নোমান ভাইয়া আদাব। খুবই অবান্তর একটা প্রশ্ন করছি। আমার এক বন্ধুর ১ ফেব্রুয়ারি হতে চিকেন পক্স হয়। ৯ তারিখ ও প্রায় সুস্থ হয়ে যায়। কিন্তু ওইদিন আমি ওর সাথে just একটা handshake করি। তার ২০ মিনিট পর আমি handwash দিয়ে অনেকবার হাত ধুয়ে নিই। আমি কি রিস্কে আছি? ভাইয়া আমার ১৫ ফেব্রুয়ারিতে SSC পরিক্ষা শুরু হবে। আমি কাউকে বলে Dr consult এখনই করতে পারছি না। Never google your symptoms মেনে গুগল ও করছি না। আমি জানি যে আপনার পক্ষে হয়তো নিশ্চিত করে বলা সম্ভব হবে না। তাও ভাইয়া আমাকে একটু যদি কিছু বলতেন। আশা করি আপনি জন্ডিস হতে সেরে উঠেছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
@medhuntersedu11 ай бұрын
তোমার যদি আগে কখনো পক্স না হয়ে থাকে, তবে হওয়ার সম্ভাবনা আছে। তুমি ডাক্তার দেখিয়ে নাও। আর যদি তা সম্ভব না হয় virux নামের ওষুধটা শুরু করতে পারো। ডাক্তার দেখিয়ে ডোজ নেওয়া ব্যাটার। আশা করি দ্রুত এইটার সমাধান পাবে এবং সুস্থ হয়ে উঠবে 🖤