আবার যেন নতুন করে জেগে উঠল সেই নবাবী আমলের ইতিহাস । অনেকদিন পর আপনাকে দেখলাম দাদা। খুব ভালো থাকবেন । ❤️
@SOTOTA663 жыл бұрын
অসাধারণ এক খোঁজ ! পাশ দিয়ে কতো হাজার, লক্ষ মানুষ চলে যায় কাঠগোলা বাগান দেখতে কিন্তু কারও মনে কৌতূহল জাগে নি ! মানস ভাই সত্যি, মুর্শিদাবাদের আর এক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ! নতুন একটা ইতিহাস জানতে পেরে খুবই ভালো লাগলো ! অনেক ধন্যবাদ !
@sumantasaha86453 жыл бұрын
আপনি আর বাংলাদেশের সালাউদ্দিন ভাই বাংলা ইতিহাস নিয়ে দারুন কাজ করছেন
@JashimUddin-yx9bu2 жыл бұрын
Right
@dipanyita38893 жыл бұрын
আমাদের বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস কে এত সুন্দর ভাবে তুলে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানস বাবু । আপনি এভাবেই এগিয়ে যান আর নতুন ভাবে আমাদের ইতিহাস কে তুলে ধরুন ।
@washimraja97923 жыл бұрын
বাহ্,এ তো এক নতুন আবিষ্কার। আপনাদের সত্যি ই খুব ধন্যবাদ জানাই, এই আবিষ্কার এর সাথে আপনাদের নাম জুড়ে থাকবে।
@NKITZTV3 жыл бұрын
মুরশিদাবাদ তথা সিরাজউদদৌলার ইতিহাস অনুসন্ধান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ।
@apurbakumarrogyuhh38383 жыл бұрын
দারুন অনুসন্ধান। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা রইলো
@panchalichoudhuri57673 жыл бұрын
মানসবাবু আপনাকে ধন্যবাদ জানতে কুন্ঠা লাগে ! কেননা আপনি মুর্শিদাবাদের ইতিহাসকে পুনরুদ্ধার করার জন্য যেভাবে খেটে চলেছেন তাতে একদা মুর্শিদাবাদ বাসী হিসেবে খুবই গর্বিত বোধ করি আপনার জন্য , আপনি আপনার লক্ষ্যে সফল হোন এই কামনা করি , আর আমরা আপনার ভিডিও দেখে সমৃদ্ধ হই --- পরবর্তী ভিডিও অপেক্ষায় রইলাম
@Unknownvlog-w6n3 жыл бұрын
ক্ষমতা পাওয়ার লোভ যদি না থাকতো তাহলে আজকে বাংলার ইতিহাসটা অন্যরকম হত। লোভের কারণে বাংলার পুরো ইতিহাসটা পরিবর্তন হয়ে গেল। বাঙালি জাতি হিসেবে এটা আমাদের দুর্ভাগ্য।
@bablubaidya34993 жыл бұрын
বাঃ দারুন অসাধারণ মনোমুগ্ধকর তথ্য দিলেন। একেই বলে ইতিহাস, সাবাশ ;ধন্য "মানস বাংলা"। পরীক্ষিত বাবু এবং ছোট্ট মমকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভালো থাকবেন 🙏🌷💕
@bappadityapaul97123 жыл бұрын
আবার ও একটা হারিয়ে যাওয়া ইতিহাস জনসমক্ষে তুলে ধরার জন্য ধন্যবাদ। দারুণ লাগলো আজকের ব্লগ ।পরীক্ষিত বাবুকে শুভেচ্ছা জানাই আপনাকে সহযোগিতা করার জন্য, ছোট্ট ইউটিউবার মৌলীর জন্য অসংখ্য ভালবাসা।
@sujandas12913 жыл бұрын
আবার সেই অজানা ইতিহাস জানার জন্য প্রয়াস ৷ খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা । আপনি আমাকে নতুন করে ইতিহাসের প্রতি আগ্রহ দেখানোর পথ খুঁজে দিয়েছেন আপনার চ্যানেলের মধ্য দিয়ে ৷
@trucklovers213 жыл бұрын
Khub valo laglo dada chaliye jao ❤️
@FirojakhtarSheikh4 ай бұрын
মানব দা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সালাম জানাই মুর্শিদাবাদ জেলা ফজলুর রহমান ফিরোজ আলী আপনাকে ধন্যবাদ সালাম জানাই মানবজাতি ইতিহাসকে তুলে ধরার জন্য ধন্যবাদ সালাম
@sorrygaming.1233 жыл бұрын
Darun ❤️
@ritasarkar983 жыл бұрын
Ami apnar niomito dorsok. Apnar prochesta dekha mugdho. Ato etihas ar sakkhi hote pere somridho holam. Thank you .
