সরল মনের মানুষ না হলে এমন নাটকের রুচি হবেনা। অবশ্যই ভদ্র সমাজের জন্য এমন নাটক
@RazuIslam-hm3vb7 ай бұрын
হুমায়ুন আহমেদ স্যারের এই নাটক গুলো যারা খুজে খুজে দেখে সত্যিই তাদের রুচির প্রশংসা করতে হয়।
@anikahmed-y7r5 күн бұрын
আমি সব সময় হুমায়ূন আহমেদের এই রকম নাটক গুলো খুজে খুজে দেখি খুব ভালো লাগে
@md.samiurrahman36702 ай бұрын
ছোটবেলায় পরিবারসহ নিয়মিত নাটকটি টেলিভিশনে দেখতাম। তখন আমি দ্বিতীয় কি তৃতীয় শ্রেণিতে পড়ি। সন্ধ্যার পর কড়া নিয়ম ছিল পড়তে বসার। বাবা পড়তে বসাতেন। সম্ভবত রাত ৮টা কি সাড়ে ৮টার দিকে কুড়ি মিনিট বা আধা ঘণ্টার জন্য ছুটি মিলতো। জোছনার ফুল নাটকটি দেখার জন্য। সবাই মিলে দেখতাম। বেশকিছু স্মৃতি জড়িয়ে আছে নাটকটির সঙ্গে। একবার কী হলো, আমি মা-বাবার সাথে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে ঘড়ি ঘর বলে একটা দোকান ছিল। সেখানে গেছি। চশমার দোকান মূলত। সেখানে গিয়ে দেখি এই নাটকে হেডমাস্টার চরিত্রে অভিনয় করা অভিনেতা রহমত আলী বসা। দোকানের মালিকের সাথে গল্প করছেন। আমরা চিনতে পারলাম তাকে। কিন্তু নিশ্চিত হতে পারছি না, উনিই তিনি কি না! আমরা আমাদের কাজ সেরে সামনের দিকে এগোতেই বলাবলি করলাম, উনিই হবেন, উনিই হবেন। আমার আর মায়ের কথায় বাবা গেলেন জিগ্যেস করতে। বাবা গিয়ে বললেন, ‘‘কিছু যদি মনে না করেন, আচ্ছা, আপনি জোছনার ফুলের হেডমাস্টার না?’’ রহমত আলী ও ঘড়ি ঘরের মালিক একে অপরের দিকে চেয়ে জানালেন, না। তিনি হেডমাস্টার নন। আমরা ফিরে এলাম। আমরা নিশ্চিত ছিলাম যে, উনিই রহমত আলী। হয়তো একটি নাটকের একটি চরিত্রের (হেডমাস্টার) নাম বলায় বুঝতে পারেননি। ভেবেছেন বুঝি জোছনার ফুল বলে কোন স্কুলের হেডমাস্টারের কথা জানতে চেয়েছে। অথবা খ্যাতির বিড়ম্বনা বা যেহেতু নাটকটি তখন অনেকেই দেখে ত বাজারে বসে আড্ডা দিচ্ছেন, সে সময় ফ্যানের কাছে নিজের পরিচয় দিয়ে দিলে অটোগ্রাফ বা আলাপ পেড়ে বসতে পারে, তাই বিড়ম্বনা এড়িয়েছেন। আজ জীবন অনেক পালটে গেছে। টেলিভিশন একেবারেই দেখা হয় না। একটা ব্যাপার আছে, আগে যখনই কোনো একটি পর্ব শেষ হতো, খুব আফসোস লাগতো। খুবই আফসোস লাগতো। ঘড়িতে