উপল দাদা বড্ড আন্ডাররেটেড একটা মানুষ। এই রকম আবেগ গানের মধ্যে কম শিলপীরই আছে। আর এই গান গুলো তো গান নয়, ২০০০-২০১০ এর স্কুল-কলেজ পড়ুয়াদের পুরো ইমোশন। ❤️
@ashiskumarchaudhury17173 жыл бұрын
ভাই উপল সেই 90'এর দশক থেকে আমি তোমার গানের দ্বারা সম্মহিতো হয়ে আসছি, এখন আমি 60+ এখোনো তোমার গান আমাকে 21+' পৌছে দেয়। তুমি আমাকে চেনো দেখলে চিনতে পারবে। ভালোবাসা নিও। ভালো থেকো সুস্থ থেকো।❤👍
@sampurnamukherjee35302 жыл бұрын
Amaro abostha taie Sir.... Sei class 8 theke or golar prem a dubechilam tokhon chintamo na... Dupurer khamokha kheyal a just hariye gechi... Ar manustio shisur moto ajo....
@hridoysarkar5276 Жыл бұрын
আমি বাংলাদেশ থেকে ১৭সাল থেকে শুনি, এখন আমার ২৩। ৬০বছর পর্যন্ত শুনতে চাই উপলদার গান
@naim_ndw10 ай бұрын
Listening in 2024 with 20 ages.😊
@JustSayingNepal7 ай бұрын
@@sampurnamukherjee3530to told him
@rinabiswas3008Ай бұрын
আমি আপনার বক্তব্যের সঙ্গে সহমত।
@ijustcomment4286 Жыл бұрын
LYRICS :যে তুমি তারার মত, যে তুমি মেঘের থেকে উঁচু। যে আমি ধুলোর মত, যে আমি তোমার থেকে নিচু। তুমিতো পরীর বেশে,তুমিতো মায়ার বশে নামো, আমি যে ছুটে চলি তোমার পিছু পিছু, থামো। দেখোতো বনের কাছে, দেখোতো নদীর কাছে চলো। বানাবো কাঠের বাড়ী, আমাকে নেবে কি তুমি বলো। যে তুমি ঝিলের মত, যে তুমি মিলেমিশে যাওয়া। যে আমি নুড়ির মত, যে আমি তোমার জলে ধোয়া। তুমিতো শ্রাবণ দিনে, তুমিতো দুকূল ভেঙে খেলো। আমি যে ভেসে চলি, তোমারই স্রোতে শুধু, বলো। দেখোতো বনের কাছে, দেখোতো নদীর কাছে চলো। বানাবো কাঠের বাড়ী, আমাকে নেবে কি তুমি বলো। যে তুমি আগুনরঙা, যে তুমি মাতাল করা পলাশ। যে আমি অনেকদূরে, যে আমি হঠাৎ ভেজা আকাশ। তুমিতো পাখির শীষে, তুমিতো হাওয়ায় মিশে এসো। আমি যে ছুটে চলি তোমার পিছু পিছু, বসো। দেখোতো বনের কাছে, দেখোতো নদীর কাছে চলো। বানাবো কাঠের বাড়ী, আমাকে নেবে কি তুমি বলো। FK you guys for not adding it
@saifalsujan3 жыл бұрын
উপল দাদা গানে ফিরেছেন,তার জন্য কি যে ভালো লাগচে তা বলে বোঝাতে পারবোনা। সেই কিশোর বেলার বন্ধু,সেই হাওয়া,মন,ভিনদেশি তারা,সহ অসংখ্য গান ছিলো আমার রাতের আর বিশেষ করে ভোর বেলার সঙ্গী। বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা নিবেন দাদা।
@subhendunch2 жыл бұрын
ভাবনার বাইরে... এত ভালোলাগা ! কয়েকশো বার শুনেছি..... আরও অনেক হাজার বার শুনবো... জানি , তাতেও মন ভরবে না ! উপল তুমি আরও এমন অপূর্ব গান দাও... আমরা সম্মোহিত হই
অনেক দিন পরে এই গানটা শুনছি। আমি টানা প্রায় ত্রিশ বার শুনলাম। এত আবেগ দিয়ে গাওয়া। মন ভরে যায়। ভালোবাসা নিবেন দাদা।
@santwanadas727411 ай бұрын
অপূর্ব, ভীষণ ভালো লাগলো তোমার গান, খুব ভালো থাকো 🌹🌹🌹🌹
@jyotiprakasmallik55132 жыл бұрын
সবচেয়ে বড়ো বিষয়, উপল গানটা গায় একেবারে ভিতর থেকে। স্বাভাবিকতা, সারল্য আর সাবলীলতার এরকম অনবদ্য
@jyotiprakasmallik55132 жыл бұрын
মিশেল -- উপল লা জওয়াব।
@saju37915 жыл бұрын
স্যরি আমাদের তাপস গানটাকে একদম ধর্ষণ করে দিয়েছে। আমি জানতাম না যে এটা এত সুন্দর একটা গান। আমি আরো মনে করেছিলাম এটা তাপসের গান এবং এ গানটা শুরু হলেই গানবাংলা চ্যানেলটা পালটে ফেলতাম। অসাধারণ গেয়েছো উপল দা
@chinmaymusicpark87424 жыл бұрын
This is what in my mind, you said freely. You are absolutely right.