@aminaala90343 жыл бұрын
Apnader duijawn k dhonnobad .
@shahiduzzamanfoysal69322 жыл бұрын
great work, thanks
@fazlulhoque66743 жыл бұрын
এই কবরের পাশ দিয়ে ছোটবেলা থেকেই বাবার হাত ধরে জিয়াগঞ্জ যেতাম ৷ আজকের মতো লালবাগ তখন ছিলোনা ৷ টুকিটাকির জন্যও ছিলো জিয়াগঞ্জ নির্ভর ৷ কবর স্হানটি দেখে বাবাকে জিগ্গাসা করলে বলেন ---চিনিমহলের কবরস্তান ৷ পাশেই রয়েছে১০/১৫ ঘর মুসলিমের বাসস্হান ৷ দীর্ঘ ৪০/৪২বছর ধরে লালিত ধারণা মানস দা ভেঙে দিয়ে প্রকৃত ইতিহাস জানানোয় অসংখ্য ধন্যবাদ ৷
@mastersismail50862 жыл бұрын
ধন্যবাদ মানস দা আমি সৌদিআরব থেকে দেখছি
@nehakarmakar45733 жыл бұрын
Jayga ta bohubar dekhechi kintu vabte parini..onek dhonnobad dadavai🙂
@mansurali76762 жыл бұрын
আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।
@mdmahabubulalam20923 жыл бұрын
আমি বাংলাদেশের ঢাকা জেলার লোক আদি বাড়ি বরিশাল বর্তমানে অস্ট্রিয়া প্রবাসী আপনার প্রতিটি ইতিহাস ভিত্তিক ডকুমেন্টারি গুলি বস্তুনিষ্ঠ ঐতিহাসিক আপনি প্রকৃত ইতিহাসকে তুলে আনতে চেষ্টা করেন গবেষণার মাধ্যমে আপনার এই কষ্টের দাম আমরা যারা ভিউয়ার্স আছি তারা হয়তো দিতে পারবো না কিন্তু আপনার ডকুমেন্ট্রি চলাকালীন সময়ে যতগুলি অ্যাড আসে স্ক্রিপ্ট না করে দেখার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটা আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ডকুমেন্টটি গুলি আমাদের জন্য নিয়ে আসবেন ভালো থাকবেন আপনার সাফল্য কামনা করি পরিশেষে আপনার ফুটফুটে কন্যার জন্য রইল অনেক আশীর্বাদ
Ati Sundar ebong bastabachito ak khoj. Murshidabad er anache kanache charie thaka prasad er dhangsa bases ebong khabar khana guli sab thathya jeno nirvajal ak ati bastabatar nidarshan. Dhanyabad.
