এই গানটি আমার জীবনের প্রথম শিহরণ তোলা গান । পরে জেনেছি লোকসাহিত্য গবেষকদের মতে "জন হেনরি" আমেরিকার সবচেয়ে বেশি গবেষণাকৃত লোক গান। আফ্রিকান আমেরিকানদের ব্লুজ হিসাবে খ্যাত গানগুলির মধ্যে এটাই প্রথম। এছাড়াও প্রথম রেকর্ডেড কান্ট্রি সং-ও এই "জন হেনরি" । অনেক সঙ্গীতজ্ঞই তাকে নিয়ে গান রচনা করেছেন, যেমন হ্যারি বেলাফোন্টে,ফুরি লুইস,পিংক অ্যান্ডারসন,ই মেইনার,লিওন বিব,লিড বেলি,জনি ক্যাশ,পল রবসন,ব্রুস স্প্রিংস্টিন এবং আরো অনেকে। বাংলায় আমাদের গর্ব হেমাঙ্গ বিশ্বাস জন হেনরিকে নিয়ে গান গেয়েছেন । সেইটিই এখনো পর্যন্ত আমাদের মননে স্থায়ী আসন পেতে বসে আছে । বেলাফন্টের যে অনুবাদ কঙ্কন ভট্টাচার্য আমাদের শোনালেন তাও বিশেষ করে আজকের দিনের জন্যে এক অমূল্য শ্রদ্ধার্ঘ্য --- ফেয়ারওয়েল বেলাফন্টে ।