গুরুদেব এর কি অভিনয়...কি ব্যাক্তিত্ব..মুখে পাইপ নিয়ে কথা বলা...কেউ না কেউ পারবে না...অসাধারণ অভিনয়...🙏🙏🙏...তোমায় প্রণাম গুরুদেব🙏🙏🙏
@shubhamghosh9651 Жыл бұрын
শেষ চিত্রে রাধার কথা বন্ধ হয়ে যাবে, ভোলার নয় ওই অভিনয়। চোখে জল এসে যায়। এমন হৃদয় নাড়িয়ে দেওয়া ছবি, ভাবা যায় না। আর উত্তমের অভিনয়। মনে হয় যেন আমার চারপাশে জ্যান্ত চরিত্রগুলি।
@নাঈমইসলামতনয়3 жыл бұрын
এইসব মুভি না দেখে কিভাবে থাকে মানুষ! এতো সাবলীল অভিনয় এক কথায় অসাধারন😍
@shrayocybanerjee63422 жыл бұрын
Tomari oi bala chok. Ai gan ta you tube dakha movie ta dekta agrho hoi
@smpsmpk45613 жыл бұрын
2021 এও ছবিটি নতুন। এই হল সৃজন। অসাধারণ অনবদ্য।
@gmrsajib3 жыл бұрын
এই মুভির প্রতিটা ডায়ালগ অনেকদিন আমার মনে থাকবে। ইন্ডিয়ান বাংলা সিনেমার একটা মাইলফলক হয়ে থাকবে এই সিনেমা। উত্তম কুমারের ইংরেজি উচ্চারন অনেক স্মার্ট❤❤❤
@okdebjani41672 жыл бұрын
জন্মের আগের ছবি দেখে চোখে জল এলো,কত ক্ষমতা ছিল এই অভিনেতা অভিনেত্রী দের।প্রণাম পরিচালক ও কাহিনিকার দের।।
@AliHasan-io4nb2 жыл бұрын
ছবিটি দেখে শিখলাম,পানি ঝরালাম,এত পুরনো ছবি কিন্তু ভবিষ্যৎ এর ছবিকে ও হার মানাবে,ভালবাসা রইল বাংলাদেশ থেকে
@nurzaman16353 жыл бұрын
অসাধারণ ছবি। এরকম ছবি আর কখনও হবে না। উত্তম কুমার সুপ্রিয়া দেবীর কী অসামান্য অভিনয়? কাঁদিয়ে ফেললো। উভয়েই ছিলেন কিংবদন্তি।
@shamirchandratalukder7446 Жыл бұрын
0 0zlbonglgyasa
@anjanbhowmick56242 жыл бұрын
এইজন্য বলে উওম কুমারের সঙ্গে উওম কুমারেরই তুলনা চলে , কেউ ধারেকাছে আসে না । সুপ্রীয়া দেবীর অসাধারণ অভিনয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
@ajitkumer34683 жыл бұрын
২০২১ সালে এসে একজন সব সময় হলিউড মুভি দেখা লোক এতো রাতে সেই আদিকালের মুভিটা দেখছি, আসলে ভালো মুভি সবাই দেখে। কি অভিনয় রে বাবা।
@masumakatun12753 жыл бұрын
ঠিক বলেছেন
@samardas24683 жыл бұрын
@@masumakatun1275 moo
@aditidutta23503 жыл бұрын
^9% 0
@sanatbain78713 жыл бұрын
@@masumakatun1275 thik bolcen vai... ki ovinoy re baba
@shihankhan39733 жыл бұрын
একদম ঠিক!!! ৫০-৬০ বছর আগে এই লেভেল এর মুভ্যি হতো,, ভাবা যায়???😍😍
@sharminhassan27223 жыл бұрын
অসাধারণ একটি কাহিনী।আর অভিনয় সেতো বলার অপেক্ষায় রাখে না। ভীষণ কান্না করলাম ছবিটি দেখে।❤❤
@samirpathak7033 жыл бұрын
