এনার লেখা "নুন" পদ্যটি আমি একাদশ শ্রেণীতে পড়েছিলাম...😊❤🫡🙏
@rohitdas107-w2lАй бұрын
তুমি পড়েছিলে আর আমরা পড়ছি ।❤
@Motivationalspeech-du7soАй бұрын
@@rohitdas107-w2l দশম শ্রেণীর অস্ত্রের বিরুদ্ধে গান ও তো পড়েছো
@JoyGain-vi6otАй бұрын
ওই কবিতা টা আমার প্রিয় একটা কবিতা।❤
@JoyGain-vi6otАй бұрын
মাধ্যমিকে ও একটা কবিতা পড়েছিলাম
@Motivationalspeech-du7soАй бұрын
@@JoyGain-vi6ot অস্ত্রের বিরুদ্ধে গান
@pankajdasgupta1248Ай бұрын
মানুষ কত বড় হলে এতটা বিনয়ী হতে পারে তা আজ নতুন করে জানলাম। আমি বাংলাদেশের একজন পাঠক।আজ থেকে ২৫ বছর আগে তার লিখা একটা বই "যারা বৃষ্টিতে ভিজেছিল" বইটা পড়েছিলাম। সেই স্মৃতি আজোও মনে আছে আমার।সঞ্চালককে ধন্যবাদ যে, তিনি বেশী কথা না বলে কবি"কে বলার সুযোগ দিয়েছেন। আমার দিক থেকে কবি"র প্রতি রইলো প্রণাম 🙏
@somnathdatta615729 күн бұрын
🙏
@sauvikchanda305224 күн бұрын
কী ধীর, স্থির ! মন ভরে গেলো । এইরকম মানুষকে দেখলে ভেতর থেকে শ্রদ্ধা চলে আসে । ওনার 'মেঘবালিকার জন্য রূপকথা' কবিতাটা আমার বড্ড প্রিয় । ভালো থাকুন কবি ।
@pradipkumarroy7132Ай бұрын
খুবই জয় গোস্বামীর অসাধারণ পাণ্ডিত্য ও সহায় সরল বর্ণনা আমি অভিভূত হয়ে গেলাম।
@sprihadey7390Ай бұрын
শ্রদ্ধেয় এই মহামানবকে এতোখানি সময় ধরে অনুধাবন করে স্নিগ্ধ হলাম, শান্ত হলাম.... আভূমি প্রণতি কবিকে.... অনুরোধ রইলো অন্যতম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় কে নিয়ে আসার... ধন্যবাদ
@SNIGDHOSARKAR-kc1wsАй бұрын
আমার নাম স্নিগ্ধ ❤❤
@sprihadey7390Ай бұрын
@SNIGDHOSARKAR-kc1ws bah! Khub sundor nam tomar bhai... Bhalo theko
@A2Z_8616 күн бұрын
নিজে দেখেছি অনেক বার, বাবা মা কে দেখিয়েছি... কিছু লেখার ইচ্ছে নেই এইসব যেনো আমার অব্যক্ত কথা সবাই লিখে গেছেন । ওরে মন কার মিলন চাও, বিরহীর কবি কে জানাই আন্তরিক..শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা
@sahajahanrahaman1483Ай бұрын
আজ প্রথম কবি জয় গোস্বামী একটি বাংলা interview দেখলাম, উনার সমস্ত কবিতা না পড়া হলেও কিছু কিছু কবিতা পড়েছি, এত বড় মাপের কবি ও সাহিত্যিক আজ পশ্চিমবঙ্গে প্রায় নেই, উনার বাচন ভঙ্গি সত্যি অতুলনীয়, Sir,আপনার যোগ্যতা অসীম, আপনি নিজেই একটি বিশাল degree এর আধার, আপনার university এর degree অপ্রজনীয় ও নগন্য.
