খন্দকার মোশতাকের জন্য শ্রদ্ধা ভেলু বেড়ে গেল আল্লাহ তাকে জান্নাতবাসী করুক
@MOHIUDDINAHMED-i2l25 күн бұрын
খন্দকার মোশতাক ছিলেন একজন প্রকৃত দেশ প্রেমিক দেশের সূর্য সন্তান।
@abduljabbartuhin190125 күн бұрын
ওনারা তখন ঐ কাজটি না করলে এই দেশ বাংলাদেশ থাকতোনা
@mannancr7 Жыл бұрын
কি সুন্দর সাবলীল ভাষণ,,,, নেই কোনো রাগ, অভিমান,,নেই কথার মধ্যে কোনো ঝাঁঝ,,, সত্যি প্রকৃত দেশপ্রেমিক ছিলেন তিনি,,,
@Supto-rx9bn Жыл бұрын
বেয়াদব ছিলেন
@sharifulislam6773 Жыл бұрын
*পুরা তোর বাপের মতো*
@jahangiralamchowdhury3989 Жыл бұрын
ইতিহাসের সর্বোচ্চ ঘৃণিত কুত্তার বাচ্চা স্বাধীন সার্বভৌম বাংলার শ্রেষ্ঠ মীরজাফর খ. মোস্তাক।
@rubelmiah8891 Жыл бұрын
তার চুদার ফসল তুই বারিতে গিয়ে জিজ্ঞেস করিছ তর মারে
@MdMamun-gh5tx Жыл бұрын
তোর মার ছয় নাম্বার স্বামি ছিল
@alfarabi32336 ай бұрын
তার ক্ষমতার মোহ ছিল না। মহান এই বীরকে আল্লাহ উত্তম জাজা দান করুন।
@lalbadsha34173 жыл бұрын
মানুষ কেমন ছিল বলতে পারবো না কিন্তু বক্তব্য সেইরকম হয়েছে
@SahadatHossain-bl2ts3 жыл бұрын
Like sheik hasena
@shikkararekmaddom55935 ай бұрын
খন্দকার মোস্তাক একজন দেশ প্রেমিক ছিল। আল্লাহ্ তায়ালা তাঁকে জান্নাত দান করুক।
@SultanMahmud-cd6zz3 ай бұрын
Jinnat Right Parotic Are You Moron
@Soul23-pd3qf25 күн бұрын
😂😂😂😂 jamat er mone khub kosto
@idrisali903424 күн бұрын
বাংলাদেশের ২য় মীর জাফর।
@mohammadzinnah34893 жыл бұрын
এখানে কোথায় কান্নাজড়িত রাডিও ভাষন !! বরং তার কথার মধ্যে আনন্দই ফুটে উঠেছে। সিপাহী বিপ্লবের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তার কথার মধ্যে দেশপ্রেম ও মহান আল্লাহ্পাকের উপর আস্থাও প্রকাশ পেয়েছে। আল্লাহ্পাক তাকে মাফ করুন এবং জান্নাতুল ফেরদৌস দ্বান করুন, আমীন।
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে
@azadmullah43849 ай бұрын
ভলো মানুষ ছিলেন 74 সনে লন্ডন বাঙালি পাড়ায় উনার সাথে দেখা হয়েছিল এবং ভাসন সুনেছিলাম দারুণ ভালো লেগেছিল
@eftekharhossin5526 ай бұрын
আপনি কি এখনও লন্ডনে?
@tariqulislam62215 ай бұрын
ভালো মানুষ হলে তাহলে এতো তাড়াতাড়ি পতন হলো কেন তার?
@ShorabHossain-sp5mg4 ай бұрын
তখন সংবিধান অনুযায়ী ৯০ দিন ক্ষমতায় থাকতে পারতেন, তার উদ্দেশ্য সৎ কিন্তু তিনি অঘোষিত ভাবে দায়িত্ব নিয়েছিলেন। তার প্রচেষ্টায় অতিব প্রশংসিত। তিনি যদি বাকশাল ধ্বংশ না করতেন তাহলে মুজিব নামের ঐ স্বৈরাচার দেশকে শেষ করে ফেলতেন।
@ShorabHossain-sp5mg4 ай бұрын
বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিচার করুন উত্তর পেয়ে যাবেন। উনি অঘোষিত ৮৩ দিন ছিলেন। বাংলাদেশের কেউ নেই এভাবে এক মাসের বেশী টিকবে।
@mdkhaled63712 жыл бұрын
আবারও একজন মুশতাক আমাদের খুব প্রয়োজন
@MdAbdullah-dz8ht2 жыл бұрын
তোরে দায়িত্ব দিলাম। তোর পরিচয় দে।
@mdkhaled63712 жыл бұрын
আমার পরিচয় আমি বাংলাদেশি কোন বাঙ্গালি না আমি
@sportsbossboss37722 жыл бұрын
আপনি বোকা লক।।। একজন মানুষ খুন করলেও সে জাহান্নামী।। সে জেন পুরো দুনিয়ার মানুষকে খুন করলো।
@diAz-oe6ul2 жыл бұрын
আবারো একজন মোস্তাক দরকার তোর মা বোনকে ধর্ষণ করার জন্য যে মীরজাফর ভাবে শেখ মুজিবার ফ্যামিলিকে হত্যা করেছে আবার তুই তাকে চাইছিস আমি ভারত থেকে বলছি শেখ মুজিবার দেশের জন্য অনেক কিছু করেছে তাকে যেভাবে গণহত্যা করা হয়েছে তারপরেও তুই বলছিস ওর মত একজনকে দরকার
@md_rofique2 жыл бұрын
@@MdAbdullah-dz8ht তুই নাকি মালাউন?
@sarkarHejaj Жыл бұрын
হে বাংলার সিংহ নেতা আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুক। আপনি বাংলার সিংহ নেতা আপনার জন্য শুধুই দোয়া ❤❤
@patawsohel Жыл бұрын
আপনার পিতা সম্ভবত পাকিস্তানি কোন সৈনিক হবে। দয়া করে আপনার মায়ের কাছ থেকে জেনে নিবেন। জানার পর আপনি রিপ্লাই দিবেন আশা করছি। অপেক্ষায় রইলাম________
বেইমান এর ফল আল্লাহ দিবে,, ভাল মন্দের হিসাবে বিচার হবে।। দেখেন যে যেভাবে এলো সে ভাবে চলে গেল,, সবাই আগে পরে সবার কথা আছে,, শুধু একজন না,,,❤
@alauddinnoakhali57536 ай бұрын
বুঝলেন কেমনে
@arshadkarim57442 жыл бұрын
খন্দকার মোশতাক একজন প্রকৃত দেশপ্রেমিক।আল্লাহ মোশতাক সাহেব কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক আমিন।
@arshadkarim57442 жыл бұрын
@DEVIL GAMING YT হ্যাঁ, হাসিনা দেশদ্রোহী ত। তাই ত নিজের দেশের এবং দেহের সবকিছু বিলিয়ে দিয়ে অন্য কে সুখী করে সে।
@RaselAhmed-ji5jr2 жыл бұрын
জাতীয় বেইমান।আর মোশতাক এর রক্ত ও আরসাদ করিমের শরিরে আছে।
@arshadkarim57442 жыл бұрын
@@RaselAhmed-ji5jr জাতীয় কুত্তা রাসেল আহমেদ ভারতের দালাল এবং আওয়ামী গুণ্ডা। মোশতাক যদি জাতীয় বেঈমান হয়, শেখ মুজিবুর জাতীয় বেঈমান কে অবৈধভাবে এমপি,মন্ত্রী বানানোর কারিগর আন্তর্জাতিক বেঈমান।মোশতাক যদি জাতীয় বেঈমান হয়, তার শপথ পাঠাকারী এইচ টি বেঈমান কে দিল্লির দাসী হাসিনা যে তার ইমাম বানিয়েছে সে কি? আমি বীর মুক্তিযোদ্ধা স্যার খন্দকার মোশতাক কে শতভাগ সমর্থন করি, কারণ, ক্ষমতালোভী, ভোটচুরি প্রথার জনক,গণতন্ত্র ধ্বংসকারী শেখ মুজিবুর ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক পথ খোলা রাখে নাই। তখন অস্বাভাবিক পথে ক্ষমতা হস্তান্তর একটি স্বাভাবিক বিষয়।
@nurnurnobihossain95642 жыл бұрын
Of course
@kamalseraj49902 жыл бұрын
Ameen
@MuftiAlam-s2n2 ай бұрын
খন্দোকার মোশতাক আহমেদ ছিলেন একজন মহান নেতা মহান দেশপ্রেমিক। বাংলার মানুষ তাকে চিরদিন মনে রাখবে।
@afsuany390925 күн бұрын
কুমিল্লার লোক মনে রাখবে শুধু
@ShahriarShahin2 жыл бұрын
সে ব্যক্তি হিসেবে কেমন ছিল জানিনা কিন্তু তার কথা ও বক্তব্য খুবই সুন্দর
@arafspupps23622 жыл бұрын
Beiman ,mitthabadi der kotha sobsomoi misti modhur o sundor hoi
@ndbelalhossain12852 жыл бұрын
✳বঙ্গবন্ধুর লাশ নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 🔮Part 2 ⤵️ ✔🔴বাকশালের মন্ত্রী সভা থেকে পদত্যাগকারী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী রাষ্ট্রপতি মোশতাকের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা হয়েছিলেন মন্ত্রীর সমমর্যাদায়। 🔴বঙ্গবন্ধু হত্যার পর খুনি মোশতাকের সরকারের প্রতি সেনাবাহিনী প্রধান হিসেবে আনুগত্য প্রকাশ করতে খুব একটা দেরি হয়নি কে এম শফিউল্লাহর। ❎বিমানবাহিনী প্রধান এ কে খন্দকার ও নৌবাহিনী প্রধান এম এইচ খানকে নিয়ে প্রথম দিনেই মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। পরে অবশ্য কয়েক দিনের মধ্যেই কে এম শফিউল্লাহ ও এ কে খন্দকারকে যথাক্রমে জিয়াউর রহমান ও এম জি তায়েবের কাছে সেনা ও বিমানবাহিনী প্রধানের পদ ছেড়ে দিতে হয়। এর কয়েক দিন পরই কে এম শফিউল্লাহ রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে চলে যান বিদেশে। জিয়া ও এরশাদ সরকারের পুরোটা সময় তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। ✔সেই কে এম শফিউল্লাহ পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হন। ❎প্রায় একইভাবে এ কে খন্দকারও বিদেশে বাংলাদেশের মিশনে দায়িত্ব নেন। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারতে বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করেন। ফিরে এসে এরশাদ সরকারের উপদেষ্টা হিসেবে কিছু দিন কাজ করে দায়িত্ব নেন পরিকল্পনামন্ত্রীর। পরে বঙ্গবন্ধুকন্যার প্রথম মেয়াদের সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান এ কে খন্দকার। 🔴খন্দকার মোশতাক সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পথ উন্মুক্ত করে দেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ও মহিউদ্দীন আহমদ বিশেষ দূত হয়ে। ✔বঙ্গবন্ধুর বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৫ আগস্ট সংঘটিত হওয়ার মাত্র এক সপ্তাহ আগে ৮ আগস্ট দেশে ফিরে মন্ত্রী হিসেবে শপথ নেন। ✔বঙ্গবন্ধু সরকারের আরেক রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর স্বাক্ষরের মধ্য দিয়ে প্রবর্তন হয়েছিল বাকশালব্যবস্থা। বাকশালব্যবস্থার অধীনে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হলে মোহাম্মদউল্লাহ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। 👉১৫ আগস্টের পর মোশতাকের উপরাষ্ট্রপতি হন মোহাম্মদউল্লাহ। 🔴মোশতাক সামরিক শাসন কায়েম করলেও জাতীয় সংসদ বহাল রেখেছিলেন। স্পিকার ছিলেন আবদুল মালেক উকিল। স্পিকার হওয়ার আগে ছিলেন বঙ্গবন্ধু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পিকার হিসেবে বিদেশে স্পিকারদের একটি সম্মেলনেও যোগ দেন। 🔴মোশতাকের পতনের পর ফণিভূষণ মজুমদার, আবদুল মান্নান, আবদুল মোমিন, সোহরাব হোসেন, অধ্যাপক ইউসুফ আলী, আবদুল মালেক উকিল, আসাদুজ্জামান খান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা নেতৃত্বে আসার আগ পর্যন্ত। অধ্যাপক ইউসুফ আলী মোশতাকের পরিকল্পনামন্ত্রী ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের (মিজান) সাধারণ সম্পাদক হন। পরে যোগ দেন জিয়ার মন্ত্রিসভায়। জিয়ার মৃত্যুর পর এরশাদেরও মন্ত্রী হন তিনি। ❎আগে বিভিন্ন সমাবেশে হাফপ্যান্ট পরা ছাত্রনেতাদের প্রায়শই বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে সর্বহারা-জাসদ-কমিউনিস্ট পার্টি, ইনু-মতিয়া-মেনন ইত্যাদিদের সংযোগ নিয়ে গাল বড় করে লেকচার কপচাতে দেখা যেতো । ✳এখন আবার- জিয়াউর রহমান, বি এন পি, জামাত, হেফাজত ইত্যাদির নেটওয়ার্ক খোঁজে । ⚀🔴 অথচ জাতীর জন্য ভাগ্যের নির্মম ইতিহাস বঙ্গবন্ধু লাশ নিয়ে এই উল্লাসকারী ও তাদের বংশের লোকেরা নিজেদের হাতে লেগে থাকা থকথকে রক্তের দিকে তাদের কোন নজর নাই.. 👉⚀এক মোস্তাক চলে গেলেন পরপারে, যুগ যুগ ধরে লক্ষ মোস্তাক আওমীলীগের ঘরে ঘরে।
@arafspupps23622 жыл бұрын
@@ndbelalhossain1285 sei somoy bonduker noler mukhe baddo kora hoise nahole jatiyo 4netar jaigai aro koto j hotta hoto ta valoi onuman kora jai..baksal e problem ki chilo?
