আসসালামু আলাইকুম স্যার আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আমার কোন একাডেমিক ডিগ্রি নেই কিন্তু আমি আইটি সেক্টরে আসতে চাচ্ছি যেহেতু আমি সব সময় আপনার এবং অন্যদের আইটি সেক্টরের ভিডিও গুলা দেখি! তো আইটি সেক্টর সম্পর্কে মোটামুটি ধারণা আছে আমার সম্প্রতি আমি ইশিখন থেকে ইথিক্যাল হ্যাকিং এর উপর একটি কোর্স করতে যাচ্ছি আর পাশাপাশি আমি এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি তো আপনি যদি আমাকে একটু এডভাইস দিতেন তাহলে উপকৃত হতাম
@authorenam8 күн бұрын
ওয়ালাইকুমুস সালাম! আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার আইটি সেক্টরে আগ্রহ দেখে খুব ভালো লাগছে। আপনার অবস্থান এবং পরিকল্পনা বিবেচনা করে কিছু পরামর্শ দিচ্ছি: ১. ইথিক্যাল হ্যাকিং কোর্স ইথিক্যাল হ্যাকিং একটি চমৎকার ক্ষেত্র, তবে এতে ভালো দক্ষতা অর্জন করতে হলে প্রোগ্রামিং এবং নেটওয়ার্কিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কোর্স করার সময়: Linux (Kali বা Ubuntu) সিস্টেম সম্পর্কে জানুন। TCP/IP, নেটওয়ার্ক প্রটোকল, এবং ফায়ারওয়ালের কাজ বোঝার চেষ্টা করুন। সার্টিফিকেশন করতে পারেন, যেমন CEH (Certified Ethical Hacker)। ২. HTML শেখা HTML শেখার সিদ্ধান্ত দারুণ! এটি ওয়েব ডেভেলপমেন্টের ভিত্তি। আপনি এর সাথে CSS এবং JavaScript শিখলে আরও শক্ত ভিত তৈরি হবে। প্র্যাকটিস করতে বিনামূল্যে W3Schools এবং freeCodeCamp এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করুন। ছোট ছোট প্রজেক্ট বানান, যেমন একটি সিম্পল ওয়েবপেজ। ৩. পরিকল্পনা ও দিকনির্দেশনা একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন: আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, নাকি সাইবার সিকিউরিটি? প্রতিদিন নিয়মিত সময় দিন। ছোট ছোট কাজ শিখে ধাপে ধাপে এগোন। ফ্রিল্যান্সিং শুরু করুন: Fiverr, Upwork বা LinkedIn-এ প্রোফাইল খুলুন। ৪. অনুপ্রেরণা ও ধৈর্য আপনার একাডেমিক ডিগ্রি না থাকলেও, স্কিলই আইটি সেক্টরে সাফল্যের চাবিকাঠি। প্র্যাকটিস, লার্নিং এবং ধৈর্যই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার জন্য দোয়া রইল। ইনশা আল্লাহ, আপনি সফল হবেন। যেকোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন।
@Selimahsan-s9r5 күн бұрын
আপনার পরামর্শ সত্যিই মূল্যবান এটি আমাকে সাহায্য করবে এবং এর মাধ্যমে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারব. যদিও আমার একটু কনফিউশন ছিল যে.যেহেতু আমার একাডেমি কোন ডিগ্রী নেই সেহেতু আমি আইটি সেক্টরে ভালো করতে পারব কিনা. কিন্তু এটা এখন স্পষ্ট আপনার কথায়. ইনশাআল্লাহ ভালো করতে পারব .আপনার পরামর্শের জন্য আমি অনেক কৃতজ্ঞ. আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান সত্যিই অনুপ্রেরণামূল. আমি সব সময় আপনার মতামত নিতে আগ্রহী! আপনার জন্য রইল দোয়া এবং শুভকামনা অনেক অনেক অনেক ভালো কাটুক
@kurulusosmanbangla76885 күн бұрын
আসসালামুয়ালাইকুম স্যার। আপনি কেমন আছেন? স্যার, এরকম একটি ভিডিও যদি দিতেন যেখানে সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং কীভাবে শূন্য থেকে শুরু করে একদম এক্সপার্ট হওয়া যায়, বাংলাদেশে বসে। আমি জানি, এর আগে এই টপিকে আপনার ভিডিও আছে, কিন্তু এখানে একটি আইডিয়া দিলে ভালো হয় যেটা দিয়ে ৩-৪ বছরের মধ্যে একদম একজন এক্সপার্ট হয়ে কাজ শুরু করা যাবে।
@authorenam5 күн бұрын
