এই গানগুলো বাংলার প্রকৃতি, মা, মাটি, মানুষ ও জীবনের সাথে মিশে আছে। এ সুর নদীর ভাটির টানের স্রোতে একাকার। ভরদুপুরের নিস্তব্ধতায় যেন প্রাণের স্পন্দন জড়ানো এক অনুপম অনুভূতি!
@drikmusicbangla Жыл бұрын
বিমুগ্ধতায় ভরে গেল মন-প্রাণ। অভিনন্দন ও শুভেচ্ছা।
@siddharthadas4155 Жыл бұрын
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে 🙏
@chwdurirebeka9066 Жыл бұрын
হৃদয়ের গোপন কোঠা থেকে নিবেদন করছেন ।এর কোন প্রশংসা হয় না, শুধু শোনা যায়, অনুভব করা হয়, আর কিছু না
@PR-hx9ci Жыл бұрын
যদি তারে নাই চিনি গো, সে কি... সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে? জানি নে... জানি নে... যদি তারে নাই চিনি গো, সে কি... সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে? জানি নে... জানি নে... যদি তারে নাই চিনি গো, সে কি... সে কি আমার কুঁড়ির কানে কবে, সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে পরান তাহার নেবে কিনে, এই নব ফাল্গুনের দিনে? জানি নে... জানি নে... যদি তারে নাই চিনি গো, সে কি... সে কি আপন রঙে ফুল রাঙাবে? সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে? আপন মনে ফুল রাঙাবে, সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে? ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ... ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার? গোপন কথা নেবে জেনে, এই নব ফাল্গুনের দিনে? জানি নে... জানি নে... যদি তারে নাই চিনি গো, সে কি... সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে? জানি নে... জানি নে... যদি তারে নাই চিনি গো, সে কি...
@animadas72775 ай бұрын
এতো প্রেম❤ আহা🌹অপূর্ব❤ভালো থেকো🌹 এতো দরদ❤এতো টান❤ভালোবাসা থাকলেই এমন টি হয়❤❤❤
@@ahadnazmul7542 ভাই, যতটুকু নেগেটিভিটি ওনাদের নজরে পড়ে তার অধিকাংশই তাদের দেশের মিডিয়া সৃষ্ট ভুয়া এবং গুজব নিউজ।
@asimkantimajumdar70174 ай бұрын
দিদিভাই তোমার এভাবে গানের ভিতর গিয়ে গানের দোলায় মনকে অভিভূত করে দাও ।অদ্ভুত ।
@bibhasghosh52592 жыл бұрын
Aditi, khub sundar tomar gaan 'jodi tare nai chinigo seki'...pronam tomae
@mitaghosh-yy1nr Жыл бұрын
Apnar gaan eto modhur je protiti kothae bosonter choa pelam.
@miahmannan5235 Жыл бұрын
Heart touching performance
@manikapaul34162 жыл бұрын
KICHHU BALAR BHASA NAI . ANNANDALELA . NICE 👍 ANNANDALELA. ALLAH R NIKOT PARTHONA . KOLKATA .
@asimkantimajumdar70172 жыл бұрын
দিদিভাই ঠোটে ডীপ রঙ মেখ না তুমি সহজাত সুন্দর ।
@tushardas1327 Жыл бұрын
Jodi Tare Nai Chini Go Sey Ki Aamay Nebe Chine Ei Nobo Phalguner Dine Jani Ne Jani Ne Rag - Khambaj Pilu Tal - Teora Porjay - Prokriti Upo Porjay - Bosonto Book - Bosonto Bosonto Swaro Lipi Grontho Swaro Bitan 6
@SimaMajumdar-tj6hg2 ай бұрын
manamugdhakar sangit
@sanjoysen7087Ай бұрын
Ei mohila bangalir sompod. Khub kom gayikar gayaki ato sundor.