আমি মাঝে মাঝে সাফারি পার্কে যাই। সাফারি পার্কের প্রানীগুলোর অবহেলা মনে হয় খুব বেশি হচ্ছে। প্রথমদিকে আমি অনেকগুলো প্রাণী দেখতে পাই। যেগুলো ছিল অনেক সুস্থ এবং দেখতে খুব ভাল লাগত। বর্তমানে অনেক প্রাণী নেই, আমি যখন জিজ্ঞেস করি এই প্রাণীগুলো কই, তারা বলেন উন্নয়ন মূলক কাজের জন্য প্রাণীগুলোকে অন্যত্র রাখা হয়েছে। নাম বলতে পারব না, তবে বুঝতে পারি মনে হয় কোন সমস্যা আছে। আগের প্রাণী তুলনায় মনে হয় অনেক সংখ্যায় কম। কিডস জোন তার অবস্থা আরো নাজুক। বাংলাদেশে পানি গবেষণায় অনেক পিছিয়ে। তাদের ভালো চাকরির ব্যবস্থা নেই। আরো অনেক কার্যক্রম হাতে নেওয়া উচিত সফরি পারক, তথা প্রাণী সম্পদ উন্নয়নে। অনেক গবেষণা ইনস্টিটিউট তৈরি করা উচিত। সবচেয়ে বেশি দরকার এগুলো রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তায়।
@technicalandentertainmentu87822 жыл бұрын
এগুলো কতৃপক্ষের জন্য সঠিক ডাক্টারি অভিজ্ঞতা নেই।
@gadgetshome30552 жыл бұрын
কিছু দিন আগে গিয়েছি সব জ্রেবরা সুস্থ ছিল।কিন্তু পযাপ্ত খাবার দেয় না।