Lyricist ( লেখক )- সুব্রত মাহাতো এত সুন্দর একটা টুসু গীত আপনারা প্রেজেন্ট করছেন, অথচ যিনি লিখেছেন তার কোনো উল্লেখ নেই কেনো? একটা গীত লিখতে কত ভাবনার , অনুভূতির প্রয়োজন হয় আপনারা নিশ্চয় জানেন। আপনারা অন্যের লেখা এভাবে প্রেজেন্ট করতে পারেন না। চ্যানেলে রিপোর্ট করা হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ এর বিরুদ্ধে।