@JitMajumdar-q6hАй бұрын
এত সুন্দর ভাষা চয়ন, বাগ্মিতা কথা বলার ধরন, জয় গোস্বামী, সত্যিই নমস্য ব্যক্তিত্ব ❤❤
@shreya3795Ай бұрын
দশম শ্রেণীতে পড়া "অস্রের বিরুদ্ধে গান" , পরবর্তী কালে "নুন " তাছাড়া"উন্মাদের পাঠক্রম" ," আমার রবীন্দ্রনাথ", "পাগলি তোমার সঙ্গে " ইত্যাদির স্রষ্টাকে প্রথমবার কোনো podcast এ দেখে ও তার কথা শুনে খুব খুশি হলাম।❤
জয় গোস্বামী র মত একজন মহান কবির মুখে আমাদের গ্রাম বাদকুল্লা এবং খুব কাছের রানাঘাট ও কৃষ্ণনগর শহরের কথা শুনে খুবই ভালো লাগলো এবং সত্যিই এক নতুন তথ্যের সাথে পরিচয় ঘটলো। ধন্যবাদ জানাই arijit chakrobarty স্যার এবং তার নিয়ে আসা এই অসাধারণ podcast টিকে
@JoyChandraDasАй бұрын
বাদকুল্লা গ্রাম নয়, মফস্বল
@rahulbiswas5246Ай бұрын
@JoyChandraDas আপনি কোথা থেকে?
@arijitmondal707023 күн бұрын
From beledaga
@dulalkundu3021Ай бұрын
ওনাকে নিয়ে বলার মতো ধৃষ্টতা আমার নেই। তাই একটা কাজই করতে পারি শতকোটি প্রণাম জানাতে পারি । খুব ভালো থাকবেন স্যার ।
@sikhabose6809Ай бұрын
আপনি কবি , আপনার কবিতা যেটুকু পড়েছি ,আপনি অসাধারণ ,সেই কবে থেকে আপনার কবিতার সঙ্গে , আপনার এই কথপোকথন শুনলাম মুগ্ধ হয়ে আপনি ভালো থাকুন
@shrauschakraborty6593Ай бұрын
আমি এতদিন অনেক পটকাস্ট শুনেছি বাংলা,ইংলিশ,হিন্দি কিন্তু কোনো পটকাস্ট আমার মনকে শান্ত করেনি।আজ স্যার এর কথাগুলো শুনে আমার মন যাকে বলে স্নিগ্ধ হয়েছে।বাংলা সাহিত্যকে নতুন করে বুঝতে শিখিয়েছে জানতে শিখিয়েছে।তাই তাঁকে অনেক অনেক প্রণাম জানায়।🙂
@juthikamazumder9541Ай бұрын
শ্রদ্ধেয় প্রিয় কবি জয় গোস্বামীর প্রতি শ্রদ্ধা ও প্রণাম 🙏🙏 ওনার কথা শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম সত্তর দশকে, ঋদ্ধ হলাম ...খুব ভালো থাকুন 🙏🙏
@bijankumarroy9651Ай бұрын
অনেক ধন্যবাদ। আমার ইচ্ছা পূরণ হলো। আমি ৭৭ হয়ে চলছি, এবার বুঝতে পারছি কেন এবার ওনার কোন কবিতা, উপন্যাস গল্প কিছু পাইনি। উনি তো লিখছেন, হয়তো তার অপ্রকাশিত লেখা আর আমার পড়া হবে না। উনি যে ভাবে প্রকাশ করেছেন সেটা অতুলনীয়।
@AnirbanGhosh-tl6gzАй бұрын
একসময় যার কবিতা মুখস্ত করেও পরীক্ষার খাতায় লিখে আসতে পারি নি , আজ সেই কবিকে চোখের সামনে দেখতে পাচ্ছি 🌴🥀
ওনাকে নিয়মিত ডাকুন। উনি বলুন আর মন্ত্রমুগ্ধ হয়ে শুনি।🌹🌹🙏
@tomizuddin3367Ай бұрын
ধন্যবাদ অরিজিৎদা কে। গুণী মানুষের বক্তব্য শোনানোর জন্য। জয় গোস্বামীর সম্পর্কে কিছু বলার শব্দ আমার জানা নেই।❤🌸
@jashimalam0679Ай бұрын
হৃদয় প্রেমের শিষ্য পড়েছো?
