পৃথিবীর সবকিছু নাকি ভালোবাসার কাছে মূল্যহীন। ধন, দৌলত, রূপ, যশ খ্যাতি সবই। তেমনি শাওনকে লোকে যতোই খারাপ বলুক, বাজে কথা বলুক সেসবকিছু হুমায়ুনের প্রতি শাওনের ভালোবাসার কাছে জাস্ট কিচ্ছু না❤️❤️ ভালোবাসি তোমায় শাওন, আমাদের হুমায়ুনকে ভালোবাসার জন্য❤️❤️
@gazishihab93758 ай бұрын
শাওন বহুগুণে গুণান্বিত একজন শিল্পী ❤❤❤
@rokeyasmrity44293 жыл бұрын
বহু গুণে গুণান্বিত শাওন, কিন্তু সবাই তাকে কেন অপছন্দ করে জানিনা হুমায়ুন স্যার মনেহয় মুগ্ধ হয়েই শাওনের প্রেমে পড়েছিলেন গান গাওয়ার সময় শাওনের চোখে পানি চলে আসা থেকেও ধারণা করা যায় এখনো উনি হুমায়ুন স্যার কে কতটা ভালোবাসেন 💜💜💜
@bacetofuture41032 жыл бұрын
নিসন্দেহে শাওন একজন ভালো অভিনেতা ও গায়িকা কিন্তু ওনার উচিত হয় নি হুমায়ুন আহমেদ কে বিয়ে করা
@neyazmahmud88622 жыл бұрын
@@bacetofuture4103 একদম ঠিক কথা বলেছেন বলে আমি মনে করি
@ShahadatHossain-wh9rn2 жыл бұрын
@@bacetofuture4103 কারো ব্যাক্তিগত জীবন নিয়ে কথা বলাটা কতটা যৌক্তিক?
@mahfuzmonir36612 жыл бұрын
@@bacetofuture4103 বিয়ে করে কি এমন ভূল করেছে আপনি বলেন তো?
@sabinayeasminchowdhury9951 Жыл бұрын
কে কখন কাকে কেন ভালোবাসে শুধু সেই যানে সারা দুনিয়া শুধু দুশ খোঁজে যায়। কার প্রেমে কে কেন পরে শুধু দু জন ভালোবাসর মানুষই সেটা বুঝতে পারে 🥹🥹🥹🥹🥹
@rajibmia9089 Жыл бұрын
২০২৩ সালের ১৯শে জুলাই,স্যারের ১১ তম মৃত্যুবার্ষিকীতে খুব মনে পড়ছে স্যারের কথা গুলো।আপনি আজীবন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। ❤❤❤
@mahmudaakter73366 ай бұрын
Ato bososr hoye gece ? kon dik diye jay shomoy ?
@manobikshakil2 жыл бұрын
প্রিয় মানুষের লেখা গুলো হয়তো এভাবেই কদর দিয়ে বলা যায় অথবা গাওয়া যায় চোঁখের পানি ফেলতে ফেলতে,,,,,গানটা আমার প্রতিদিন রুটিন শুনতেই হবে,,,,এই শুনতে শুনতে কয় প্যাকেট সিগারেট যে শেষ করেছি আকাশের দিকে তাকিয়ে হিসেব রাখা অসম্ভব,,,চরম ভাবে গেছে গেছে গানটা মনের মধ্যে।
@mdmunnamirza93123 жыл бұрын
মেহের আফরোজ শাওন!জানি না আপনার কন্ঠে কি জাদু আছে! কমেন্ট না করে পারলাম না!আমার ধারণা হয়তবা ২০৫০ সালে ভবিষ্যৎ প্রজন্মকে এই গানটি শুনতে আসবে!
@tumpacb40523 жыл бұрын
এটা সঠিক কথা
@ХалидХасан-п7ы2 жыл бұрын
🤫
@halimaaktersumi12946 ай бұрын
😢😢😢
@With_-laden2 ай бұрын
Vai ajj AR Akbar sune jan
@moinkhan37314 жыл бұрын
কথা, সুর ও গায়কি; একটার চেয়ে একটা কম না। তবে কথাগুলো অন্যরকম, শুনলেই মন উতালা হয়ে যায়, ভেতরে কেমন জানি করে, একটা হাহাকার সৃষ্টি করে হৃদয়ের গহীনে। কতকিছু মনে পড়ে যায়!