ওয়ালাইকুম আসসালাম! আপনার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশে বসে সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিংয়ে দক্ষতা অর্জন করা সম্ভব, যদি সঠিক পরিকল্পনা অনুসরণ করা হয়। প্রথমে নেটওয়ার্কিং এবং লিনাক্সের বেসিক ধারণা নিন (IP Address, DNS, Firewall, Linux Command Line)। TryHackMe এবং HackTheBox-এর মতো ফ্রি প্ল্যাটফর্মে অনুশীলন শুরু করুন। এরপর CompTIA Security+ বা CEH-এর মতো বেসিক সার্টিফিকেশন নিন, যা সাইবার সিকিউরিটিতে আপনার প্রথম পদক্ষেপকে শক্তিশালী করবে। পরবর্তী ধাপে প্র্যাকটিকাল অভিজ্ঞতা অর্জন করুন, যেমন Kali Linux, Burp Suite, এবং Wireshark-এর মতো টুল ব্যবহার করা। আপনার পোর্টফোলিও তৈরি করতে ছোট Vulnerability Assessment বা পেনেট্রেশন টেস্টিং প্রজেক্ট করুন। ২-৩ বছরের মধ্যে OSCP বা CISSP-এর মতো অ্যাডভান্সড সার্টিফিকেশন নিয়ে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বা কর্পোরেট সেক্টরে কাজ শুরু করুন। ইনশা আল্লাহ, ধাপে ধাপে এগোলে আপনি ৩-৪ বছরের মধ্যে একজন এক্সপার্ট হতে পারবেন। শুভকামনা রইল!
@zakirhossain-jq4bx9 күн бұрын
খুবই তথ্যবহতা গুরুত্বপূর্ণ খুব সুন্দর ভাবে উপস্থাপন করছে,আপনাকে অসংখ্য ধন্যবাদ।❤
@authorenam9 күн бұрын
আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করে! আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা সঠিক এবং প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
@Numanahmod-y7p5 күн бұрын
Cyber security এর ফোল কোর্স চাই।
@authorenam3 күн бұрын
Ok, insha Allah
@atikurrahman886510 күн бұрын
Frond end development নিয়ে কিছু ভিডিও দিন, ফিউচার কেমন, বাংলাদেশে কেমন ভূমিকা আছে এমন কিছু??
@authorenam10 күн бұрын
ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও তৈরির বিষয়টি দারুণ আইডিয়া।
@Naim_Noman9 күн бұрын
আপনার লেকচার গুলো সত্যি অসাধারণ তথ্য বহুল
@authorenam9 күн бұрын
আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করে! আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা সঠিক এবং প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে সাহায্য প্রয়োজন হয়, নির্দ্বিধায় জানাবেন।
@mileskm99949 күн бұрын
As beginner what about CompTIA A+ , then CompTIA network plus then security plus Is it a good cybersecurity roadmap? Please advise
@authorenam9 күн бұрын
Absolutely, that's a solid roadmap for getting started in cybersecurity! Here's a breakdown of why this path is beneficial: CompTIA A+: This certification covers the fundamentals of computer hardware, software, and basic networking. It's a great starting point for anyone new to IT, providing a strong foundation. CompTIA Network+: After A+, Network+ dives deeper into networking concepts, including network infrastructure, protocols, and troubleshooting. This knowledge is crucial for understanding how data moves across networks, which is essential for cybersecurity. CompTIA Security+: This certification focuses on the core aspects of cybersecurity, including threat management, cryptography, and network security. It builds on the knowledge from A+ and Network+, making it a logical next step. This progression ensures you have a comprehensive understanding of IT fundamentals, networking, and security, which are all critical for a successful career in cybersecurity. Keep up the good work, and you'll be well on your way to becoming a cybersecurity expert! 😊
@rakibbro709 күн бұрын
