মা...এই পৃথিবীতে আসার দিনটিতে যে পায়েস খেতে দিতেন,সেই বাটির মাঝখানে থাকত ছোট্ট দুটি তুলসীপাতা।ঠাকুরঘরে নিবেদন করে ধরে দিতেন সেটা।তারপর থেকে যতই পায়েস খাই ওই তুলসীপাতা দুটো খুঁজি অথচ কি আশ্চর্য ব্যাপার মা না জানতেন Garnishing কাকে বলে না খুব তরিবৎ করে পরিবেশন করা।অথচ সেই বাটি ভরা পায়েস আজও নয়ন সমুখে জ্বলজ্বল করছে😊🙏
@tirtharajbanerjee3 ай бұрын
Best comment...❤ God bless you...
@LostandRareRecipes2 ай бұрын
কি মন কেমনের কমেন্ট… সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@oscar-kt7pj2 ай бұрын
Aeto mishti bangla keu aar boleki??? Aar ajke janlaam je maa ra janmadine shantaner jonne payesh ki bhabe paribeshon karten.😊😊😊
@PurnabhaRoychoudhury3 ай бұрын
জন্মদিন এর পায়েস খুব ই ভালো লাগলো। মনে পড়ে গেল মায়ের হাতের পায়েস এর কথা। এই সিরিজ টা ও খুব ভালো লাগলো।
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info
@saonliroy75902 ай бұрын
Khub valo laglo, ami kolkatar baire achhi, kal nijer jonmodine nijei banabo evabe, amader bari o thik amon vabe e payesh banano hoy, ranna ta dekhe khub maa er kotha mone porchhe...
@swapnanilkar47862 ай бұрын
Osadharon onobodyo opurbo mon chhuye jaowa golpo o payesh er recipe. 🙂😊🥰😇.
@LostandRareRecipesАй бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@sayantinandi36273 ай бұрын
Apnar bola shesher line guli mon chuye gelo 🙏…khub bhalo laglo jonmodiner series…aapnaro jonmodin phire ashuk bar bar…bhalo thakben 🙏
@LostandRareRecipes3 ай бұрын
কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@ratnaseal42632 ай бұрын
দেখতে দেখতে মায়ের কথা মনে পড়ে গেল খুব ভালো লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবো, খুব ভালো থাকবেন এই ভাবেই আরো হারিয়ে যাওয়া সেই সব রান্নার রেসিপি দেবেন। খুব ভালো থাকবেন।
@LostandRareRecipes2 ай бұрын
এ যে প্রতি পরিবারের গল্প। প্রত্যেকের চেনা কারো না কারো জীবনের কথা। তাই আবারও অনুরোধ করবো, এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার মতো কত মানুষ নিজেকে খুঁজে পাবেন এর মাঝে।ধন্য হবো। নিচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@sudeshnathakur93873 ай бұрын
মা কে মনে পড়ছে এই payes দেখে . এখনও জানো গন্ধ টা নাকে লেগে আছে . মা চলে গেছেন , গন্ধ গুলো সব রেখে গেছেন ..... dhonyobad dada ...
@LostandRareRecipes3 ай бұрын
এ জীবনে পরম প্রাপ্তিগুলির মধ্যে এ অন্যতম। এ সুযোগ পেয়ে আমরা সত্যিই অভিভূত। অনেক ধন্যবাদ। নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@rinabanerjee25642 ай бұрын
Asadharan laglo👌👌apnar golpo sunte sunte sei choto balai phire gelam maa er hater payes amrito🙏🙏
@LostandRareRecipesАй бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@indranipal72853 ай бұрын
This episode of yours reminded me of my mother. Same way same process she prepared,& coz of this genuine way of preparation she prepared it herself on all specia occasions.
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@AbhinavSingh-bm6xl3 ай бұрын
One of my fav channel
@LostandRareRecipes2 ай бұрын
Thanks so much! Means a lot indeed. Please be with us 🙏🏻🙏🏻🙏🏻
@bonniedasgupta55182 ай бұрын
This sad birthday story made me cry. I am a mother and could never do this to a child. Wish this person has healed as truly believe Universe has a way of correcting wrongs. Love the recipe as always and cooking with your heart ❤️
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info
@suchismitaghosh87493 ай бұрын
Apner ajker porbo ta mon ke chuye gelo...aj amar MA r ai songsare nai..Apner ai special jonmodin er payesh ta dhekhye chokher kol bhije alo....ki odbhut sundor Apner uposthapona proti ti porbo e..toto e sundor Apner bachon bhongi...ami apner akjon regular subscriber..sob gulo porbo e dekhi tobe sob somye comment kore uthte pari na. Apner presentation er kono tulona e hoye na...khub khub sundor kore apni apner recipe gulo ke present Koren sathy khub e sundor kore bujhiye sekhan. Just otulonio...bhalo thaken..Apner next series er notification o dhekhlam bose roilam sai episode gulo dekhar jonne.