@maherlinda19364 жыл бұрын
হুম হৃদয় সর্প্শ গান
@abdulmazed91634 жыл бұрын
আসলেই গানটা শুনলে মনটা কিভাবে জানি উদাস হয়ে যায়। কৃতিত্ব কি শাওনের গায়কীতে নাকি হুমায়ূন আহমেদের লেখার কারণ আমি ঠিকভাবে বুঝতে পারি না।
@moinkhan37314 жыл бұрын
@@abdulmazed9163 আমার মনে হয় দু'টোর ই অবদান আছে। তবে কথার অবদান বেশি বলে মনে হয়।
@RipasEra3 жыл бұрын
হুম ঠিক বলেছেন।
@afrozaakterafroza96823 жыл бұрын
দারুণ বলেছেন।
@salmaakter37493 жыл бұрын
হৃদয় স্পর্শ করতে যা যা প্রয়োজন এর সবটুকুই এ গানে শাওন আপু আর হুমায়ূন স্যার ঢেলে দিয়েছেন। মনের মাধুর্য মিশিয়ে মানুষের অন্তরে এভাবেই দুজন জায়গা করে নিয়েছেন ♥।
@শ্রাবন্তী-ণ৫চ Жыл бұрын
Right
@FaizAhmed-ml6lm5 ай бұрын
Ami sudhu
@rudraditya-rubel347 Жыл бұрын
একজন কথার জাদুঘর আরেকজন কন্ঠের। This is duo 🖤
@mdkaikobadmymensingh15227 ай бұрын
২০২৪ সালে কে কে শুনছেন??? ২০১১ এই গান আমার সঙ্গী ছিল আজও আছে ২০২৪ ❤❤❤ প্রথম প্রেম কি আর ভুলা যায় ❤❤❤
@atiaakther88153 жыл бұрын
শাওন যত গান গেয়েছে তার মধ্যে মাস্টারপিস এটা। শব্দগুলো উচ্চারণের মধ্যে কেমন একটা মাদকতা আছে।ভালো থাকবেন হুমায়ূন আহমেদ ❤️
@ayeshaakterchannel15103 жыл бұрын
অবশ্যই তুমি পাবে, যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। - [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹
@nazmussakib38623 жыл бұрын
amra jake hariyechi tar shunyosthan puron keu korte parbe na
@mnbvcmnbvc40583 жыл бұрын
are you mad, mohammad (sm) the father and this was a song to Dear Darling(husband)!,, kamruzzaman (so borders crossed bad for human beings)!
@ashikmoon46923 жыл бұрын
Jebon kano amon hoy! 😢😢😢
@ইউটিউবমৌ-লভী2 жыл бұрын
মদ খা মানুষ হ
@muhammadfaiz89992 жыл бұрын
Se beiman dokabaj jeneo to boka mon takeii chay.
@Shainton173 жыл бұрын
"তুমি চলে এসো"............ আহা! বলার ভাষা নেই। চোখে পানি চলে এসেছেন।
@kajalmk8550 Жыл бұрын
আজ ৯ মাস মাকে হারালাম।কিন্তু প্রতি দিন হাজার বার মনে পরে।ইচ্ছা হয় যদি কাছে পাইতাম মাকে বুকে জড়িয়ে বলতাম মা তুমাকে খুব ভালবাসি।তুমাকে ছাড়া খুব কষ্ট হয়।আল্লাহ তুমি আমার মা কে ভাল রেখ।
@mhmmdyeasir9 ай бұрын
Sobor koren atim der kichu khabar dabar khawan samortho thakle ekta nolkup bedhe den manush pani khabe apnar mayer jonno dowa korbe. Amio same vai😢
@KolisDailyLifestyleVlog3 ай бұрын
😢😢
@MDRahim-lu6yg2 жыл бұрын
যে চলে যাই সে কি আর ফিরে আসে, তারপরও আমরা অপেক্ষা করি বছরের পর বছর যুগের পরে যুগ সেই মানুষ টার আশা নিয়ে 😥 জীবনে যদি শূন্যতা বলতে কিছু থাকে সেটা হলো প্রিয় মানুষের রেখে যাওয়া শূন্যতা যা পৃথিবীর অন্য কিছু দিয়ে পূরণ করা যাই না।
@mohonajannat79154 ай бұрын
Ay sunnota puron hobar noi
@shamimashammi87373 жыл бұрын
হুমায়ুন স্যারের এই গানটা শাওন আপু ছাড়া এত ভালোবেসে সত্যি আর কেউ গাইতে পারতো না।ভালোবাসি খুব আপনাদের।
@subarnabhattacharjee69413 жыл бұрын
যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়… এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে যদি কোমলও শ্যামলও ছায়। চলে এসো, তুমি চলে এসো এক বরষায় যদি মন কাদে, তুমি চলে এসো, এক বরষায়… যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি… উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো তুমি চলে এসো এক বরষায় যদি মন কাদে তুমি চলে এসো এক বরষায়… নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে.. চলে এসো, চলে এসো এক বরষায় যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়…
@rashedbhuiyanblogs21272 жыл бұрын
অসাধারণ 🤗
@jahanarakhatun26606 ай бұрын
অওওপপ
@aMiNuL.234 ай бұрын
Miss u lovely
@srdarhiya57403 жыл бұрын
গান টা শুনলেই কেন জানি কান্না পায়😭 এতটা হৃদয় স্পর্শ করে বলে বোঝানো সম্ভব না, ভালবাসি হুমায়ুন আহমেদ & মেহের আফরোজ শাওন, ভালবাসা অমর হোক
@MustafizurRahman-zr8xo3 жыл бұрын
সুন্দর কথা...❤️❤️❤️
@MustafizurRahman-zr8xo3 жыл бұрын
হিয়া মণি...