সময় দেখতাম আর কতক্ষণ আছে এই পর্বের। কারণ দুটি। এক. নাটক শেষ হলেই পড়তে বসতে হবে। দুই. পরে কী হবে, তা জানার বা দেখার জন্য একটি দিনের অপেক্ষা! আজ চাইলেই সবগুলো পর্ব এক বসায় দেখে ফেলতে পারা যায়। আবার আজ আর ওরম পড়তে বসতেও হয় না। মাস্টার্স পাস করে পডতে না বসার লাইসেন্স পেয়ে গেছি।
@mdhanif-wz2sz10 ай бұрын
একএকটি নাটক রিপিড করে বার বার দেখি, তবু ভালো লাগে ২০২৪ সালে আবারও দেখছি
@MdAshik-fe2pf Жыл бұрын
স্যার হুমায়ুন আহমেদ আপনাকে এই বাংলার মাটি ও মানুষ কখনো ভুলবেনা❤❤❤
@shobujnirob72683 ай бұрын
হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখি আর মুগ্ধ হই আর আল্লাহর কাছে দোয়া করি তার জন্য। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন আমিন।
@mdjaforhossain4331 Жыл бұрын
এই নাটকটি দেখার জন্য বিটিভিতে রাত ১০টা ইংরেজি সংবাদের পরে পর্যন্ত বসে থাকতাম, আমার প্রিয় ধারাবাহিক নাটক ছিল।
@ShahinHowladar-v7b9 ай бұрын
আমিও আছি আপনার মতন
@iftekharsunny23129 ай бұрын
আমিও 😢
@DiaryOfaMaverick8 ай бұрын
Amio❤
@morolhossainalamin34994 ай бұрын
Amaro posondo
@sujadahamed923 ай бұрын
আহ্ কি সময় ছিলো ❤
@JotiKhatun-u2n Жыл бұрын
হুমায়ূন আহমেদের নাটক দেখার জন্য আমার মন সব সময় পাগল হয় এত সুন্দর নাটক আগে কখনো দেখিনি একটা ভরে আমার মত কে কে 23 সালে নাটক টা দেখতে চাই ছোট মানুষ তারপরও নাটক দেখি অনেক ভালো লাগে
@Shantamonism Жыл бұрын
কী মধুর একটি বাক্য "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ্"💙💙
@ronydas79762 жыл бұрын
রিয়াজ এমন একটা অভিনেতা সে সব জায়গায় ফিট ♥️♥️♥️♥️
@hs-rw3dn2 жыл бұрын
আপনার কমেন্ট দেখে আমি এই নাটক, দেখা শুরু করলাম ভাই
@mamunhossain9120 Жыл бұрын
হুমায়ূন আহমেদের নাটকে অভিনেতা কোন বড় ব্যাপার না যে কোন অভিনেতা ফিট যদি হুমায়ূন আহমেদ ডিরেকশন করে
@makjilany Жыл бұрын
কঠিন কথা অন্তরে ঢুকে না, মিষ্টি কথা অন্তরে ঢুকে ...... স্যারের নাটক দেখলেই চোখ দুইটাতে জল কখন যে গড়িয়ে পড়ে, বুঝবার পারি না.... স্যার থাকবেন #বাঙ্গালির_হৃদয়ে হাজার বছর ......