@LostandRareRecipes2 ай бұрын
কি বলি এর উত্তরে? ভাষা অজানিত। শুধু শিকড়কে ছুঁতে চেয়েছি। যদি তা পেরে থাকি, তবে আমি ধন্য, আপ্লুত। ছাড়বো না এ বাঙালীয়ানা। ছাড়বো না আমার শিকড়। চলুন না, এ ঐতিহ্য ছড়িয়ে দিই মানুষের মাঝে। যদি ভালো লাগে, শেয়ার করবেন। আমার সনির্বন্ধ অনুরোধ। আর নিজে থাকবেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে। আমরা পারি। আমরা এগোব। আমরা ধরে রাখবো এ ঐতিহ্য। সঙ্গে থাকুন। নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। m.kzbin.info
@CraftHouse29563 ай бұрын
আশ্চর্য এটাই। পুরো সিরিজটি আপনি প্রকাশ করলেন আমার জন্মদিনের মরশুমে। ❤🎉😊
@LostandRareRecipes2 ай бұрын
বাহ কি দারুণ! Happy birthday! My best wishes always!
@CraftHouse29562 ай бұрын
অজস্র ধন্যবাদ কাকু। ভালো থাকবেন।
@bijolisaha53372 ай бұрын
Khub sundor laglo .mon voregelo.👌🏼🙏❤❤❤❤
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@mithusett21932 ай бұрын
Khub valo lage jonmodiner rannar series.
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@tanusridas44523 ай бұрын
Payes er sothik maap ta ebar mone gentle nilam Dada.. du dhoroner payes er recipe I darun laglo .
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info
@worldofjayii50462 ай бұрын
আপনার ভিডিও যেন আপনার ঘরে বসে আলাপচারিতা আর রান্না শেখা। খুব খুব ভালো লাগে।একদম এইভাবেই আমার মায়ের কাছে আমি পায়েস শিখেছি। আমার আর আমার মেয়ের এই সবেই জন্মদিন হলো। এরকম পায়েসই ভালো লাগে সকলের।ভালো থাকবেন 🙏
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@DebjaniGupta-u7n2 ай бұрын
All the series of Lost and Rare recipes are beautiful, but this whole series will always remain close to my heart. Thank you so much. Now waiting for the next series.
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@sushamamaity59572 ай бұрын
😅 1:09 Rd😅 1:16 😅 1:18 😅 1:19
@itzzRoyl20033 ай бұрын
খুবই ভালো লেগেছে, এই সম্পূর্ণ সিরিজটি। ❤😊 আজ অন্তিম পর্ব একটু মনখারাপ তো হচ্ছেই। 😢
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@itzzRoyl20032 ай бұрын
@@LostandRareRecipes অবশ্যই। ❤ যদি সম্ভব হয়, এবার এমন একটি পর্ব করুন যাতে বাঙালির ঐতিহ্য মিলেমিশে লেগে থাকে। জন্মদিন পর্বটির মতোই।
@yukayame3 ай бұрын
Golpo ta bhishon heart touching kintu recipe ta oshadharon 👌🏻👌🏻👌🏻
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@sudeshnadas29002 ай бұрын
পায়েস আমার খুব পছন্দের ।প্রথম যে রান্না মার কাছে শিখি ,তা হল পায়েস।আজও আমার পায়েস রান্নার কিছুটা যশ পরিবারের মধ্যে প্রচলিত।কোন অনুষ্ঠান হলে পায়েসের দায়িত্ব পাই।আপনি অল্প ময়দা দেবার কথা বলেছেন। মা শিখিয়েছিল অল্প চালের আটা দিতে।
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@sharminahmed58262 ай бұрын
দারুন লাগলো শুনতে❤ যেন কবিতা পাঠ❤
@LostandRareRecipes2 ай бұрын
কি বলি এর উত্তরে? ভাষা অজানিত। শুধু শিকড়কে ছুঁতে চেয়েছি। যদি তা পেরে থাকি, তবে আমি ধন্য, আপ্লুত। ছাড়বো না এ বাঙালীয়ানা। ছাড়বো না আমার শিকড়। চলুন না, এ ঐতিহ্য ছড়িয়ে দিই মানুষের মাঝে। যদি ভালো লাগে, শেয়ার করবেন। আমার সনির্বন্ধ অনুরোধ। আর নিজে থাকবেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে। আমরা পারি। আমরা এগোব। আমরা ধরে রাখবো এ ঐতিহ্য। সঙ্গে থাকুন। নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। m.kzbin.info
@tbhattacharya10873 ай бұрын
Birthday series doing great পায়েস খুবই ভাল লাগল।
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@debasishchatterjee39953 ай бұрын
Apnar contribution invaluable . Please boi akare bar korun
@LostandRareRecipes2 ай бұрын
আনবো। সঙ্গে থাকবেন। 🙏🏻🙏🏻🙏🏻
@paramitadeysinharay41073 ай бұрын
Apurbo recipie. Challenge o doodh er ei ei ratio amar Ma amake hole diechilo.