অসাধারণ ছবি। অসাধারণ গল্প। অসাধারণ অভিনয়। মন ছুঁয়ে গেল, দুই চোখে শুধুই জল। আসলে এই ছবি গুলো অমলিন, তুলনাহীন। 2021 সালে ও পুরাতন হয়না।
@bonggojbihonggo9912 жыл бұрын
সিনেমাটা কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের উপন্যাস রেজারেকশন অবলম্বনে নির্মিত। কিন্তু দুঃখের বিষয় সিনেমায় এই তথ্যটি উল্লেখ করা নাই৷
@urmilamandal813 жыл бұрын
সিনেমা টা দেখে মনটা ভরে গেলে।অসাধারণ সিনেমা।উওম কুমার সতি্য মহানায়ক।
@dewanmunna92783 жыл бұрын
সাহসী গল্প,অসাধারন অভিনয়। সমাজে বহু পুরুষের আসল চেহারা উন্মোচিত করার দুর্বার প্রয়াস আজ থেকে ৫০-৫২ বছর আগে নির্মিত এই ছবিতে চমৎকার ভাবে প্রস্ফুটিত হয়েছে।
@soumitralahiri93933 жыл бұрын
Dewan Munna Munna মনে রাখবেন, মানুষেরই মাঝে স্বর্গ নরক, দুটোই দেখানো হয়েছে এই চলচ্চিত্রে।
@dewanmunna92783 жыл бұрын
@@soumitralahiri9393 আমার মনে রাখা না রাখায় কিছু যায় আসেনা।আপনি যদি ছবির মুল কনসেপ্ট বুঝে থাকেন তাহোলেই যথেষ্ট।
@dewanmunna92783 жыл бұрын
@@soumitralahiri9393 আমাকে জ্ঞান দেয়ার বা মনে করিয়ে দেয়ার দায়ীত্ত্ব অযথা নিয়েছেন।আমি ছবি দেখি বিনোদনের জন্য।মতামত দেই যেটুকু বুঝি তা নির্ভর করে।
@soumitralahiri93933 жыл бұрын
@@dewanmunna9278 মতামতের বিনিময়কে " জ্ঞান দেওয়া " বলেন কেন? আপনার মত আপনি জানিয়েছেন, সেটা পড়ে আমার যা মনে হয়েছে জানিয়েছি। ব্যস্, চুকে গেছে। এবার ক্ষান্ত দিন।
@arabindasarkar64673 жыл бұрын
Ĺ
@dhrubajyotimukhopadhyay97902 жыл бұрын
মহানায়ক এর অসাধারণ একটি উপস্থাপনা. একটি গভীর মনোস্বাত্বিক ছবি. মহানায়ক ও সুপ্রিয়া দেবীর একটি সুপার হিট ছবি
@shahroopjalal9083 жыл бұрын
ছবির মূল কাহিনি বিশ্ববিখ্যাত লেভ তলস্তয়ের 'রেজারেকশন' উপন্যাস অবলম্বনে। এটা কোথাও উল্লেখ করা হয় নি। যাহোক, সুপ্রিয়া দেবীর অসাধারণ অভিনয়গুণ আমাকে অভিভূত করেছে। উত্তম কুমারের কথা কী বলবো!
@nandinighosh77813 жыл бұрын
Mul kahini samporkito tathyoti peye bhalo laglo. Sotti ki abhinoy! Ashrusajol chokhe likhchhi.
@dilwarhussain23193 жыл бұрын
@@nandinighosh7781@ আর অশ্রুসজল চোখে আমিও আপনার লেখাটি পড়েছি!
@swapanchatterjee29893 жыл бұрын
Immovable. acting and direction.
@swapanchatterjee29893 жыл бұрын
Immorable acting
@mdmohinuddin67123 жыл бұрын
Hmm.ta thik
@prasenjitghosh23622 жыл бұрын
Asadharon.. uttam kumar and supriya devi and others just onoboddo..