@sariroy24454 ай бұрын
উপল এর গলায় অখণ্ড মাধূর্য আর পরিপুর্ণ আবেগ আছে বলে গানগুলো একটা অনন্য মাত্রা য় নিয়ে যেতে পেরেছে। ধন্যবাদ উপল।
@ongbongchong8094 ай бұрын
চন্দ্রবিন্দু ব্যান্ড ভালোবাসার আরেক নাম। প্রতিটা গান কী অনবদ্য। সেই কবে 'আমার ভিনদেশী তারা' দিয়ে শুরু করেছিলাম। আজও চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রতি মুগ্ধতা একবিন্দুও কমেনি।
@pradyumnabandyopadhyay7926 Жыл бұрын
এমন যে অনায়াস কথায় যে এমন একটা কবিতা হতে পারে ভাবতে পারিনি কোনো দিন।জ য়ন্তজ য়কে অভিনন্দন। উপলের গাইবার জন্য ই এই কবিতা র ভেসে আসা। নদীর ধারে কাঠের বাড়ি তে মায়ার টানে যদি ভুল করে সেই পরী নেমে আসে তার অপেক্ষায় আজ ও বসে আছি।
@mondarchoudhury863 Жыл бұрын
ভিনদেশী তারা, মন, এই গানটা... এরকম হৃদয় খুরে বেদনা কজনই বা জাগাতে পারে আর
@shaheenakhter6453 жыл бұрын
কতোবার যে এই গান শুনেছি / শুনি বলতে পারবো না, উপলের সব গান ই অসাধারন, গাওয়ার style অসাধারন👍🌺🍀👌
@kalparshibandyopadhyay44934 жыл бұрын
The one who is like the star, Aloft, higher than the cloud. And I’m just like mere dust, Much inferior, that shroud. You are in guise of an angel, An illusion that suddenly pops I run after you all the day Oh, my darling, please stop Let’s go near the forest, Let's look at the river. I will build a wooden home. Tell me, would you take me there? You, the one who’s like a lake, Mingle, meander, with ease Look, I am like pebbles, awash in water. Jeez! Going on a rainy day, you Submerge banks and over-spill I stay afloat, I float Oh, my darling, just chill. Let’s go near the forest, Let's look at the river. I will build a wooden home. Tell me, would you take me there? You, the fiery, Butea monosperma Drunken flower deep of joy Look, I’m far away from you Soused in the sky, and yet a coy. You are like whistle of birds That comes flitting in the air I run after you, all the day Oh, my darling, sit in a pair. Let’s go near the forest, Let's look at the river. I will build a wooden home. Tell me, would you take me there? Translation : Kalparshi Bandyopadhya
@jhornadeb70594 жыл бұрын
ত
@EvilSapphireR4 жыл бұрын
Darun! Darun! Beshir vaag Bangla to English translation er moto road roller na chaliye je aapni jotner saathe gaan take nijer kore niye onubaad korechen setake khub appreciate korlam.