@ImranKhan-bw6ic2 жыл бұрын
তিনি ভাল লোক ছিলেন
@diAz-oe6ul2 жыл бұрын
শয়তানের কথা সুন্দরী হয়
@abdulquaiyum63123 жыл бұрын
এখনও অনেক মোশতাক বর্তমান সরকারের মাঝেই আছে। সময় হলেই দেখতে পারবেন।
@ndbelalhossain12853 жыл бұрын
বঙ্গবন্ধুর লাশ নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 👉কুখ্যাত আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর 📚 ⚂❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ 👉এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ✔বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। বঙ্গবন্ধু তাকে সম্মান করে দাদা বাবু বলে ডাকতেন। মনোরঞ্জন ধরকে মন্ত্রী হতে অনুরোধ করে বঙ্গবন্ধু বলেছিলেন- ‘দাদা আপনার কথার উপরে জীবনে কোন কথা বলিনি, আপনি যা বলবেন, যা করবেন সেটাতেই আমি রাজি।' 👉এই দাদা বাবু ১৫ই আগস্টের পর মোশতাকের আইনমন্ত্রী হিসেবে শপথ নেন। এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ‘দি বাংলাদেশ গেজেট, পাবলিশড বাই অথরিটি’ লেখা অধ্যাদেশটিতে দুটি ভাগ ছিল। ✔প্রথম অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ '১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবত্ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ✔দ্বিতীয় অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ 'রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে যাদের প্রত্যয়ন করবেন তাদের দায়মুক্তি দেওয়া হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ⚀ আওয়ামী লীগের কম্বল চোরেরা ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ীতে বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ ফেলে রেখে ২১ জন মন্ত্রীকে মোশতাকের মন্ত্রীসভায় শপথ নিতে দেখা যায়। ⚄জাতির উদ্দেশ্যে ভাষণ ১৫ই আগস্ট ১৯৭৫ সাল 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 🔊মেজর ডালিম বীর উত্তমের ঘোষণা ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 📺🔴kzbin.info/www/bejne/nanSn42QhL6giLM 🇧🇩নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 👉আওয়ামী লীগের প্রেসিডেনট খন্দকার মোস্তাক 👉সেনাবাহিনীর প্রধান শফি উল্লাহ বীর উত্তম 👉নৌবাহিনীর প্রধান মোশাররফ হোসেন 👉বিমান বাহিনীর প্রধান একে খন্দকার বীর উত্তম 👉পুলিশের প্রধান এ এইচ এম নুরুল ইসলাম 🇧🇩⚀খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার ২১ সদস্য। 🔴মোশতাকের উপরাষ্ট্রপতি হলেন মোহাম্মদউল্লাহ। ❇মন্ত্রিসভার সদস্যরা হলেন:- 👉পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরী 👉আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, 👉পরিকল্পনামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, 👉অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মলি্লক, 👉শিক্ষামন্ত্রী ড. মোজাফফর আহমদ চৌধুরী, 👉স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান, 👉কৃষি ও খাদ্যমন্ত্রী আবদুল মোমিন, 👉এলজিআরডি মন্ত্রী ফণিভূষণ মজুমদার, 👉নৌপরিবহনমন্ত্রী আসাদুজ্জামান খান, 👉গণপূর্ত ও গৃহায়নমন্ত্রী সোহরাব হোসেন। ✳প্রতিমন্ত্রীরা হলেন:- 👉ডাক ও টেলিযোগাযোগ কে এম ওবায়দুর রহমান, 👉ভূমি ও বিমান প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, 👉রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর, 👉তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর, 👉শিল্প প্রতিমন্ত্রী নূরুল ইসলাম চৌধুরী, 👉ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল, 👉পশু ও মৎস্য প্রতিমন্ত্রী রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া 👉যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আলতাফ হোসেন ও মোমিনউদ্দিন আহম (বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন না) Part 2⤵️
@ndbelalhossain12853 жыл бұрын
✳বঙ্গবন্ধুর রক্ত নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 🔮Part 2 ⤵️ ✔🔴বাকশালের মন্ত্রী সভা থেকে পদত্যাগকারী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী রাষ্ট্রপতি মোশতাকের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা হয়েছিলেন মন্ত্রীর সমমর্যাদায়। 🔴বঙ্গবন্ধু হত্যার পর খুনি মোশতাকের সরকারের প্রতি সেনাবাহিনী প্রধান হিসেবে আনুগত্য প্রকাশ করতে খুব একটা দেরি হয়নি কে এম শফিউল্লাহর। ❎বিমানবাহিনী প্রধান এ কে খন্দকার ও নৌবাহিনী প্রধান এম এইচ খানকে নিয়ে প্রথম দিনেই মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। পরে অবশ্য কয়েক দিনের মধ্যেই কে এম শফিউল্লাহ ও এ কে খন্দকারকে যথাক্রমে জিয়াউর রহমান ও এম জি তায়েবের কাছে সেনা ও বিমানবাহিনী প্রধানের পদ ছেড়ে দিতে হয়। এর কয়েক দিন পরই কে এম শফিউল্লাহ রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে চলে যান বিদেশে। জিয়া ও এরশাদ সরকারের পুরোটা সময় তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। ✔সেই কে এম শফিউল্লাহ পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হন। ❎প্রায় একইভাবে এ কে খন্দকারও বিদেশে বাংলাদেশের মিশনে দায়িত্ব নেন। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারতে বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করেন। ফিরে এসে এরশাদ সরকারের উপদেষ্টা হিসেবে কিছু দিন কাজ করে দায়িত্ব নেন পরিকল্পনামন্ত্রীর। পরে বঙ্গবন্ধুকন্যার প্রথম মেয়াদের সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান এ কে খন্দকার। 🔴খন্দকার মোশতাক সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পথ উন্মুক্ত করে দেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ও মহিউদ্দীন আহমদ বিশেষ দূত হয়ে। ✔বঙ্গবন্ধুর বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৫ আগস্ট সংঘটিত হওয়ার মাত্র এক সপ্তাহ আগে ৮ আগস্ট দেশে ফিরে মন্ত্রী হিসেবে শপথ নেন। ✔বঙ্গবন্ধু সরকারের আরেক রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর স্বাক্ষরের মধ্য দিয়ে প্রবর্তন হয়েছিল বাকশালব্যবস্থা। বাকশালব্যবস্থার অধীনে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হলে মোহাম্মদউল্লাহ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। 👉১৫ আগস্টের পর মোশতাকের উপরাষ্ট্রপতি হন মোহাম্মদউল্লাহ। 🔴মোশতাক সামরিক শাসন কায়েম করলেও জাতীয় সংসদ বহাল রেখেছিলেন। স্পিকার ছিলেন আবদুল মালেক উকিল। স্পিকার হওয়ার আগে ছিলেন বঙ্গবন্ধু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পিকার হিসেবে বিদেশে স্পিকারদের একটি সম্মেলনেও যোগ দেন। 🔴মোশতাকের পতনের পর ফণিভূষণ মজুমদার, আবদুল মান্নান, আবদুল মোমিন, সোহরাব হোসেন, অধ্যাপক ইউসুফ আলী, আবদুল মালেক উকিল, আসাদুজ্জামান খান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা নেতৃত্বে আসার আগ পর্যন্ত। অধ্যাপক ইউসুফ আলী মোশতাকের পরিকল্পনামন্ত্রী ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের (মিজান) সাধারণ সম্পাদক হন। পরে যোগ দেন জিয়ার মন্ত্রিসভায়। জিয়ার মৃত্যুর পর এরশাদেরও মন্ত্রী হন তিনি। ❎আগে বিভিন্ন সমাবেশে হাফপ্যান্ট পরা ছাত্রনেতাদের প্রায়শই বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে সর্বহারা-জাসদ-কমিউনিস্ট পার্টি, ইনু-মতিয়া-মেনন ইত্যাদিদের সংযোগ নিয়ে গাল বড় করে লেকচার কপচাতে দেখা যেতো । ✳এখন আবার- জিয়াউর রহমান, বি এন পি, জামাত, হেফাজত ইত্যাদির নেটওয়ার্ক খোঁজে । ⚀🔴 অথচ জাতীর জন্য ভাগ্যের নির্মম ইতিহাস বঙ্গবন্ধু লাশ নিয়ে এই উল্লাসকারী ও তাদের বংশের লোকেরা নিজেদের হাতে লেগে থাকা থকথকে রক্তের দিকে তাদের কোন নজর নাই... 👉⚀এক মোস্তাক চলে গেলেন পরপারে, যুগ যুগ ধরে লক্ষ মোস্তাক আওমীলীগের ঘরে ঘরে।
@mdsohrawardi30383 жыл бұрын
@@ndbelalhossain1285 স্প আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@fabiamr27363 жыл бұрын
@@ndbelalhossain1285 valo ace ?apni k vai ?
@ndbelalhossain12853 жыл бұрын
@@fabiamr2736 আমি একজন সাধারণ মানুষ।
@nezamuddin8402 жыл бұрын
যুদ্ধকালিন সময়ে ফরেন মিনিস্টার ছিলেন, যুদ্ধ বিজয় যখন সময়ের ব্যাপার তখনই পাকিস্থানী দের সাথে আঞ্চলিক সায়ত্তশাসনের শর্তে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেন।পারেনি তাজ উদ্দিন সাহেবের জন্য। উনার পাকিস্তান প্রেম ছিল সেই রকম, যার ফলে ৮১ দিনের ক্ষমতায় পাকিস্তানের সাথে বেশ উষ্ণ সম্পক ছিল।
@ndbelalhossain12852 жыл бұрын
বঙ্গবন্ধুর লাশ নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 👉কুখ্যাত আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর 📚 ⚂❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ 👉এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ✔বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। বঙ্গবন্ধু তাকে সম্মান করে দাদা বাবু বলে ডাকতেন। মনোরঞ্জন ধরকে মন্ত্রী হতে অনুরোধ করে বঙ্গবন্ধু বলেছিলেন- ‘দাদা আপনার কথার উপরে জীবনে কোন কথা বলিনি, আপনি যা বলবেন, যা করবেন সেটাতেই আমি রাজি।' 👉এই দাদা বাবু ১৫ই আগস্টের পর মোশতাকের আইনমন্ত্রী হিসেবে শপথ নেন। এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ‘দি বাংলাদেশ গেজেট, পাবলিশড বাই অথরিটি’ লেখা অধ্যাদেশটিতে দুটি ভাগ ছিল। ✔প্রথম অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ '১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবত্ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ✔দ্বিতীয় অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ 'রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে যাদের প্রত্যয়ন করবেন তাদের দায়মুক্তি দেওয়া হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ⚀ আওয়ামী লীগের কম্বল চোরেরা ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ীতে বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ ফেলে রেখে ২১ জন মন্ত্রীকে মোশতাকের মন্ত্রীসভায় শপথ নিতে দেখা যায়। ⚄জাতির উদ্দেশ্যে ভাষণ ১৫ই আগস্ট ১৯৭৫ সাল 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 🔊মেজর ডালিম বীর উত্তমের ঘোষণা ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 📺🔴kzbin.info/www/bejne/nanSn42QhL6giLM 🇧🇩নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 👉আওয়ামী লীগের প্রেসিডেনট খন্দকার মোস্তাক 👉সেনাবাহিনীর প্রধান শফি উল্লাহ বীর উত্তম 👉নৌবাহিনীর প্রধান মোশাররফ হোসেন 👉বিমান বাহিনীর প্রধান একে খন্দকার বীর উত্তম 👉পুলিশের প্রধান এ এইচ এম নুরুল ইসলাম 🇧🇩⚀খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার ২১ সদস্য। 🔴মোশতাকের উপরাষ্ট্রপতি হলেন মোহাম্মদউল্লাহ। ❇মন্ত্রিসভার সদস্যরা হলেন:- 👉পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরী 👉আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, 👉পরিকল্পনামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, 👉অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মলি্লক, 👉শিক্ষামন্ত্রী ড. মোজাফফর আহমদ চৌধুরী, 👉স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান, 👉কৃষি ও খাদ্যমন্ত্রী আবদুল মোমিন, 👉এলজিআরডি মন্ত্রী ফণিভূষণ মজুমদার, 👉নৌপরিবহনমন্ত্রী আসাদুজ্জামান খান, 👉গণপূর্ত ও গৃহায়নমন্ত্রী সোহরাব হোসেন। ✳প্রতিমন্ত্রীরা হলেন:- 👉ডাক ও টেলিযোগাযোগ কে এম ওবায়দুর রহমান, 👉ভূমি ও বিমান প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, 👉রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর, 👉তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর, 👉শিল্প প্রতিমন্ত্রী নূরুল ইসলাম চৌধুরী, 👉ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল, 👉পশু ও মৎস্য প্রতিমন্ত্রী রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া 👉যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আলতাফ হোসেন ও মোমিনউদ্দিন আহম (বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন না) Part 2⤵️
@arizonrahmanlabib98446 ай бұрын
আর আপনাদের জাতির আব্বা যে ভুট্টোকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে এনে রেড কার্পেট দিয়েছিল। তাহলে তিনি কি ছিল??