স্যার, আপনার গাইড লাইন গুলো ভালো লাগে, ফ্রিল্যান্সিং করি বা না করি আপনার চ্যানেল আমি সাবসক্রাই করে রেখে দিয়েছি। স্যার ৫/৬ মাসের ভেতরে কোন স্কিল টা শিখে ভালো একটা ইনকামের রাস্তা খুঁজে পাবো, যদি এমন একটা স্কিল গাইড লাইন সহ বলে দিতেন উপকার হতো।
@authorenam9 күн бұрын
আপনার প্রশংসার জন্য ধন্যবাদ! ৫/৬ মাসের মধ্যে একটি ভালো ইনকামের রাস্তা খুঁজে পাওয়ার জন্য কিছু স্কিল শেখা যেতে পারে। এখানে কিছু পরামর্শ: ওয়েব ডেভেলপমেন্ট: HTML, CSS, এবং JavaScript শেখা শুরু করুন। এরপর React.jsবা Angular.jsএর মতো ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। ওয়েবসাইট তৈরি এবং মেইনটেনেন্সের কাজ ফ্রিল্যান্সিং মার্কেটে খুবই জনপ্রিয়। গ্রাফিক ডিজাইন: Adobe Photoshop, Illustrator, এবং InDesign এর মতো সফটওয়্যার শিখুন। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এর কাজ ফ্রিল্যান্সিং মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে। ডিজিটাল মার্কেটিং: SEO, SEM, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর দক্ষতা অর্জন করুন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন। কন্টেন্ট রাইটিং: ব্লগ পোস্ট, আর্টিকেল, এবং কপিরাইটিং এর উপর দক্ষতা অর্জন করুন। কন্টেন্ট রাইটিং এর কাজ ফ্রিল্যান্সিং মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে। ভিডিও এডিটিং: Adobe Premiere Pro, Final Cut Pro, এবং After Effects এর মতো সফটওয়্যার শিখুন। ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স এর কাজ ফ্রিল্যান্সিং মার্কেটে জনপ্রিয়। আপনার আগ্রহ এবং লক্ষ্য অনুযায়ী সঠিক স্কিল নির্বাচন করুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন।
@hirakib116211 күн бұрын
Thank you for your good information.
@authorenam11 күн бұрын
You are welcome
@ProbashiLounge11 күн бұрын
Excellent, thank you so much
@authorenam11 күн бұрын
Glad it was helpful!
@FahmidaTanjin-k3q10 күн бұрын
Thank you for your explanation, I like this
@authorenam10 күн бұрын
You are welcome!
@authorenam10 күн бұрын
Glad that you found it useful
@giasmahamud240810 күн бұрын
Thank you so much. Aro startup idea chai.❤
@authorenam10 күн бұрын
আপনার আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ! ❤ আরও স্টার্টআপ আইডিয়া শেয়ার করছি, যা আপনার উদ্যোগকে সফল করতে সাহায্য করতে পারে: এডুকেশনাল টেক স্টার্টআপ অনলাইনে সহজে কোর্স ও প্রশিক্ষণ দেওয়ার প্ল্যাটফর্ম। সবার জন্য সহজলভ্য টিউটোরিয়াল বা লাইভ ক্লাস। ফিনটেক সল্যুশন লোকাল পেমেন্ট সিস্টেম বা ক্ষুদ্র ব্যবসার জন্য মোবাইল অ্যাপ তৈরি। মাইক্রোলোন বা ডিজিটাল ব্যাংকিং সেবা। ই-হেলথ প্ল্যাটফর্ম গ্রামাঞ্চলে ডাক্তারি সেবা বা টেলিমেডিসিন সল্যুশন। স্বাস্থ্য পরামর্শ এবং অনলাইন প্রেসক্রিপশন। গ্রিন টেক স্টার্টআপ রিনিউএবল এনার্জি প্রডাক্ট যেমন সোলার পাওয়ার সিস্টেম। বর্জ্য পুনর্ব্যবহার (Recycling) নিয়ে নতুন ধারণা। লোকাল ই-কমার্স প্ল্যাটফর্ম লোকাল প্রোডাক্ট যেমন হস্তশিল্প, জামদানি শাড়ি, মাটির জিনিস অনলাইনে বিক্রির উদ্যোগ। এআই এবং মেশিন লার্নিং স্টার্টআপ ছোট ব্যবসার জন্য এআই-ভিত্তিক অটোমেশন টুল। কাস্টমার সার্ভিস বা রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ছোট ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়া। সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি এবং অ্যাড ম্যানেজমেন্ট।
@TuringZuhr11 күн бұрын
Awesome, as always - very grateful
@authorenam11 күн бұрын
Glad you enjoyed it
@AnhasAliRafi11 күн бұрын
Thank you, sir, for this thoughtful gift.