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@AditiChattopadhyay-es8sy3 ай бұрын
সাদামাটা আয়োজনে পালিত জন্মদিন গুলোই আশীর্বাদ ছিল। কিন্তু তার মধ্যেই আজ বলবো আনন্দের জন্মদিনে এক বিচ্ছেদের গল্প। আমরা দুই বোন। আমার বোনের জন্মদিনের দিন আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়েছিলেন আমাদের ঠাকুমা। আনন্দ আর দুঃখ হাত ধরাধরি করে চলে।
@LostandRareRecipes3 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@AnitaMaitra-f3z3 ай бұрын
এই পর্ব শেষ না হলেই ভাল হত ভাল থাকবেন ❤❤❤❤❤
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@KekaDas-xc4og2 ай бұрын
Janmodin er series ami mone rakhbo dada.mon chue gache.
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@tanusridas44523 ай бұрын
Mone genthe nilam . R bhool hobe na .
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@triptimandal10812 ай бұрын
আমি আমার মায়ের কাছে পায়েস রান্না করতে শিখেছি; পদ্ধতি ও একদমই আপনার মতো; আমার বৌমাকে ও শিখিয়েছি, পরিমান ও পদ্ধতি, খুব ভালো লাগলো, ধন্যবাদ
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info
@-rannabati40672 ай бұрын
Oshadharon hoeche dada❤❤❤❤🙏🏻
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@atreyimukherjee47532 ай бұрын
Delicious 😋🤤 mouth watering 🤤😋❤❤❤❤😊😊😊😊
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@rangadirrannaghor3 ай бұрын
O dada monta chiye galo aber fire galam amer choto balay khub bhalo laglo
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@DhrubaJDutta-vo9ed3 ай бұрын
Khub bhalo laglo ...❤
@LostandRareRecipes3 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@taraknathkar34762 ай бұрын
এক মুঠো চাল মানে কত গেরাম , জানাবেন। আপনার উপস্থাপনা খুব ভাল আর সুন্দর 🎉🎉
এ যে প্রতি পরিবারের গল্প। প্রত্যেকের চেনা কারো না কারো জীবনের কথা। তাই আবারও অনুরোধ করবো, এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার মতো কত মানুষ নিজেকে খুঁজে পাবেন এর মাঝে।ধন্য হবো। নিচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@kekabanerjee62353 ай бұрын
Bhison bhalo laglo
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@cookingwithdipti12213 ай бұрын
Darun hoyeche
@LostandRareRecipes2 ай бұрын
এ যে প্রতি পরিবারের গল্প। প্রত্যেকের চেনা কারো না কারো জীবনের কথা। তাই আবারও অনুরোধ করবো, এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার মতো কত মানুষ নিজেকে খুঁজে পাবেন এর মাঝে।ধন্য হবো। নিচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@tahminajannat36562 ай бұрын
Excellent ❤❤❤❤
@LostandRareRecipes2 ай бұрын
কি বলি এর উত্তরে? ভাষা অজানিত। শুধু শিকড়কে ছুঁতে চেয়েছি। যদি তা পেরে থাকি, তবে আমি ধন্য, আপ্লুত। ছাড়বো না এ বাঙালীয়ানা। ছাড়বো না আমার শিকড়। চলুন না, এ ঐতিহ্য ছড়িয়ে দিই মানুষের মাঝে। যদি ভালো লাগে, শেয়ার করবেন। আমার সনির্বন্ধ অনুরোধ। আর নিজে থাকবেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে। আমরা পারি। আমরা এগোব। আমরা ধরে রাখবো এ ঐতিহ্য। সঙ্গে থাকুন। নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। m.kzbin.info
@swapnabose10093 ай бұрын
পায়েস খুব সুন্দর হয়েছে 👌♥️
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info
@shampadutta68922 ай бұрын
Sundor❤
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@sharmiladutta96063 ай бұрын
খুব ভালো বলেছেন l
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@faiyazkhan6291Ай бұрын
Please try to make the captions a little larger. Respect from Goa!