@jewelএমনবাংলাদেশইতচেয়েছি-y3p2 ай бұрын
মোস্তাক বাংলার প্রথম মীরজাফর, লোভী এবং চাটুকার ছিলো!
@habib33086 ай бұрын
মুস্তাক দাদাকে আল্লাহ্ জান্নাত দান করুণ(আমিন)
@Saiful-n7w6 ай бұрын
Vai apnar mobile nambar ta diben
@Saiful-n7w6 ай бұрын
Amar bari uttara
@sahasimedia35043 жыл бұрын
এত আগে এত সুন্দর সাবলীল সুদ্ধ ভাষায় কথা আসলেই অসাধারণ তবে যদি সত্যি হত্যাকারী হয়ে থাকেন তাহলে তার বিচার হওয়াই উচিৎ
@imagination69223 жыл бұрын
বাকশালের হাত থেকে তিনি বাংলাদেশকে রক্ষা করেছিলেন, সেই হিসেবে সে দোয়া প্রাপ্য,
@SultanMahmud-cd6zz3 ай бұрын
Sahasimedia3504 Your Half Right
@josefuddin19883 жыл бұрын
এখানে অনেক সিরাজউদ্দলাদের কমেন্ট দেখে হাসি পায় অথচ ওদের বাপদাদারা ওইসময় ট্যাংকে উঠে লাফাইছিলো!!
@md.ashaduzzamanasad72743 жыл бұрын
তারা ট্যাংক পাইছিলো কই...... আবাল নাকি?
@josefuddin19883 жыл бұрын
@@md.ashaduzzamanasad7274 তুই যে আবাল তর কথায় বুঝা যায়!তর বাপ ইনু কি ট্যাংকে উঠে লাফাইছিলো না?তরা তারই অনুসারী। অথচ এরাই এখন সরকারের সবচেয়ে কাছের মানুষ!!
@sherajulishelley77172 жыл бұрын
Mirjjafor mustak allah give him jahannm with iblish.
@gessanahmed3659 Жыл бұрын
এইটাতো দেখতেছি শুধু আবল না মহা আবাল….!!!😮😮
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে নির্বিচারে খুন করেন l jail কিলিং তো উনিই করিয়েছিলেন
@MdRubel-vg8hv3 жыл бұрын
আপনার মত এখন আবার দেশপ্রেমিক বীর দরকার দেশের মানুষের মুক্তির জন্য
@ndbelalhossain12853 жыл бұрын
বঙ্গবন্ধুর লাশ নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 👉কুখ্যাত আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর 📚 ⚂❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ 👉এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ✔বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। বঙ্গবন্ধু তাকে সম্মান করে দাদা বাবু বলে ডাকতেন। মনোরঞ্জন ধরকে মন্ত্রী হতে অনুরোধ করে বঙ্গবন্ধু বলেছিলেন- ‘দাদা আপনার কথার উপরে জীবনে কোন কথা বলিনি, আপনি যা বলবেন, যা করবেন সেটাতেই আমি রাজি।' 👉এই দাদা বাবু ১৫ই আগস্টের পর মোশতাকের আইনমন্ত্রী হিসেবে শপথ নেন। এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ‘দি বাংলাদেশ গেজেট, পাবলিশড বাই অথরিটি’ লেখা অধ্যাদেশটিতে দুটি ভাগ ছিল। ✔প্রথম অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ '১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবত্ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ✔দ্বিতীয় অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ 'রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে যাদের প্রত্যয়ন করবেন তাদের দায়মুক্তি দেওয়া হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ⚀ আওয়ামী লীগের কম্বল চোরেরা ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ীতে বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ ফেলে রেখে ২১ জন মন্ত্রীকে মোশতাকের মন্ত্রীসভায় শপথ নিতে দেখা যায়। ⚄জাতির উদ্দেশ্যে ভাষণ ১৫ই আগস্ট ১৯৭৫ সাল 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 🔊মেজর ডালিম বীর উত্তমের ঘোষণা ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 📺🔴kzbin.info/www/bejne/nanSn42QhL6giLM 🇧🇩নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 👉আওয়ামী লীগের প্রেসিডেনট খন্দকার মোস্তাক 👉সেনাবাহিনীর প্রধান শফি উল্লাহ বীর উত্তম 👉নৌবাহিনীর প্রধান মোশাররফ হোসেন 👉বিমান বাহিনীর প্রধান একে খন্দকার বীর উত্তম 👉পুলিশের প্রধান এ এইচ এম নুরুল ইসলাম 🇧🇩⚀খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার ২১ সদস্য। 🔴মোশতাকের উপরাষ্ট্রপতি হলেন মোহাম্মদউল্লাহ। ❇মন্ত্রিসভার সদস্যরা হলেন:- 👉পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরী 👉আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, 👉পরিকল্পনামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, 👉অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মলি্লক, 👉শিক্ষামন্ত্রী ড. মোজাফফর আহমদ চৌধুরী, 👉স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান, 👉কৃষি ও খাদ্যমন্ত্রী আবদুল মোমিন, 👉এলজিআরডি মন্ত্রী ফণিভূষণ মজুমদার, 👉নৌপরিবহনমন্ত্রী আসাদুজ্জামান খান, 👉গণপূর্ত ও গৃহায়নমন্ত্রী সোহরাব হোসেন। ✳প্রতিমন্ত্রীরা হলেন:- 👉ডাক ও টেলিযোগাযোগ কে এম ওবায়দুর রহমান, 👉ভূমি ও বিমান প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, 👉রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর, 👉তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর, 👉শিল্প প্রতিমন্ত্রী নূরুল ইসলাম চৌধুরী, 👉ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল, 👉পশু ও মৎস্য প্রতিমন্ত্রী রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া 👉যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আলতাফ হোসেন ও মোমিনউদ্দিন আহম (বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন না) Part 2
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে
@RANAMunshi-yn6zy8 ай бұрын
বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ খন্দকার মোশতাক তুমি ছিলে বাংলার মহানায়ক বাংলার বীর
@rajar78372 ай бұрын
তুমি ছিলে কনডম দূর ঘটনার ফসল
@abdulawal35322 жыл бұрын
আল্লাহ সর্বশক্তিমান, খুব সুন্দর ভাষণ, ভালো লাগলো
@sadhanmalo55172 жыл бұрын
এই বেঈমান খন্দকার মোস্তাকে একমাত্র পাকিস্তানের বীজের তৈরি মানুষ বলবে ভালো বাঙ্গালী জাতি কোন দিন এই বেইমান কে ক্ষমা করবে না
@abroaddxb3732 жыл бұрын
তর বাবার ভাষন ভাল লাগবেইত
@arifrahman-js8ju2 жыл бұрын
মীরজাফরের ভাষণ ভালো লাগলো!!!!
@sahidsuhrawardy7535 Жыл бұрын
বাংলার ইতিহাসের ২য় মীরজাফর। ক্ষমতা ভোগ করতে পারেনি। সামরিক শাসকের লিখে দেয়া ভাষণ পাঠ করে সকল অপকর্মের দায় নাথায় নিয়ে ক্ষমতা ছেড়ে দিতে হলো। ইতিহাস কোনোদিন মীরজাফরদের ক্ষমা করেনা।
@mdmogibksl5853 жыл бұрын
হে আল্লাহ তুমি খন্দকার মোশতাক মাফ করে দাও ও জান্নাতু ফেরদৌস দান করুন আমিন ভুল ত্রুটি উদ্দে মানুষ নয় তাই আমি মুসলিম হিসাবে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও
@user-dorim20113 жыл бұрын
তুমি সালা রাজাকার একটা
@mdmogibksl5853 жыл бұрын
@@user-dorim2011🤪🤪🤪🤪🤪😄😄😄😄😁😃😁😃😃😃😄😃😄😄😃😃
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে নির্বিচারে খুন করেন l jail কিলিং তো উনিই করিয়েছিলেন
@emranhoassain36423 жыл бұрын
"যে জাতি বীরের সম্মান করতে পারে না, সে দেশে বীরের জন্ম হয় না। "এটা কার উক্তি ছিল?
@md.tanjilchowdhury3623 жыл бұрын
Kar chilo ?? Kar chilo ?
@tipujaker3383 жыл бұрын
"Abraham Lincoln"
@eastbeast29973 жыл бұрын
জিয়াউর রহমানের
@saifulislamridoy22683 жыл бұрын
ডক্টর মুহাম্মদ শহিদুল্লাহ
@rubelmiah8891 Жыл бұрын
@@eastbeast2997চুর শালা খুনির মুখে এমন কথা বাহির হবে না
@abunayeem96043 жыл бұрын
অসাধারণ সময়োপযোগী বক্তব্য ছিল সেটি।
@Usertube413 жыл бұрын
পাকিস্তানের দালাল
@arifrahman-js8ju2 жыл бұрын
জিয়াউর রহমান যেভাবে লিখে দিয়েছিলেন একদম হুবহু পাঠ করেছেন।
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে নির্বিচারে খুন করেন l jail কিলিং তো উনিই করিয়েছিলেন
@abdurnicerasid75972 жыл бұрын
ধন্যবাদ খন্দকার মুশতাক তুমি ছিলে বাংলার বীর
@in_tasin2 жыл бұрын
জাতীর পিতাকে হত্যা করছিলো সে তাও আবার কায়েরের মতো করে, পিছন থেকে তাকেই আবার বীর বানানো হচ্ছে ?
@obaydulhoq6 ай бұрын
যে পিতা তার সব সন্তানদের এক চুখে দেখতে পারেনা শুধু তার দলের লুক ছাড়া যে কিনা দেশের সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন শুধু উনার পছন্দের চারটি পত্রিকা ছাড়া ! দেশে আর্মি থাকা অবস্থায় যিনি আর্মির এগেনিষ্টে রক্ষী বাহিনী তৈরী করেছিলেন ! যে কি না দেশের জনগণ বুদ্ধিজীবী মুক্তি যুদ্ধাদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে গায়ের জুড়ে ক্ষমতার লুভে লুভী হয়ে দেশের সব দল নিষিদ্ধ করে বাকশাল ঘঠন করে দেশে রাজত্রন্ত্র কায়েম করে রাজা হয়ে মানুষের মাথায় বসতে চেয়েছিলেন তিনিই কি জাতির পিতা ????? আর মুস্তাক হচ্ছে উনারই সাখরিদ অতএব লাউ আর কদু
@unique_BD6 ай бұрын
তোমার আব্বা, জাতীর পিতা ইব্রাহিম @@in_tasin
@arizonrahmanlabib98446 ай бұрын
জাতীয় পিতা কে??@@in_tasin
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে নির্বিচারে খুন করেন l jail কিলিং তো উনিই করিয়েছিলেন
@ZahirulIslam-vy4kt5 ай бұрын
কুমিল্লা মানেই আগস্ট, আগষ্ট মানেই কুমিল্লা
@mbbijoyhossain13245 ай бұрын
অসাধারণ সময়োপযোগী বক্তব্য ছিল
@Yasin_Ali6626 күн бұрын
আল্লাহর রহমতে মোস্তাক আহমদ বাংলাদেশ কে রক্ষা করেছিলেন❤❤
@mrislam97013 жыл бұрын
বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে একজন মোস্তাকের দরকার তাহলে গনতন্ত্র ফিরে আসতো
@glimpse_of_shusmita3 жыл бұрын
nostak gonotontro enechilo aita apnake k bollo
@আবেগিহৃদয়-ব৫হ2 жыл бұрын
bongobondhuke marar pore ki dese gonotontro firecilo?
@amanullahaman850723 күн бұрын
খুনি এবং স্বৈরাচাররা বেশিদিন থাকে না এটাই বাস্তবতা মানুষের কাছে হয়তো জিতে যাইতে পারে কিন্তু আল্লাহর কাছে নয় আল্লাহ ঠিকই তাকে নিচে নামিয়ে নিয়ে আসে
@forhadulislamakash24583 жыл бұрын
তোর কন্ঠে বাংলা উচ্চারণ ও শুনতে, এক জন বাঙ্গালী জাতি হিসাবে আমার লজ্জা হয়!
