আজ থেকে বেশ কিছুদিন আগে কাননের যে ফুলটা ফুটেছিল আজও সেই ফুলের গন্ধ আমরা সমানভাবে পাই। আজকের এই যুগ- যন্ত্রণার যুগে সে যেন আমাদের মনে করিয়ে দেয় থেমে থাকলে চলবে না, বসন্ত আসবেই। মুক্তি আমাদের দুয়ারের পথে এসে অপেক্ষা করছে। কবি আমাদের ছেড়ে চলে গেছেন অনেকদিন আগে কিন্তু তার কবিতা, গান আমাদের নতুন পথের আলো দেখায়, মুক্তির মন্ত্র শোনায়। মানব জীবনের এমন কোন ক্ষেত্র নেই, কবি যেখানে বিচরণ করেন নি। তার কাব্যে ব্যথাহত পাবেন ব্যথাহত ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পাবেন সত্যের সন্ধান, রাজনীতিক পাবেন নির্ভুল পথের দিশা এবং মৃত্যু পথযাত্রী পাবেন মৃত্যুঞ্জয়ীর ঠিকানা। এককথায় রবীন্দ্রনাথই কল্পবৃক্ষ।
@soumyadipbhattacharya79642 жыл бұрын
Anekdin por srikanta babu ke purono chande dekhe bhison valo laglo!!!
@sukanyabarua12312 жыл бұрын
অতুলনীয় ! ওহ্ কি যে হৃদয় ছোঁয়া অনূভুতি ছড়িয়ে দিলেন। অশেষ কৃতজ্ঞতা জানাই আপনাকে। "হে অজানায় তোমায় তবে জেনেছিলেম অনুভবে জেনেছিলেম, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে " রবীন্দ্রনাথের অপূর্ব সৃষ্টির রস আস্বাদনের জন্যে যেন বাঙালী হয়েই আবারও জন্ম হয়। প্রণাম কবি গুরু 🙏🌹
@abhijitbiswas4763 Жыл бұрын
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী বিশ্বসংসারের, বিশ্বসমাজের সম্পদ, প্রনাম কবিগুরু।
@ushnaroy2 жыл бұрын
Aha - ki apurbo nibedon!!
@a.b.m.fakhrulalam81962 жыл бұрын
কি অপূর্ব গলা। গানের বাণীও অপূর্ব। বাংলাদেশ থেকে।
@GitaMajumdar-t4lАй бұрын
আমি ভান শোনার ক্ষেত্রে খুব চয়ন করে শুনি, তার মধ্যে আপনি পড়েন, । আমি আগে শুনতাম,এখন আবার শুনছি।আশা করি আরো ভালো ভালো গান আপনার গলায় শুনতে পাবো।🙏🏼🌲🙏🏼🔥
@tusharkantibiswas6532 жыл бұрын
আজকের দিনের জন্য এই গান অসাধারন...অতুলনীয়.... শতকোটি প্রনাম জানাই কবিগুরুর শৄীচরনে..আর আমার প্রিয় বাঙালি কন্ঠস্বর..কন্ঠসাধক..প্রিয় অনুপ্রেরণা...মাননীয় স্যার কে জানাই আমার বিনীত প্রনাম..
@-ey8vb8 ай бұрын
অতিকথন, অতিশয়োক্তি😮
@milonmitra35842 жыл бұрын
যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে চাঁদ ওঠে নি যখন এসেছিলে, যখন এসেছিলে হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে জেনেছিলেম হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে জেনেছিলেম প্রাণে তোমার পরশখানি বেজেছিল গানের তারে যখন এসেছিলে, যখন এসেছিলে তুমি গেলে যখন একলা চলে চাঁদ উঠেছে রাতের কোলে চাঁদ উঠেছে তুমি গেলে যখন তখন দেখি, পথের কাছে মালা তোমার পড়ে আছে মালা তোমার তখন দেখি, পথের কাছে মালা তোমার পড়ে আছে মালা তোমার বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে যখন এসেছিলে, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে চাঁদ ওঠে নি যখন এসেছিলে, যখন এসেছিলে
@-ey8vb8 ай бұрын
সম্পূর্ণ গানটি তো শোনাই যাচ্ছে। লেখার প্রয়োজনীয়তা কি🤔
@DebanitaSings4 ай бұрын
রবীন্দ্রসঙ্গীত ভুল গাওয়া বা লেখা খুব অন্যায়। ওটা গানে তোমার পরশ খানি বেজেছিল, প্রাণের তারে।..এটা হবে।
@chanchalpanda62732 жыл бұрын
Kobigurur sri charone amar binasto pranam......
@-ey8vb8 ай бұрын
binito √√ ( binasto 🤔)
@rabindranathsarkar7563 Жыл бұрын
আহ মুগ্ধ করা বাণী !চমৎকার গায়কী বাণীর প্রাণ প্রতিষ্ঠা যেন দৃশ্যমান !