@aditidasgupta67493 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ মানস দা
@taramandalvolg17862 жыл бұрын
আমি কখনোই যাই নাই ওখানে মুর্শিদাবাদে। তবুও আমার ভালো লাগে এই তথ্য দেখানোর জন্য ইতিহাস দেখতে আমার খুব ভালো লাগছে, নিয়মিত আমি দেখেই যায় যতই দেখছি ততই আমার মগজ ধোলাই হচ্ছে। মানস দা যখন নেমেছে পুরো ইতিহাস বেরিয়ে আসবে আমার বিশ্বাস
@rupkathasaikat2023 жыл бұрын
কাঠগোলা বাগানবাড়ির গা ছুঁয়ে অন্তরালে ঘুমিয়ে আছে এমন ঐতিহ্যবাহী জায়গা ! --- সত্যিই অভাবনীয় !! রীতিমতো রহস্য-সন্ধানের থ্রিল আজকের ভিডিওতে। অভিনন্দন জানানোর ভাষা নেই.. আমি শিহরিত। মানস বাংলাকে বিমুগ্ধ কুর্নিশ 🙏💐🙏
1999 সালে কাঠগোলা বাগানের এই কবর সংলগ্ন এলাকায় একবার বনোভোজন করতে যাই. সেই সময় জায়গাটি এত জঙ্গল ছিল না. কিছু ঘাস ছিল. আর কিছু ভাঙা কবর ছিল. তখন এমনকি এখনও জানতাম না ওটা সিরাজউদ্দৌলা এর বংশধর দের কবর. আজ নতুন কিছু জানলাম. ধন্যবাদ মানস দা.
@sunitimandal1922 Жыл бұрын
মানস বাবু আজ আপনার ভিডিও তে নবাবের বংশের লোকদের দেখলাম কথা শুনতে পেলাম। এটা শুধু আপনার জন্য হলো ভালো থাকবেন।
@sumaiyayeasmin3122 жыл бұрын
দাদা,আপনার ভিডিওটা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছি।আপনি যে মহৎ কাজে নিবেদিত হয়েছেন।তা যেনো শেষ করতে পারেন,সেই কামনা রইলো।সৃষ্টিকর্তা আপনার সহায় হোন
@mahaswetamazumder65563 жыл бұрын
কেন জানিনা, ফিরে গেলাম সিরাজ আর লুৎফার সময়।মনে হয় যদি নবাবকে বাঁচিয়ে রাখা যেত।না সশরীরে তাঁকে ফেরাতে পারবোনা,তবুও আপনার দ্বারা তাঁকে আমাদের মননে বাঁচিয়ে রাখতে পারি।
@desiboysagar62223 жыл бұрын
আপনি কি বাংলাদেশ
@কৃষিজাদুঘর2 жыл бұрын
হুম
@rafiqulislam-us7tw3 жыл бұрын
মানসদা,আপনার দেয়া ঐতিহাসিক অনেক ভিডিও দেখেছি। ভিডিও গুলো দেখতে দেখতে পেছন ফিরে হারিয়ে যাই নবাবী আমলে। যাঁর কৃতিত্ত্ব আপনার। আপনার মাধ্যমে পশ্চিম বঙ্গ সরকারের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি, এই ঐতিহাসিক কবরস্হানকে সংস্কার করে সংরক্ষন করার।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@ghontuthedustucat3 жыл бұрын
সবাই সিরাজদ্দৌলার বংশধর নিয়ে ব্যস্ত 🙄 অনেক ভালো লাগলো দাদা বিড়াল সমাজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।
@keyaganguly463 жыл бұрын
অসাধারণ ও অমূল্য এই ভিডিওটি। মনটা ভরে উঠলো এক ভালোলাগায়- না হারিয়ে জাননি নবাব। মিশে আছেন তাঁর বংশধরদের মধ্যে। যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা টির সংষ্কার প্রয়োজন। আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাই। আশায় রইলাম এই অঞ্চলের উপর আরো কিছু ভিডিূওর। অনেক অনেক সাফল্য আসুক আপনার। শুভকামনা জানাই।
@MegaSiddharth100 Жыл бұрын
বাঙালি আত্মবিস্মৃত জাতি, দীর্ঘ দিনের এই অপবাদ মনে হয় এবার দূ্র হবে আপনার এত অনুসদ্ধানী চোখ ও মন - উভয়ের কারণে। মুর্শিদাবাদের ইতিহাস নতুন প্রজন্মের কাছে ক্রমান্বয়ে তথ্যনিষ্ঠ রুপে তুলে ধরবার জন্য। শুভেচ্ছা অনন্ত । ভাল থাকবেন 🙏
@hellobdtours29603 жыл бұрын
দাদা আমার কোন ভাষা নেই যে, আপনার ভিডিও গুলো এতো ভালো লাগে তা কিভাবে আপনাকে বোঝায় । তবে সবসময় অপেক্ষায় থাকি কখন আপনার ভিডিও আসবে। এতো তথ্য সমৃদ্ধ ভিডিও আমি আর দেখিনি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
@mebashir73112 жыл бұрын
Oh dada very sad. It shall be preserved. Thank u.
