 жыл бұрын
জহির খান অসাধারণ নির্মাণ খুব সুন্দর ফ্রেম
@nayemmolla19732 жыл бұрын
অসাধারণ নির্মাণ জহির খান
@OmarFaruk-gj1ox2 жыл бұрын
Anika Apuke abar natoke dekbe chai
@mdmamunmiya92922 жыл бұрын
পাখির কারনে জরিমানা দিতে হবে নাতো।
@grdodol93922 жыл бұрын
Shokh apu re sey lage
@mdjayedislam49212 жыл бұрын
তৌসিফ মাহবুব ভাই এর সাথে শখ কে দেখতে চায়। 🖤
@hussaintarikh98942 жыл бұрын
❤️❤️
@jibontabedona25922 жыл бұрын
Amon shanto natok valo lage amar
@Lucky-xh5ko2 жыл бұрын
❤️❤️❤️🥰
@aminulislamakash79412 жыл бұрын
Nice
@NurAlom-zz8dl2 жыл бұрын
❣️❣️❣️
@sudiptapaul11722 жыл бұрын
Darun notun type er natok. Khub bhalo laglo
@mdarafatullah86802 жыл бұрын
হঠাৎ দেখলে ভাববে অপু 🤔
@rahmanshabab38662 жыл бұрын
Koi shokh apu ar koi opu🤣
@rahmanshabab38662 жыл бұрын
Matha kharap naki 🙄😠
@MdSabbir-ol4fg Жыл бұрын
তুলি সাহা & জি এম জন, দিবস ও রজনী আমি যেন কার আসায় আসায় থাকি, গান টা তো আসে না ভাই কেমনে পামু একটু বলেন ভাই
একটা গোটা নাটক শেষ হয়ে গেলো কিন্তু সজল কে চা বানানো আর শখের সাথে বসে গল্প করা ছাড়া আর কিছু করতে দেখলাম না।সে নাকি আবার নাশকতার চেষ্টা করছিল,কি যে গল্প কিছুই বুঝতে পারলাম না।
@Martyr_Hind_Rajab2 жыл бұрын
শখের চেহারা কতোটা পরিবর্তন হয়েছে
@tanbirchouwdhury39082 жыл бұрын
mirgazi
@naturalbeauty69952 жыл бұрын
Sokh er voice agger moto nae...ekhoni better ...agge basi nakami Kore kotha bolto...
@alicesmith45902 жыл бұрын
নাটক : যে গল্প বলা হয়নি পরিচালনা : জহির খান কবিতার বর্ণে,গন্ধে, গীতিতে একটা গল্পের উদ্রেক হল! কষ্টে ভারাক্রান্ত মন কথা বলে নিজেই, নিজের সাথে! শুরু হল এক দুষ্টু, মিষ্টি ভাগাভাগির গল্প। খাবারের বিনিময়ে বই। এমনটাই হয়ে ছিল ছোট্ট, মিষ্টি একটা বোঝাপড়া। ঝুম্পা আর ফায়সালের মধ্যে। দিবস রজনী আমি যেন কার আশায়,আশায় থাকি। তাই চমকিত মন,চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি। জাগরণে তারে না দেখিতে পাই,থাকি স্বপ্নের আশে------- ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। ঝুম্পা : আপনি আমার অতীত জানেন না। ফয়সাল : আর আপনি আমার বর্তমান। গল্পের ভাষা আর লেখার সাথে জীবনের একটা ব্যবধান থেকেই যায়। না বলা গল্পের মনের মণিকোঠা থেকে মুক্তি পাবার সিদ্ধান্ত হল কোনো এক স্নিগ্ধ, সুন্দর সকালে। এক মন থেকে আর এক মন অবধি। ক্ষণিকের তরে প্রহর গোনা। তাও বড় মধুর। কিন্তু না বলাই রয়ে গেল। লোকে তো কত কথাই বলে। নাশকতার চক্রান্ত ছিল ,বইয়ের আড়ালে। কিন্তু মন,সে তো তা মানতে নারাজ। এত ভালোবাসি ,এত যারে চাই, মনে হয় না তো সে কাছে নাই--- যেন এ বাসনা ব্যাকুল আবেগে ,তাহারে আনিবে ডাকি।। তাই যে গল্প বলা শেষ হল না দু'জনে,দু' জনের তরে, তা একদিন শেষ হবে। ঝুম্পা আর ফয়সালের যে দেখা হতেই হবে সেই না বলা গল্পের জবনিকা টানার জন্য। গল্পের নটে গাছটা তো মুড়তেই হবে। ফয়সালের ভূমিকায় সজলের রাগ,দুঃখ, অভিমান, রহস্যজনক অভিব্যক্তির কি অসামান্য অভিনয় - চোখের প্রকাশভঙ্গি ও গভীরতার মাধ্যমে। এমনটা তো জাত অভিনেতার কাজ। কি সহজ, অথচ গভীর উপলব্ধি। আর তার কি সাবলীল, অনায়াস অভিনয় শৈলী। খুব সহজভাবে, খুব কঠিন কথা অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে পারার নাম- আব্দুন নূর সজল। সুদেষ্ণা শূর , কলকাতা,পশ্চিমবঙ্গ।
@rahmanshabab38662 жыл бұрын
Baaah bhaiii 😇
@MdMohin-mj3vg2 жыл бұрын
এই নাটকের মেসেজ টা কি?
@ariyanrobin65702 жыл бұрын
Ami Seshe A Bujhi Nai, Natok A Sajal Asole Ki Chilo? Ki Nashokota Korteche Boi Er Arale?
@mostafazamanmurad57712 жыл бұрын
আমারও এরকম মনে হয়েছে এই গল্প থেকে কোন মেসেজ পাওয়া গেল না
@mostafazamanmurad57712 жыл бұрын
এই গল্পের মেসেজটা কি? কি রকম মানুষ রুপি দানব? কোন ধরনের নাশকতা করতে চেয়েছিল? আবার দেখানো হলো হঠাৎ করে চায়ের দোকানদার উধাও হয়ে গেল? লোকটার জীবনের গল্পই বা কি? আবার নাটকের নাম রেখেছেন যে গল্প বলা হয়নি 🙃🙃 আমার কেমন জানি মনে হচ্ছে আবার হচ্ছেও না মূল্যবান জীবনের এক ঘন্টা সময় নষ্ট করলাম না তো জহির খান?
@shaswatachakraborty41402 жыл бұрын
Hi
@mohidurmahi38942 жыл бұрын
এই ফিগার নিয়ে শখের নাটক করা কি দরকার, আরেকটু ডাইট করে আসলে ভাল হতো।।টাকার কি বেশি দরকার নাকি।
@Rubel-k9m4 ай бұрын
আইছা মানুষকে খারাপ চোখে দেখেন কেন এগুলা কি আপনার স্বভাব আর মানুষ দেখলে মন্তব্য করতেই হবে তাই না ইনশাআল্লাহ আমিন 👆 আবার রেডিও থাকেন ও দিনের জন্য
@msaifulseik11622 жыл бұрын
নাটকটা দেখলাম বাট নাটকটার আগাগোড়া কিছু বুঝতে পারলাম না
@dilawarrahman82052 жыл бұрын
Hijab Is Identyty For Muslim Woman Sura Nisa Sura Nuur Who Wear Hijab Like A Pearl In A Shell
@MdSahinor-j8h4 ай бұрын
1X from the network
@বিজয়-প৩ফ2 жыл бұрын
জানিনা কিভাবে তোমার দেখা পাবো,জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।