@ndbelalhossain12853 жыл бұрын
বঙ্গবন্ধুর লাশ নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 👉কুখ্যাত আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর 📚 ⚂❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ 👉এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ✔বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। বঙ্গবন্ধু তাকে সম্মান করে দাদা বাবু বলে ডাকতেন। মনোরঞ্জন ধরকে মন্ত্রী হতে অনুরোধ করে বঙ্গবন্ধু বলেছিলেন- ‘দাদা আপনার কথার উপরে জীবনে কোন কথা বলিনি, আপনি যা বলবেন, যা করবেন সেটাতেই আমি রাজি।' 👉এই দাদা বাবু ১৫ই আগস্টের পর মোশতাকের আইনমন্ত্রী হিসেবে শপথ নেন। এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ‘দি বাংলাদেশ গেজেট, পাবলিশড বাই অথরিটি’ লেখা অধ্যাদেশটিতে দুটি ভাগ ছিল। ✔প্রথম অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ '১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবত্ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ✔দ্বিতীয় অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ 'রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে যাদের প্রত্যয়ন করবেন তাদের দায়মুক্তি দেওয়া হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ⚀ আওয়ামী লীগের কম্বল চোরেরা ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ীতে বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ ফেলে রেখে ২১ জন মন্ত্রীকে মোশতাকের মন্ত্রীসভায় শপথ নিতে দেখা যায়। ⚄জাতির উদ্দেশ্যে ভাষণ ১৫ই আগস্ট ১৯৭৫ সাল 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 🔊মেজর ডালিম বীর উত্তমের ঘোষণা ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 📺🔴kzbin.info/www/bejne/nanSn42QhL6giLM 🇧🇩নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 👉আওয়ামী লীগের প্রেসিডেনট খন্দকার মোস্তাক 👉সেনাবাহিনীর প্রধান শফি উল্লাহ বীর উত্তম 👉নৌবাহিনীর প্রধান মোশাররফ হোসেন 👉বিমান বাহিনীর প্রধান একে খন্দকার বীর উত্তম 👉পুলিশের প্রধান এ এইচ এম নুরুল ইসলাম 🇧🇩⚀খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার ২১ সদস্য। 🔴মোশতাকের উপরাষ্ট্রপতি হলেন মোহাম্মদউল্লাহ। ❇মন্ত্রিসভার সদস্যরা হলেন:- 👉পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরী 👉আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, 👉পরিকল্পনামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, 👉অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মলি্লক, 👉শিক্ষামন্ত্রী ড. মোজাফফর আহমদ চৌধুরী, 👉স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান, 👉কৃষি ও খাদ্যমন্ত্রী আবদুল মোমিন, 👉এলজিআরডি মন্ত্রী ফণিভূষণ মজুমদার, 👉নৌপরিবহনমন্ত্রী আসাদুজ্জামান খান, 👉গণপূর্ত ও গৃহায়নমন্ত্রী সোহরাব হোসেন। ✳প্রতিমন্ত্রীরা হলেন:- 👉ডাক ও টেলিযোগাযোগ কে এম ওবায়দুর রহমান, 👉ভূমি ও বিমান প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, 👉রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর, 👉তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর, 👉শিল্প প্রতিমন্ত্রী নূরুল ইসলাম চৌধুরী, 👉ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল, 👉পশু ও মৎস্য প্রতিমন্ত্রী রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া 👉যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আলতাফ হোসেন ও মোমিনউদ্দিন আহম (বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন না) Part 2⤵️
@munnabhai36263 жыл бұрын
ঠিক বলেছেন ভাই।
@ndbelalhossain12853 жыл бұрын
✳বঙ্গবন্ধুর রক্ত নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 🔮Part 2 ⤵️ ✔🔴বাকশালের মন্ত্রী সভা থেকে পদত্যাগকারী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী রাষ্ট্রপতি মোশতাকের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা হয়েছিলেন মন্ত্রীর সমমর্যাদায়। 🔴বঙ্গবন্ধু হত্যার পর খুনি মোশতাকের সরকারের প্রতি সেনাবাহিনী প্রধান হিসেবে আনুগত্য প্রকাশ করতে খুব একটা দেরি হয়নি কে এম শফিউল্লাহর। ❎বিমানবাহিনী প্রধান এ কে খন্দকার ও নৌবাহিনী প্রধান এম এইচ খানকে নিয়ে প্রথম দিনেই মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। পরে অবশ্য কয়েক দিনের মধ্যেই কে এম শফিউল্লাহ ও এ কে খন্দকারকে যথাক্রমে জিয়াউর রহমান ও এম জি তায়েবের কাছে সেনা ও বিমানবাহিনী প্রধানের পদ ছেড়ে দিতে হয়। এর কয়েক দিন পরই কে এম শফিউল্লাহ রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে চলে যান বিদেশে। জিয়া ও এরশাদ সরকারের পুরোটা সময় তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। ✔সেই কে এম শফিউল্লাহ পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হন। ❎প্রায় একইভাবে এ কে খন্দকারও বিদেশে বাংলাদেশের মিশনে দায়িত্ব নেন। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারতে বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করেন। ফিরে এসে এরশাদ সরকারের উপদেষ্টা হিসেবে কিছু দিন কাজ করে দায়িত্ব নেন পরিকল্পনামন্ত্রীর। পরে বঙ্গবন্ধুকন্যার প্রথম মেয়াদের সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান এ কে খন্দকার। 🔴খন্দকার মোশতাক সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পথ উন্মুক্ত করে দেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ও মহিউদ্দীন আহমদ বিশেষ দূত হয়ে। ✔বঙ্গবন্ধুর বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৫ আগস্ট সংঘটিত হওয়ার মাত্র এক সপ্তাহ আগে ৮ আগস্ট দেশে ফিরে মন্ত্রী হিসেবে শপথ নেন। ✔বঙ্গবন্ধু সরকারের আরেক রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর স্বাক্ষরের মধ্য দিয়ে প্রবর্তন হয়েছিল বাকশালব্যবস্থা। বাকশালব্যবস্থার অধীনে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হলে মোহাম্মদউল্লাহ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। 👉১৫ আগস্টের পর মোশতাকের উপরাষ্ট্রপতি হন মোহাম্মদউল্লাহ। 🔴মোশতাক সামরিক শাসন কায়েম করলেও জাতীয় সংসদ বহাল রেখেছিলেন। স্পিকার ছিলেন আবদুল মালেক উকিল। স্পিকার হওয়ার আগে ছিলেন বঙ্গবন্ধু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পিকার হিসেবে বিদেশে স্পিকারদের একটি সম্মেলনেও যোগ দেন। 🔴মোশতাকের পতনের পর ফণিভূষণ মজুমদার, আবদুল মান্নান, আবদুল মোমিন, সোহরাব হোসেন, অধ্যাপক ইউসুফ আলী, আবদুল মালেক উকিল, আসাদুজ্জামান খান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা নেতৃত্বে আসার আগ পর্যন্ত। অধ্যাপক ইউসুফ আলী মোশতাকের পরিকল্পনামন্ত্রী ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের (মিজান) সাধারণ সম্পাদক হন। পরে যোগ দেন জিয়ার মন্ত্রিসভায়। জিয়ার মৃত্যুর পর এরশাদেরও মন্ত্রী হন তিনি। ❎আগে বিভিন্ন সমাবেশে হাফপ্যান্ট পরা ছাত্রনেতাদের প্রায়শই বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে সর্বহারা-জাসদ-কমিউনিস্ট পার্টি, ইনু-মতিয়া-মেনন ইত্যাদিদের সংযোগ নিয়ে গাল বড় করে লেকচার কপচাতে দেখা যেতো । ✳এখন আবার- জিয়াউর রহমান, বি এন পি, জামাত, হেফাজত ইত্যাদির নেটওয়ার্ক খোঁজে । ⚀🔴 অথচ জাতীর জন্য ভাগ্যের নির্মম ইতিহাস বঙ্গবন্ধু লাশ নিয়ে এই উল্লাসকারী ও তাদের বংশের লোকেরা নিজেদের হাতে লেগে থাকা থকথকে রক্তের দিকে তাদের কোন নজর নাই... 👉⚀এক মোস্তাক চলে গেলেন পরপারে, যুগ যুগ ধরে লক্ষ মোস্তাক আওমীলীগের ঘরে ঘরে।
@mdmoniruzzaman3203 жыл бұрын
মিরজাফর মোস্তাক,
@najmulkarimmanna55073 жыл бұрын
Tui stupid tai desh er ei obosta..
@RashedulIslam-g8c7 ай бұрын
এখন বুঝি মোশতাক কি ছিলেন, তিনি ছিলেন এক বির, , সালাম জানাই আপনাকে
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে
@sourav3772 жыл бұрын
১ জন সদস্যই যদি দেশের তেরোটা বাজাতে পারে, বাকি সদস্যরা থাকলে কি অবস্থা হতো দেশের ভাবতেই ভয় লাগে.... আল্লাহ তাকে জান্নাত নসীব করুন, আমীন
@in_tasin2 жыл бұрын
জাতীর পিতাকে হত্যা করছিলো সে তাও আবার কায়েরের মতো করে, পিছন থেকে তাকেই আবার বীর বানানো হচ্ছে ?
@ferdous8135 Жыл бұрын
@@in_tasinলদ জাতির পিতা জাতির পিতা বলে লা-ফা-লাফি না করে ভালো করে ইতিহাস জান। সত্য ইতিহাস জান আগে। বর্তমান আম্লীগের ভুল, মিথ্যা, বানোয়াট ইতিহাস শুনে কোন লাভ নাই। ততকালীন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডারগন ও সেনা অফিসার দের থেকে ইতিহাস শুনিস তোর পিতা ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের কি অবস্থা করেছিল। বাকশাল গঠন করে দেশে গুম খুন, অরাজকতা, লুটপাট চালাইছে মুজিব বাহিনি। গনতন্ত্রের বাদ দিয়ে একনায়কতন্ত্র কায়েম করতে যাইয়াই সবাইকে হারাইছে উনি। ভাষানী,ওসমানী,তাজউদ্দীন, সেক্টর কমান্ডার, সেনা অফিসার, ছাত্রনেতা কেউ তখন মুজিবে সাথে ছিল না। এসব ইতিহাস সব সত্য বের হবে,আম্লীগের বানানো ইতিহাস শুনে মাথাটা নষ্ট করিস না আর
@ehsanulhaque7183 жыл бұрын
আল্লাহ তুমি ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ওপারে ভাল থাকবেন আপনার মত কাউকে খুব মিস করছে দেশ
@arifrahman-js8ju2 жыл бұрын
বিএনপি দল সৃষ্টির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপি'র প্রত্যেক প্রতিষ্ঠাবার্ষিকী তে উনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত।
@MdRubel-vg8hv3 жыл бұрын
আপনি আপনার জীবনের ঝুকি নিয়ে দেশপ্রেম নিয়ে সৈরাচার ও বাকশাল কে বিদায় করেছেন আল্লাহ আপনাকে এই দেশপ্রেমের কারণে জান্নাতুল ফেরদৌস দান করুক
@jahangirhossain73643 жыл бұрын
দেশদ্রোহী
@MdRubel-vg8hv3 жыл бұрын
@@jahangirhossain7364 ওনি কিভাবে দেশদ্রোহী বলবেন।আর ওনি দেশদ্রোহী কে দমন করেছেন বাকশাল দমন করেছেন। কিন্তু জাতির দুর্ভাগ্য আজ বাকশাল পরিবারতন্ত্র ক্ষমতা আছে
@MdRubel-vg8hv3 жыл бұрын
@Hasnain Khan আরো দোয়া করেন ওপারে যেন ৩০ হাজার হত্যাকারী বাকশাল কায়েমকারী বঙ্গবন্ধুর সাথে দেখা হয়
@sifathasan73603 жыл бұрын
@@MdRubel-vg8hv শিওর কোন রাজাকারের বীর্যে তোর জন্ম হইছে..