@pavelmukherjee17643 жыл бұрын
মানস দার মানস চক্ষু দিয়া মুর্শিদাবাদ এর অজানা তথ্থ জানলাম । খুব ভালো লাগল ।👍
@mdakramuddin34663 жыл бұрын
মন ভরে গেল,১২:৪৫মি. সময়ের জন্য ২৫০-৩০০ বছর পিছনে চলে গেলাম।
@sunnyrahaman62083 жыл бұрын
ধন্যবাদ মানস দাদা । আপনার জন্য এক নতুন ইতিহাস দেখতে পেলাম ।
@md.abdulganiahsan79513 жыл бұрын
Manas Dada l am from Bangladesh. I am an Orthopedic surgeon. I always try to watch Your videos. You are great. Go ahead and keep it up.
@azizulwadudbahar16953 жыл бұрын
খুব ভাল লাগলো । ধন্যবাদ প্রিয় মানস দা' ! নিরন্তর শুভ-কামনা, অনেক অনেক ভালবাসা ♥♥♥ !
@alisharahiya73133 жыл бұрын
ধন্যবাদ মানসদা, বাংলাদেশ থেকে বলছি
@nasimahamed32323 жыл бұрын
Sotti khub valo video,apnar jonno abr notun eakta vlo video pelam dada.Vlo thakben dada apni
@sufisufi94652 жыл бұрын
Tnx dada babu
@rahimaakter24823 жыл бұрын
সুন্দর এপিসোড । অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
@AnandaBhattacharya3 жыл бұрын
খুব ই তথ্য বহুল.....
@nahidkhalid93643 жыл бұрын
Dada onek vlo laglo....love from 🇧🇩🇧🇩🇧🇩
@arnabdas19643 жыл бұрын
আমাদের জেলার ইতিহাস আবার ও নতুন করে তুলে ধরলেন । অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
@rehminaahmed55693 жыл бұрын
Dada khub valo legese apni j notun kore itihas gulo khuje bar korsen thank you Dada apnaderke ar jodi paren kobor gulo cinhito korar jonno cesta koren
@mdmizan90153 жыл бұрын
অনেক দিন পরে আপনার নতুন ভিডিও পেলাম খুব ভালো লাগছে
@razzakmolla26543 жыл бұрын
শুভ সন্ধ্যা দাদা আপনার প্রোগ্রামগুলো আমি লন্ডন থেকে দেখি আমার কাছে এই ইতিহাস গুলো খুবই ভালো লাগে দেখি যদি কোনো সুযোগ আসে বাংলাদেশ যাওয়ার পরে যদি সময় করতে পারি তাহলে মুর্শিদাবাদে একবার আসবো আপনার সাথে কন্টাক্ট করব আপনার টিমকে এবং আপনাকে অনেক ধন্যবাদ
@Moinak82 жыл бұрын
মুর্শিদাবাদের ইতিহাস বৃক্ষ আপনি প্রতিনিয়ত সিঞ্চন করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে।
@bajitpurupajelabnpkishorganj-53 жыл бұрын
কিভাবে জানি হারিয়ে যায় মানস দার তথ্য সমৃদ্ধ ভিডিওতে। পুরনো দিনগুলি ফিরে পাওয়ার অন্বেষায়.........