@sukritighosal7595Ай бұрын
আমি আশির দশক থেকে জয়-এর কবিতার অনুরাগী। এই সাক্ষাৎকার খুব ভালো লাগল। কবিকে শ্রদ্ধা জানাই।
@ranjanlr33Ай бұрын
সব থেকে সত্যি কথা এটাই, একটা সময় পরে অবসর নিতেই হয়.. এই সত্যি অনুভব করে তাকে সহজ ভাবে খোলা মনে গ্রহণ করে এবং তাকে স্বীকার করে নেওয়ার জন্যই তিনি নমস্য.. 🙏
@kobitaikalpanaАй бұрын
চোখ , কান এবং মন জুড়িয়ে গেল ❤ ধন্যবাদ স্যার 😊
@aritachatterjee5053Ай бұрын
আপনার বক্তব্যে অনেক অনেক সমৃদ্ধ হলাম।প্রণাম নেবেন।
@spradhan4570Ай бұрын
কবি জয় গোস্বামী র পড্কাস্ট খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ ।কবি নিজে র মুখে যে সব কথা আলোচনা করলেন শুনতে খুব ভালো লাগলো । ধন্যবাদ স্যার আপনাদের ।
@SnigdhaChowdhuri-p5s13 күн бұрын
কি ভালো যে লাগে, আপনার কথা শুনতে। আপনার কথাগুলো সব কবিতা হয়ে যায়। অনেক কষ্ট বুকে জমা হলে, আপনার কথা, শান্তির প্রলেপ দেয়।
@monalishadas2724Ай бұрын
খুব ভালো লাগলো ❤❤ এইরকম আরও ভিডিও চাই বাংলা সাহিত্যের কবিদের নিয়ে
@arunabhamukherjee7052Ай бұрын
আপনি অসামান্য, অসাধারণ। প্রনাম।
@AbdulRahaj-n8w24 күн бұрын
খুব সুন্দর। আমিও সাহিত্য চর্চা শুরু করেছি স্কুল জীবন থেকে বর্তমানে আমি কলেজে পড়াশোনা করি। বর্তমানে প্রতিলিপি আর নেট ফড়িং এ লেখালেখি করি। ছোটগল্প, কবিতা ও উপন্যাস লিখে থাকি। আজ কবি জয় গোস্বামীর কথা গুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনে অনেক কিছু শিখতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
@swagatabhowmik9466Ай бұрын
অশেষ অশেষ ধন্যবাদ স্বনামধন্য এই কবির এতো কিছু কথা শোনার সুযোগ করে দেওয়ার জন্য🙏❤️ আবারও চাই ওনার আরও কথা শুনতে❤
@chandraniadhikary3660Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 আপনারা যে নিয়ে এলেন, এখন ও যে এই ভাষা বিশ্বাস আবার শুনতে পেলাম। এর জন্য অশেষ শ্রদ্ধা।
@lakshmidas-xb8ghАй бұрын
দ্বিতীয় podcast চাই, ওনাকে আর একদিন নিয়ে আসুন
@dilamurmu182820 күн бұрын
কোনো স্কিপ ছাড়াই পুরো পডকাস্ট দেখে নিলাম❤ জানি না কেন 😢 তবে বার বার ভাবছি আরো দেখি ...
@hafijulislam1205Ай бұрын
❤❤❤❤❤ স্যার আপনাকে স্যালুট।আপনার লেখাই যে বাস্তব জীবনের ছবি পায় তা অতুলনীয়।
@VineetBanerjee-sk9cyАй бұрын
দারুণ লাগলো❤ভালো বাসা জানাই পুরুলিয়া থেকে❤❤❤❤❤❤❤
@RGOPUS28 күн бұрын
Oshadharon- erom ekti podcast lok somokkhe aanar jonno Arijit o team ke dhnnobaad....... ENLIGHTENING!
@FalguniMajumdar-jo5ocАй бұрын
নুন, আমার জীবনের অন্যতম একটি কবিতা যার মধ্যেই আমি খুঁজে পাই মানুষের প্রকৃত রূপ।
@JoyGain-vi6otАй бұрын
আমি তো আমাদের পরিবারকে খুঁজে পাই
@ateffmdasaddimpi20029Ай бұрын
বাংলাদেশ থেকে দেখছি, কবি জয় গোস্বামী খুবই বিনয়ী মানুষ। তাঁর সাক্ষাৎকারগুলো ভালো লাগে, বিনয়মিশ্রিত তাঁর কথামালা । আমি কবির সুস্থতা কামনা করি। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম,আশা করি অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হবে না। 😊
@sanghamitrabhuniya3523Ай бұрын
Amar khub prio kabi aapni. Mon kharap hai jakhon suni aapni aabasar niyachen
@mrinalkantidas6665Ай бұрын
মুগ্ধ হলাম।
@mrinalkantidas6665Ай бұрын
অনেক তথ্য জানলাম।অনন্য অনুভূতির সাক্ষী থাকলাম।
@ankiitaachakraborty1651Ай бұрын
Apnader moto poet ..er khub dorker.... literature k bachiye rakher jonno ❤...