@sudiptasbaidya35422 жыл бұрын
সাধু.... সাধু.... অপূর্ব
@indiraroysarma15902 жыл бұрын
আহা...'তোমায় তবে জেনেছিলাম অনুভবে'.....🙏🙏❤️👌
@souravbanerjee95222 жыл бұрын
আপনার কণ্ঠে এই গানটির অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে😌।খুব প্রিয় গান।
@atanubhattacharya91352 жыл бұрын
Khub antorik, anubhav gobhir na hole e gaan gaoa jaina, anek dhanyavaad Srikanta da, bhalo thakun
Jokhon Esechhile Andhokare Chand Othe Ni Sindhu Pare Rag - Pilu Baroyan Tal - Teora Porjay - Prem Upo Porjay - Prem Boichitro Book - Shapmochon Swaro Bitan 30 (Giito Malika 1)
@গানেরসুর-য৫হ2 жыл бұрын
আহা।।।।💖
@sumitabhattacharyya8152 жыл бұрын
মন ছুঁয়ে গেল! 🤗 অপূর্ব 🥰
@pulakbhattacharjee50774 ай бұрын
সব চিকিৎসালয়ে এ গান বাজুক। চিকিৎসক ওষুধ এর প্রভাব কমে যেতে বাধ্য। ভগবান প্রদত্ত এ সুর বাজুক সব হৃদয় এ।
@NilanjanRoney2 жыл бұрын
Apnake o Amar guru pronam!🙏🙏
@subratalahiri30682 жыл бұрын
মনে একটা নতুন আবেশ তৈরী হয় যখন আপনার কন্ঠে এমন গান শুনি।যেমন কবি তেমনি আপনি, মিলে মিশে একাকার, নির্বাক হয়ে খালি মনে হয় বার বার শুনি। আবার কোনো নতুন গান শোনার অপেক্ষায় রইলাম। আপনি মাঝে মাঝে মনের মলিনতা এই ভাবে ধুয়ে দেবেন এই প্রত্যাশায় রইলাম।
@debasishchakrabarti49212 жыл бұрын
মনের মালিন্য ধুয়ে দেবার জন্য, বা মনকে তাজা করার জন্য ওরে ঝড় নেমে আয় ( সাগর সেন) প্রান ভরিয়ে তৃষা হরিয়ে ( দেবব্রত বিশ্বাস,) এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ( সুচিত্রা মিত্র) বিশ্ব সাথে যোগে যেথায় বিহার ( সুচিত্রা মিত্র) এই গান গুলি শুনুন।
@sujaychakraborty8967 Жыл бұрын
Ki sundor সুর akolponio ..govir tole tolea jachi...
Ashadharan laglo Sir❤️❤️❤️❤️🙏🙏🙏 apurba poribeshona..mon vore gelo
@-ey8vb8 ай бұрын
এই প্রশংসা প্রাপ্য প্রয়াত সুচিত্রা মিত্রের, যার কণ্ঠে শাপমোচন গীতিনাট্যের কমলিকার গানটি অনবদ্য👌👌
@ahasanaruny2 жыл бұрын
আহা!! অপ্রতিম!!❤️❤️
@rajatmukherjee20572 жыл бұрын
অপূর্ব গায়ন। গানের মধ্যে কবিগুরুকৃত কথা-সুরের মিলিত অনুভবী প্রকাশ আপনার নিবেদনে মূর্ত হয়ে উঠল।যন্ত্রানুষঙ্গও যথাযথ।শ্রীকান্তদা, এখনকার যাঁদের কণ্ঠে রবীন্দ্রগান শুনে সুখ ও শান্তি পাই সেখানে আপনি অন্যতম।এভাবেই আরও অনেকদিন আমাদের মুগ্ধতা দিন।ভালো থাকুন।
@gaaner72162 жыл бұрын
দাদা সবসময় ই ভালো লাগে। আলাদা করে কি বলবো। একটাই কথা অসাধারণ।🙏🙏🙏
@ManojThakur-xv5mw3 ай бұрын
Ki oshadharon gailen...
@dipankarbasu84302 жыл бұрын
Osadharon - kobi guru ke janai pronam - apnar gaan sune mone khub shanti pai - mon kandle jano apnar gaan chokher jol muchiye dei
@kalpanasadhukhan34682 жыл бұрын
Asadharan ❤️
@হরেকৃষ্ণ-ঠ৩ভ2 жыл бұрын
অসাধারণ গান খুব সুন্দর কবি গুরু রবিঠাকুরের মৃত্যু বার্ষিকীতে ওনার প্রতি আমার শ্রদ্ধাঞলী 🙏🙏🙏🙏
@-ey8vb8 ай бұрын
শ্রদ্ধাঞ্জলি
@titugupta35518 ай бұрын
এ গানটা আগে কখনো শুনিনি। শ্রীকান্তের কণ্ঠে শুনে মনে হল আর কারো কণ্ঠে এ গান না শুনলেও চলবে।
@ipsygypsy168 ай бұрын
Hemanta babur konthe o ache, shune dekhte paren.
@neetaghosh34032 жыл бұрын
aajker dine ei nibedoner janyo silpi ke janai 👍👌🙏
@sandipkumarpal48222 жыл бұрын
মুগ্ধ।
@KanchanChoudhury-w1u7 ай бұрын
অসাধারণ বলার কিছু নেই
@shampamodak68342 жыл бұрын
Khub sundor
@samirkumarroy57029 ай бұрын
After hearing your melodious voice, I feel Proudly that I am Bengali
@aparnapaulapu7152 Жыл бұрын
কি অসাধারণ, এইসব গান শুধু আপনার কন্ঠেই ভালো লাগে 🙏
@monalisajana12812 жыл бұрын
অসাধারণ ❤️
@asmitachakrabarty46622 жыл бұрын
Apurba
@Anadimaya10 ай бұрын
Apurba 👏👏👏
@karabighosh46342 жыл бұрын
আসাধারন দাদা ভাই👌👌👌👌
@subrataroy32596 күн бұрын
Classic 🎹🎵🎶🎸🔥🎤💙❤️💚💜🙏🌹😇👌
@debottambasumusic54182 жыл бұрын
এত সুন্দর গান এবং এত সুন্দরভাবে গাওয়া... আগের মত অ্যালবামবন্দী (সিডি) হয়ে পেলে আরও ভালো লাগত আমার মত শ্রোতার.. মিউজিক সিস্টেমে চোখ বন্ধ করে এ গান শোনার, অনুভবের। অপূর্ব নিবেদন দাদা। ভালো থাকবেন। ❤🙏