@authorenam11 күн бұрын
You are very welcome
@MissNurjahan-j5f11 күн бұрын
ধন্যবাদ স্যার।
@authorenam11 күн бұрын
ধন্যবাদ আপনাকে
@rejwar9 күн бұрын
আপনার কনটেন্ট সেরা ।
@authorenam9 күн бұрын
thank you, means a lot, আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করে! আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা সঠিক এবং প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
@rejwar10 күн бұрын
স্যার স্টার্ট আপ দেয়ার গাইডলাইন নিয়ে একটা ভিডিও চাই
@authorenam10 күн бұрын
kzbin.info/www/bejne/l4WQiWlrr8-DbZI
@mileskm99949 күн бұрын
Really needed
@authorenam9 күн бұрын
thank you
@ZahedulIslamChowdhury11 күн бұрын
আপনার লেকচার গুলো সত্যি অসাধারণ তথ্য বহুল যা আমাদের জ্ঞানের পরিধিকে প্রসারিত করতে সহায়ক। কিন্তু আজকে একটি বিষয় আমার কাছে কেমন জানি বোধগম্য নয়। বিশেষ করে স্মার্ট টিভি, ওয়ার্চ ও ফ্রিজের হ্যাকিং এ থাকার বিষয়টি। এই ধরনের ডিভাইজ কিভাবে হ্যাকিং হতে পারে তা আমার জানা নেই। বিস্তারিত বললে খুশি হব। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ
@authorenam11 күн бұрын
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য! স্মার্ট টিভি, ওয়াচ, ফ্রিজের মতো IoT ডিভাইস হ্যাক হওয়ার পেছনে সাধারণ কারণগুলো হলো: দুর্বল পাসওয়ার্ড: অনেকেই ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করেন, যা হ্যাকাররা সহজেই অনুমান করতে পারে। সফটওয়্যার আপডেটের অভাব: অনেক ডিভাইস নিয়মিত আপডেট না পেলে নিরাপত্তা ফাঁক থেকে যায়। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল: অনেক স্মার্ট ডিভাইসের বিল্ট-ইন সিকিউরিটি খুবই সীমিত। অবিশ্বাসযোগ্য নেটওয়ার্ক: যদি ডিভাইসগুলো নিরাপদ নেটওয়ার্কে সংযুক্ত না থাকে, তাহলে হ্যাকাররা সহজেই প্রবেশ করতে পারে। এই ঝুঁকি এড়ানোর জন্য, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, ডিভাইস আপডেট রাখা এবং নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।
@ZahedulIslamChowdhury10 күн бұрын
@@authorenam আপনার ভিডিও দেখার পরে IoT ডিভাইস হ্যাক হওয়ার রহস্য নিয়ে অনেক কিছু স্ট্যাডি করলাম। আসলে এই বিষয়টি আগে আমার জানা ছিল না। ধন্যবাদ আপনাকে।
@cybersami2411 күн бұрын
excellent
@authorenam10 күн бұрын
Many many thanks
@AnyCare-d8e9 күн бұрын
সাইবার সিকিউরিটি শিখে কিভাবে ইনকাম করা যায়। ভিডিও দিয়েন পরিপূর্ণ।
@authorenam9 күн бұрын
hummm ..
