কোজাগরী লক্ষীপুজোর দিন এই ৫ কাজ করুন অবশ্যই, সারা বছর আর্থিক উন্নতিতে ভরে থাকবে গৃহ!

  Рет қаралды 230

Akash Barta

11 ай бұрын

এই সময়ের মধ্যে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো করা যাবে। মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণ রূপে পেতে হলে এমন কিছু কাজ রয়েছে যা এদিন করলে দেবী অত্যন্ত প্রীত হন। লক্ষ্মী হলেন হিন্দু ধর্ম অনুসারে ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি বিষ্ণুর পত্নী। তাঁর অপর নাম মহালক্ষ্মী।
জৈন স্মারকগুলিতেও লক্ষ্মীর ছবি দেখা যায়। লক্ষ্মী ছয়টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাদের সঙ্গিনী হন। কৃষ্ণের স্ত্রীদেরও লক্ষ্মীর অবতাররূপে কল্পনা করা হয়। বিশ্বাস করা হয় যে লক্ষ্মী যে বাড়িতে থাকেন, সেখানে টাকার অভাব থাকে না। জেনে নিন লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত।
✅ এক ) পায়েস রান্না করে চাঁদের আলোয় রাখুন
পদ্ম ফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্য এই রজগুণের বিশেষ সমাদর রয়েছে। সুস্বাস্থ্য ও আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কোজাগরী লক্ষ্মীপূজায় গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে তা সন্ধেবেলায় চাঁদের আলোয় রাখুন। সারারাত একটি নেট দিয়ে ঢেকে দেবেন সেই পায়েসের পাত্র, যাতে পোকামাকড় না পড়ে। পরের দিন ওই পায়েস বাড়ির সবাই মিলে খান। প্রচলিত বিশ্বাস অনুসারে এতে শরীর সুস্থ থাকে আর আর্থিক শ্রীবৃদ্ধি হয়।

Пікірлер