@khairunnahar78712 ай бұрын
দাদা কি একটা করুন মিউজিক দিয়েছেন। বুক ফেটে কান্না চলে আসছিলো।
@LostandRareRecipes2 ай бұрын
যদি মনই না স্পর্শ করতে পারলাম, তবে কি করলাম? আমাদের শো ডিজ়াইন করে আমার বন্ধু তথা পরিচালক অমিত ঘোষ দস্তিদার। এ প্রশংসা ও ভালোবাসা পুরোপুরি ওরই প্রাপ্য। ধন্যবাদ জানানোর ভাষা নেই। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। m.kzbin.info
@atanuganguly58043 ай бұрын
খুব সুন্দর হয়েছে।
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@suravimazumder46103 ай бұрын
Khub sundor
@LostandRareRecipes2 ай бұрын
কি বলি এর উত্তরে? ভাষা অজানিত। শুধু শিকড়কে ছুঁতে চেয়েছি। যদি তা পেরে থাকি, তবে আমি ধন্য, আপ্লুত। ছাড়বো না এ বাঙালীয়ানা। ছাড়বো না আমার শিকড়। চলুন না, এ ঐতিহ্য ছড়িয়ে দিই মানুষের মাঝে। যদি ভালো লাগে, শেয়ার করবেন। আমার সনির্বন্ধ অনুরোধ। আর নিজে থাকবেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে। আমরা পারি। আমরা এগোব। আমরা ধরে রাখবো এ ঐতিহ্য। সঙ্গে থাকুন। নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। m.kzbin.info
@pampachatterjee81463 ай бұрын
একটি মাত্র কথা বলা যায় 'অপূর্ব'
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@nabanitaacharya95422 ай бұрын
Khub sundar
@LostandRareRecipes2 ай бұрын
কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@MousumiRoy-rq8li2 ай бұрын
Ami michrir payes kori besh smell r taste valo hoy. Chinir theke better lage.
@LostandRareRecipesАй бұрын
বেশ ভালো লাগলো জেনে। ভালো থাকবেন। সঙ্গে থাকবেন। 🙏🙏🙏
@sawantanmajumder78493 ай бұрын
Fatafatti
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@drdebaroti2 ай бұрын
Agekar diner labra recipe ta parle deben. Authentic houa chai.
@LostandRareRecipes2 ай бұрын
আছে তো! লিঙ্ক দিলাম নিচে kzbin.info/www/bejne/qaSbY2h7qsehbpYsi=im0lksGpO6miIQyx
@rinkumitra97343 ай бұрын
মায়ের হাতের পায়েসের স্বাদ কখনও ভুলবো না,সেই স্বাদ খুঁজে বেড়াই সবসময়।আজ আমার মেয়ে যখন বলে মা তোমার মত করে করি,কিন্তু তোমার মত স্বাদ হয় না।ওকে বলি ওরে এ যে মায়ের স্বাদ।তোর সন্তান তোর হাতের পায়েসে সেই স্বাদ পাবে।
@LostandRareRecipes2 ай бұрын
এ যে প্রতি পরিবারের গল্প। প্রত্যেকের চেনা কারো না কারো জীবনের কথা। তাই আবারও অনুরোধ করবো, এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার মতো কত মানুষ নিজেকে খুঁজে পাবেন এর মাঝে।ধন্য হবো। নিচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@dipankarnandy84443 ай бұрын
দারুন।
@LostandRareRecipes2 ай бұрын
কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@Dr.SohailaIslam2 ай бұрын
What a beautiful way to celebrate birthdays!