@Rakib800-p2v4 ай бұрын
হুমায়ুন আহমেদের সব নাটক দেখা শেষ করেও বার বার দেখি, শ্রদ্ধায়,ভালোবাসায় বাঙ্গালির অন্তরে হুমায়ুন আহমেদ
@SOJIB6514 Жыл бұрын
2024 সালে কে কে এই অসম্ভব সুন্দর নাটকটি দেখতেছেন একটু 🖐️ তুলুন,,,,,
@md.riyazhoossain515611 ай бұрын
আমি আজ দেখতে এলাম😮
@tahiyatabssum480310 ай бұрын
আমি তো দেখতাাছি❤🖐️ ❤
@KudratElahieShawon10 ай бұрын
ami
@morolhossainalamin34994 ай бұрын
Amio dektasi
@TawhidIslam-z8r3 ай бұрын
🙋♀️🙋♀️🙋♀️
@mylifestyle2520 Жыл бұрын
কঠিন কথা অন্তরে ঢোকে না মিষ্টি কথা অন্তরে ঢোকে😊 কি সুন্দর কথা😌
@jasheduddin1558 Жыл бұрын
আহ্ সোনালী অতীত, পরিবারের সবাই মিলে বিটিভিতে দেখতাম এই ধারাবাহিক নাটকটি। হুমায়ূন আহমেদ চলে যাওয়ার পর এমন নাটক আর দেখা হয় না।
@jerinanamika9100 Жыл бұрын
দিন গুলোকে কি সুন্দর সপ্নের মত মনে হচ্ছে। এগুলোই হলো প্রকৃত গ্রাম বাংলা। গ্রাম বাংলার সহজ সরল মানুষ। প্রতিটা মুহূর্ত,প্রতিটা কথা কত সুন্দর। দেখেই কত শান্তি লাগে।মন ভালো হয়ে যায় হুমায়ুন আহমেদ এর এসব অনন্য কাজ দেখে 🤍
আমার খুব পছন্দের একজন লেখক হুমায়ুন আহমেদ। খুজেঁ খুঁজে তার নাটক দেখি এখনো।।
@SajedarahmanSamu Жыл бұрын
গ্রামের পরিবেশ,বাড়ী ঘর পুকুর গুলা অনেক সুন্দর, এগুলা দেখলে শৈশবের কথা মনে পড়ে যায়,মন চাই আবার হারিয়ে যায় সেই সোনালী অতীতে💗💗
@SadiaRuna-o6f2 ай бұрын
সঠিক
@md.jahiruddin25656 ай бұрын
হুমায়ুন স্যারের নাটক অসাধারণ, আল্লাহ তাকে জান্নাত নসীব করুক।
@rangpurview Жыл бұрын
২০২৪ সালে যারা দেখবেন লাইক দিয়েন
@Se7enthseal7 ай бұрын
Hm
@surojitacharyya20343 жыл бұрын
হায়াত সাহেব যদি হুমায়ূন আহমেদের অন্যান্য নাটক গুলোও পরিচালনা করতেন অপূর্ব লাগছে দুবার করে দেখছি
@didarulislamjoy11316 күн бұрын
অত্যন্ত সুন্দর একটি নাটক। নাটকটি দেখে চোখে পানি চলে এসেছে। জীবনের শেষ অব্দি যদি আরেকবার কখনো নাটকটি দেখি স্মৃতি যেন মনে পড়ে তাই একটি কমেন্ট করে রাখলাম
@ismailhossain8712 Жыл бұрын
আবেগ অনুভূতি প্রকাশে হুমায়ূন আহমেদ সবার থেকে ব্যতিক্রম
@romanaislamkeka276910 ай бұрын
আমার শৈশব, আমার গ্রাম,আমার সংস্কৃতি,সব স্মৃতি জুরে একটি অসাধারণ নাটক🥰❤️
@ismailkhulna243 ай бұрын
বাহ চমৎকার এবং রুচিশীল নাটক
@mdfoysalahmedsheikh2982 Жыл бұрын
কোনো তুলনা হয় না। অসাধারণ ❤️
@shadequlislam4074 Жыл бұрын