@Abdullahaljabir129 күн бұрын
স্যার সাইবার সিকিউরিটি কাজটি আমি কিভাবে শেখা শুরু করতে পারি,,,সাইবার সিকিউরিটি কাজ টি শিখতে হলে প্রথমে আমার কি কাজ জানা লাগবে,,,
@authorenam9 күн бұрын
সাইবার সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল ক্ষেত্র। এটি শেখা শুরু করতে হলে কিছু মৌলিক বিষয় জানা প্রয়োজন। এখানে কিছু পরামর্শ: বেসিক কম্পিউটার নলেজ: কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা প্রয়োজন। নেটওয়ার্কিং: নেটওয়ার্কিং এর মৌলিক ধারণা যেমন TCP/IP, DNS, HTTP/HTTPS, এবং অন্যান্য নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। অপারেটিং সিস্টেম: উইন্ডোজ, লিনাক্স, এবং ম্যাক অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। বিশেষ করে লিনাক্সের উপর ভালো দখল থাকা গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং: কিছু প্রোগ্রামিং ভাষা যেমন পাইথন, জাভা, বা সি++ শেখা উপকারী হতে পারে। পাইথন সাইবার সিকিউরিটি স্ক্রিপ্টিং এর জন্য খুবই জনপ্রিয়। সিকিউরিটি কনসেপ্টস: মৌলিক সিকিউরিটি ধারণা যেমন এনক্রিপশন, ফায়ারওয়াল, এন্টিভাইরাস, এবং ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (IDS) সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। সার্টিফিকেশন: কিছু জনপ্রিয় সার্টিফিকেশন যেমন CompTIA Security+, Certified Ethical Hacker (CEH), এবং Certified Information Systems Security Professional (CISSP) অর্জন করা যেতে পারে। প্র্যাকটিস: বিভিন্ন সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ এবং ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF) ইভেন্টে অংশগ্রহণ করা।
@Abdullahaljabir125 күн бұрын
@@authorenam ধন্যবাদ স্যার,,,,স্যার আপনি কি step by step কোর্সটি চালু করবেন?
@mdsakibkhan1002 күн бұрын
,, এগুলো সব chargptদিয়ে লেখা
@onlinedailymotion877811 күн бұрын
sir, Apner sathy kivaby jogajog korty pari,,, amar akta problem niya khata boltam?? 🥰🥰🥰
@authorenam11 күн бұрын
connect only via this link: enamulhaque.co.uk/contact-me
@sharminislamkajol497911 күн бұрын
sir ethical course dile onek upukar hobe
@authorenam11 күн бұрын
not until I have 100, 000 subscribers
@rejwar9 күн бұрын
কোন ধরনের ম্যাথেমেটিক্যাল স্কিল লাগবে ?
@authorenam9 күн бұрын
for which one?
@Md.AtikurRahaman-c8l10 күн бұрын
❤
@authorenam10 күн бұрын
❤️
@sofikar.r10 күн бұрын
I have plan for cybersecurity
@authorenam9 күн бұрын
wonderful
@jayedhassan797211 күн бұрын
Cybersecurity ar upor course chalu koren Drotto sir
@authorenam11 күн бұрын
Only after 100,000 subscriptions insha Allah
@RobiulIslam-um6wd11 күн бұрын
স্যার,প্লিজ সাইবার সিকিউরিটির উপরে কোর্স দিলে অনেক বেশি উপকৃত হব আমরা।
@authorenam11 күн бұрын
এটি শুরু হবে ইনশা আল্লাহ, 100,000, subscriber হওয়ার পর
@RobiulIslam-um6wd11 күн бұрын
@authorenam ইনশাআল্লাহ ❤️
@yasinybt294411 күн бұрын
❤❤❤
@authorenam11 күн бұрын
much love
@serajummunira776711 күн бұрын
আমি ১ম
@authorenam11 күн бұрын
অনেক ধন্যবাদ
@Sunzukonna10 күн бұрын
Vai, I am fresh graduate. I watched your video, career on cyber security potential and for last 1 year have been practicing. Irony is, um offered 10k/5k as fresher whereas QA testers/Developers are offered minimum 30/35k. Internal recruitment is another issue as 98% of my university seniors belong from developers or academies, no personal networking I have. Exhausted...Now make a video to tell us, which country should I go as cyber security master student where pentesters'/red teaming jobs are available
@N-fc2110 күн бұрын
apni ki banglaadeshi company te job korchen ? jodi bd company hoi koiek month koren pashapasi remote job kujen baire
@Sunzukonna10 күн бұрын
@@N-fc21 ekta vendor company te intern e dhuksilam(12k salary), 1 week korar por dekhlam cyber security team e, unworthy polapan amak peon er moto treat kortese..ami ja deserve kori na. as they r experienced than me bt they do not have r8s to treat me like that way. Bujlam eder behaviour e emon...so chere dilam...BD te cyber security aspirant der almost same condition. so bahire jete hobe... as QA or java developer, I can earn very handsome amount, better workplace, better treatment. bt um passionate to cyber security so facing more challenges as Bangladeshi.