@MustafizurRahman-zr8xo3 жыл бұрын
Ghorar annda...😬😬😬
@chayonsarkar6001 Жыл бұрын
যে গান কখনো পুরাতন হবে না আমার কাছে,,,,,,,,,,,গানটা শুনলে মনটা শান্ত হয়ে যায়।ধন্যবাদ শাওন ম্যাম❤️
@yeasinarafath-m5m10 ай бұрын
আমার মনে হয় শাওন মেম ছাড়া এই গান কারো কণ্ঠে এত ভালো লাগতো না। জাস্ট হার্ট টাচিং সং। এত আবেগ দিয়ে গাইলো মেম ❣️
@shimulshah15703 жыл бұрын
এই গানটি আমাদের মাঝে সারাজীবন কালজয়ী গান হিসেবে চিহ্নিত থাকবে। সাওন ম্যাম,,, এতো সুন্দর ভাবে গাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🖤
@nazrulislam44183 жыл бұрын
প্রিয়জন হারানোর বেদনা সেই জানে, হারিয়েছে যে...কথা আর সুর দুয়ের মাঝেই এক অপূর্ব ভাললাগার শূণ্যতা মনকে ছুয়ে যায়,,,
@mdshagormia26133 жыл бұрын
🥰 হুমায়ুন ভক্ত দের দেখতে চাই 🥰
@leaves31916 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🌹❤❤❤❤🌹❤️🌹❤❤❤❤🌹❤❤❤❤❤❤❤❤
@leaves31916 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤🌧️❤❤❤❤🌧️🪷🌧️❤❤❤❤🌧️❤❤❤❤❤❤❤❤
@chitro14042 жыл бұрын
গানটি কখনই শেষ পর্যন্ত শোনা হয়নি। শেষ হবার আগেই অতীতের কথা ভেবে, নিজের মাঝেই হারিয়ে গেছি বহুবার।
@roneyislam0038 ай бұрын
হুমায়ুন আহমেদ আছে আমাদের মাঝে,শাওন সর্ব গুণে গুণান্বিত। এজন্যই তার প্রেমে পড়েছিলেন হুমায়ুন আহমেদ। ভালোবাসা অমলিন। ২০২৪ এর এপ্রিল মাসের ২ তারিখ রাতে গানটা শুনে গেলাম।❤😢
@edulahamed8073 жыл бұрын
হৃদয় নিঙড়ানো ভালোবাসা রেখে গেলাম কমেন্ট বক্সে,,দুনিয়া আধুনিক হয়েছে পোস্ট অফিসের গুরুত্ব কমেছে কিন্তু এখানে এসে দেখালাম হাজার হাজার মানুষের আবেগ জড়ানো কথা জমা পড়ে আছে??ইট পাথরের এই শহরে মারা গেলে মানুষ কত দিন আর মনে রাখবে?? কিন্তু বছরের পর বছর আমাদের সৃতি গুলো এখানে জমা পড়ে রইবে,,🥀🥀🥀🥀❤️❤️
@mdmostafa21612 жыл бұрын
😭😭😭😭❤️❤️❤️
@tamannashumona483610 ай бұрын
ঠিক।
@floppypets4 ай бұрын
আপনি এত সুন্দর করে গুছিয়ে লেখেন কিভাবে. আমি তো কমেন্ট করতে গেলে কি লিখবো বুঝতে পারেনা মনের ভিতরে অনেক কথা আসে কিন্তু লিখতে পারিনা
@fatemabegummunni18043 жыл бұрын
প্রথম যেদিন শুনেছি গানটা বিস্মিত হয়েছি।আজও শুনি,যতদিন বেঁচে আছি শুনে যাবো অপার বিস্ময় নিয়ে...কি যেন কি একটা আছে এই গানের মধ্যে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
@mdsharfarazkhan68924 жыл бұрын
কিছুই বলার নেই,,গান টা যত বার ই শুনেছি অতীত কে ভুলে গেছি চোখের কোনে ছলছল করছে ।
@sadikislamicgallery89753 жыл бұрын
Same to u
@TapanDas-g4c2 ай бұрын
শাওন উনি নিজের হৃদয় দিয়ে নিজের মনের থেকে গানটি গেয়েছেন বলেই এত গভীরের গভীরতা!❤❤❤❤❤হৃদয়কে এমন ভাবে স্পর্শ করেছে যাহা ভাষা নেই কিছু বলার!!!!!