@indranilchatterjee26732 жыл бұрын
পরিচ্ছন্ন রুচির মূলধারার এমন সব বাংলা ছবি আবার পূর্ণ প্রবাহে ফিরে আসুক।
আমার বয়স 70 বৎসর। তবুও এই সমস্ত সিনেমা এখনও দেখে চোখ জলে ভরে ওঠে।
@jenatjara8309 Жыл бұрын
একই অবস্থা আমারও দাদা-----।
@shankarlalchakraborty9172 Жыл бұрын
আমার 79 ঐ একই রকম অনুভূতি।
@saifologyy2 ай бұрын
৩৭ এ আমার কোন রোগে ধরলো যে প্রতি রাতে একটা করে উত্তম কুমার দেখি 😂
@hasibbhuiyan8399 Жыл бұрын
আবার দেখলাম মুভিটা। উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীর অভিনয় এর জন্য মুভিটা বার বার টানে। কি সিনেমা হতো এক কালে।
@amitsarkar66513 жыл бұрын
মনে হচ্ছে দেখে 2021 এর কোনো well made ছবি দেখলাম bahh উত্তম কুমার❤️❤️
@soumyadipacharjee54363 жыл бұрын
সিনেমার নামটাই শুধু এতদিন শুনে এসেছিলাম,আর আজ তা দেখলাম।সত্যি বাস্তব সমাজের চিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তা এই সিনেমাটা দেখলে বোঝা যায়।সিনেমার শেষে সত্যি বলতে চোখের জল আটকাতে পারলাম না। আর একটা কথা এইরকম মানুষ গুলোকে হারিয়ে আমরা সত্যি কারের অভিনেতা,অভিনেত্রীদের হারিয়েছি😰😰😰
@mounteverest24923 жыл бұрын
Akdom dada
@Shahidullandofficer7 ай бұрын
সিনেমা শিক্ষার মাধ্যম।
@dipuray55562 жыл бұрын
মহানায়ক উত্তম কুমার তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্মার্ট ছিলেন।
@nilkanthadebnath47602 жыл бұрын
অসাধারণ একটা সিনেমা নিজেকে ধরে রাখতে পারলাম না। সুপ্রিয়া দেবীর এই ধরনের অনবদ্য অভিনয় এর আগে দেখেছি বলে মনে হয় না। যদিও সুপ্রিয়া দেবীর অনেক ফিল্ম দেখার সৌভাগ্য হয়নি। আমরা সবাই সুচিত্রা সেনকে নিয়েই অনেক চিন্তাভাবনা করি। অবশ্যই তিনি মহান নায়িকা ছিলেনই সঙ্গে সুপ্রিয়া দেবীও যে একজন মহান নায়িকা ছিলেন এই সিনেমা দেখার পরে সেটা যেন আবার অন্তরে প্রমাণিত হলো। আর মহানায়ক উত্তম কুমারের কথা, বলার কোনো ভাষা নেই ওনার অভিনয় প্রসঙ্গে।
@debasishbarman2923 жыл бұрын
এরপর থেকে কোন মেয়ে কে খারাপ বলার আগে দশবার ভেবো।।।মেয়েরা খারাপ হয় ছেলেরা হয়না,মেয়েরা নষ্ট হয়, ছেলেরা নষ্ট হয়না- কি আজব নিয়ম সংসারের
@somitadutta82163 жыл бұрын
দারুণ বলেছেন । আপনার মতো মনোভাব সকলের থাকলে সমাজে মহিলাদের আর কোনো দুর্দশার সম্মুখীন হতে হতো না । কিছু মানুষের ভীড়ু ও কাপুরুষোচিত আচরণের জন্যে মহিলাদের বদনামের শেষ নেই ।
@Eduliture3 жыл бұрын
একটা সিনেমা দিয়েই বিবেচনা করলে হবে না, মেয়েরাও ছেলেদের নষ্ট করে৷ রাধা একজন যাকে নষ্ট করেছে ইন্দ্র, কিন্তু ইন্দ্রের চারপাশে আরও বহু নারী আছে যারা ইন্দ্রকে নষ্ট করেছে৷
@_missarpita3 жыл бұрын
Ekdom thik
@proproot2 жыл бұрын
শরৎচন্দ্র "শ্রীকান্ত" তে বলেছেন যে একজন নারী কে সন্দেহ করে সঠিক হওয়ার চেয়ে তাকে সন্দেহ না করে ঠকে যাওয়া অনেক গুণ ভালো।কারণ সংসারে রাজলক্ষী,অভয়া,অন্নদাদিদি দের মত নারী রাও আছে।
@183kamrulhasan52 жыл бұрын
নারী -পুরুষ কাউকে তার পুরো ঘটনা না জেনে দোষারোপ করা উচিত নয় । ষাট - সত্তর- আশি দশকের নারীর ভূমিকা পরিবর্তন হয়েছে । নারীর হাতেই বহু নারীর খুন হচ্ছে , শিশু মারা পড়ছে । এই ছবি অার বর্তমান সমাজকে গুলিয়ে ফেললে ভুল হবে ।
আমার জর্মের আগের ছবি কতো দক্ষতার সঙ্গে অভিনয় করেছে উত্তম ও সুপ্রিয়া দুজনের চরিত্র গুলো যেন একেবারে জীবন্ত... আজকে You tube তে দেখলাম অসাধারণ কোনো ভাষা নেই বলার মতো
@ভালবাসা-ফ৩ঠ2 жыл бұрын
শুধু চিৎকার করে কাঁদলেই অভিনয় হয় না। উত্তম কুমারের অভিনয় দেখে বর্তমান পরিচালক, অভিনেতাদের শেখা উচিৎ। শুধু মুখের এক্মপ্রেশন দিয়ে কি অভিনয় করেছেন মহানায়ক। আহা! কি বলব! মহানায়কের আত্মা মোক্ষ লাভ করুক।
@SwainTech Жыл бұрын
I cried 😭 what a legendary movie 😭😭 Supriya Debi was her best in this movie. I never forget about this movie. Maybe i just watched my all time favourite movie.
