অত্যন্ত সঠিক কথা - একাগ্রতার ভীষণ একটা ক্ষমতা রয়েছে। আমি আমার স্কুল জীবনে ১২ বছর প্রথম হয়ে এসেছি। সেই সময় এর অভিজ্ঞতা থেকে জানি, আমি পাঠ্য বই একবার মাত্র পড়তাম এবং আমার সমস্ত আগ্রহ ও একাগ্রতা সেই মুহূর্তে শুধুমাত্র সেই পাঠের ওপরেই থাকতো। আর, সবকিছু দারুণ মনে থাকতো, এমনকি এখনো আছে। আর সেই সময় অনেক অনেক পাঠ্য বইয়ের বাইরে গল্প, উপন্যাসও পড়েছি। কিন্তু, পরবর্তীতে আমার একাগ্রতা ক্ষমতার অধঃপতন হয়েছে স্বাস্থ্যহানিজনিত কারণে, তখন রেজাল্ট খারাপ হয় সামান্য। পরবর্তীতে, আবারও কলেজ লাইফে একাগ্রতা ফিরে আসে এবং top করি। কিন্তু, আবারও করোনাকালীন সময়ের অস্থিরতার মাঝে ফোন dependent হয়ে পড়ি, আবার একাগ্রতা হারাই। তাই, একাগ্রতার যে কি গুরুত্ব বুঝি। আর, একাগ্রতার শত্রুদেরও জানি। মহারাজের বক্তব্য শুনে আবারও হৃত একাগ্রতার পুনরুদ্ধারে সচেষ্ট হবো।
@truthseekar2 жыл бұрын
অ কিন্তু স্বামী বিবেকানন্দ তাঁর শিক্ষা জীবনে অর্থাৎ স্কুল কিংবা কলেজে কোনদিন কোন স্থান অধিকার করেননি (স্ট্যাণ্ড করেননি)। কোনমতে টেনেটুনে পাশ করতেন। অথচ তৎকালীন পৃথিবী বিখ্যাত দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার হার্বার্ট বা হাবার্ট স্পেনসর। স্বামীজী স্যার হাবার্ট স্পেনসরের একটি রচনার উপর দীর্ঘ যুক্তিপূর্ণ সমালোচনা করেন এবং সেটি লিখে পাঠান স্পেনসর কে, তখন স্বামীজী সম্ভবত কলেজে পাঠরত। স্পেনসর স্বামীজীর সেই চিঠিখানি পড়ে অত্যন্ত আপ্লুত এবং চমৎকৃত হয়েছিল। পরে স্পেনসর সাহেব স্বামীজীকে পত্র মারফত জানিয়েছিলেন তিনি তার পরবর্তী সংস্করণে উক্ত ত্রুটি শুধরে নেবেন। সেটা ছিল একটা বিখ্যাত ঐতিহাসিক ক্ষণ। স্বামীজী প্রথম, দ্বিতীয় হতেন না ঠিকই, কিন্তু তিনি বিশ্বের সমস্ত প্রকার জ্ঞানকেই নিজের আয়ত্তে রাখার চেষ্টা করতেন। তাই কলেজে পড়ার সময়ই হাবার্ট স্পেনসরের মতো দার্শনিকের রচনার সমালোচনা করার দুঃসাহস দেখিয়েছিলেন এবং হাবার্ট স্পেনসর উদার ছিলেন বলেই সেই ভুল স্বীকার করেছিলেন। ** বর্তমান যুগের ছাত্রসমাজ এবং তাদের অভিভাবক গণ প্রথাগত শিক্ষার বাইরে আর কিছু আছে সেই বিশ্বাস করেন না, এটাই ভয়ের এবং চিন্তার বিষয়।
@fahadkabir1852 жыл бұрын
@@truthseekar এই একাগ্রতা কেবল যে শিক্ষায় হবে তা নয়, তা খেলাধুলো বা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আবার একজন ব্যক্তি কৈশোরে একাগ্র নাও হতে পারেন নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ঠিক ওই বিষয়ে ভীষণভাবে একাগ্র হতেও পারেন। স্বামীজির পরিচয় তার কর্মে তার দর্শনে। আমি শুধুমাত্র একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছি মাত্র আমার মন্তব্যে আর সেটি হলো - বর্তমান প্রথাগত পাঠের ক্ষেত্রে স্বামীজির নির্দেশিত একাগ্রতার মন্ত্র আউড়েও প্রথাগত শিক্ষাতেও প্রথম সারিতে থাকা যায়। এটি স্বামীজির বিশাল জীবন দর্শনের সামান্য অংশ কাজে লাগিয়ে ক্ষুদ্র একটি কাজে সফলতার উদাহরণ মাত্র। এই মানেই এই নয় যে, যে প্রথাগত শিক্ষায় চরমে থাকবে, সে জীবন শিক্ষায় নিরক্ষর। বেশিরভাগ ক্ষেত্রেই যদিও তাইই হচ্ছে। স্বামীজির পথ অনুসরণে যে কোনো সৎ কর্মই সুসম্পন্ন হবে।