@UttamKumar-tc7lr Жыл бұрын
হুমায়ূন আহমেদ স্যার বেচে থাকবেন তার অসাধারণ সৃষ্টির মাধ্যমে। ধন্যবাদ শাওন আপু, আপনার অসাধারণ পরিবেশনা।
@sultanachannelbd91173 жыл бұрын
2021 সালে কমেন্ট করে গেলাম...নিশ্চয়ই 2050 সালে এসেও নতুন প্রজন্ম জানতে পারবে এমন অসাধারণ গানও ছিলো আমাদের বাংলায়
@SumatraZaman333 жыл бұрын
কত যে কষ্ট গানটায়।অতীত কে ভুলে থাকার চেষ্টা করি কিন্তু পারি না। বারবার মনে করিয়ে দেয় সেই হারিয়ে যাওয়া পুরনো বেদনাকে😭😭
@mdabdurrahim38514 жыл бұрын
গানটা খুব ভালো লাগে ❤️❤️❤️ গান টা হৃদয় ছুঁয়ে যায়। হুমায়ূন আহমেদ স্যার কে খুব বেশি মিস করি😥😥😥
@অন্ধকারেরমাঝেআলোরস্পর্শ3 жыл бұрын
গান টা হৃদয় ছুঁয়ে যায়।
@jungkookloveyou28982 жыл бұрын
Jokhon tini mara jay amr age cilo only 5 years ami tokhon kisu bujiei nai but akhon onek miss kori takay ami akjon tar oneeeeeek boro fan🙂🙂🙂🙂🙂🙂🙂
@SamsungSamsung-qv4xk Жыл бұрын
Tahole Gultekiner ki dosh silo shawn keno or ghor vanglo?
@manikaroy53142 жыл бұрын
তুমি এসো.... তবে কেবল বর্ষায় না, প্রতিটা ঋতুতে আমি তোমায় চায়। গ্রীষ্মের খরতাপে জ্বালিয়ে তুমি বৃষ্টি হয়ে এসো শান্ত শীতল করে শরতের শিউলি হয়ে ঝরো আমার জীবনে, হেমন্তের কাচা মিঠে রোদ্দুরে চঞ্চল করে তোলো আমায় হৃদয়, কঠিন শীতের জড়তা কাটিয়ে বসন্তের সব রঙ নিয়ে ভরিয়ে তোলো তুমি আমার জীবন। থেকো যাও সারাটা জীবন।।
হুমায়ন আহমেদ স্যার শাওন এর কথা ভেবেই কতটা আবেগ দিয়ে এই গান লিখেছেন সত্যি ভাবা যায়না। তবে শাওন ছাড়া এই গান আর কারো কন্ঠে এতটা পূর্নতা পেতনা। এটা একদম ধ্রুবতারার মতো সত্য। যেখানেই থাকুন ভালো থাকুন স্যার। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আপনি থাকবেন বাঙালির ঘরে ঘরে।
@bilkismotiurrahman96834 жыл бұрын
কেমন এক দেশ যেখানে গেলে আর ফিরে আসতে পারাযায়না আর গানটা যত বার শুনেছি শরীরটা কেমন যাইনি শিয়রে উঠে
@puspasdiary74782 жыл бұрын
২০২২ সালে এসেও এই গানের কথাগুলো চোখে জল এনে দেয় 😍 হুমায়ুন আহমেদ আমার খুব খুব খুব প্রিয় ঔপন্যাসিক
@famousanimaltales49582 жыл бұрын
same
@nurulazimazim5722 жыл бұрын
মন যেমন পছন্দ ও তার তেমন
@prappoahmed2 жыл бұрын
🌸
@yeasminjahan4742 Жыл бұрын
@@famousanimaltales4958 ❤❤❤❤❤❤❤❤❤q
@anupstravelling6389 Жыл бұрын
❤❤
@anandoanando59672 жыл бұрын
গান কিভাবে মানুষের মান-অভিমান,ভালো লাগা,ভালোবাসা,ভালোবাসার প্রিয় মানুষকে ছেড়ে চলে যাওয়া আবার তাকে কাছে ফিরে পাওয়ার আকুতি-মিনতি সবকিছুই এ গানটিতে খুজে পাওয়া যায়,এক কথায় অসাধারণ একটি গান
@deepadey108810 ай бұрын
গায়কী অতুলনীয়। অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও শুভকামনা রইল। শাওন আফরোজ এ-র জন্য, ভালো থাকবেন। গান টা গাইতে চেষ্টা করেছিলাম পারিনি, এটা যেন শুধু ও গাইলেই (শাওন) মানায়। এত দরদ দিয়ে সম্ভব না। সময় পেলেই গানটা শুনি।মনটা কোথায় যেন ভেসে যায়। অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ।
@moviesmasala66533 жыл бұрын
অসাধারণ গায়কী , সত্যিই ভালোবাসার শক্তি অসীম , ভালোবেসেই অজোস্র প্রতিকূলতার মাঝেই তাকে নিয়ে ছিল ,এখনও আছে এবং থাকবে "ভালোবাসার জয় এখানেই"
@porimonimedia60523 жыл бұрын
হুমায়ূন আহমেদ একটি আবেগঘন নাম একটা ভালবাসার নাম একটা মায়া জড়ানো স্মৃতিবিজড়িত নাম। লেখার ভাবনাচিন্তা কত কিছু খুঁজে পাই এই গানের মধ্যে সত্যিই লেখার জাদু সুরের জাদুকর যাদু সংমিশ্রিত তারমধ্যে। ভালোবাসা অবিরাম। যেখানেই থাকবেন ভাল থাকবেন লিজেন্ড।
@aiyanahmed73843 жыл бұрын
যে হুমায়ুন স্যারকে আমরা হারিয়েছি সে হুমায়ুন স্যারের শূন্যস্থান আর কেউ পূরণ করতে পারবেনা, তবুও শাওন ম্যামের প্রতি অনুরোধ উনি যাতে যৎসামান্য হলেও স্যারের কৃতিত্ব ধরে রাখে আর আশা করি উনি অবশ্যই এটা পারবেন।স্যারের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। খালেদা..