মানস দাদা সালাউদ্দিন সুমন ভাইকে নিয়ে সমন্বয় করে দুদেশে কাজ করলে মনে হয় সঠিক, নির্ভুল ঐতিহাসিক বিষয়াবলী বের করা সম্ভব হতো।
@monoranjanghosh28723 жыл бұрын
Vison valo laglo dada
@abdulbarick20312 жыл бұрын
thank you
@hemaahmed40833 жыл бұрын
দাদা সালাম ধন্যবাদ 🧡🧡💛🧡💛🧡
@farooqueakter95643 жыл бұрын
ধন্যবাদ মানষ দা আপনি হলেন নবাব গবেষক।
@pradipchandrabala19823 жыл бұрын
Thanks
@MoniBangla1 Жыл бұрын
sir আমি খুব গর্বিত যে আপনার মত ইতিহাস এই সময় ডিজিটাল আপনাকে ধন্যবাদ জানাই সত্য ঘটনাকে তুলে ধরার জন্য স্যার একবার আপনাকে দেখা করার খুব ইচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি সেন্ড করেন খুব আনন্দ হতাম এবং খুব গর্বিত হতাম আমি একটা ছোট গোলাকার আমি আপনার ভিডিও দেখে দু-একটা ভিডিও করেছি আপনাকে খুব ইতিহাস নিয়ে জানতে এবং তো আপনার সঙ্গ পেলে হয়তো আরো কিছু জানব আপনার কোন বই থাকলে সেটাও আমি পড়তাম তো স্যার একবার কি দেখা করা যাবে
@goutamroy55673 жыл бұрын
Manash Babu khub sundar apner prayash.Tabe apner kache akta anurodh picture Saha Book deed hisabe thake ei babashtha karun.
@MAMuqsith3 жыл бұрын
Many thanks for this awesome video...Love for Mouri...Like father like daughter...
@ব্যাঙেরছাতাটেলিফিল্ম3 жыл бұрын
বাংলাদেশ থেকে শুভেচ্ছা রইল মানস ভাইয়া। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করছি। ভাল থাকবেন
@baborseikh27653 жыл бұрын
Thanks Dada💛💛💛
@sorrygaming.1233 жыл бұрын
Aro onek video banan
@riyachakrabortysarkar26503 жыл бұрын
Adhir oprkhai roilm dada.
@atreyosarkar54613 жыл бұрын
কতো শতবার এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে গিয়েছি তার ঠিক নেই। কাঠগোলার পাঁচিল শুরু হওয়ার আগে এই দেওয়ালের ধ্বংসাবশেষও অনেকবারই চোখে পড়েছে। কিন্তু ঘুণাক্ষরেও এর তাৎপর্য বুঝতে পারিনি। আরেকটু শীত পড়লে সাপখোপের ভয় আরেকটু কমলে একবার যেতেই হচ্ছে।মানসবাবু অনেক ধন্যবাদ আপনাকে, এইরকম এক রোমাঞ্চকর সত্যি তুলে ধরার জন্য। আপনার বাংলার ইতিহাস নিয়ে গবেষণা সত্যিই গবেষণা। পুনশ্চঃ মীরজাফরের বংশের সম্পর্কে দুটি খুবই intersting তথ্য/টপিক আমি পেয়েছি। কিন্তু তার সত্যতা যাচাই করা বা পুরো বিষয়টা নিয়ে আরো কিছু খুঁজে বার করা আমার পক্ষে সম্ভব না। হয়তো আপনি পারবেন। আপনি অনুমতি দিলে আমি আপনাকে সেই দুই বিষয় DM করে দেবো। ভালো থাকবেন।
@manasbangla3 жыл бұрын
জানাবেন।
@SgAlternation3 жыл бұрын
সত্যি মানস দাদা আপনি অনেক রিসার্চ করেন। খুব ভালো লাগে আপনার ভিডিও। ♦️♦️♦️♦️♦️♦️👍👍👍👍
@batibasto3 жыл бұрын
Bes 🌼🌼🌼... dada sirajbag theke tomar bari kotodure go???
@suvendumukherjee73603 жыл бұрын
Vison valo Proyas go Manash Da.Go Ahead.
@masumreja77173 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕
@abhinaba19803 жыл бұрын
Asadharon... durdanto...kono bhasha nei apnader dhonnobad jananor. 🙏