আপনার রাজস্থান সিরিজটা খুব ভালো লেগেছে আমি দেখার পরে সামনে জানুয়ারিতে যাওয়ার প্ল্যান করেছি। আপনার জয়পুর এবং আজমির নিয়ে কোন ভিডিও আছে থাকলে তার লিংকটা একটু দেবেন দেখব। বিকানের ক্যামেল ফেস্টিভাল ডেট কবে হবে যদি জানান তো ভালো হয়।।
@PINTUCHITRAKAR3 ай бұрын
জয়পুর আজমিরের ভিডিও আসবে। অনেক অনেক ধন্যবাদ। আপনার যাত্রা শুভ হোক। উট উৎসবের দিন টা , এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি একটু আমাকেও খোঁজখবর নিতে হবে।