@ekrahmasud0078 Жыл бұрын
গানটি যতবার শুনি,,ততবারই তার কথা ও স্মৃতিগুলো মনে পরে।অমনিই মনটা খুব খারাপ হয়ে যায়।জানিনা তাকে কবে ভুলে যেতে পারবো।হে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দিও। দোয়া পৃথিবীর সকল ভালোবাসা ভালো থাকুক।
@MDJahirul-eg5ni7 ай бұрын
কে কে ২০২৪ সালে গানটি শুনছেন ❤
@satyajitmondal-w7g5 ай бұрын
আমি,, আমার খুব প্রিয় এই গানটি ❤❤
@AduriIslam-w1g4 ай бұрын
Ami sunchi tobe cokhe pani dhore rakhte parini😢😢
@sikhabose68094 ай бұрын
আমি শুনি তো
@fatemaruhi66183 ай бұрын
আমি
@HariMondal-v6h2 ай бұрын
তোমাদের সাথে আছি
@ayeshaakterchannel15103 жыл бұрын
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।
@mdayan94963 жыл бұрын
RIGHT
@eleyashowlader373 жыл бұрын
No doubt.
@eleyashowlader373 жыл бұрын
I believe in heart and soul.
@skalifdishan88043 жыл бұрын
Seta vi sobai jane Tai like pawar jonno asob korar kono jukti nai
@moolfghh3 жыл бұрын
এখানে কি করছিস? পর্নহাবের নিচেও মনেহয় তোর কমেন্ট দেখলাম 😁
@nowrinakter9593 жыл бұрын
শাওন আপু তোমার গানটা শুনে কখন যে চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল বুঝতেই পারিনি।
@AhmmedAcademy3 жыл бұрын
অসংখ্যবার গানটি শুনেছি। সত্যিই হুমায়ূন আহমেদ স্যার কিংবদন্তি। সাথে শাওনের কণ্ঠ, সুর এবং এক্সপ্রেশন অসাধারণ। স্যারের প্রতি ভালোবাসার এক অনবদ্য এই গান।
@MDSakil-oo3oh10 ай бұрын
হুমায়ুন আহমেদ স্যার জীবন্ত। তার সাহিত্য তার সৃষ্টি দেখলে মনে হয় তার মাঝে তিনি মিশে আছেন।❤️🌼
@mamunkhandaker13517 ай бұрын
আহা কি গান কি সুর আবেগকে ধরে রাখতে পারি না মনের অজান্তে চোখের জল চলে আসে। কি হারিয়েছি কাকে হারিয়েছি এখন মর্মে মর্মে উপলব্ধি করছি কি অসাধারণ সুর কথা আর শাওন আপুর গাওকি বছর চলে যাচ্ছে ঈদ চলে যাচ্ছে কিন্তু হুমায়ুন স্যারের নাটক আর আমরা পাচ্ছি না আর কখনো পাবো না। স্যার আপনাকে অনেক মিস করি অনেক মিস করি।
@kaziarzina38982 жыл бұрын
কান্না চলে আসলো গানটা শুনে। আমাদের একজন কিংবদন্তী হুমায়ূন আহমেদ ছিলেন! মেহের আফরোজ শাওনের ভয়েজ🖤
@mominulislam25273 жыл бұрын
যদি সত্যি সে আবার চলে আসতো।তাকে কখন আলাদা হতে দিতাম না।ভুলে যাওয়া অনেক স্মৃতি এই গান টা মনে করিয়ে দিল আবার তার জন্য বুকের ভিতরটা হাহা কারে ভরিয়ে উঠলো
@taptishome81413 жыл бұрын
গানটির কথা ও সুর অনবদ্য ,আর শাওন অসাধারণ আপনার গায়কী, মন ছুঁয়ে যায় যতবার শুনি,চোখের জল বাঁধ মানে না, পশ্চিমবঙ্গ, হাওড়া থেকে।
@shahinur74882 жыл бұрын
অসম্ভব ভালো লাগার একটি গান। এই গানটা আমি Headphone লাগিয়ে full sound দিয়ে শুনি। যতবার শুনি ততবারই মনটা শান্ত হয়ে যায়।2014 সাল থেকে এটি আমার পছন্দের গানের তালিকার প্রথম স্থানে আছে।
@scienceinformation29302 жыл бұрын
স্নিগ্ধ সুমধুর সুরে, দুঃখকে ভাসিয়ে দিয়ে ভালোবাসা অনুভব করার এক নিদারুণ খেলা। আহা!! কত মধুময়!