@srijitadas88584 жыл бұрын
Nice translation
@ishratjahan9914 жыл бұрын
awesome
@srijitadas88584 жыл бұрын
The name mentioned,of the writer,is nice.'The English transformation' of the song is so appealing.This is the second time ,it caught my eyes,I felt like reading again,through the simple poetic feeling
@triashamanna31183 жыл бұрын
একটা সময় এই গানটা পাহাড় ভ্রমণের সঙ্গী ছিল, লুপে চলত গানটা। এখন তো আর সেভাবে ঘুরতে যাওয়াই হয়না, কিন্তু গানটা। শুনলে পাহাড়কে অনুভব করতে পারি বাড়িতে বসেই।অনেক দামি গান ❤️❤️❤️।
@sweetlittlethings54183 жыл бұрын
Ei gaan ta toke je suniyechilo taake gaan ta ami e suniyechilam re bhai
@marziarahman44554 жыл бұрын
বনের কাছে একটা কাঠের বাড়ির লোভে বছরের পর বছর একটা মায়ার ঘোর রয়ে গেল। এইরকম প্রশ্ন আবার এই গানে শুনতে পেয়ে মনে হলো, কী অদ্ভুত কাকতাল!
@md.robiulislamrubel40414 жыл бұрын
সত্যি কাকতাল। তবে কিছু জিনিস ঘোরের ভেতরেই সবচেয়ে বেশি ভাল লাগে, পেয়ে গেলে ঘোর কেটে যায়, শূন্যতায় অবহেলা ঢেকে দেয়।
@marziarahman44554 жыл бұрын
@@md.robiulislamrubel4041ধন্যবাদ।
@anunitade85304 жыл бұрын
তাই বুঝি? পাশে পাশে কে চলে? সে তবে কে? কি অরন্যতে গভীর রাতের কুটির প্রেম তো!স্রোতকে ভালোবাসিস তাই নাহলে আমি ই বা থাকবো কেন?আউরে🤷♀️🤷♀️💖💖
@pulakbhattacharjee50774 ай бұрын
আহা মন ভালো করা গান। অপূর্ব অপূর্ব
@rukuhere2 жыл бұрын
আরো বেশি ভালোবাসতে ইচ্ছা হয় গানটা শুনলে, ভবঘুরে ভাব ছেড়ে এক শহরে থেকে যেতে ইচ্ছা হয় আজীবন।
@sujataghosh73435 жыл бұрын
চমৎকার লেখা । এই সময়ের ভালোবাসার সহজিয়া উচ্চারণ । শুধু সুর টা মধ্যমানের । আর একটু যেন ভেসে যাই অন্যবার। তবুও শুভেচ্ছা । সকলকে ।
@DebashisBanerjee-e4i16 күн бұрын
উপল অসাধারণ। আমি উপলের একটা গান শুনেছিলাম প্রায় দশ বছর আগে। মিউজিক ছাড়া শুধু গলায়। এত ভালো লেগেছিল ওনাকে একাধিকবার গাইতে বলেছিলাম উনিও গেয়েছিলেন। গানটা রেকর্ড করা হয় নি। শুধুমাত্র একটা শব্দই মনে আছে ,,,,,,সিরিরি রাপ্পা।
@arafmehedi6 жыл бұрын
যে তুমি তারার মত যে তুমি মেঘের থেকে উঁচু যে আমি ধুলোর মত যে আমি তোমার থেকে নিচু তুমিতো পরীর বেশে তুমি মায়ার বেশে নামো আমি যে ছুটেই চলি তোমারই পিছু পিছু থামো... দেখোতো বনের কাছে দেখোতো নদীর কাছে চলো বানাবো কাঠের বাড়ি আমাকে নেবে কি? তুমি বলো?
জানালার পাশে, ঠান্ডা বাতাস, তারা ভরা আকাশ, এই গান🍁 জীবন অলৌকিক লাগছে। রাত: ১ টা ১৫ তারিখ: ১০/৪/২৪ 🇧🇩
@_ShamsPathan6 жыл бұрын
এই যে পথে পথে যেতে যেতে নতুন গান পেয়ে যাই! অসাধারণ !
@saptarshiandfriends555912 күн бұрын
চাঁদের আলো কোনোদিন তুমি আমার হবে না...বহু দূরে আছো অথচ তুমি জানো না, তুমি আমার শুধুই আমার...
@sanjaychakraborty29903 жыл бұрын
Excellent lyrics excellent tune excellent voice excellent group presentation. Excellent as a whole. Hats off. Carry on.
@PallabiBiswas-ui9wk2 жыл бұрын
37 e dariye 15 e fire gelam, my one fm, shared with whole section in class ix & x.....oh r upol da, chandrabindu,bhumir Gaan...!!!! Abesh r abesh...!!!!
@aranyaadhw2 жыл бұрын
১দম অনন্য, অসাধারণ, অনবদ্য।
@tamalhasan6613 жыл бұрын
One of my fav song! From Dhaka. It has as a close resemblance of the melodious songs of the 80s from the famous Bangladeshi band SOULS.