25-12-23 আমি খুজে খুজে এইসব নাটক গুলো দেখি
@sheikhnur396 Жыл бұрын
যারা হুমায়ূন আহমেদের নাটক সিনেমা দেখে তারা শিল্প মনের মানুষ❤❤❤
ছোট বেলার সেই স্মৃতি গুলো অনেক মনে পড়ে গেলো নাটকটি দেখতে এসে বিশেষ করে ইস্কুলের জাতীয় সংঙ্গীত দেখে 😰😰😰
@Sumit_sarkar89 Жыл бұрын
ছোট বেলায় এই নাটক দেখতাম। নাটকের শেষে কুইজ হতো। এখনো মনে পড়ে আমি কুইজে একবার জয়ী হয়েছিলাম। কি যে খুশি হয়েছিলাম এখন শুধুই স্মৃতি। আমার শিশুকালের এই জয় টা সেরা প্রাপ্তি।
@learnaboutelectricity1633 Жыл бұрын
হ্যাঁ😍
@morolhossainalamin34994 ай бұрын
নাটক টা যতই দেখছি ততই মুগ্ধ হয়েছি, তাই হুমায়ুন আহমেদ স্যার কে স্যালুট না দিয়ে পারলমা না,, স্যালুট স্যার❤❤২০২৪
@ronjitshil5335 Жыл бұрын
ছোটবেলায় বিটিভিতে 2005 সালে এই নাটক গুলো যখন দেখতাম তখন খুব মজা পেতাম আজ এই নাটকগুলো আর দেখা যাচ্ছে না 2000 23 সালে এসে এই নাটক গুলো দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল
@dhimandas2396 Жыл бұрын
ভালো লাগে,ভালোবাসি তাই। স্যারের কাজগুলো দেখছি এক এক করে👌✍️
@sklkomol8489 Жыл бұрын
ছোট বেলায় বিটিভিতে দেখা সেই নাটক❤❤
@SabbirAhmed-ji8nf6 ай бұрын
অবসর সময়ের শান্তি❤
@farukhosain30513 жыл бұрын
এই হ্যারিকেন এই বাতি এক সময় মানুষ চিনবে না। কিন্তু হুমায়ুন আহমেদ এর নাটক তখনো মানুষ ভুলবে না। ❤️
@shiblururam5304 Жыл бұрын
মনটা জুড়িয়ে গেল নাটকটা দেখে আহ কি সুন্দর সত্যি অসাধারণ একটি নাটক
@farzanaislammeem Жыл бұрын
নাটক দেখলেই প্রাণ জুড়ায়! কি সাবলীল অভিনয়,উপস্থাপন! ইসসসস মানুষটা যদি বেঁচে থাকতেন তবে আরও মনোমুগ্ধকর সবকিছু সৃষ্টি হতো!
@songlyrics444010 ай бұрын
Hi
@ganiahamed482 Жыл бұрын
"আকাইম্মা মানুষের সবকিছু থায় সুন্দর 😂😂".. প্রিয় হুমায়ুন আহমেদ❤
@dreamland73407 ай бұрын
মানুষের সব দোষ প্রকাশ হয়, কিন্তু মানুষের ভালো গুণ চাপা পড়ে থাকে
রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য।। কমেন্ট করে।। এই নামের কেউ এজন ছিলো পৃথীবিতে আজ তারা নাই।। আমরাও একদিন থাকবো না
@HafsaRone5 ай бұрын
Hmm right 😔🥀💔
@farjanaaktermili26672 жыл бұрын
বাহ, রিয়াজ কে কত স্মার্ট লাগছে!
@JahidHasan-ml4xe3 жыл бұрын
রিয়াজ সব জায়গায় ফিট
@ArifHimu-pc3gp5 ай бұрын
হুমায়ুন আহমেদের অনেকগুলো নাটক দেখলাম,অত্যন্ত মার্জিত ও রুচিশীল নাটক..!