@chandanhalder58322 жыл бұрын
আজকাল অনেককেই মহানায়ক বলা হচ্ছে। উত্তমকুমারের অভিনয় দেখলে তারা লজ্জা পাবেন আশা করি।
@Debkumar-j8b3 ай бұрын
চোখে জল এসে গেল.... মহানায়ক ইনি.... অসাধারণ অভিনয়... দেশের অমূল্য সম্পদ ইনি চিরকালের মহানায়ক...
@saifologyy2 ай бұрын
পুরো পৃথিবীতে মহানায়ক একজনই সেইটা উত্তম কুমার।
@jeweljewel23542 жыл бұрын
এক কথায় অসাধারণ। সমাজের সত্য চিত্র তুলে ধরার জন্য।
@koushikdutta83223 жыл бұрын
আমি জানিনা এরকম সিনেমা আর তৈরি হবে কিনা। তবে একটা কথাই বলবো উত্তম ইজ উত্তম। বাংলার মানুষ যে মহানায়ক কে হারিয়েছে শত চেষ্টা করলেও তা আর ফিরে পাওয়া যাবে না।
@paramitaraychakrabarti38803 жыл бұрын
খুব ভাল লাগল ছবির গল্প ও চিত্রনাট্য। উত্তমকুমার ও চন্দ্রাবতী দেবীর সাবলীল অভিনয় অনবদ্য ।
@bonggojbihonggo9912 жыл бұрын
কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের রেজারেকশন উপন্যাস অবলম্বনে 'জীবন জিজ্ঞাসা' সিনেমাটি নির্মিত। দুঃখের বিষয় সিনেমায় প্রথমে এই তথ্যটুকু উল্লেখ করা হয়নি৷
@farhanamoon85043 жыл бұрын
Excellent ovinoy. Uttam Kumar is the best. Osomvob sundor akta movie . Na dekhle jibon britha
@debendramaity86602 жыл бұрын
অসাধারণ। নিখুঁত অভিনয়। মনে থাকবে চিরদিন।
@somahesh49433 жыл бұрын
অসাধারণ একটা সিনেমা যেমন বলিষ্ঠ চিত্রনাট্য তেমনই দুর্দান্ত অভিনয় উত্তম সুপ্রিয়ার অভিনয় সম্পর্কে অনবদ্য বললে খুব কম বলা হয় কিছু কিছু দৃশ্যে সুপ্রিয়ার অভিনয় চোখে জল এনে দেয় আর এই সিনেমায় যে মেসেজটা পেলাম সমাজের ঢোখে যারা পতিতা কলঙ্কিনী তারাও তো পরিবার সন্তান চায় তার কারণে তারা প্রতারিত হয় সমাজে দুর্নামের ভাগী হয় তারাই আর যারা তাদের জীবনটাকে পাঁকে টেনে নামায় অর্থ আর ক্ষমতার জোরে তারা পার পেয়ে যায় সমাজে সসম্মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাদের দিকে কখনো আঙুল ওঠে না পরিশেষে একটাই কথা বলি যদিও আমি উত্তম সুপ্রিয়া বলেছি তাদের অসম্মান করার জন্য বলিনি আমি এজন্য ক্ষমাপ্রার্থী
@moumitapurkayastha75323 жыл бұрын