@MdRubel-vg8hv3 жыл бұрын
@@sifathasan7360 রাজাকার অর্থ কি কোন ভাষায়?আমি কোন দেশী রাজাকার পাকিস্তান নাকি ভারতীয় এটি খুলে বলেন?আর খন্দকার মোশতাক একজন মজিব থেকে সিনিয়র একজন আওয়ামী লীগ নেতা ও পতিস্ঠাকালীন যুগ্মসম্পাদক ছিলেন তিনি দেশপ্রেমিক ছিলেন বলে ৭৫ ঘটিয়েছেন
@AbulHossain-u3w5 ай бұрын
আল্লাহ আপনাকে জান্নাত দান করুক
@kamalkumardutta62243 жыл бұрын
বঙ্গবন্ধুর মৃত্যুর পর সংবাদপত্রে বেরিয়েছিল খোন্দকার মোস্তাক আহমেদ নাকি একসময়ে কলকাতার খিদিরপুর একাডেমীর ছাত্র ছিলেন । খুবই লজ্জা পেয়েছিলাম , কারণ আমিও একসময়ে ওই স্কুলের ছাত্র ছিলাম ।
@ndbelalhossain12853 жыл бұрын
বঙ্গবন্ধুর লাশ নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 👉কুখ্যাত আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর 📚 ⚂❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ 👉এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ✔বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। বঙ্গবন্ধু তাকে সম্মান করে দাদা বাবু বলে ডাকতেন। মনোরঞ্জন ধরকে মন্ত্রী হতে অনুরোধ করে বঙ্গবন্ধু বলেছিলেন- ‘দাদা আপনার কথার উপরে জীবনে কোন কথা বলিনি, আপনি যা বলবেন, যা করবেন সেটাতেই আমি রাজি।' 👉এই দাদা বাবু ১৫ই আগস্টের পর মোশতাকের আইনমন্ত্রী হিসেবে শপথ নেন। এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ‘দি বাংলাদেশ গেজেট, পাবলিশড বাই অথরিটি’ লেখা অধ্যাদেশটিতে দুটি ভাগ ছিল। ✔প্রথম অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ '১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবত্ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ✔দ্বিতীয় অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ 'রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে যাদের প্রত্যয়ন করবেন তাদের দায়মুক্তি দেওয়া হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ⚀ আওয়ামী লীগের কম্বল চোরেরা ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ীতে বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ ফেলে রেখে ২১ জন মন্ত্রীকে মোশতাকের মন্ত্রীসভায় শপথ নিতে দেখা যায়। ⚄জাতির উদ্দেশ্যে ভাষণ ১৫ই আগস্ট ১৯৭৫ সাল 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 🔊মেজর ডালিম বীর উত্তমের ঘোষণা ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 📺🔴kzbin.info/www/bejne/nanSn42QhL6giLM 🇧🇩নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 👉আওয়ামী লীগের প্রেসিডেনট খন্দকার মোস্তাক 👉সেনাবাহিনীর প্রধান শফি উল্লাহ বীর উত্তম 👉নৌবাহিনীর প্রধান মোশাররফ হোসেন 👉বিমান বাহিনীর প্রধান একে খন্দকার বীর উত্তম 👉পুলিশের প্রধান এ এইচ এম নুরুল ইসলাম 🇧🇩⚀খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার ২১ সদস্য। 🔴মোশতাকের উপরাষ্ট্রপতি হলেন মোহাম্মদউল্লাহ। ❇মন্ত্রিসভার সদস্যরা হলেন:- 👉পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরী 👉আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, 👉পরিকল্পনামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, 👉অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মলি্লক, 👉শিক্ষামন্ত্রী ড. মোজাফফর আহমদ চৌধুরী, 👉স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান, 👉কৃষি ও খাদ্যমন্ত্রী আবদুল মোমিন, 👉এলজিআরডি মন্ত্রী ফণিভূষণ মজুমদার, 👉নৌপরিবহনমন্ত্রী আসাদুজ্জামান খান, 👉গণপূর্ত ও গৃহায়নমন্ত্রী সোহরাব হোসেন। ✳প্রতিমন্ত্রীরা হলেন:- 👉ডাক ও টেলিযোগাযোগ কে এম ওবায়দুর রহমান, 👉ভূমি ও বিমান প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, 👉রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর, 👉তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর, 👉শিল্প প্রতিমন্ত্রী নূরুল ইসলাম চৌধুরী, 👉ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল, 👉পশু ও মৎস্য প্রতিমন্ত্রী রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া 👉যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আলতাফ হোসেন ও মোমিনউদ্দিন আহম (বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন না) Part 2⤵️
@ndbelalhossain12853 жыл бұрын
✳বঙ্গবন্ধুর রক্ত নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 🔮Part 2 ⤵️ ✔🔴বাকশালের মন্ত্রী সভা থেকে পদত্যাগকারী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী রাষ্ট্রপতি মোশতাকের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা হয়েছিলেন মন্ত্রীর সমমর্যাদায়। 🔴বঙ্গবন্ধু হত্যার পর খুনি মোশতাকের সরকারের প্রতি সেনাবাহিনী প্রধান হিসেবে আনুগত্য প্রকাশ করতে খুব একটা দেরি হয়নি কে এম শফিউল্লাহর। ❎বিমানবাহিনী প্রধান এ কে খন্দকার ও নৌবাহিনী প্রধান এম এইচ খানকে নিয়ে প্রথম দিনেই মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। পরে অবশ্য কয়েক দিনের মধ্যেই কে এম শফিউল্লাহ ও এ কে খন্দকারকে যথাক্রমে জিয়াউর রহমান ও এম জি তায়েবের কাছে সেনা ও বিমানবাহিনী প্রধানের পদ ছেড়ে দিতে হয়। এর কয়েক দিন পরই কে এম শফিউল্লাহ রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে চলে যান বিদেশে। জিয়া ও এরশাদ সরকারের পুরোটা সময় তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। ✔সেই কে এম শফিউল্লাহ পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হন। ❎প্রায় একইভাবে এ কে খন্দকারও বিদেশে বাংলাদেশের মিশনে দায়িত্ব নেন। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারতে বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করেন। ফিরে এসে এরশাদ সরকারের উপদেষ্টা হিসেবে কিছু দিন কাজ করে দায়িত্ব নেন পরিকল্পনামন্ত্রীর। পরে বঙ্গবন্ধুকন্যার প্রথম মেয়াদের সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান এ কে খন্দকার। 🔴খন্দকার মোশতাক সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পথ উন্মুক্ত করে দেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ও মহিউদ্দীন আহমদ বিশেষ দূত হয়ে। ✔বঙ্গবন্ধুর বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৫ আগস্ট সংঘটিত হওয়ার মাত্র এক সপ্তাহ আগে ৮ আগস্ট দেশে ফিরে মন্ত্রী হিসেবে শপথ নেন। ✔বঙ্গবন্ধু সরকারের আরেক রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর স্বাক্ষরের মধ্য দিয়ে প্রবর্তন হয়েছিল বাকশালব্যবস্থা। বাকশালব্যবস্থার অধীনে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হলে মোহাম্মদউল্লাহ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। 👉১৫ আগস্টের পর মোশতাকের উপরাষ্ট্রপতি হন মোহাম্মদউল্লাহ। 🔴মোশতাক সামরিক শাসন কায়েম করলেও জাতীয় সংসদ বহাল রেখেছিলেন। স্পিকার ছিলেন আবদুল মালেক উকিল। স্পিকার হওয়ার আগে ছিলেন বঙ্গবন্ধু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পিকার হিসেবে বিদেশে স্পিকারদের একটি সম্মেলনেও যোগ দেন। 🔴মোশতাকের পতনের পর ফণিভূষণ মজুমদার, আবদুল মান্নান, আবদুল মোমিন, সোহরাব হোসেন, অধ্যাপক ইউসুফ আলী, আবদুল মালেক উকিল, আসাদুজ্জামান খান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা নেতৃত্বে আসার আগ পর্যন্ত। অধ্যাপক ইউসুফ আলী মোশতাকের পরিকল্পনামন্ত্রী ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের (মিজান) সাধারণ সম্পাদক হন। পরে যোগ দেন জিয়ার মন্ত্রিসভায়। জিয়ার মৃত্যুর পর এরশাদেরও মন্ত্রী হন তিনি। ❎আগে বিভিন্ন সমাবেশে হাফপ্যান্ট পরা ছাত্রনেতাদের প্রায়শই বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে সর্বহারা-জাসদ-কমিউনিস্ট পার্টি, ইনু-মতিয়া-মেনন ইত্যাদিদের সংযোগ নিয়ে গাল বড় করে লেকচার কপচাতে দেখা যেতো । ✳এখন আবার- জিয়াউর রহমান, বি এন পি, জামাত, হেফাজত ইত্যাদির নেটওয়ার্ক খোঁজে । ⚀🔴 অথচ জাতীর জন্য ভাগ্যের নির্মম ইতিহাস বঙ্গবন্ধু লাশ নিয়ে এই উল্লাসকারী ও তাদের বংশের লোকেরা নিজেদের হাতে লেগে থাকা থকথকে রক্তের দিকে তাদের কোন নজর নাই... 👉⚀এক মোস্তাক চলে গেলেন পরপারে, যুগ যুগ ধরে লক্ষ মোস্তাক আওমীলীগের ঘরে ঘরে।
@JamalUddin-ch8yg3 жыл бұрын
Amar annodo pai
@JamalUddin-ch8yg3 жыл бұрын
Mostak valo manus
@খন্দকারমোশতাকআহম্মেদ3 жыл бұрын
@@JamalUddin-ch8yg খন্দকার মোশতাক বাংলাদেশের গর্ভ
@md.shamimhossan91653 жыл бұрын
আল্লাহর কাছে প্রাণভরে দোয়া করি এ দেশে এরকম সৎ লোক এখনও অনেকে আছেন যারা হয়তো বিবেকের কাছে হার মানতে রাজি নয় দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতবাসি
@takwarahman90993 жыл бұрын
অনেক বড় মাদারবোর্ড ছিল
@mirzamohiuddin39482 жыл бұрын
চোরের ধর্ম বড়।প্রতি কথায় আল্লার নাম।আল্লাহ যদি তোর সহায় হতো তাহলে ক্ষমতা ছেড়ে পালাবি কেন।
@MHSCreation2666 ай бұрын
আজ বুঝতে পারছি কেন সেদিন হায়নার পুরা পরিবার শেষ করে দিয়েছিলো,❤ রক্তিম ভালোবাসা ও দোয়া
@amiyabiswas9135 ай бұрын
ভাত খাস না গু : খাস?:
@sowkatosman99465 ай бұрын
@@amiyabiswas913সবাই ভাত ই খায় তোরা গু খাস
@isratara8423 жыл бұрын
মুস্তাক ভাই এর জন্য আজ আমরা একটু হলেও সাধিন ভাবে বেচে আছি
অসাধারণ সুন্দর জাতির উদ্দেশ্য ভাষণটি, দোয়া ও ভালবাসা অবিরাম
@md.shelleyibrahimchowdhury68492 жыл бұрын
Gaddar No. 1
@unique_BD6 ай бұрын
আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। ধন্যবাদ বাংলাদেশ কে সঠিক পথ দেখানো জন্য।
@mrbacchu17076 ай бұрын
Jannat or pasadie dhukano houk kuttarbacchar
@ahsandipu65603 жыл бұрын
বাংলার ২য় মীরজাফর
@abusadat47013 жыл бұрын
Tha holey 3rd k ?
@shohagshikder43052 жыл бұрын
3rd
@arizonrahmanlabib98446 ай бұрын
প্রকৃত দেশপ্রেমিক বীর সন্তান।
@Abulkalamblogs5 ай бұрын
@@abusadat4701স্বৈরাচার শেখ হাসিনা
@Fantasyofibrahim5 ай бұрын
সূর্য সন্তান ❤
@mdrubelhossain21182 жыл бұрын
মন থেকে দোয়া করি মহান আল্লাহ পাক আপনাকে বেহেশত বাসী করুক,,,একমাত্র আপনি আর মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলো সঠিক ও ন্যায়ের পথের লোক
@shamimchowdhury55662 жыл бұрын
একটা জঘন্য খুনির জন্য বেহেশতের আশা করছেন। বেইমান -পাপিষ্ঠদের অপকর্মের সমথর্ন যারা করে তারা-ও এই সব পাপের জবাবদিহিতা নিশ্চিত একদিন আল্লাহর নিকট দিতে হবে।
@mdrubelhossain21182 жыл бұрын
@@shamimchowdhury5566 আপনি সঠিক ইতিহাস খুজে ভালো করে পড়ুন,,তারপর মন্তব্য করুন,,,,কারো পা চাটা বাদ দিন,,,
@sohelranayoutubechannel79632 жыл бұрын
হাহাহা
@sohelranayoutubechannel79632 жыл бұрын
মোস্তাক বেঈমান
@azharulislamsuaib46742 жыл бұрын
জারজ সন্তান
@retaaziz Жыл бұрын
ঐনি একজন ভাল মানুষ, যে মানুষটা কথায় কথায় আল্লাহর নাম স্বরণ করে।
@mithunchandramandal497 Жыл бұрын
ভন্ডরা মানুষকে দ্রখায়।আর অন্য ভন্ডরা বিশ্বাস করে।
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে খুন করেন
@abdullahkarikarkarikar2036 Жыл бұрын
মানুষ কেমন জানিনা কিন্তু বক্তব্য নিখুঁত অসাধারণ
@arshadkarim5744 Жыл бұрын
মানুষ দেশপ্রেমিক
@Farhantherocks Жыл бұрын
জানস না কেন তোর বাপ বঙ্গবন্ধু কে মারার সাথে জড়িত ছিল জানস না চোদনা
@HrishiLizard265 Жыл бұрын
@@arshadkarim5744বালের দেশপ্রেমিক। ও পাকিস্তান সরকারের সাথে হাত মিলিয়ে দেশের সাথে বেইমানি করেছে।
@MTvমঈন3 жыл бұрын
আললাহ তাকে জান্নাত নসিব করুন। আমিন
@rubi4713 жыл бұрын
শয়তানের বিচার ছাড়াই জান্নাত???