@shiblesadik59162 жыл бұрын
ছোট বেলার কথা মনে পড়ে গেলো,হারিকেনের যুগে দেখছিলাম। হায় সোনালী অতিত
@aburayhan5964 Жыл бұрын
হুমায়ুন আহমেদ একজন অসাধারণ মানুষ। অসম্ভব সুন্দর মনের একজন মানুষ। তাঁর নাটক, উপন্যাস থেকে বোঝা যায়। হূমায়ুন আহমেদ নেই কিন্তু তাঁর কর্ম তাঁরে অমর করে রেখেছেন। অসাধারণ প্রতিভার অধিকারী। ( বর্তমানে সবকিছু যেন রুচির দুর্ভিক্ষ।)
@ME58437 Жыл бұрын
কি সুন্দর নাটক,কি সুন্দর অভিনয়
@MdTorikul-o4q10 ай бұрын
নাটক আমার কাছে অনেক ভালো লাগে
@5370SKS2 ай бұрын
২০২৪ - সালে এসেও খোঁজে খোঁজে এমন নাটক গুলা দেখা ,,, আমি একজন ।
@rajhulla8814Ай бұрын
স্যারের নাটক গুলা অসাধারণ। খুবই ভালো লাগে দেখতে।।
@MdMujakkir-sd9qv10 ай бұрын
2024 সালে আমার মতো কেকে দেকছেন
@rimakhan68038 ай бұрын
আমি ১২/০৫/২৪
@goutomchowdhury4 ай бұрын
ভালো লাগে এই ধরনের নাটক দেখলে
@শিশিরঅর্ণব2 ай бұрын
নাটক গুলো দেখলে প্রশান্তি লাগে
@ismailhossain8712 Жыл бұрын
আমি এই টাইপের নাটক পছন্দকারীদের আমার আশেপাশে খুঁজি, কেননা তাদের রুচি প্রশংসনীয়
@robiulforaji2266 ай бұрын
হুম ঠিক বলেছেন।
@HhHh-u1b3 ай бұрын
আমার এই নাটক ভাল লাগে
@yasinahmed46273 ай бұрын
আমিও সব পুরান নাটক দেখি খুজে খুজে 😊
@mdashraful6363 Жыл бұрын
সত্যিই এই নাটক গুলো দেখলে মন জুড়িয়ে যাই
@reyonkhan7424 Жыл бұрын
2025 সালে এসোও এই নাটক গুলো যারা দেখে বুঝবেন তারা জ্ঞানী প্রকৃতির।
@mdsaidur5763 Жыл бұрын
তাই নাকি ভাই
@shamkhanrasel Жыл бұрын
Amar tho prochur gaan
@ArshadAnik33 Жыл бұрын
Hmm❤
@nusratjahannaysa Жыл бұрын
Tai naki
@shamkhanrasel Жыл бұрын
@@nusratjahannaysa doubt?😆
@shahidbro1878 Жыл бұрын
অসাধারণ গ্রামীণ নাটক...! এরকম নাটক শুধু হুমায়ূন স্যার কে দারাই আশাকরা যায়।💙🥀🫠
@JamiHossain Жыл бұрын
ছোটবেলার স্মৃতিবিজড়িত একটি নাটক! দেখলেই চোখে পানি চলে আসে। সেই সময়কার দিন গুলোর কথা মনে পড়ে।
@janystime2264 Жыл бұрын
দিন দিন পুরনো সবকিছুর প্রতি আকৃশট্ঠতা বেরে জাচ্ছে। আমি বোধহয় ব্যাকডেটেট হয়ে জাচ্ছি। 😊
@muhammadalmamun9826 Жыл бұрын
same
@azizulhaq-bu7br Жыл бұрын
পুরনো নাটকগুলোই সবচেয়ে সুন্দর লাগে..!🍁🍁🥀🍂❤️❤️
@skfaridmeazi94342 жыл бұрын
ছোটোবেলার কথা মনে পড়লো তাই নাটকটা দেখতে আসলাম।
@mamunhossain9120 Жыл бұрын
হুমায়ূন আহমেদের বেশিরভাগ নাটক এবং মুভিতে দেখছি মাছ ধরার এই চকি পেতে পুকুরপাড়ে খুব সুন্দর করে মাছ ধরে, খুব সুন্দর লাগিয়ে সিনগুলি
@rubelahammad28182 ай бұрын
ছোট বেলায় সাদাকালো টিভিতে ফ্যামিলির সবাই মিলে এই নাটক দেখতাম,,,একটা পর্বও মিস হতনা,, কতই না সামাজিকতা ছিল এসব নাটকে,,, এখন আর ফ্যামিলি নিয়ে নাটক দেখা যায় না।