@শান্তনু-ল৭ঢ Жыл бұрын
❤❤❤❤
@sukanyaghosh29485 жыл бұрын
Darun. Aboseshe jayanto joy chattopadhyay k joggo shomman janano holo. Upal khub bhalo geyechen. Sudhu shomman janate deri holo ei ja
@KTUBD3 жыл бұрын
এই সময় এমন গান পাওয়াওয়াই যায় না। লেখা কিন্তু হেব্বি
@parthaee4 жыл бұрын
4.37 Anindya da and Anupam Roy in Audience...incredible.
@malabikabanerjee29443 жыл бұрын
Wow!! You have noticed a great thing.. This fact makes me feel this video more incredible.. Thanks
@malabikabanerjee29443 жыл бұрын
4:32 also
@sangeetasaha39455 жыл бұрын
মিউজিক অসাধারণ, উপল দা অপূর্ব, গান' নিয়ে কোনো কথাই নেই।
@obak62985 жыл бұрын
Your singing is touch my heart. গানটা যখনই শুনি রিপিট করতে বাধ্য হয়...
@big-gyan91783 жыл бұрын
Same bro
@pc2478 Жыл бұрын
এই সব গানের পর শুধু একা থাকতে ইচ্ছে করে, away from the pretence!
@tannydas39743 жыл бұрын
দেখোতো বনের কাছে দেখোতো নদীর কাছে চলো, বানাবো কাঠের বাড়ি আমাকে নেবে কি..? তুমি বলো.....
@surajitghosh255 жыл бұрын
নির্মল ভালোবাসা, ভোরের আকাশ এবং শিশুর মতো নিষ্পাপ
@ayansaha579418 күн бұрын
Onek hard rock hard rock korechi, but aaj saradin sudhu ei tai sunchi
@susmitadas115917 күн бұрын
চন্দ্রবিন্দু ❣️❣️❣️❣️❣️
@pratikdutta142117 күн бұрын
❤
@pratikmajumder99572 жыл бұрын
শেষ গান এইটা প্রায় ৩ বছর আগে আপলোড করেছিলেন আপনারা। অনুরোধ করছি আরো গান আপলোড করুন এরম আপনাদের এই চ্যানেলে। এগুলোই কর্পোরেট জীবনের রোজের শেষে সপ্তাহন্তে একটা অপার শান্তু দেয়। প্রসেন, উপল আরো বাকি যারা আছে... ❤️
@mihirsen76315 жыл бұрын
চমৎকার একটি গান। melodious presentation. খুব ভাল লাগলো শুনে ও দেখে
@@sweetlittlethings5418 gaan er naam 'Jey Tumi' , album Best of Bangla band
@riddhikoushik5 жыл бұрын
Check out Jey Tumi by Aabbulish on Amazon Music music.amazon.in/albums/B011RAN02Q?trackAsin=B011RAN4MW&ref=dm_sh_pUJedILY9vSAZK7MqzcK7k34d
@anunitade85304 жыл бұрын
একে কি বলে ভালোবাসা? যে প্রেম অমূল্য কি না সন্দেহ তাকে কি করে প্রেম জাপ্টে ধরে!💝💚💚💗💚💚💗💚💚💗💚💚💗💚💚💗💚💚💗💚💚💗💚💚💗💚💚💗💚💚💗💚💚💗💚💚💗💚💚
@biplabnath963 жыл бұрын
Upal da your voice is great.
@anunitade85304 жыл бұрын
একসাথে পথ---পাশে পাশে পথ চলতে চলতে অনেকটা দূর----সেই নির্জনপুর নাম----তার সাবুজিক।। এক রাত শেষে ছুঁই।।চল্🙋♀️🙋♀️❣❣💚💚💗💗💚💚💗💗💚💚💗💗💚💚💗💗💚💚
@khanjahid22522 жыл бұрын
Brother Upal, I my from Chattogram, I became your A Big Fan, I am a Singer also, but you are too too better than me, please give us more untill we die...
@sheihawa2 жыл бұрын
thank u.
@golponiyehajir5 жыл бұрын
উপল সেনগুপ্ত আমার প্রিয় উপল দা , রুদ্র ও সঙ্গী দের কে আমার ♥️
@golponiyehajir5 жыл бұрын
অসাধারণ অসাধারণ
@Mustraveller11 ай бұрын
2024 এ কে শুনছেন??
