ইউরিয়া পটাস আর জিংক একসাথে মাটিতে দিলে কোনো ধরনের খতি হবে কি না
@agriculturehelparbengali3 ай бұрын
🙏 না এখানে কোন ক্ষতি হয় না। আপনি ব্যবহার করতে পারেন।
@morshedmollick50923 ай бұрын
ধান গাছে খোলাপচা হলে পটাশ স্পেরে করা যাবে কি?
@agriculturehelparbengali3 ай бұрын
🙏 হ্যাঁ শুধুমাত্র পটাশ স্প্রে করা যাবে সারের মধ্যে।
@pradipkumarsingha-rq3qs4 ай бұрын
Dhan gacher paskathi barabo! Ki ki use korbo?
@agriculturehelparbengali4 ай бұрын
🙏 পাশ কাটি বাড়ানোর জন্য ওষুধ আছে তবে তার আগে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবস্থা কিন্তু ঠিক রাখতে হবে। আর যে পিজিআর গুলো আছে সেগুলো ব্যবহার তখনই করা যাবে যখন আপনার ধান গাছের গ্রোথ কম থাকবে ঠিকঠাক মতো গুরুত্ব হচ্ছে না পাশ কাটি সংখ্যা বাড়ছে না সেই সময় ব্যবহার করা যায়। সে ক্ষেত্রে পিলাটাস ব্যবহার করতে পারেন এছাড়া পুষক গ্রীন ব্যবহার করতে পারেন এতে ধান গাছের গ্রোথ এবং পাশ কাটির দুটোই বেড়ে যায়। তবে এর ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ জেনে তারপরে ব্যবহার করবেন।
@AminurRohman-q3f4 ай бұрын
জিংক+ বোরণ+ সালফার তিনটা একসাথে মিশিয়ে ইস্পে করা যাবে কি।
Zink + Boron +Patash এই 3 টি উপাদান কি একসঙ্গে মিশিয়ে স্প্রে করা যায় , ধানশিষ বের হওয়ার পর ? তবে মাততারাগুলো জানান ।
@agriculturehelparbengali4 ай бұрын
🙏 তিনটে কে একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে তবে ধানের শীষ বের হওয়ার পরে নয় ধানের শীষগুলো সম্পূর্ণভাবে বের হবে যখন ধানের শীষ থেকে ফুল ঝরে যাবে ধানের দানাতে চাল তৈরির প্রথম পর্যায়ে স্প্রে করতে হবে।
@manikdolai47544 ай бұрын
শিষ থেকে বেরিয়ে দানায় পরিপূর্ণ হয়েছে , সেই মুহূর্তে জিংক + বোরণ+ 0050 এই মিশ্রণে বোরোণ এর পরিমাণ কি হবে প্রতি লিটার জলে?
@agriculturehelparbengali4 ай бұрын
🙏 আমরা যদি প্রতি লিটারের হিসেবে ধরি তাহলে জিংক প্রতি লিটারে যাবে ১/২ গ্রাম এবং বরণ দিতে হবে প্রতি লিটারে ২ গ্রাম এবং ০-০-৫০ দিতে হবে প্রতি লিটারে ৩ গ্রাম।