পিতা পুত্রের ছন্দ কথা মন্দ নয় তার কোন কথা ৷ নিরবে করলাম শ্রবণ ৷ শত জন্মের সাধনা থাকলে পরে পিতা পুত্র একত্রে কবিগান গাইতে পারে ৷ মনে আমার ছিল সাদ পড়ে গেছি আমি বাদ | কিসে সাদ মিটাব গোসাই | তুমি কর সেই আশিষ যাতে আমার মনের প্রকাশ ঘটে৷ সুমন বাবু যে গাইলো গান সেই গান আমার মনপ্রাণ যানিনা গাইবো আমি কবে ৷ জয় পাগল