@Aymanshakil3 жыл бұрын
২০২১ কে কে এই ভিডিও দেখছেন লাইক দিন
@need4633 жыл бұрын
2022 dekhteci
@masrurbd27646 ай бұрын
২০২4
@md.shelleyibrahimchowdhury68492 жыл бұрын
Nobody knows about 'BAKSAL'. So why the problem. Even 0.0001 percent people have no idea about BAKSAL.
@Linkongreentech3 жыл бұрын
ইন্টারেসন্টিং ইতিহাস।ইতিহাসকে কখনো কনক্লুশনে নেয়া যায় না।এটাও ইন্টারেসন্টিং।
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে
@diAz-oe6ul2 жыл бұрын
আমি ভারত থেকে দেখছি মীরজাফর মোস্তাক ওকে ৫০ বার ফাসি দিলেও মনে হয় কম হবে শাস্তি।
@rubalkhan49472 жыл бұрын
সহমত ভাই
@zakirhossainbabu80873 жыл бұрын
আল্লাহ যেন এই বেইমানকে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান দান করেন।
@mdmonirhossain68316 ай бұрын
ঠিকানা
@AtikuzzamanRasel5 ай бұрын
আমিন
@amirdrishty6053Ай бұрын
আমিন
@drmahbuborrahman10613 жыл бұрын
আধুনিক মীর জাফর। ধূর্ত শয়তান। দোজখ কামনা করি।
@muhammadrajibhossain39403 жыл бұрын
Ekjon muslim hoiye arekjon muslim vaier jonne dujokh are jahannam kamona korte parennaaa...
@rezaulkarim79823 жыл бұрын
He was much better than bloody Hasina and shek mujib
@mdkhaled63712 жыл бұрын
আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুক আমিন, হে বীর
@goutam45852 жыл бұрын
দূর হ, রাজাকারের বাচ্চা 😡😡😡
@kibriamd7438 Жыл бұрын
❤❤❤কত সুন্দর ভাষা প্রতিটা কথাই আল্লাহর প্রশংসা করেছেন এই খুনি হতে পারেন না
@mohinahmed3879 Жыл бұрын
দুষ্ট লোকের মিষ্টি কথা।ভালো যদি হয় খুনিদের বিচার কেন করলো না।
@mongojhor9289 Жыл бұрын
ভালো হলে খুনিদের বিচার কেন করলো না
@stake.R662 Жыл бұрын
কথায় কথায় আল্লাহ নাম নিলে ভালো মানুষ হই না।অতি ভক্তি চুরের লক্ষণ।
@shakhaowathossain27663 жыл бұрын
রক্ষীবাহিনীর খবর কি?ঐ বাহিনীর প্রধান কে যেন ছিলেন? ঐ সময়ে পাটের গুদামে ও পাটের নৌকায় শুধু আগুন লাগত কেন?
@ndbelalhossain12853 жыл бұрын
বঙ্গবন্ধুর লাশ নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 👉কুখ্যাত আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর 📚 ⚂❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ 👉এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ✔বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। বঙ্গবন্ধু তাকে সম্মান করে দাদা বাবু বলে ডাকতেন। মনোরঞ্জন ধরকে মন্ত্রী হতে অনুরোধ করে বঙ্গবন্ধু বলেছিলেন- ‘দাদা আপনার কথার উপরে জীবনে কোন কথা বলিনি, আপনি যা বলবেন, যা করবেন সেটাতেই আমি রাজি।' 👉এই দাদা বাবু ১৫ই আগস্টের পর মোশতাকের আইনমন্ত্রী হিসেবে শপথ নেন। এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ‘দি বাংলাদেশ গেজেট, পাবলিশড বাই অথরিটি’ লেখা অধ্যাদেশটিতে দুটি ভাগ ছিল। ✔প্রথম অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ '১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবত্ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ✔দ্বিতীয় অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ 'রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে যাদের প্রত্যয়ন করবেন তাদের দায়মুক্তি দেওয়া হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ⚀ আওয়ামী লীগের কম্বল চোরেরা ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ীতে বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ ফেলে রেখে ২১ জন মন্ত্রীকে মোশতাকের মন্ত্রীসভায় শপথ নিতে দেখা যায়। ⚄জাতির উদ্দেশ্যে ভাষণ ১৫ই আগস্ট ১৯৭৫ সাল 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 🔊মেজর ডালিম বীর উত্তমের ঘোষণা ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 📺🔴kzbin.info/www/bejne/nanSn42QhL6giLM 🇧🇩নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 👉আওয়ামী লীগের প্রেসিডেনট খন্দকার মোস্তাক 👉সেনাবাহিনীর প্রধান শফি উল্লাহ বীর উত্তম 👉নৌবাহিনীর প্রধান মোশাররফ হোসেন 👉বিমান বাহিনীর প্রধান একে খন্দকার বীর উত্তম 👉পুলিশের প্রধান এ এইচ এম নুরুল ইসলাম 🇧🇩⚀খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার ২১ সদস্য। 🔴মোশতাকের উপরাষ্ট্রপতি হলেন মোহাম্মদউল্লাহ। ❇মন্ত্রিসভার সদস্যরা হলেন:- 👉পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরী 👉আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, 👉পরিকল্পনামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, 👉অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মলি্লক, 👉শিক্ষামন্ত্রী ড. মোজাফফর আহমদ চৌধুরী 👉স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান, 👉কৃষি ও খাদ্যমন্ত্রী আবদুল মোমিন, 👉এলজিআরডি মন্ত্রী ফণিভূষণ মজুমদার, 👉নৌপরিবহনমন্ত্রী আসাদুজ্জামান খান, 👉গণপূর্ত ও গৃহায়নমন্ত্রী সোহরাব হোসেন। ✳প্রতিমন্ত্রীরা হলেন:- 👉ডাক ও টেলিযোগাযোগ কে এম ওবায়দুর রহমান, 👉ভূমি ও বিমান প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, 👉রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর, 👉তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর, 👉শিল্প প্রতিমন্ত্রী নূরুল ইসলাম চৌধুরী, 👉ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল, 👉পশু ও মৎস্য প্রতিমন্ত্রী রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া 👉যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আলতাফ হোসেন ও মোমিনউদ্দিন আহম (বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন না) Part 2⤵️
@ndbelalhossain12853 жыл бұрын
✳বঙ্গবন্ধুর রক্ত নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 🔮Part 2 ⤵️ ✔🔴বাকশালের মন্ত্রী সভা থেকে পদত্যাগকারী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী রাষ্ট্রপতি মোশতাকের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা হয়েছিলেন মন্ত্রীর সমমর্যাদায়। 🔴বঙ্গবন্ধু হত্যার পর খুনি মোশতাকের সরকারের প্রতি সেনাবাহিনী প্রধান হিসেবে আনুগত্য প্রকাশ করতে খুব একটা দেরি হয়নি কে এম শফিউল্লাহর। ❎বিমানবাহিনী প্রধান এ কে খন্দকার ও নৌবাহিনী প্রধান এম এইচ খানকে নিয়ে প্রথম দিনেই মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। পরে অবশ্য কয়েক দিনের মধ্যেই কে এম শফিউল্লাহ ও এ কে খন্দকারকে যথাক্রমে জিয়াউর রহমান ও এম জি তায়েবের কাছে সেনা ও বিমানবাহিনী প্রধানের পদ ছেড়ে দিতে হয়। এর কয়েক দিন পরই কে এম শফিউল্লাহ রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে চলে যান বিদেশে। জিয়া ও এরশাদ সরকারের পুরোটা সময় তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। ✔সেই কে এম শফিউল্লাহ পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হন। ❎প্রায় একইভাবে এ কে খন্দকারও বিদেশে বাংলাদেশের মিশনে দায়িত্ব নেন। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারতে বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করেন। ফিরে এসে এরশাদ সরকারের উপদেষ্টা হিসেবে কিছু দিন কাজ করে দায়িত্ব নেন পরিকল্পনামন্ত্রীর। পরে বঙ্গবন্ধুকন্যার প্রথম মেয়াদের সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান এ কে খন্দকার। 🔴খন্দকার মোশতাক সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পথ উন্মুক্ত করে দেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ও মহিউদ্দীন আহমদ বিশেষ দূত হয়ে। ✔বঙ্গবন্ধুর বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৫ আগস্ট সংঘটিত হওয়ার মাত্র এক সপ্তাহ আগে ৮ আগস্ট দেশে ফিরে মন্ত্রী হিসেবে শপথ নেন। ✔বঙ্গবন্ধু সরকারের আরেক রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর স্বাক্ষরের মধ্য দিয়ে প্রবর্তন হয়েছিল বাকশালব্যবস্থা। বাকশালব্যবস্থার অধীনে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হলে মোহাম্মদউল্লাহ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। 👉১৫ আগস্টের পর মোশতাকের উপরাষ্ট্রপতি হন মোহাম্মদউল্লাহ। 🔴মোশতাক সামরিক শাসন কায়েম করলেও জাতীয় সংসদ বহাল রেখেছিলেন। স্পিকার ছিলেন আবদুল মালেক উকিল। স্পিকার হওয়ার আগে ছিলেন বঙ্গবন্ধু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পিকার হিসেবে বিদেশে স্পিকারদের একটি সম্মেলনেও যোগ দেন। 🔴মোশতাকের পতনের পর ফণিভূষণ মজুমদার, আবদুল মান্নান, আবদুল মোমিন, সোহরাব হোসেন, অধ্যাপক ইউসুফ আলী, আবদুল মালেক উকিল, আসাদুজ্জামান খান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা নেতৃত্বে আসার আগ পর্যন্ত। অধ্যাপক ইউসুফ আলী মোশতাকের পরিকল্পনামন্ত্রী ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের (মিজান) সাধারণ সম্পাদক হন। পরে যোগ দেন জিয়ার মন্ত্রিসভায়। জিয়ার মৃত্যুর পর এরশাদেরও মন্ত্রী হন তিনি। ❎আগে বিভিন্ন সমাবেশে হাফপ্যান্ট পরা ছাত্রনেতাদের প্রায়শই বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে সর্বহারা-জাসদ-কমিউনিস্ট পার্টি, ইনু-মতিয়া-মেনন ইত্যাদিদের সংযোগ নিয়ে গাল বড় করে লেকচার কপচাতে দেখা যেতো । ✳এখন আবার- জিয়াউর রহমান, বি এন পি, জামাত, হেফাজত ইত্যাদির নেটওয়ার্ক খোঁজে । ⚀🔴 অথচ জাতীর জন্য ভাগ্যের নির্মম ইতিহাস বঙ্গবন্ধু লাশ নিয়ে এই উল্লাসকারী ও তাদের বংশের লোকেরা নিজেদের হাতে লেগে থাকা থকথকে রক্তের দিকে তাদের কোন নজর নাই... 👉⚀এক মোস্তাক চলে গেলেন পরপারে, যুগ যুগ ধরে লক্ষ মোস্তাক আওমীলীগের ঘরে ঘরে।
@padmaview3 жыл бұрын
Bir muktijoddha Maj. Jolil er chakuri not hoilo kano?? Biruttom dalim er sundor I bou ke nie kara furti korsilo? Dalimer chakuri galo kon karone??