@animeglancer8 ай бұрын
Sunchi ...sunbo Sara jibon
@bluebeatz0073 ай бұрын
Ami
@EnakshiBanerjee-o1x3 ай бұрын
Aamir....
@anunitade85304 жыл бұрын
এতোকিছুর পরে সংশয়! একে কি বলে?বিচ্চুপনা না!🤷♀️💕
@moneraaddaghor8663 жыл бұрын
সেই প্রথম দিনের গান, আমরা জানতাম না জয়ন্ত জয় বর্মন না জয়ন্ত জয় চ্যাটার্জি ... সুর দিয়ে গান তৈরি, অ্যালবামও। সেই বর্মন সাহেবকে পাওয়া যায়নি, অবশেষে অ্যালবামে বর্মন সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে প্রকাশ ..এবং জনপ্রিয়, যে তুমি .. দীর্ঘ দিন , প্রায় দশ বছর পরে উপল গাইলো .... সুর আর কথা নিয়ে প্রচুর চর্চা ,.. কথা জয়ন্ত জয় চট্টোপাধ্যায়, চন্দন সুর ঋদ্ধি, চন্দন কন্ঠে ঋদ্ধি, সায়ন ব্যান্ড আব্বুলিস
@arvindzzzz5 жыл бұрын
I just discovered Upal Sengupta and his music. Even though I don’t understand a word of Bengali the music is awesome. Any place one can find the English translation for this?
@khairunnahardiba57063 жыл бұрын
You can see the above comment of Kalparshi Bandapaddhay. He translet this. ❤️
@nushraummakulsum85233 жыл бұрын
Gaan ta khub shundor..khub valo lagey gaanti shuntey.
@Mesbah.3 жыл бұрын
দেখোতো বনের কাছে, দেখোতো নদীর কাছে চলো.. বানাবো কাঠের বাড়ী, আমাকে নেবে কি তুমি বলো? ।।
@sandipandawn99666 жыл бұрын
Seii purono Chandrabindoo.. Mayabi...
@sayansannyasi23865 жыл бұрын
Haa... Purono Chandrabindoo mejaj 💛❤️
@thekeyofhappiness69118 ай бұрын
কাছের মানুষের পছন্দের গান তাই আজ প্রথম বার শুনলাম
@khanjahid22522 жыл бұрын
Love you guys nice composed indeed
@noman_yesman5 жыл бұрын
'যে তুমি তারার মত' কথা ও সুর- চন্দন ও ঋদ্ধি 'যে তুমি তারার মত, যে তুমি মেঘের থেকে উঁচু। যে আমি ধুলোর মত, যে আমি তোমার থেকে নিচু। তুমিতো পরীর বেশে,তুমিতো মায়ার বশে নামো, আমি যে ছুটে চলি,তোমারই পিছু পিছু.. থামো.. দেখোতো বনের কাছে, দেখোতো নদীর কাছে চলো। বানাবো কাঠের বাড়ী, আমাকে নেবে কি তুমি বলো। যে তুমি ঝিলের মত, যে তুমি মিলেমিশে যাওয়া, যে আমি নুড়ির মত, যে আমি তোমার জলে ধোয়া। তুমিতো শ্রাবণ দিনে, তুমিতো দুকূল ভেঙে খেলো। আমি যে ভেসে চলি, তোমারই স্রোতে শুধু, বলো। দেখোতো! যে তুমি আগুনরঙা, যে তুমি মাতাল করা পলাশ। যে আমি অনেকদূরে, যে আমি হঠাৎ ভেজা আকাশ। তুমিতো পাখির শীষে, তুমিতো হাওয়ায় ভেসে এসো। আমি যে ছুটে চলি তোমারই পিছু পিছু.. বসো। দেখোতো বনের কাছে!'
@num-mesid88385 жыл бұрын
Thank you
@rahulmal19934 жыл бұрын
Thanks
@subhasismahato81002 жыл бұрын
Thank you so much
@rimpanaskar98763 жыл бұрын
আমাদের পুরো কৈশোর কাল জুড়ে আছেন আপনারা...এখনো আছেন❤️ ...ভালো থাকুন
@monirahoque83603 жыл бұрын
অন্যরকম মুগ্ধতা... ❤
@BIONINirmalGhosh5 жыл бұрын
Upal is best.....lovely song
@ndy69 ай бұрын
উপল বরাবরই ভারি মিষ্টি, ভীষণ প্রিয়।
@anunitade85302 жыл бұрын
তবে তো শূন্য সে আর তুই 👈 ভেবে দেখি নেওয়া যায় কিনা🤦♀️ অমনিতে দিবি👈 তাহলে নেবো🤷♀️🌿❣🌿
@dibyendumondal6147 Жыл бұрын
কেনো বাঙালী রা এমন বাংলা গান গুলো না শুনে হিন্দী, পাঞ্জাবী, উর্দু, নিয়ে পড়ে আছে..!!!!