@sabinaakter72524 жыл бұрын
অনেক ভালোবাসি শ্রদ্ধেয় হুমায়ুন স্যার আর শাওন ম্যামকে❤❤❤❤❤❤❤
প্রিয়জনকে ফিরে পাওয়ার এমন আকুলতা! একেবারে অন্তরে নাড়া দিয়ে যায়❤️❣️❣️❣️❣️❤️
@mdanwarhussain81332 жыл бұрын
যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়.... এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে যদি কোমলও শ্যামলও ছায়। চলে এসো, তুমি চলে এসো এক বরষায় যদি মন কাদে, তুমি চলে এসো, এক বরষায়... যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি... উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো তুমি চলে এসো এক বরষায় যদি মন কাদে তুমি চলে এসো এক বরষায়..... নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে... চলে এসো, চলে এসো এক বরষায় যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো এক বরষায়....
@sanjidaarobi2850 Жыл бұрын
🖤🖤🖤
@wahedprokash63185 ай бұрын
আগেও শুনেছি এখন আরও বেশী বেশী করে শুনবো আপন জন হারানো কি ব্যাথা যদি ও হুমায়ূন আহমেদ এই গানের সৃষ্টি করছেন ভিন্ন অবস্থানে তবু মন কাঁদে আপন জনের জন্য মিলে যায় প্রিয় জন হারানো কষ্টের সাথে, দেখতে মন চায় আপনজন কে।
@shajjatsarkar44614 жыл бұрын
শাওন আপুর এই গানটা আমার খুবই ভালো লেগেছে । সাথে সাথে ডাউনলোড করে নিলাম । হৃদয়স্পর্শী গান অসাধারন গাইছেন ।
@mahmudakhanom36024 жыл бұрын
যে পথে উনি চলে গেছে আর ফেরার পথ নাই।তোমাকেও ওই পথে যেতে হবে।তাই এখনো সময় আছে আল্লাহ্র পথে আসো।
@sarasinthiya35614 жыл бұрын
Abr KZbin o deksen abr gen o
@fazleelahisumon22423 жыл бұрын
Apni e ba kno ganta dekcen?
@mushfiquralomtomal3333 жыл бұрын
এসব চরিত্রহীনদের সমাজ থেকে বের করে দেওয়া উচিত
@lifeisbeautiful73313 жыл бұрын
এইটা গান দেখতে আইসা তোর মনে পড়ছে হ্লার পুত😡
@MdHasan-hl2we3 жыл бұрын
আবাল মার্কা কমেন্ট
@protibadiboyer123453 жыл бұрын
জিবনে কোন কিছুর প্রেমে পড়লে সেটা হল হুমায়ুন আহমেদ স্যারের লেখার প্রেমে
@azrinakter8442 жыл бұрын
প্রিয়জনকে ফিরে পাওয়ার সে কী আকুল আবেদন!! 💜💜
@rizbi_ahmed18296 ай бұрын
মেহের আফরোজ শাওন আপুর গান টা কাল প্রথম শুনতে পেয়ে ১০০ বারের ও বেশি শুনেছি আজ এ পজন্ত- এই গান টা আপনি এতো সুন্দর নিখুত ভাবে করেছেন অন্য কোন গায়ক হলে এভাবে গাইতে পারতো না মনে হয়- 😍🤩 ২০৩০ সালের জন্য কমেন্ট টা রেখে গেলাম -
@mohammedfarook93863 жыл бұрын
শাওন বিতর্কিত হলেও শধু এই গানটির জন্য হুমায়ুন স্যারের সাথে তাকেও সবাই স্মরন করবে অনন্ত কাল। কি মায়াময় দরদ গানটিতে মিশে আছে। সাথে সাথে সুরকার এস আই টুটুলকেও মানুষ মনে রাখবে দীর্ঘকাল।
@razzabali77703 жыл бұрын
মেহের আফরোজ শাওন সত্যি সত্যিই অসাধারণ।
@osenaotith6844 жыл бұрын
আমার কিছু বলার নেই, তবে অনেক খারাপ লাগতেছে, এইটা ভাবলে যার লেখা গান। আর যে গাইতেছে, দুইজনি এক সময় কত আপন ছিলো। একজন মাটির ঘরে, আরেক জন ভব মাঝারে।।
@mirahdmedia3 жыл бұрын
R8
@mithilaafrinhiya29333 жыл бұрын
Amro onk kharap lage Humayun sir shawon apar kotha vable
@sujunsujun36783 жыл бұрын
Nice song
@canonhossan6093 жыл бұрын
@@mithilaafrinhiya2933 ham
@musachowdhury92913 жыл бұрын
Valo manush gulo besi din thake na .