এখানে মোশতাক সাহেব আকার ইংগিতে স্বীকার করে গেছেন তিনি নির্দলীয় নন,প্রকারান্তরে আওয়ামী লীগের মানুষ,প্রধান বিচারপতির নির্দলীয় ব্যাক্তি হিসাবে রাষ্টের প্রধান হিসাবে দায়িত্বে থাকবেন বলে তিনি আশা করছেন। এখনকার আওয়ামী নেতাদের ভাষ্য কি? তবে মন্তব্য করার মোশতাকের ভাষন শুনতে হবে।
@dipu67133 жыл бұрын
বাটপার মোশতাক হালায় হেভি চালু মাল
@ndbelalhossain12853 жыл бұрын
বঙ্গবন্ধুর লাশ নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 👉কুখ্যাত আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর 📚 ⚂❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ 👉এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ✔বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। বঙ্গবন্ধু তাকে সম্মান করে দাদা বাবু বলে ডাকতেন। মনোরঞ্জন ধরকে মন্ত্রী হতে অনুরোধ করে বঙ্গবন্ধু বলেছিলেন- ‘দাদা আপনার কথার উপরে জীবনে কোন কথা বলিনি, আপনি যা বলবেন, যা করবেন সেটাতেই আমি রাজি।' 👉এই দাদা বাবু ১৫ই আগস্টের পর মোশতাকের আইনমন্ত্রী হিসেবে শপথ নেন। এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ‘দি বাংলাদেশ গেজেট, পাবলিশড বাই অথরিটি’ লেখা অধ্যাদেশটিতে দুটি ভাগ ছিল। ✔প্রথম অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ '১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবত্ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ✔দ্বিতীয় অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ 'রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে যাদের প্রত্যয়ন করবেন তাদের দায়মুক্তি দেওয়া হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ⚀ আওয়ামী লীগের কম্বল চোরেরা ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ীতে বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ ফেলে রেখে ২১ জন মন্ত্রীকে মোশতাকের মন্ত্রীসভায় শপথ নিতে দেখা যায়। ⚄জাতির উদ্দেশ্যে ভাষণ ১৫ই আগস্ট ১৯৭৫ সাল 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 🔊মেজর ডালিম বীর উত্তমের ঘোষণা ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 📺🔴kzbin.info/www/bejne/nanSn42QhL6giLM 🇧🇩নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 👉আওয়ামী লীগের প্রেসিডেনট খন্দকার মোস্তাক 👉সেনাবাহিনীর প্রধান শফি উল্লাহ বীর উত্তম 👉নৌবাহিনীর প্রধান মোশাররফ হোসেন 👉বিমান বাহিনীর প্রধান একে খন্দকার বীর উত্তম 👉পুলিশের প্রধান এ এইচ এম নুরুল ইসলাম 🇧🇩⚀খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার ২১ সদস্য। 🔴মোশতাকের উপরাষ্ট্রপতি হলেন মোহাম্মদউল্লাহ। ❇মন্ত্রিসভার সদস্যরা হলেন:- 👉পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরী 👉আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, 👉পরিকল্পনামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, 👉অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মলি্লক, 👉শিক্ষামন্ত্রী ড. মোজাফফর আহমদ চৌধুরী, 👉স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান, 👉কৃষি ও খাদ্যমন্ত্রী আবদুল মোমিন, 👉এলজিআরডি মন্ত্রী ফণিভূষণ মজুমদার, 👉নৌপরিবহনমন্ত্রী আসাদুজ্জামান খান, 👉গণপূর্ত ও গৃহায়নমন্ত্রী সোহরাব হোসেন। ✳প্রতিমন্ত্রীরা হলেন:- 👉ডাক ও টেলিযোগাযোগ কে এম ওবায়দুর রহমান, 👉ভূমি ও বিমান প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, 👉রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর, 👉তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর, 👉শিল্প প্রতিমন্ত্রী নূরুল ইসলাম চৌধুরী, 👉ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল, 👉পশু ও মৎস্য প্রতিমন্ত্রী রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া 👉যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আলতাফ হোসেন ও মোমিনউদ্দিন আহম (বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন না) Part 2⤵️
@bktravels23693 жыл бұрын
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক এই মোস্তাক..
@abusadat47013 жыл бұрын
A rokom arrow assey . Shomoy holey jana jabey .
@arizonrahmanlabib98446 ай бұрын
@@abusadat4701জাতির ক্রান্তিলগ্নে এখন বাংলাদেশে একজন দেশপ্রেমিক খন্দকার মোশতাক অতীব জরুরী।
@mohammadabdullah51125 ай бұрын
তাহলে মুজিব কে। যার হত্যায় মিষ্টির দোকানের সব মিষ্টি শেষ হয়ে যায়।
@manikhossian67643 жыл бұрын
খন্দকার মোশতাক ভালো মানুষ ছিলো উনার কথা বুঝা গেলো।
@towhidulislam38763 жыл бұрын
শুধু মুখে ভালো কথা বললে মানুষ ভালো হয়ে যায় না,,রাজাকার কি করছে সেটা তো মনে হয় আপনি ভালো ভাবেই জানেন
@manikhossian67643 жыл бұрын
@@towhidulislam3876 খন্দকার মোশতাক রাজাকার হলে বঙ্গবন্ধু তার বিচার না করে প্রসিডন্ট বানালেন কে।আর বাংলাদেশের আওয়ামীলীগের প্রতিষ্ঠা মাওলানা ভাসানি উনার নাম টা কোথায় গেলো।
@alhasakon69972 жыл бұрын
Right
@dipakghosh2 жыл бұрын
বাংলাদেশের শ্রেষ্ঠ মীরজাফর
@Mahfuj-n8z27 күн бұрын
তর বাপ
@MarjiyaSarker6 ай бұрын
মানুষ কেমন ছিলেন জানিনা,তবে ভাষণের শব্দচয়নটাকে জাস্ট জাস্টিফাই করা যাবেনা কতটা স্নিগ্ধ!
@AbdusSalam-pg1zs3 жыл бұрын
আল্লাহ এই বেইমানের বিচার করবে
@ndbelalhossain12853 жыл бұрын
বঙ্গবন্ধুর লাশ নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 👉কুখ্যাত আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর 📚 ⚂❎❎❎❎❎❎❎❎❎❎❎❎❎ 👉এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ✔বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী ছিলেন মনোরঞ্জন ধর। বঙ্গবন্ধু তাকে সম্মান করে দাদা বাবু বলে ডাকতেন। মনোরঞ্জন ধরকে মন্ত্রী হতে অনুরোধ করে বঙ্গবন্ধু বলেছিলেন- ‘দাদা আপনার কথার উপরে জীবনে কোন কথা বলিনি, আপনি যা বলবেন, যা করবেন সেটাতেই আমি রাজি।' 👉এই দাদা বাবু ১৫ই আগস্টের পর মোশতাকের আইনমন্ত্রী হিসেবে শপথ নেন। এই মনোরঞ্জন ধর ছিলেন কুখ্যাত ইনডেমনিটি নামক অধ্যাদেশের রচয়িতা। ‘দি বাংলাদেশ গেজেট, পাবলিশড বাই অথরিটি’ লেখা অধ্যাদেশটিতে দুটি ভাগ ছিল। ✔প্রথম অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ '১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবত্ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ✔দ্বিতীয় অংশে বলা হয়েছিল- ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀ 'রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে যাদের প্রত্যয়ন করবেন তাদের দায়মুক্তি দেওয়া হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না।' ⚀ আওয়ামী লীগের কম্বল চোরেরা ১৫ ই আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ীতে বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ ফেলে রেখে ২১ জন মন্ত্রীকে মোশতাকের মন্ত্রীসভায় শপথ নিতে দেখা যায়। ⚄জাতির উদ্দেশ্যে ভাষণ ১৫ই আগস্ট ১৯৭৫ সাল 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 🔊মেজর ডালিম বীর উত্তমের ঘোষণা ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 📺🔴kzbin.info/www/bejne/nanSn42QhL6giLM 🇧🇩নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳ 👉আওয়ামী লীগের প্রেসিডেনট খন্দকার মোস্তাক 👉সেনাবাহিনীর প্রধান শফি উল্লাহ বীর উত্তম 👉নৌবাহিনীর প্রধান মোশাররফ হোসেন 👉বিমান বাহিনীর প্রধান একে খন্দকার বীর উত্তম 👉পুলিশের প্রধান এ এইচ এম নুরুল ইসলাম 🇧🇩⚀খন্দকার মোশতাকের ৮১ দিনের শাসনামলে সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু মন্ত্রিসভার ২১ সদস্য। 🔴মোশতাকের উপরাষ্ট্রপতি হলেন মোহাম্মদউল্লাহ। ❇মন্ত্রিসভার সদস্যরা হলেন:- 👉পররাষ্ট্রমন্ত্রী বিচারপতি আবু সাঈদ চৌধুরী 👉আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, 👉পরিকল্পনামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, 👉অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মলি্লক, 👉শিক্ষামন্ত্রী ড. মোজাফফর আহমদ চৌধুরী, 👉স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান, 👉কৃষি ও খাদ্যমন্ত্রী আবদুল মোমিন, 👉এলজিআরডি মন্ত্রী ফণিভূষণ মজুমদার, 👉নৌপরিবহনমন্ত্রী আসাদুজ্জামান খান, 👉গণপূর্ত ও গৃহায়নমন্ত্রী সোহরাব হোসেন। ✳প্রতিমন্ত্রীরা হলেন:- 👉ডাক ও টেলিযোগাযোগ কে এম ওবায়দুর রহমান, 👉ভূমি ও বিমান প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, 👉রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর, 👉তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর, 👉শিল্প প্রতিমন্ত্রী নূরুল ইসলাম চৌধুরী, 👉ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল, 👉পশু ও মৎস্য প্রতিমন্ত্রী রিয়াজউদ্দিন আহমদ ভোলা মিয়া 👉যোগাযোগ প্রতিমন্ত্রী সৈয়দ আলতাফ হোসেন ও মোমিনউদ্দিন আহম (বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিলেন না) Part 2⤵️
@ndbelalhossain12853 жыл бұрын
✳বঙ্গবন্ধুর রক্ত নিয়ে বাকসালের নির্লজ্জ উল্লাস 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❎❎❎❎❎❎❎❎ 🔮Part 2 ⤵️ ✔🔴বাকশালের মন্ত্রী সভা থেকে পদত্যাগকারী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী রাষ্ট্রপতি মোশতাকের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা হয়েছিলেন মন্ত্রীর সমমর্যাদায়। 🔴বঙ্গবন্ধু হত্যার পর খুনি মোশতাকের সরকারের প্রতি সেনাবাহিনী প্রধান হিসেবে আনুগত্য প্রকাশ করতে খুব একটা দেরি হয়নি কে এম শফিউল্লাহর। ❎বিমানবাহিনী প্রধান এ কে খন্দকার ও নৌবাহিনী প্রধান এম এইচ খানকে নিয়ে প্রথম দিনেই মোশতাকের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি। পরে অবশ্য কয়েক দিনের মধ্যেই কে এম শফিউল্লাহ ও এ কে খন্দকারকে যথাক্রমে জিয়াউর রহমান ও এম জি তায়েবের কাছে সেনা ও বিমানবাহিনী প্রধানের পদ ছেড়ে দিতে হয়। এর কয়েক দিন পরই কে এম শফিউল্লাহ রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে চলে যান বিদেশে। জিয়া ও এরশাদ সরকারের পুরোটা সময় তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। ✔সেই কে এম শফিউল্লাহ পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হন। ❎প্রায় একইভাবে এ কে খন্দকারও বিদেশে বাংলাদেশের মিশনে দায়িত্ব নেন। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারতে বাংলাদেশের হাইকমিশনের দায়িত্ব পালন করেন। ফিরে এসে এরশাদ সরকারের উপদেষ্টা হিসেবে কিছু দিন কাজ করে দায়িত্ব নেন পরিকল্পনামন্ত্রীর। পরে বঙ্গবন্ধুকন্যার প্রথম মেয়াদের সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান এ কে খন্দকার। 🔴খন্দকার মোশতাক সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পথ উন্মুক্ত করে দেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ও মহিউদ্দীন আহমদ বিশেষ দূত হয়ে। ✔বঙ্গবন্ধুর বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৫ আগস্ট সংঘটিত হওয়ার মাত্র এক সপ্তাহ আগে ৮ আগস্ট দেশে ফিরে মন্ত্রী হিসেবে শপথ নেন। ✔বঙ্গবন্ধু সরকারের আরেক রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর স্বাক্ষরের মধ্য দিয়ে প্রবর্তন হয়েছিল বাকশালব্যবস্থা। বাকশালব্যবস্থার অধীনে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হলে মোহাম্মদউল্লাহ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। 👉১৫ আগস্টের পর মোশতাকের উপরাষ্ট্রপতি হন মোহাম্মদউল্লাহ। 🔴মোশতাক সামরিক শাসন কায়েম করলেও জাতীয় সংসদ বহাল রেখেছিলেন। স্পিকার ছিলেন আবদুল মালেক উকিল। স্পিকার হওয়ার আগে ছিলেন বঙ্গবন্ধু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পিকার হিসেবে বিদেশে স্পিকারদের একটি সম্মেলনেও যোগ দেন। 🔴মোশতাকের পতনের পর ফণিভূষণ মজুমদার, আবদুল মান্নান, আবদুল মোমিন, সোহরাব হোসেন, অধ্যাপক ইউসুফ আলী, আবদুল মালেক উকিল, আসাদুজ্জামান খান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা নেতৃত্বে আসার আগ পর্যন্ত। অধ্যাপক ইউসুফ আলী মোশতাকের পরিকল্পনামন্ত্রী ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের (মিজান) সাধারণ সম্পাদক হন। পরে যোগ দেন জিয়ার মন্ত্রিসভায়। জিয়ার মৃত্যুর পর এরশাদেরও মন্ত্রী হন তিনি। ❎আগে বিভিন্ন সমাবেশে হাফপ্যান্ট পরা ছাত্রনেতাদের প্রায়শই বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে সর্বহারা-জাসদ-কমিউনিস্ট পার্টি, ইনু-মতিয়া-মেনন ইত্যাদিদের সংযোগ নিয়ে গাল বড় করে লেকচার কপচাতে দেখা যেতো । ✳এখন আবার- জিয়াউর রহমান, বি এন পি, জামাত, হেফাজত ইত্যাদির নেটওয়ার্ক খোঁজে । ⚀🔴 অথচ জাতীর জন্য ভাগ্যের নির্মম ইতিহাস বঙ্গবন্ধু লাশ নিয়ে এই উল্লাসকারী ও তাদের বংশের লোকেরা নিজেদের হাতে লেগে থাকা থকথকে রক্তের দিকে তাদের কোন নজর নাই... 👉⚀এক মোস্তাক চলে গেলেন পরপারে, যুগ যুগ ধরে লক্ষ মোস্তাক আওমীলীগের ঘরে ঘরে।
@rezaulkarim79823 жыл бұрын
He was a hero not Baksal lover
@AbuNaeim-v1w27 күн бұрын
কি চমৎকার বক্তব্য ❤❤
@meherin9053 Жыл бұрын
এত সুন্দর বক্তৃতা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবেন কারো প্রতি রাগ নাই খুবনাই এবং যথার্থ সবাইকে সম্মান দেখিয়ে দেশের প্রতিটি মা ও বোনদের ভাইদের জন্য যে সম্মান উনি দেখাচ্ছেন তাতে মনে হয় উনি একজন খুবই ভালো মানুষ ছিলেন নিঃসন্দেহে আমি বলব সোনার ভিতরে কোন হিংসা বিভেদ দেশকে রক্ষা করার জন্য পূর্ণাঙ্গভাবে উনি দায়িত্ববান ছিলেন হয়তোবা উনি কোন ষড়যন্ত্রের শিকার তা না হলে এমন মানুষকে মৃত্যুর পরও অপমান শুনতে হতো না
@spazvy8449 Жыл бұрын
হুজুররা শিশু ধর্ষণ করে বলে শয়তানের ষড়যন্ত্র । বর্তমানে চুরি ডাকাতি ঘুষ খাওয়া, সবই ষড়যন্ত্র । সুতরাং বিচারের আর দরকার কি ? আর পৃথিবীতে বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ হত্যা আসলে সবই ষড়যন্ত্র । অবশ্য ধরা পড়লে ষড়যন্ত্র, ধরা না পড়লে সব ফকফকা ।
@mdshalom11133 жыл бұрын
মোস্তাকের কারনে বাংলাদেশ অনেক উপকৃত হয়েছে।
@queengaming71163 жыл бұрын
Ki rokom?😡
@queengaming71163 жыл бұрын
@@dramaticearth439 মুজিব কে হত্যার ফলে দেশের কি কি লাভ হয়েছে বলেন দেখি
@abtahihossain20813 жыл бұрын
এ দেশ হতে যতদিন মোশতাকের মত মোনাফেকদের উত্খাত করা যাবেনা ততদিন এ দেশ কাংখিত উন্নতি হবেনা।
@mdismil40503 жыл бұрын
@@queengaming7116 বাংলাদেশ কে রাজতন্ত্র করা থেকে মুক্তি পেয়েছে
@queengaming71163 жыл бұрын
@@mdismil4050 সৌদি আরব কি রাজতন্ত্র না?
