অনেক আগে একবার পড়েছিলাম এ কবিতাটা। দৃষ্টির প্রেক্ষাপটের ভিন্নতায়, বাস্তব সময়ে অবাস্তব কল্পনায়, তোমারে চেয়ে অপ্রাসঙ্গিক প্রার্থনায়, লিখে কেউ রাত, অন্য ডাকলামে কতকাল ভুলে বসে আছো, তুমি সমুদ্র ভালোবাসো তাই আমি সমুদ্দুরে জল হয়ে থাকি তোমায় অপেক্ষায়। তবু তব দারে বার বার ফিরে, আমি চাহিবো মোর অতীতে, কতো রঙ,কতো আলো, বইতে হয় আমাকেও সময়ের গতিতে, আমি আসবো আবার ফিরে, আমার আপন নিড়ে, যা দিয়েছ এক জন্মে সে সবই থাকবে রূপকথা হয়ে, -তানবীর অসাধারণ পাঠ।
@banglakobitabd3 жыл бұрын
কৃতজ্ঞতা... আপনার কবিতাটিও অসাধারণ।
@tanbirahammad10413 жыл бұрын
আমি অনেকেরই কন্ঠে আবৃত্তি, অডিও বুক শুনি। তার মধ্যে আপনিও একজন। অসাধারণ ভাবে উপস্থাপন করেন। খুব ইচ্ছা আমিও পাঠ করবো কিন্তু আমার কন্ঠর সাথে আবৃত্তির ব্যাপার টা মানানসই নয়।যাইহোক, আশাকরি নিয়মিত কন্টেন্ট দিবেন। 😊
@banglakobitabd3 жыл бұрын
আপনার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা... সুস্থ থাকুন, ভালো থাকুন।