@mastiwithsohel98084 ай бұрын
হুমায়ুন সার মানেই অন্য রকম। ২০২৪
@imranimrankha3192 Жыл бұрын
❤❤ অসাধারণ একটা নাটক দেখছি ❤❤❤ ২/১২/২৩ ইং খুলনা জেলা থেকে দেখছি।
@mdmosarof98393 жыл бұрын
হুমায়ন আহম্মেদ স্যার এর ১ নাটক ৪ বার করে দেখার ইচ্ছাটাই বেশি থাকে
@RKKhabir10 ай бұрын
আহ মন জুরিয়ে গেলো নাটকের এমন দৃশ্য দেখে
@নীরা-ঘ৭শ3 ай бұрын
আমার খুব ভালো লাগে আগের নাটক গুলো
@Mdsuhagahmed-p2n3 ай бұрын
ভবের হাট দেখতে দেখতে জোসনার ফুলে ছলে এলাম
@animeshbiswas7914 Жыл бұрын
এই নাটকটি পুনরায় নতুন করে দেখা শুরু করলাম।সবার অভিনয় টোটালি অসাধারণ।
@rockybulislamrocky767310 ай бұрын
স্মৃতি রেখে গেলাম। ২০২৪
@sharminakter-kg6wo3 жыл бұрын
হুমায়ূন আহমদের নাটকগুলো অসাধারণ। নাটকগুলো মনে হয় এক একটা জীবন্ত দৃশ্য।
@mohammadali6663 Жыл бұрын
নাটক কাকে বলে আগের দিন এর নাটক দেখলে বুজা যায় হুমায়ুন আহমেদ মানেই নতুন কিছু
@mdshumon60702 жыл бұрын
অসাধারণ নাটক
@ahmedfoyez4564 Жыл бұрын
আবুল হায়াত স্যারের জায়গায় চেলেঞ্জারকে আরো বেশি মানাতো। আমার ব্যক্তিগত মত এটা
@mohonam8900 Жыл бұрын
২০২৪ সালের জানুয়ারী ১৩ তারিখে এই নাটক দেখছি। যারা আমার পরে দেখবেন, লাইক বা কমেন্ট রিপ্লাই করে নিজেদের পায়ের ছাপ ছেড়ে যাবেন,এই নাটকের দর্শক হিসাবে। হুমায়ূন স্যারের কাজের ভক্ত আমি♥️♥️
@MDPonerDaowan-xs9lg8 ай бұрын
আমার যখন মন ভালো না লাগে তখনই হুমায়ুন স্যারের নাটক গুলা দেখি
@Sumit_sarkar89 Жыл бұрын
ছোট বেলায় এই নাটক দেখতাম। নাটকের শেষে কুইজ হতো। এখনো মনে পড়ে আমি কুইজে একবার জয়ী হয়েছিলাম। কি যে খুশি হয়েছিলাম এখন শুধুই স্মৃতি। আমার শিশুকালের এই জয় টা সেরা প্রাপ্তি।
@অনলাইনবিদ্বাঘর Жыл бұрын
রিয়াজ সব ধরনের অভিনয়ের বস
@AdelAdel-ff2pv Жыл бұрын
he's a king♔
@AlamgirHosain-jn7ip Жыл бұрын
অসাধারণ নাটক যা আজও খুঁজে খুঁজে দেখি
@SMAN_MH Жыл бұрын
আহা ! কত সুন্দর ছিলো 😢
@mohabbathussain41063 ай бұрын
আমি শেষ পর্বের শেষ দৃশ্যটা এ পর্যন্ত ১০০ বার দেখেছি,, তবুও বারবার দেখতে ইচ্ছে করে ♥️♥️♥️
@muhammedziaulАй бұрын
অনেক শিক্ষার আছে এই নাটকের সংলাপ
@mdabdulmannan62786 ай бұрын
আমি তো থাকবো না এক দিন চলে যাবো পৃথিবী থেকে তাই ইসলমের দাওয়াত দিয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ)
@zakirhussain-z Жыл бұрын
এই নাটক যখন দেখি তখন ২০০৫/৬ হবে সেই সময়ের স্মৃতি মনে হলে বুকটা কিরকম করে আর তখন আমার ঘরে টিভি ছিলনা পাসের ঘরে গিয়ে দেখতাম কখন দেখতে দিত কখনো না আবার অনেক অপমান ও করতো তখন বুঝতাম না এসব ভাবতাম দেখলেই হলো।
@mfreza00722 ай бұрын
😢😢
@mahermoonmoon5 ай бұрын
আহা!! সেইসব দিনগুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম!