@AbdulKarim-dp6eb2 жыл бұрын
Great betrayer ever born in the world and Great "MUNAFEQ" who repeatedly asserted Allah's name in the way to fulfil his personal intention, aspirations and capturing state power by applying acute cruelty and diabolical works which have never been approved by the Holy Quran and a civilised norms. Pray to Almighty Allah for his proper judgement on misquoted ISLAM for fulfilling his dirty desire.
@nusratjahanahmad2 жыл бұрын
So sad & unfortunate - to watch- "This Kind Of Munafeek People" talking about - Almighty Allaah (swt)- As Almighty Allaah(swt); Hates The Munafeeks The Most - Written In The Holy Quraan- AAMEEN
@nusratjahanahmad2 жыл бұрын
Totally & Completely Agree With You! Thank You
@rezaulkarim70903 жыл бұрын
একটা বড় ভুল হায়নাদের কে নির্মূল করতে পারেননি।আল্লাহ্ মালুম ।
@jesusofnazareth3507 Жыл бұрын
I haven’t seen such a good person like him. He was an angel with pure heart. ❤️ 😊
@abutaher25993 жыл бұрын
মোস্তাক সাব ভাল মানুষ ছিলেন
@laltumollah44913 жыл бұрын
তোর বাপ লাগে
@tanhakalam51153 жыл бұрын
@@laltumollah4491 তুই তো মোদি কে ভয় পাছ,,আর আমরা মুসলমান ভয় পাই আল্লাহকে,,,তোর সাপর্ট দেখে বুঝা যায়
@titutitu33043 жыл бұрын
তোর মায়ের রাতের সঙ্গি ছিলেন
@RafiqulIslam-xp3xc3 жыл бұрын
আললহকে বয় পায় বলে মোদি খমতায় আসার পর জারজরা আনন্দ মিচিল করছিল
@hasibulhasanshanto25093 жыл бұрын
তুই মোশতাকের জারজ
@asadullah98532 жыл бұрын
প্রেসিডেন্টখন্দর মুস্তাক আহমেদ যে অসাধারণ ভাষণ দিয়েছেন তাতেই বোঝা যায় যে উনি একজন সৎ এবং নীতিবান রাষ্ট্রপতি ছিলেন
@Farhantherocks Жыл бұрын
খানকির পোলা
@SultanMahmud-cd6zz3 ай бұрын
Half Right
@SalimKhan-re5vb3 жыл бұрын
এখন জারা আছে তাদের ও হিসাব হবে এমনি ভাবে মোস্তাকের মতই ২৫ বছর পর।
@parinceloveforyou90173 жыл бұрын
ওনাকে খুব প্রয়োজন😪
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে নির্বিচারে খুন করেন l jail কিলিং তো উনিই করিয়েছিলেন
@rocketbiker4941 Жыл бұрын
প্রকৃত দেশ প্রেমিক নমনীয় ও ভদ্র সুন্দর কথা বলেছেন তিনি
@rubelmiah8891 Жыл бұрын
তার চুদার ফসল তুই
@akborhossainbabu470 Жыл бұрын
কিরে জারয
@SultanMahmud-cd6zz3 ай бұрын
Your Half Right 4941
@masakarossi6182 жыл бұрын
খন্দকার মোশতাক আহমেদ এবং হাসানুল হক ইনু
@আস্তাগফিরুল্লাহ-খ৫ব2 жыл бұрын
গণতন্ত্রের জনক🌸
@mdjashimuddin423710 ай бұрын
এরকম মীরজাফরের মুখ দিয়ে এত সুন্দরভাবে কথা কিভাবে বের হয় ভাবতে অবাক লাগে।
@mdnurislam1486 Жыл бұрын
মহান আল্লাহ আপনাকে জান্নাত্তল ফেরদাওস দান করুন
@rubelmiah8891 Жыл бұрын
তর মার ভুদা দান করবে চুদার জন্য
@hossainmonsur3018 Жыл бұрын
ইব্লিসকে যদি জান্নাতুল ফেরদৌস দিয়ে দিস তো, তু কোনটায় যাবি?
@gajjalyranabhuiyan76583 жыл бұрын
বাংলাদেশের মিরজাফর।
@khokonmalakar65943 жыл бұрын
Hundred percent right ❤️🇧🇩☝️
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে নির্বিচারে খুন করেন l jail কিলিং তো উনিই করিয়েছিলেন
@hfhujduf72462 жыл бұрын
ধিক্কার জানাই এসব ঘাতকদের। জাতি লজ্জিত হওয়া উচিত এসব ঘাতকদের প্রতি।
বাংলার মীর জাফর ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত
@jahangirhossen65642 жыл бұрын
নিশ্চয়ই আল্লাহ সব কিছুর বিচার করবেন।
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে নির্বিচারে খুন করেন l jail কিলিং তো উনিই করিয়েছিলেন
@shafiqul52983 жыл бұрын
উনার মত নেতা বর্তমান সময়ে আরো একজন দরকার
@help41872 жыл бұрын
Khankir pola
@hasanuzzamanzaman19972 жыл бұрын
উনার মত নেতা লন্ডনে /আমেরিকায় বসে আছেন । আর আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে লবিসট নিয়োগ দাতাদের আর খন্দকার মোশতাক আহমেদ এর মধ্যে কোন পার্থক্য নেই। সুতরাং তাদের বিচারের আওতায় আনা উচিত।
@tahsinhossainstudent57422 жыл бұрын
নামের শেষে তো ইসলাম লাগিয়েছ।এই ধরনের কথা কেন মুখে!তোমাদের জন্যই মুসলমানদের জঙ্গি বলে গালি দেয়।আসলে তোমরা আমেরিকার দালাল
@shafiqul52982 жыл бұрын
@@tahsinhossainstudent5742 নারে ভাই, ক্ষোপের কারনে বলতে হয়, শেখ হাসিনার শাসন জনগনকে অতিষ্ঠ করে দিয়েছে
@delwerhussain39232 жыл бұрын
জারজ সন্তান তোর জন্মের ঠিক নাই
@hasibsanto81922 жыл бұрын
আল্লাহ পাক ওনারে জান্নাত নসিব করুক😇😘😇
@rahankhan42243 жыл бұрын
কমেন্ট পরতে এসে,, দেখলাম মিশ্র প্রতিক্রিয়া
@asadmia45593 жыл бұрын
amio vai
@infinityshuvo93386 ай бұрын
আপনার মত আরেকটা মুস্তাক চাই ডালিম চাই
@mdparvez44483 жыл бұрын
এই মূহুর্তে, এই রকম একজন যোগ্য নেতা প্রয়োজন।আমি যত দিন বেঁচে থাকব তার জন্য অন্তর থেকে দোয়া করে যাবো।
@salimullah35083 жыл бұрын
দোয়া মনে হয় খুব সোজা, যার তার জন্য দোয়া করলেই হল, আল্লাহ তা কবুল করে নিবে! পারলে নিজের জন্য দোয়া করে নিজের ভাগ্য বদল করুন।
@mdparvez44483 жыл бұрын
@@salimullah3508 দোয়া করা খুবই সহজ জিনিস। তবে কবুল হবে কি হবে সেটা আল্লাহ ভালো। আমার ভালো লাগছে। আমি তার জন্য দোয়া করি। আপনার ভালো না লাগলে আপনে করিয়েন না।
শুনেছি মোশতাক নাকি ১৯৯৬ সাল পর্যন্ত সগৌরবে মৃত্যু আগ পর্যন্ত দেশে জীবিত ছিলো তখন তো কেউ টু শব্দ করেনি, এখন তো কত কথাই শোনা যাচ্ছে
@farukulislam2582 жыл бұрын
বক্তব্য ছিলো অসাধারণ।
@Moon-xb7hc6 ай бұрын
২০২৪ সালে এসে এমন একজন খোন্দকার মোশতাক কে খুবই প্রয়োজন।
@easystudy6113 жыл бұрын
আমরা সবাই ভুল ইতিহাস জেনেছি শুরু থেকেই। আসলে সবাই যার যার স্থান থেকে ভালই ছিলেন। কিন্তু আমরা শুরু থেকেই শুনে আসছি মোস্তাক খারাপ মোস্তাক খারাপ । কিন্তু এই বিপ্লব টা হয়েছিল দেশের স্বার্থের জন্যই।। তিনিই নির্দলীয় কাউকে চেয়েছিলেন আর তাতেই জিয়ার উত্থান । আর আমরা জিয়াউর রহমান কেও ভিলেন বানিয়ে রেখেছি । কারণ আমরা শুরু থেকেই শেখ হাসিনার মিথ্যা বক্তব্য শুনে অভ্যস্ত । 😑😑😑😑
@aduts11773 жыл бұрын
জিয়া ভালো, মোশতাক খারাপ৷ সে নিজের স্বার্থেই করেছে।মুজিবের মাথায় কেউ কুবুদ্ধি দিয়েছিল তখন
@kazirobel89853 жыл бұрын
এর কবর বাংলার মাঠি থেকে সরিড়ে ফেলা হক
@shaukautfiroz57623 жыл бұрын
khubvhalo opinion bangali kolonko mukto jobe
@xunho18703 жыл бұрын
তার কবর সরালে শেখ মজিবরের কবর আগে সরাতে হবে।মাওলানা ভাসানী তাজ উদ্দিন সাব আরো অনেক নেতা আওয়ামীলীগ করে মরতে পারেনি শেখ মজিবরের দল করে মরতে পারেনি বাকশাল মজিব মাফিয়া হাসিনা।
@ALLINONE-qi9vc3 жыл бұрын
@@shaukautfiroz5762 তুই অমানুষ এর বাচ্চা?
@kamalseraj49902 жыл бұрын
Why?
@yousup67183 жыл бұрын
অসাধারণ বক্তব্য
@Sports420-c2e6 ай бұрын
Khondokar মুজিব ও তার পড়বারকে খুন করে ক্ষমতায় আসেন l একজন ক্ষমতা পিপাসু লোক বিরোধী দলের সমস্ত নেতাকে নির্বিচারে খুন করেন l jail কিলিং তো উনিই করিয়েছিলেন