Рет қаралды 6,253
Soundtrack: Jhora Pata
Singer: ন্যান্সি ও হাবিব ওয়াহিদ
Album: Rong
Released: 2012
Song lyrics-
ঝরা পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়
একা একা ফিরে দেখা
দক্ষিণ হাওয়ায়
কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার
অন্ধ বাঁধনে
সে পথ চলার
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে ।।
ভেবো না আমায়
নিয়ে সুখেই আমি আছি
আঁধারে ভয় নেই আর
তুমি কি এখনও
তেমনই আছো
নাকি বিষণড়ব আবার ।।
কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার
অন্ধ বাঁধনে
সে পথ চলার
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে ।।
ভালবাসার
বলো ভালো কি আছে
সেই বারান্দাতে আজ
পাশাপাশি সে হাত
লাজুক সে চোখ
আছে কি সেই আদরে ।।
কিছু কি ছিলনা বলার
কিছু ধরে রাখবার
অন্ধ বাঁধনে
সে পথ চলার
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে
সন্ধ্যা তারা জ্বালেনা
কেউ আমার আকাশে ।।