]p L
@moumitapurkayastha75323 жыл бұрын
Pll
@kalyanimandal Жыл бұрын
অনবদ্য সিনেমা, সম্ভবত জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে,উত্তম কুমার ছিলেন আমার প্রথম কৈশোরের প্রেম, তার নয়ন ভোলানো হাসি এবং অসাধারণ অভিনয়ের জন্য।
@golammostafamontu10963 жыл бұрын
ছবিটি যখন দেখি তখনই আপন মনে চোখ দিয়ে পানি গড়িয়ে পরে।অনেকবার ছবিটি দেখেছি।যখনি দেখি তখনি দেখতে মন চায়।
@rajibsarkar24373 жыл бұрын
Question is
@bonggojbihonggo9912 жыл бұрын
কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের রেজারেকশন উপন্যাস অবলম্বনে 'জীবন জিজ্ঞাসা' সিনেমাটি নির্মিত। দুঃখের বিষয় সিনেমায় প্রথমে এই তথ্যটুকু উল্লেখ করা হয়নি৷
@mohanmondal14293 жыл бұрын
সুপ্রিয়া দেবীর অসাধারণ অভিনয়ে মুগ্ধ হলাম ।
@kamruzzamanbakul4333 Жыл бұрын
Extraordinary acting by Uttam Kumar and Supriya Devi. ❤ for them.
@dipalibhattacharjee8892 жыл бұрын
অসাধারণ অভিনয়। আগেও দেখেছি। তখন ছোট ছিলাম। ভুলে গেছিলাম অনেক কিছু। আবার দেখলাম মুগ্ধ হলাম। সমৃদ্ধ হলাম।
Sotti ki ashadharonnnnnn story r acting ❤️❤️👏👏👏❤️❤️🙏🙏❤️❤️ thank you so much for uploading the movie ♥️♥️👌👌♥️♥️👌👌
@SumonKumer-r4s3 ай бұрын
সুপ্রিয়া দেবী এবং তনুজা র অন্যরকম ফ্যান হয়ে পড়েছি।। সত্যিই সবদিক থেকেই অসাধারণ ছিলেন তারা আর মহানায়ক ছিলেন অবিশ্বাস্য,অতুলনীয়। ধন্যবাদ।
@ranjitmallick4570 Жыл бұрын
কী অসাধারণ অভিনয় !!!!
@iamswastika4 жыл бұрын
Such sad touching story....kept crying through out the movie
@rejaulhossain2102 Жыл бұрын
One of the best movie of Uttom Kumar.
@kobirulislam3802 Жыл бұрын
চোখের জ্বল ধরে রাখতে পারলাম না,এমন একটা গল্প অভিনয় মন ভরে উপভোগ করলাম
@kamrunnaherparvin Жыл бұрын
অসম্ভব রকমের ভালো একটা ছবি
@barunbag17083 жыл бұрын
কি কমেন্ট করবো ভাষা খুজে পাই না, সব দিক দিয়েই অসাধারণ।
@abdulkaderkajol62633 жыл бұрын
কাহিনী টা অসাধারণ ছিলো, সুপ্রিয়া দেবী খুব খুব ভালো অভিনয় করেছেন!