@Unknown_Bong6 жыл бұрын
Asadharon..... Onek valobasa roilo.... :*
@shaelahasan35102 жыл бұрын
Wao fatafati lyrics
@ankurmondal89193 жыл бұрын
চন্দ্রবিন্দু 🙏🙏🙏❤️
@hmabdunnursayem24183 жыл бұрын
O dada,Khun Khun Valo laglo
@anunitade85304 жыл бұрын
আবার!নীচু কেন? আকাশ হয়ে ডাকলেই উড়ে যাই💥😻
@gaanabohomaan94485 жыл бұрын
Je tumi tarar moto gaan ta amar bhalo lagar gaaner ekti. Abbulish band er ekti album gaanta anekdin aagei released hoy. Gaan abohomaan concert e ei gaanta ami gai Abbulish band-er moukhik permission niei, ar shetari video eti. Ei gaan ta iti moddhei anekeri khub bhalo legechhe. Khub samproti amar kobi Jayanta Joy Chattopadhay r sathe alap hoy. Jante pari onar ekti kobita Nayantara theke ei gaan er katha ti nea. Ei kobita ti 1998 shal e march mash e Desh patrika e chhapa hoy. Pore jante pari ei kobitar opor bhitti korei ei gaan ti lekha hoy. Jayanta babu r naam ta credit theke baad pore gechhilo bole ami khub i dukkhito. Jayanta babu-r Nayantara kobita ti niche dilam Upal Nayanta Je tumi nayantara, je tumi tarar theke unchu Je ami dhulor moto, je ami tomar theke nichu Tumi to mayar boshe, tumi to porir beshe, naamo Ami je tomar pichhu, Ami je chhutay chole, thamo Dhyakho to boner kachhe, dyakho to nodir kachhe, bolo Banabo kaather bari, amake nebe ki tumi? cholo
@SnehangshuBarman15 жыл бұрын
Tumi khub bhalo manush Upalda.
@salilmahanti74285 жыл бұрын
Abbulish ki eta mention koreche tader gan e??
@shibashismukherjee44264 жыл бұрын
Mention korle to Upal agei jante parto.
@indrajitgupta16974 жыл бұрын
@@SnehangshuBarman1 একদম তাই...
@anunitade85304 жыл бұрын
কে বলেছে উঁচু? যদি উঁচুতে তুলিস এই ধপাস করে আছাড় খাবোই দেখে নিস🤷♀️🤷♀️ চল্ বলছি তো চল্ এ পথ ও পথ করে চলি চ🤷♀️🤷♀️💖
@anunitade85304 жыл бұрын
চল্ বসে বসে শুধু পাতার হাওয়ার ভাবের শব্দ শুনি।।
@ashishbhattacharyya4331 Жыл бұрын
An energetic rhythmic song! ❤
@trishabiswas65293 жыл бұрын
Jekono bangla gaane Bangladesh r kolkata 2 jaega theke eksathe comments dekhle ki bhisonn bhalo lage ! Amader eki atta ora kata tar diye bhag kore diyeche tobe sotty sotty alada korte parlo koi !???❤️ Bhalobasha neben Bangladesh er bondhura kolkata theke bolchi🙏
@souvikmeister Жыл бұрын
I love the violinist Rohan. Bhai you are amazing. The first 5 times I listened because of Upal's emotional rendering and the way that energy transfers to Prashmita, Satadal, Rudra, and Dodo. The remaining 50 times, I wait for the violin solo to appear. Do you have other pieces I can listen to ?
@bappamahato61244 жыл бұрын
Ai gaanti amar khub priyo gaan UPAL DAR gawagaaner madhye ekti.
@mourinmehzabin91695 жыл бұрын
Oshadharon ekti Gaan.
@abanindraroy89903 жыл бұрын
সত্যি -ই তাই
@kuntalntpc43754 жыл бұрын
আমার প্রিয় গান গুলোর মধ্যে অন্যতম প্রিয় গান হলো এই গানটি