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@প্রিয়প্রিয়া-ফ৭ঢ2 ай бұрын
আমার খুব পছন্দ
@LostandRareRecipes2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@tarannumMahjabin2 ай бұрын
গল্পটা শুনে খুব কষ্ট পেলাম।ঐ মা তার সন্তানকে এরকম বিকট ধরণের শাস্তি কেন দিল? বাছা না হয় ভুল করে বন্ধুবান্ধব ডেকেই এনেছে,সংসারের অনেক টাকা খরচ হল।তাই বলে হৃদয় ভেংগে দেবে??
@mousumimukherjee9062 ай бұрын
Khub valo
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। এ সিরিজ়টি বড় যত্নে করা, বড় মনের কাছের। আপনাদের এইসব কমেন্ট পেলে মনে হয়, ঠিক পথেই চলেছি। সঙ্গে আপনাদের পেয়ে ধন্য। কিন্তু এ ঐতিহ্য বাঁচাতে রাখবার দায়িত্ত্ব যতখানি আমার, ততখানি আপনাদেরও। কারণ এ পথে আমার সঙ্গী আপনারা। তাই যদি ভালো লাগে, শেয়ার করবেন আর সবাইকে জানাবেন আমাদের কথা। এভাবেই আরও মানুষ খুঁজে পাবেন এইসব হারানো রান্না ও বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি। নীচে রাখা রইলো আমাদের লিঙ্ক। m.kzbin.info
@paramitasarkar43562 ай бұрын
Amio payesh a kismis di na karon ami pochondo kori na😂
@LostandRareRecipes2 ай бұрын
তাই? 😃😃😃 এ জীবনে পরম প্রাপ্তিগুলির মধ্যে এ অন্যতম। এ সুযোগ পেয়ে আমরা সত্যিই অভিভূত। অনেক ধন্যবাদ। নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@sikhasarma34172 ай бұрын
Darun
@LostandRareRecipes2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@pompidas96463 ай бұрын
Condensed milk kon somoy add kortey hobey
@LostandRareRecipes2 ай бұрын
যখন দুধ ঘন হতে শুরু করবে, তখন। 🙏🏻🙏🏻🙏🏻 অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@shnjidakuddus34873 ай бұрын
গল্পটা খুব মন খারাপের কেন এত কঠিন হতে হবে মা দের
@m.shamsulmaruf99403 ай бұрын
Maybe his mother suffered terrible for arranging the menu for guests.
@LostandRareRecipes2 ай бұрын
জানিনা। 🙏🏻
@shampadutta68922 ай бұрын
Ohh akdam
@LostandRareRecipes2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@shampadutta68922 ай бұрын
🙏dhonyobad sustho thakben khub bhalo thakben🙏
@moupiyasawoo15043 ай бұрын
Thank you for the recipe.
@LostandRareRecipes3 ай бұрын
এই শুভকামনা আমার পাথেয় হোক। প্রার্থনা করবেন, যে কাজ ভালোবেসে করছি আগামীর স্বার্থে, যেন সবিনয়ে মাথা নত করে তা করে চলতে পারি। সঙ্গে থাকবেন ও প্রিয়জনদের জানাবেন আমাদের কথা। 🙏🏻🙏🏻🙏🏻
@pintudas80402 ай бұрын
চিনির পায়েসে এলাচ এর থেকেও কেশর দিলে গন্ধ টা খুব ভালো হয় .
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@shelleyroy58973 ай бұрын
অবশ্যই বানাবো
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@24.rajarshibasu713 ай бұрын
❤❤❤
@LostandRareRecipes2 ай бұрын
অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@snehasett18472 ай бұрын
😢
@LostandRareRecipes2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@gitadas83293 ай бұрын
নতুন গুড়ের পায়েসই বেশী ভালো!
@LostandRareRecipes2 ай бұрын
আমার খুবই পছন্দের পায়েস। অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@SKGuha13 ай бұрын
We lightly fry kaju, badam and kishmish in ghee before adding to the payesh.
@LostandRareRecipes2 ай бұрын
Okay. Please be with us 🙏🏻🙏🏻🙏🏻
@manjirmitra23233 ай бұрын
লাইনে দাঁড়িয়ে আছি, কখন পায়েস আসবে।
@LostandRareRecipes2 ай бұрын
😃😃😃🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ayonbhattacharya97572 ай бұрын
Apnar nijer barite evabei payes hoy?