@bonggojbihonggo9912 жыл бұрын
কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের রেজারেকশন উপন্যাস অবলম্বনে 'জীবন জিজ্ঞাসা' সিনেমাটি নির্মিত। দুঃখের বিষয় সিনেমায় প্রথমে এই তথ্যটুকু উল্লেখ করা হয়নি৷
@amitdutta55973 ай бұрын
অসাধারণ মুভি,,,, ওনার অনেক মুভি দেখেছি ছোট থেকে এটা দেখা হয়নি,,, সত্যি এরকম কাহিনি অভিনয় উওম কুমার বলেই সম্ভব তবে কিছু কিছু যায়গায় সুপ্রিয়া দেবী সবাইকে ছাপিয়ে গেছেন কোনো কথা না বলেই,,,, অসাধারণ,,,,
@youcantry2 Жыл бұрын
উত্তম কুমার কি অসম্ভব হ্যান্ডসাম সুপুরুষ ছিলেন।
@sathiroy55114 ай бұрын
অসাধারণ, যত বার দেখি, মনে হয় নতুন করে দেখছি ২০২৪ এসেও আগেও দেখবো❤❤
@arindammazumdar11874 ай бұрын
সুপ্রিয়া দেবীর অনন্য অভিনয় ৷ ক্লাসিক৷ তার সাথে উত্তম বাবু৷ অনন্য জুটি৷
@mdnazimuddin79662 жыл бұрын
অসাধারণ কাহিনি। বাস্তব ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।
@con17472 жыл бұрын
কি অসাধারণ সিনেমা! সাবরমতী দেখার পর থেকে উত্তম-সুপ্রিয়া জুটির প্রেমে পড়ে গেছি।
@Tonyvai-w1d4 ай бұрын
পৃথিবীর no 1 ব্যক্তিত্বের নায়ক,যার সঙ্গে hali,bali,toli কারো তুলনা নেই মহান উত্তমকুমার
@epochtechie68622 жыл бұрын
Many years ago in a village somewhere in Bangladesh it was very late at night. I was probably 9 or 10 years old . We used watch movies late at night with low volume while our dad was asleep. I watched this movie alone while everyone was sleeping. As a boy , I didn’t understand the relationship dynamics of this movie. The intimate scenes were very confusing to me as well. I will never forget how sad and moved I was by the movie. Especially the metamorphosis of the actor when he realized that he had ruined a girl’s life . I will also never forget how the girl never reveal the person whom she had been intimate with. Until today, I have searched for this movie so many times. I even looked at a list of Uttam Kumar movies but couldn’t find it because I had forgotten the name of the movie . Thanks so much for posting this and making me nostalgic. Bangla cinema died with Uttam Kumar . He will forever be the hero of both Bengals
@samirpal3657 Жыл бұрын
Excellent supriya devi
@ranajitsarkar488611 ай бұрын
শুদ্ধাপূর্ণ অশ্রুপাত ছাড়া বলার কিছুই নেই। এ কি অভিনয়..? বর্তমানে এর ধারেকাছেও কেউ নেই। এসব সিনেমা বর্তমানে যারা সিনেমা পরিচালনা করে ও অভিনয় করে তাদেরকে ক্লাশ করে শেখা উচিৎ।
@esitamandal64703 жыл бұрын
চোখের জল, এই দুর্দান্ত মুভির উপহার।
@soumitralahiri93933 жыл бұрын
এই সিনেমার কাহিনী সম্ভবত টলস্টয়-এর Resurrection উপন্যাস অবলম্বনে গড়া। মার্জিত অভিনয় যে কত ঊচ্চে উঠতে পারে, উত্তম বাবুর এই performance তার একটা মানদন্ড হয়ে থাকবে চিরকালের জন্য। সুপ্রিয়া দেবীও অনবদ্য। তবে 'চন্দর দাস' চরিত্রের অজানা অভিনেতাটিকেও শত শত সেলাম জানাই।
@soumensanyal48913 жыл бұрын
Uni bikhyato ovineta kumar Roy....
@soumitralahiri93933 жыл бұрын
@@soumensanyal4891 বহুরূপীর কুমার রায়! এই তথ্যটি জানাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এ অভিনয় ভোলার নয়।
@soumensanyal48913 жыл бұрын
Haa.. Moncher osadharon ekjon ovineta... Cholochitre khub besi uni ovinoy koren ni... kintu ei cinema te onar ovinoy osadharon bises kore climax court scene e.
@gunindranathdas34103 жыл бұрын
@@soumensanyal4891 hlndlson Hlndlson Hjndls0g
@soumensanyal48913 жыл бұрын
@@gunindranathdas3410 Eta ki bolte chaichen... bojha gelo na...
@kunalprasad80172 жыл бұрын
Eibar line diye Uttam Kumar er boi dekhbo. Sotti Mahanayak 🙌
@piyalichatterjee51292 жыл бұрын
Osadharom movie.. Speechless....