@yeaminislamhidul71832 жыл бұрын
কিছু মানুষের শূন্যতা কোনো দিনো পূর্ণ হয় না ❤️🥰💔
@MDAlifHossain-on5ekАй бұрын
তুমি যদি বেইমানি না করতে আমার সাথে। তাহলে মনে হয় এত সুন্দর একটা গান কখনো শোনা হতো না।কি সুখ পেলে আমাকে জীবিত লাশ বানিয়ে।স্মৃতি করে গেলাম এই কমেন্টটা পড়ে যে লাইক দিবে। আর সেই নোটিফিকেশন যখন আমার কাছে আসবে আবার আসবো গানটা শুনতে।🥲❤️🥲 সমাপ্ত
@ayeshaakterchannel15103 жыл бұрын
১০ মাস পেটে -৩ বছর বুকে আর------! সারাজীবন দোয়ায় করে সে হচ্ছে আমাদের প্রিয় একটি নাম ❤❤❤"মা"❤❤❤
@sharminsheela2.04 жыл бұрын
শাওন তুমি আমার অনেক প্রিয়ো একজন শিল্পী,,, অনেক ভালো লাগে তোমার ভয়েজ,,love u so much 😍😍😘😘
@সত্যেরউন্মোচন-ন৪ম3 жыл бұрын
শাওন এর মেয়ের নামের সাথে তোমার নামের অনেক মিল আছে। তাই তুমি এই মহিলাকে পছন্দ কর না?
@monyroy48923 жыл бұрын
কাউকে ডাকার এত আকুলতা তবুও কেউ ফিরে আসে না
@gourchandrabormon23998 ай бұрын
হুমায়ুন আহমেদ বাংলার বুকে যে উজ্জ্বল দৃষ্টান্ত মূলক অবদান রেখে গেছেন।তা কখনো ভুলবার মতো না।
@MDSUMON-t2c8p25 күн бұрын
মেহের আফরোজ শাওনের এই গানটির শুনলে শুধু মনে হয় এত তারাতাড়ি কেন শেষ হয়ে যায়।
@sohelrana-rm4hh3 жыл бұрын
হুমায়ুন সার আপনাকে খুব মিস করি। সৃষ্টিশীলতার জায়গা থেকে আপনার উপর কেউ নেই। ওপারে ভালো থাকবেন সার❤️
@akterhossain63673 жыл бұрын
এ যেন এক মেঘ কালো আবেগ,, একবার ভয়ে বিজলীর মতো বুক কেপে উঠে,, আরেকবার দুঃখে চোখে বৃষ্টি নেমে পড়ে।
@TOHIDOUR-ISM-JEWEL3 жыл бұрын
💘💘💘
@rohitrajkuri13524 жыл бұрын
সত্যি অতুলনীয় গান শুনতে মন চায় বার বার। ধন্যবাদ শাওন আপুকে।
@randomvideoshahin95392 ай бұрын
সে যে গায়িকা, তার কণ্ঠ যে এতো সুন্দর জানতামি না। আবার এই গান অসংখ্য বার শুনেছি। কিন্তু তার কণ্ঠে গাওয়া এই গলা,আমি জানতামি না
@ummeyjahansweety6743 жыл бұрын
অসাধারণ,, মন ছুয়ে যায়। শাওনের গাওয়া বেস্ট গান।
@MdRana-nb4nd3 жыл бұрын
Yes
@ritaaktar34353 жыл бұрын
কি সুন্দর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
@MitanurAkter-n5g8 ай бұрын
Ai comment ki gan er moddhe korte aschn huzur??kon kotha kothy likte hoi oita janbn tar por likbn
চির সবুজ,চির অমলিন, চির অমর এক গান... হাজার বছর পরেও এ গান আজকের মতোই কাদাবে, আবেগে, অনুভবে ভাসাবে...! 3021 সালেও এ গান হবেনা পুরোনো...!