@LostandRareRecipes2 ай бұрын
নিশ্চয়ই! তা না হলে আর দিলাম কেন? যেখানে তফাত হয়, তাও বলেছি, যেমন কিশমিশ। দেখবেন 🙏🏻🙏🏻🙏🏻
@paprisarkar56622 ай бұрын
Dhik eie bhabe amar ma payesh korten.
@LostandRareRecipes2 ай бұрын
অনেক ধন্যবাদ। এত মানুষের এত ভালোবাসায় আপ্লুত হই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অনুরোধ রইলো। আর সব বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি, খুব আনন্দ পাবো। একমাত্র এভাবেই এইসব হারিয়ে যাওয়া বা বিরল ও বিলুপ্তপ্রায় রান্নার কথা জানতে পারবেন আরও মানুষ। তাঁদের রান্নাঘরে বেঁচে উঠবে এই রান্নাগুলি। আমরাও ফিরে পাবো আমাদের হারানো ঐতিহ্য। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@triptidatta22833 ай бұрын
Chinir payesh hobey tej pata kismis jar ja pochondo, but gurer payesh sudhu gur, chal dudh.
@LostandRareRecipes3 ай бұрын
তাই তো বললাম!!
@xvj-f7x3 ай бұрын
Chinir payesh e elach o dite hoy
@anjankumarbhattacharjee70383 ай бұрын
আমি পায়েসে কিসমিস ছাড়া কাজু কাঠ বাদাম এগুলি দেয়া পছন্দ করি না। আমাদের মায়েরা কি যে ত্যাগ স্বীকার করেন আমাদের জন্য যেমন মা কত যত্ন করে মায়া মমতা মিশিয়ে সন্তানের জন্মদিনে পায়েস করে দেন অথচ সেই পায়েস নিজে মুখে দেননা তাতে নাকি সন্তানের আকল্যান হবে, কি অদ্ভুত ত্যাগ তাই না।
@LostandRareRecipes2 ай бұрын
একদমই। অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@anuragmisra57443 ай бұрын
Very small letters. Not possible to read subtitles
@LostandRareRecipes2 ай бұрын
Noted. Will try and take care 🙏🏻🙏🏻🙏🏻
@LostandRareRecipes2 ай бұрын
Please be with us 🙏🏻🙏🏻🙏🏻
@krishnaroy1832 ай бұрын
চিনির বদলে মিছরি অথবা বাতাসা দিলে বেশি ভালো হয়।
@LostandRareRecipes2 ай бұрын
নিশ্চয়ই করে দেখবো। 🙏🏻🙏🏻🙏🏻
@sreyashisarkar67833 ай бұрын
Eta chara jonmodin incomplete.
@LostandRareRecipes2 ай бұрын
একেবারেই। অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@indranichowdhury26723 ай бұрын
Apnar katha suney ma er hath er payesh er katha mone hocche
@LostandRareRecipes2 ай бұрын
এ যে প্রতি পরিবারের গল্প। প্রত্যেকের চেনা কারো না কারো জীবনের কথা। তাই আবারও অনুরোধ করবো, এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার মতো কত মানুষ নিজেকে খুঁজে পাবেন এর মাঝে।ধন্য হবো। নিচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻 m.kzbin.info
@mitalisahana8593 ай бұрын
শুনেছি গোবিন্দ ভোগ চাল জলে ধুয়ে ব্যবহার করলে তা হয় পায়েস,আর শুকনো চাল কাপড়ে মুছে ঘি মাখিয়ে ব্যবহার করলে তা হয়ে ওঠে পরমান্ন ।সুজাতা কি এইরকম পরমান্ন বুদ্ধদেব কে নিবেদন করেছিলেন?জানিনা।নমস্কার জানাই।
@LostandRareRecipes2 ай бұрын
কি ভালো লাগলো! অজস্র ধন্যবাদ। যদি সত্যিই ভালো লেগে থাকে পর্বটি, যদি মনে হয় নিজেকে, নিজের অতীতকে খুঁজে পেলেন, তবে এতটুকুই অনুরোধ করবো, এটি শেয়ার করবেন সবার সাথে। আপনার আমারই মত আরো অনেকে খুঁজে পাবেন নিজেদের ফেলে আসা দিনগুলিকে। সঙ্গে থাকবেন। 🙏🏻 m.kzbin.info
@jharnabanerjee19152 ай бұрын
Atulonio
@aparnakarmakar49292 ай бұрын
ঐ মা একদম ভালো কাজ করেননি। নিষ্ঠুরতা কখনো কাম্য নয়। রান্নাটি ভালো।