@authorenam10 күн бұрын
আপনার কথাগুলো শুনে সত্যি খুব খারাপ লাগছে। তবে, মনে রাখবেন, ক্যারিয়ারের শুরুতে একটু কঠিন সময় আসতে পারে, কিন্তু পরিশ্রম করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কোন দেশগুলো সাইবার সিকিউরিটি এবং পেনটেস্টিং-এর জন্য সেরা। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এবং নেদারল্যান্ডস-এর মতো দেশগুলোর সুযোগ। মাস্টার্স প্রোগ্রামের সাথে স্কিল ডেভেলপমেন্ট। কোন বিশ্ববিদ্যালয়গুলোতে পেনটেস্টিং এবং রেড টিমিং-এর উপর বিশেষ জোর দেওয়া হয়। কিভাবে গ্লোবাল জব মার্কেটে প্রবেশ করবেন। লিংকডইনে নেটওয়ার্ক তৈরি, প্রফেশনাল সার্টিফিকেশন (CEH, OSCP, ইত্যাদি), এবং ফ্রিল্যান্স প্রোজেক্ট। ফ্রেশারদের জন্য স্ট্র্যাটেজি। কম্পিটিশন কীভাবে মোকাবিলা করবেন এবং অভিজ্ঞতার ঘাটতি পূরণ করবেন।
@beautyakter213123 сағат бұрын
🌹🌹🌹🪴🪴🪴
@authorenam8 сағат бұрын
thank you
@authorenam8 сағат бұрын
thank you
@AshikRahman-fw3sv10 күн бұрын
Cyber Security Architects 2025
@authorenam10 күн бұрын
Please explain more
@mdnurullah988211 күн бұрын
আপনার কথা গুলি কেমন যেনো, কেটে কেটে দেন নাকি?
@authorenam11 күн бұрын
এভাবেই আমি আমার ভিডিওর দৈর্ঘ্য কমিয়ে দেই
@AshikRahman-fw3sv10 күн бұрын
@@authorenamCyber Security Architects 2025
@TRUELiGHTERS10 күн бұрын
😂নিউক্লিয়ার জুদ্ধ শুরু হতে জাচ্ছে। ইন্টারনেট ই থাকবে কিনা সন্দেহ আর সাইবার সিকুরিটি😂
@N-fc2110 күн бұрын
neuclear weapon program korte hole neuclear weapon lage. apnar networking bisoye darona nai bolei ei kota ta bollen . future e ki hobe seta unpredictable
@authorenam10 күн бұрын
আপনার উদ্বেগ বুঝতে পারছি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে অনেকেই চিন্তিত, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধের মতো বড় সংকট হলে ইন্টারনেট একেবারে বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। ইন্টারনেটের বেসিক ইঞ্জিনিয়ারিং এমনভাবে তৈরি, যাতে এটি বিভিন্ন রুটে কাজ করতে পারে। তবে সাইবার নিরাপত্তার গুরুত্ব অনেক বাড়বে।