@saikatdas27673 жыл бұрын
Uttam kumar is like mount evarest..... Ei chobi te lokkhonio Or english uccharan ta sunun after came from London🇬🇧
@swapankumarchakraborty35822 жыл бұрын
আজও নতুন ,কি অসাধরণ মহানায়ক
@MIZANURRAHMAN-yc9dh Жыл бұрын
চোখে পানি চলে এসেছে,23.09.05
@drishtisen64923 жыл бұрын
সুপ্রিয়া দেবীর অভিনয় মনে গভীর দাগ কেটে গেলো | অভাবনীয়, কল্পনাতীত |
@tapasnaskar38203 жыл бұрын
Last scene of the movie make me cry 😥😥
@koyeliyabanerjee431322 күн бұрын
অসাধারণ!!!! যেমন কাহিনি তেমন সকলের অভিনয়।।।
@kobirulislam3802 Жыл бұрын
শেষে কান্না ধরে রাখতে পারলাম না! কিছুটা নিজের জীবনের সাথে মিলে গেলো খুব খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে! নিজেকে সংশোধন করা দরকার।
@tapasmukherjee5363 жыл бұрын
ছবিটি দারুণ সুপ্রিয়া দেবি দারুণ অভিনয় করেছেন
@mohammadmizan65892 жыл бұрын
23-12-2021 উত্তমকুমারের দেখা প্রথম সিনেমা জীবন জিজ্ঞাসা এজন্যই তিনি কিংবদন্তি অসাধারণ অভিনয়।
@sreemadutta39732 жыл бұрын
Aro kichu dekhun bhalo lagbe
@mohammadmizan65892 жыл бұрын
@@sreemadutta3973 জি রোদন ভরা বসন্ত সিনেমা চমৎকার, আরো বেশ কয়েকটি দেখা শুরু করেছি।
@hannanbadsha62633 жыл бұрын
আমি শ্যামল মিত্রের গানের কথা বলবো। এক কথায় অসাধারণ।
@uttammukherjee15133 жыл бұрын
Jatobar dekhi oner avinoy satti mughdha hoye jai.....amader bangla chalochhitra jagath k uni ja diye gachen....tar vashay kono bakhha hoy na....evergreen excellent actor...🙏🙏
@biplobdey41253 жыл бұрын
আমার প্রিয় নায়ক এর কোন ছবি মিস করি না,,২৫/৭/২০২১ এ দেখলাম,,সেশ মেশ চোখের পানি ধরে রাখতে পারলাম না,,😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
@amenaakter80642 жыл бұрын
দেখেও কেন যেন বারবার টানে এই অসাধারণ মুভিটা 🙁🙁
@nabilahmed67173 жыл бұрын
একাল এবং সেকালের বাংলা সিনেমার মধ্যে আমাকে সেকালের সিনেমাই বেশি টানে। তার মধ্যে আবার উত্তম কুমারের সিনেমা। এই সিনেমাটি দেখলাম এবং অভূতপূর্ব আনন্দে অশ্রু বিগলিত নয়ন।
@rabbihasan3643 жыл бұрын
I learned a lot from watching this movie in 2021
@nilaislam50063 жыл бұрын
তাই?🤨
@bonggojbihonggo9912 жыл бұрын
কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের রেজারেকশন উপন্যাস অবলম্বনে 'জীবন জিজ্ঞাসা' সিনেমাটি নির্মিত। দুঃখের বিষয় সিনেমায় প্রথমে এই তথ্যটুকু উল্লেখ করা হয়নি৷
@aminulhoque16053 жыл бұрын
মহানায়ক উত্তম কুমার চিরকাল সবুজ থাকবেন ।
@abhijitchanda38354 ай бұрын
মৃত্যু সজ্জায় চোখের যে ভঙ্গিমা করলেন সুপ্রিয়া দেবী আজকের অভিনেত্রীদের তা কাছে শিক্ষণীয়, অনবদ্য অভিনয় 🙏🏼
@Bappadeb-87 Жыл бұрын
দারুণ একটা মুভি। ফেসবুকে এই ছবির আদালতের একটু অংশ দেখে পুরো ছবিটা দেখার ইচ্ছে জাগলো। আজকে দেখলাম।০৫/০১/২০২৩
@Debabiswas-81272 жыл бұрын
উত্তম কুমার এর সিনেমা ৩১/০৫/২২ সালে এসে দেখা ,,, যায় আসে পাশে অন্য কোনো সিনেমা নেই