@debjanilayek7074Ай бұрын
Mone holo katodin pore jeno priyo kobi ke akebare kachh theke dekhlam...; onek dhonnobad ei podcast er jonno... 🙏🏼🙏🏼
@mohammedhossain915Күн бұрын
Great many many thanks ❤❤❤❤
@dipmandal2924Ай бұрын
ওনাকে নিয়ে মন্তব্য করার বোধ আমার নেই,, কেবলই নমস্য ,, অরিজিৎ দা কেও ধন্যবাদ, এই ধরনের মহামানবকে আমাদের সাথে নতুন করে একাত্মবোধ গড়ে তোলানোর জন্য,, আজকালকার সোশ্যাল কৃত্রিমতায় তো আমরা এনাদেরকে ভুলতেই বসেছি। আরেকবার ওনার বাচনভঙ্গি এতটা আকর্ষক 🙏
@nareshdas392Ай бұрын
আগুন হল সুদ্ধ, যাকে কোনো কিছুই নষ্ট করতে পারেনা। কবি জয় গোস্বামীও নিজেকে আগুনে পুড়িয়ে সুদ্ধ হয়েছেন। একমাত্র মুনি ঋষি ও সৎ মনের শিল্প সৃষ্টিকার রাই নিজেকে এই পর্যায় ভাবতে পারেন। কবি জয় গোস্বামী কে আমার প্রনাম🙏
@parthapratim7312 күн бұрын
Khub ❤❤❤❤❤❤❤সুন্দর লাগলো
@kinsukbandyopadhyay7857Ай бұрын
আমার জীবনের সবথেকে প্রিয় কবি
@chandrachurdas293219 күн бұрын
Dhono holam eto kaj theke pabar jono dada tomai & tmr team k ❤ onek
@mohammadnuruzzaman949218 күн бұрын
So sober and gentle.
@aninditadaschell61123 күн бұрын
আপনার চরনে সশ্রদ্ধ প্রনাম জানাই🙏🙏
@DebPatra-n7rАй бұрын
আমি তো অবাক!😮😮😮😮। আমি জয় গোস্বামী sir কে দেখছি।
@Indino175Ай бұрын
Really ami o obak😅
@suranjanasarkar577Ай бұрын
প্লীজ,,আপনার পরবর্তী podcast টি আবারও কবি জয় গোস্বামীর সাথেই হোক।। ওনার মুখে,,ওনার অনুভূতি তে রবীন্দ্র,নজরুল সম্পর্কে জানতে চাই।। এই আলোচনা,,এই কথা গুলোই তো আমাদের অনেকের সম্পদ ।। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এই পডকাস্টটি রেকর্ড করলে বাধিত থাকবো🙏🏼
@gchaudhuryАй бұрын
একটা সিরিজ চলুক।
@rajshekharbera5067Ай бұрын
পরবর্তী পডকাস্টএর জন্য অপেক্ষায় রইলাম
@shibaprasadmaity3517Ай бұрын
প্রণাম 🙏🏼
@SnigdhaChowdhuri-p5sАй бұрын
প্রথমে প্রিয় কবি জয় গোস্বামীকে জানাই আমার প্রনাম।আপনার না বলা গল্প, যে কিশোর সবার আড়ালে পালিয়ে যায়,সে আজও সেরকম আছে। শুধু মা দেখতে পান। কবিতার সেলাই দিদিমণি তেমনি আছেন, পাড়ায় পাড়ায়। যাঁকে দেখে আপনার ভ্রম হয়েছে, তিনি আগেও ছিলেন , স্কুলে।আপনার কবিতা আগামী একশো বছর একই রকম সত্য নিয়ে থাকবে।আপনার একটি কবিতার লাইন,যা শুনলে আমার কষ্ট হতো, আমার মায়ের জন্য। আমার মা অসুস্থ হয়ে মারা যান, আমার কম বয়সে। লাইনটি বলি, " ও বুলবুল পাখি, আমার কথা একবারও ভাবলে না!"