@sharminsultana3922 жыл бұрын
এই আবেগটা শাওন কি ভাবে ধরে রেখেছে আমি আজ ও বুঝতে পারি না। বড্ড কঠিন কাজ এটা।
@abujargifaryofficial4 жыл бұрын
সত্যি বলতে অসাধারণ একটা গান, অনেক ভালো লাগে গানটা 👌👌👌👌
@shawonhasan674 жыл бұрын
গান ও সুরের যাদু যেনো কোথায় নিয়ে যায়, যায় কোন অলোকদূরে যেথায় জুমবৃষ্টি আছে, কদম আছে, আছে জলভড়া মাঠ! ♥♥♥
@MdBiplob-xc3vi6 ай бұрын
আসলেই হৃদায় ছুঁয়ে যায়ার মতো গান একটা যতো বার শুনি ঠিক তোতো বার ভিতোর থেকে কাওকে না পাওয়ার একটা খোব ভেষে উঠে.. ❤️❤️❤️❤️
@fokrulislam68216 ай бұрын
কি লিখবো কন্ঠ জাদুকর শাওন আপুর জন্য ভাষা খুজে পাইনা,শুধু বলবো অসাধারণ মেধাবী এক নারী
@nusratnusratmim47623 жыл бұрын
ভালোবাসা অবিরাম হুমায়ুন আহমেদে স্যার এবং শাওন ম্যাম ❤️❤️❤️
@skmusicvideo41354 жыл бұрын
হুমায়ূন আহমেদ sir আমাদের মাঝে ছিলো আছে এবং সারাজীবন বেঁচে থাকবে।
@rofilm...4 жыл бұрын
আহ্ এত দরদ মিশিয়ে গাওয়ার কোনো মানে হয় ❤️
@mohammadabdulwahed23472 жыл бұрын
২০২১ এ শেষ বারের মত এক জনকে নিয়ে শুনেছিলাম। আজকে আবার এক বছরের ও বেশি সময় পর শুনতে আসলাম। মনে হলো যেন ঠিক সেই মুহূর্তে আছি। গান, কথা, সূর সবটাই যেন মুহূর্ত ধারণ করে রাখে। কানে বাজলেই সেই মুহূর্তে চলে যাই।💖
@mdkawsarhossain42662 жыл бұрын
সত্যিই গানটা অনেক সুন্দর। বাহিরে জুম জুম বৃষ্টি পড়ছে। পরিবেশটাই অসাধারণ, কিন্তু একজনকে খুব মিস করছি সে আমার প্রিয়তমা স্ত্রী। আমরা দুজনে একসাথে এধরনের গানগুলো প্রায়ই শুনি। আল্লাহর কাছে শুকরিয়া আমরা দাম্পত্য জীবনে অনেক সুখী। ৩০/৫/২০২২
@taskiatulbushra21603 жыл бұрын
গানটা যতবার শুনি ততবার শুধু কান্না করি, খুব কষ্টের গানটা, আর পৃথিবীতে যত মানুষ তার ভালোবাসাকে হারিছে তাদের জীবনের কষ্টের প্রতিচ্ছবি এই গানটা 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sanilahmed80304 жыл бұрын
কাউকে ডাকার এতো আকুলতা তবুও কেউ ফিরে আসে না💔
@mithunganguly82694 жыл бұрын
এটাই সত্য
@mohammadhossain72904 жыл бұрын
ঠিক
@ssssrfan98134 жыл бұрын
Eta ekdom tthik kotha vai kintu apni ki Indiar Kolkata theke bolden vai...😷😷😷???
@maharinafrosesriti39753 жыл бұрын
Hmmm😔😔😢😢
@RipasEra3 жыл бұрын
হুম।
@nasima3453 жыл бұрын
বৃষ্টি, জোসনা, কদম, খালি পায়ে হাঁটা, রোদ গায়ে মাখানো- এসব কারণে হুমায়ূন আহমেদ যুগ যুগ বেঁচে থাকবেন আমাদের কাছে
@MehediHasan-ui6gk7 ай бұрын
অসাধারণ একটা গান। অনেক ভালো লাগে। কয়েক বছর পর আবার মনে পরলে কমেন্ট দেখতে চলে আসব।❤
@AnisurRS28 күн бұрын
যদি মন কাঁদে.... তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়.....! তোমাকে হারিয়েছি এক যুগ হতে চলছে, ভালোবাসার মৃত্যু হয় না..... মৃত্যু'তো হয় মনের 💔-46😢 মেয়েটার চোখের জলেই বলে দেয় হুমায়ূন স্যারকে কতটা ভালোবেসেছে 😢
@rezwanahmmed75613 жыл бұрын
কে কে ২০২১ এ গানটা শুনছেন?!🤗
@shamsayon75553 жыл бұрын
Hala spammer
@MDSabbir-wb5he3 жыл бұрын
Yahh... Mind blowing 🥰🥰🥰
@torekuiislamcan76183 жыл бұрын
দাদাভাই আমিও অহন শুনতে আইছি
@sumaiyaswnkingdm43913 жыл бұрын
Ami✋
@nabilaafroze22633 жыл бұрын
Ami😃😀
@hannanshikder61683 жыл бұрын
২০২১ তাও যতো বারই শুনি ততই ভালো লাগে কি যে আবেগ 😪অথচ যার লেখা সে মাটির ঘরে আর যে গায় তার স্মৃতি ধরে সারাদিন থাকে 😗😗