@truthseekar2 жыл бұрын
@@fahadkabir185 ঠিক
@debashispradhan14742 жыл бұрын
একদমই সঠিক
@trishanjitchowdhury90262 жыл бұрын
Dr
@sanchitachatterjee13502 жыл бұрын
প্রণাম মহারাজ। অসুস্থতার কারণে মন খুব অস্থির হয়েছিল, আপনার বক্তব্য শুনে চেষ্টার পথের দেখা পেলাম।
You are a sweetheart. I was waiting for the gap to be filled and you delivered those golden words at the end. Goes to show what you are made of. You can be a yogi but you are a very very sweet Yogi. Not all knowledgeable yogis are sweet. And without sweetness everything is ultimately meaningless. But you are truly a sweet character. May this sweetness be with you all the time and help you all the time.
@satipurkayastha58172 жыл бұрын
প্রণাম মহারাজ। 🙏🙏🙏🙏একাগ্রতা নিয়ে অনেক বিষয় জানতে পারলাম।
@snehungshudhauria70442 жыл бұрын
Shrasadhya pranam. 🙏🙏🙏.
@shilabhattacharya903 Жыл бұрын
Swamiji asadharan.. samridha holam
@avijitchakraborty41902 жыл бұрын
amar pronam neben Swami Sarvarpriyananda Ji🙏 Blessed to come across this video❤❤❤
@ratichakraborty8256 Жыл бұрын
মহারাজ প্রণাম। অনেক কিছু জানতে পারলাম।
@rumaguha63052 жыл бұрын
Maharaj khoob bhalo laglo🙏🙏🙏
@dr.dibyendudas23272 жыл бұрын
Darun Sundar laglo maharaj ji .pronam neben
@onlinesankha27532 жыл бұрын
Darun concept dilen shamiji 🙏
@birdslife48512 жыл бұрын
স্বামীজি, প্রণাম নেবেন। এই যে একাগ্রতার অভ্যাস তৈরি করার কাজ, এ কি যে কোনো বয়সে শুরু করা সম্ভব? পঞ্চাশোর্ধ্ব বয়সে রোগব্যাধি, সন্তানের চিন্তা, আর অন্যান্য বিক্ষেপ কাটিয়ে কিভাবে নিজের কাজে মনোযোগ বাড়াবো? বিজ্ঞান কি বলে? আপনার মতটাও জানতে চাই। জানালে কৃতার্থ হবো।
Pronaam janai 🙏🌹🙏 Maharaj jir charone Pronam Thakur Ma o Swamijir charone
@dilipraha91542 жыл бұрын
Joy Thakur pronam nio , Thakur kripa karo , Maharaj Pronam niben
@sanchitamukherjee30432 жыл бұрын
Oshadharon. Thakur ma kripa korun jano amader o ekagrata bare. Pronam maharaj 🙏🙏🙏
@shunaldokarmakiano23192 жыл бұрын
আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, মহারাজ 🙏🙏🙏
@shailendrasingh98412 жыл бұрын
Thanks to you jai hind
@chhandadutta17946 ай бұрын
Pronam neben Maharaj.