@dilamurmu182820 күн бұрын
নুন ❤
@PallabMahata100Ай бұрын
Kub valo laglo...❤🙏
@sharmilaroychowdhury3353Ай бұрын
খুব সুন্দর আত্মবিশ্লেষণ, 🙏
@CalmShibaInu-hz6jzАй бұрын
শ্রদ্ধেয় প্রিয় কবি আপনার রাঙা চরণে সহস্র নমন ও শ্রদ্ধাঞ্জলি...❤
💕অবসর গ্ৰহণ সম্পর্কিত কবি জয় গোস্বামীর ভাবনাকে শ্রদ্ধা জানাই।💕 - কবি অম্লান অনিরুদ্ধ।
@KaushaniDas-cy2mvАй бұрын
জীবন্ত ঈশ্বর কে দেখার সৌভাগ্য হলো🙏🙏🙏❤❤❤❤
@saharakhatun201017 күн бұрын
মহান সাহিত্যিক
@RanitRakshit-o5oАй бұрын
যখন জয় গোস্বামী স্যারের কথায় আমি বাদকুল্লা অর্থাৎ আমার নিজের শহরের কথা শুনলাম তখন আমি এককথায় আপ্লুত!❤😊
@damayamtipayra3366Ай бұрын
"" কবি জয় গোস্বামী "" এনার লেখা কবিতাগুলো বাংলাসাহিত্যের অমূল্য সম্পদ। যারা বাংলাসাহিত্য সম্বন্ধে কিছু জানেন না , দয়া করে তাঁরা """ কবি জয় গোস্বামীর """ সম্পর্কে কোনো খারাপ কমেন্ট করবেন না। ওনাকে অপমান করার যোগ্যতা কারোর নেই।।।।
@jaforiqbalsiddiqui4043Ай бұрын
সহমত
@SolaymanBadsha-s6gАй бұрын
আমার ভীষণ প্রিয় কবি জয় গোস্বামী ❤। তার চরণে লাখ সালাম ।
@sayangoswami9107Ай бұрын
Osadharon
@SabujTalksАй бұрын
বেশ ভালো লেগেছে। সমৃদ্ধ হয়েছি।
@golpoburi501Ай бұрын
দারুণ লাগলো।
@rumabanerjee385Ай бұрын
খুব ভালো লাগলো। 🙏
@jaforiqbalsiddiqui4043Ай бұрын
আমার অন্যতম প্রিয় কবি ❤
@Asim56Ай бұрын
আমার প্রিয় কবি❤❤❤
@debapriyomisra1095Ай бұрын
মেঘবালিকার জন্য রূপকথা.❤
@dineshbhanja1624Ай бұрын
Osadharon r ekbar chai darunnnnnn❤❤❤❤❤❤
@tamalpaul6457Ай бұрын
কি অসাধারণ!
@tanmaybanerjee-os7ufАй бұрын
Asadharon.... 🙏🙏
@asikulbaki5349Ай бұрын
Darun laglo !! নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ এর নিয়ে পরবর্তী podcast এর জন্য অপেক্ষায় থাকলাম। ভালোবাসা নেবেন sir ❤
@keyakundu3161Ай бұрын
ধন্য হলাম কবিকে শুনতে পেয়ে। আপনি যদি শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্যারের একটা ইন্টারভিউ করেন তাহলে খুব ভালো লাগবে।অনুরোধ রইল🙏
@pritioprotistha101Ай бұрын
খুব ভালো লাগলো ❤
@subhadipsarkar4882Ай бұрын
School life a anar kobita sudu no pawar jonno mukosto korachi kintu Anaka ai vaba dakha ar suna sotti aktu onno rokom feeling holo jai hok next episode ar opakhai thakbo
@avijitbaishnab-mx9bbАй бұрын
Khup sundar podcast..
@RGOPUS28 күн бұрын
An earnest request to the team- bolte parben, Joy Sir er bari kothae??
@mahfujurrahman-em8wzАй бұрын
next porber opekkhay roilam.
@sudeeptabhattacharjeeАй бұрын
অসাধারণ!
@stockmantrabengaliversion7274Ай бұрын
Wait korchilam
@sdhayatul5629Ай бұрын
জয় আপনাকে সত্য স্বীকারের জন্য ধন্যবাদ।
@mps-1525 күн бұрын
এনার "নুন" কবিতা খুব ভাল । "বনীমাধ " সুপারহীট।
@aninditamukherjee836Ай бұрын
Vaba jay naaa ay ta sunlm dhklm jibon donno ❤❤❤❤sir❤❤