@MDkasemMondol Жыл бұрын
আমার প্রিয় অভিনেতা রিয়াজ
@HkgkbnmGkjbkgj11 ай бұрын
নাটকটা খুব ভালো লাগলো😊
@christiphersarika9312 жыл бұрын
Ai natoker shese quise thakto. Khub miss korteci din gula
@evergreenbangladesh6979 Жыл бұрын
এমন একটা নাটক ই খুজছিলাম
@mdsiddikurrohoman8712 жыл бұрын
আজকে দেখা শুরু করলাম
@sanjidaakter8113 жыл бұрын
হুমায়ুন আহমেদের নাটকে শাওন নাই এটা দেখে অবাক তবে পরে দেখি পরিচালক আবুল হায়াৎ .... প্রিয় লেখকের শাওনের প্রতি বিশেষ নজর ব্যতিত সকল দিক ভালো. অসাধারণ নাটকের গল্প এবং প্রত্যেকের অভিনয়
@funhunters73233 жыл бұрын
শাওন এর প্রতি নজর বাদে সব জিনিশ ভালো আপনি বুঝলেন কি করে??ইসলাম বিরোধি কথা বাত্রা ও তো বলেছেন।নাস্তিক ও দাবি করেছেন নিজেকে।।তবে কথা হোলো তার মত মানুশ কে বিচার করার জোজ্ঞতা আপনার আমার মত মানুশের নেই।।তার কাজ দেখতে এসে এভাবে বদনাম করবেন না।।ভালো না লাগ্লে দেখবেন না।।ভালো থাকবেন।।
@shakilahmmed_bulbul15442 жыл бұрын
@@funhunters7323 প্রিয় আবাল মার্কা বলদ_ উনি ইসলাম বিরোধী কি লিখেছে আর নাস্তিক্যবাদী কি লিখছে??
@shipan2 жыл бұрын
হুমায়ূন আজাদ এবং হুমায়ূন আহমেদকে একসাথে গুলিয়ে ফেলবেন না।
@tahsinislammahi73462 жыл бұрын
keno? Shaon ki dosh korlo? Shaon onk talented, plus meye hisebeo onk intelligent. Emni emni Humayun ahmed shaon ke biye kore nai or acting e ney nai
@ranaahmed96042 жыл бұрын
@@funhunters7323 হুমায়ুন আহমেদ নাস্তিক ছিলেন প্রমান দিতে পারবেন??ফালতু কথা বলেন।
@hasinamunni1052 Жыл бұрын
হুমায়ুন আহমেদ এর নাটকে গ্রামের মাটি ও গ্রামের সংস্কৃতির গন্ধ পাওয়া যায় 😊
@ShukkurAli-v2b Жыл бұрын
Purono natok khub sundor ❤❤❤❤❤
@sagorerkonika4159 Жыл бұрын
আমার কাছে আগের নাটক দেখতে অনেক ভালো লাগে,,, আমার মত কারা কারা খুজে খুজে এসব নাটক দেখেন,,