@adhipghosh6812 жыл бұрын
🕉 SHANTI 🛐 🙏মহারাজ, প্রথমেই আপনাকে জানাই, আমার বিনীত কৃতজ্ঞতা জ্ঞাপন ও সশ্রদ্ধ প্রণাম 🙏. It has always been such a pleasure, a delight to listen to all your behavioral and/or mental skill & sensibility enriching speeches in its simplest form, flowing from your vast reservoir of knowledge & experience, encompassing the various facets of human life and its uplifting effects on commoners like us. At the same time let me make an honest confession that in majority of cases, to inculcate the same in our daily chores becomes a huge challenge. Hence linked achievements, as of date, remains in its lowest grades but definitely it has been an active switch, which has channelized my daily personal thought process & efforts to remember, try and follow your words of advice on as many occasions as the mind & brain gets triggered. 🙏JOY THAKUR'R JOY🙏 🙏JOY SWAMIJI'R JOY🙏 🙏🌸🌹🌷🌹🌸🙏
প্রণাম মহারাজ। আপনার মুখ নিঃসৃত বাক্যগুলি যেন জীবনে প্রয়োগ করতে পারি।,🙏🙏🙏
@cinderella6928 Жыл бұрын
Maharaj Apni Amar Sasradha Pranam neben
@BankimHalder-jg4no Жыл бұрын
Pranam
@shukla-studyroom1064 Жыл бұрын
Pronam guruji
@indirachaudhuri64002 жыл бұрын
My respectful pronam Maharaj.
@debabasak31962 жыл бұрын
প্রণাম মহারাজ 🙏🏻🙏🏻🙏🏻
@Livelifelovelife267 Жыл бұрын
Mharaj pronam neben. Apni kichu bolun ay vabe ramokrishno promohangso. R swamiji vivekanader name ato opoman jonok bego vabe ukti korlen. Aktu dorkar eder matha thake nogra ta ber kora dorkar. Apni akttu bolun ey nia. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
একাগ্রতা শব্দটির মূল অর্থ জানতে পারলে শান্তির পথে একটি বলিষ্ঠ পদক্ষেপ। একলব্য কালো গ্রহ তাহলে। The plasma needs to be earn other than alm. হরি ওং।
@suchetabanerji34272 жыл бұрын
Pranam Maharaj Ji 🙏
@eloramidya85522 жыл бұрын
Pranam naben Maharaj 🙏🙏
@mayaroy5231 Жыл бұрын
🙏🙏🙏🙏❤❤❤
@henamitra88632 жыл бұрын
প্রনাম👏 মহারাজ👏👏👏 🌻🌻🌻🌻
@Anubhuti_2812 жыл бұрын
🙏জয় ঠাকুর 🙏
@debinahaldar5482 жыл бұрын
Pranam Maharaj
@sunitinandy87752 жыл бұрын
Pronam maharaj
@runughosh38132 жыл бұрын
প্রণাম
@prasantamallick86852 жыл бұрын
সশ্রদ্ধ প্রণাম
@ratnaghosh86722 жыл бұрын
প্রনাম গ্ৰহন করবেন মহারাজ জী।🙏
@rikudas5916 Жыл бұрын
Sir ami apnar sathe jogajog korte chai.ami apnar sathe kotha bolte jai kichu personal bisoi nie alochona korte chai.ami kivabe apnar sathe jogajog korbo
@pinakiadak1567 Жыл бұрын
Namaskar maharaj.apni je bollen moral character thik thaklei bhagaban lav hoi thaole, asur ra ki kore bhagaoban lav korto?
Ami chobi eivabe akte pari but ekhon income er jonno concentration disturb hoche
@supradipghosh12862 жыл бұрын
Pronam Maharaj
@pinakimandal29762 жыл бұрын
Pronam moharaj 🙏🙏
@somabandyopadhyay90672 жыл бұрын
মহারাজজী প্রণাম নেবেন, আপনাকে বিশেষ অনুরোধ ঠিক এই চর্চাটি হিন্দি তে বলুন। মধ্যপ্রদেশ এর কিছু বাচ্চাদের শোনাতাম। আপনি কি এই অধমের অনুরোধ রাখবেন কি অনেক ভারতীয় সন্তানের উপকার হতো।
@sudeshnabasu52342 жыл бұрын
এই স্পীচ এর ইংলিশ ভার্সন আছে।
@theseeker79382 жыл бұрын
আপনি translate করুন না।
@mithuchattopadhyay81742 жыл бұрын
🙏🙏
@udujjaldas2 жыл бұрын
Moner pobitrota means Brahmacharya, are you talking about that? Kindly shed light on that