ভাই সুতপন নাথ, আপনি সম্ভবত বয়সে আমার থেকে ছোট ৷ আমার বয়স এখন উনসত্তর বছর চলেছে ৷ তবুও আপনাকে কুর্নিশ জানাই এত উপেক্ষিত একজন মানুষকে নিয়ে এত বিশদ আলোচনা করার জন্য ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ৷ শ্রী অজয় দাসকে আমি ভুল করে জানতাম যে শ্রী সুখেন দাসের দাদা হিসাবে ৷ উনি যে ভাই সেটা আজ জানলাম ৷ শ্রী অজয় দাস আমাদের এত ভালো ভালো উপহার দিলেও তিনি আপামর বাঙালির কাছে চিরকাল উপেক্ষিতই থেকে গেলেন ! এর ব্যাখ্যা সত্যিই আমাদের অজানাই থেকে গেলো ৷ অনেকেই তাঁর সুরের গান গুনগুন করে গান কিন্তু জানেনই না বা জানার চেষ্টাও করেন না যে এই গান সৃষ্টির পিছনে প্রধান পুরুষ শ্রী অজয় দাসই ! আমি আপনাকে অনুরোধ করেছিলাম চির উপেক্ষিত শ্রী অজয় দাসকে নিয়ে একটা পর্ব করার জন্য ৷ সেই অনুরোধ আপনি রেখেছেন বলে আমি আপ্লুত ও কৃতজ্ঞ ৷ ভালো থাকুন সপরিবারে ৷ সাধারন মানুষের জন্য দুই দাদা ভাই অনেক কিছু সৃষ্টি করে গেছেন , সেই সাধারন মানুষই তাঁকে মনে রেখে দেবেন চিরকাল ৷ নাক উঁচু বুদ্ধিজীবীরা তাঁকে অবহেলা করলেও সাধারন বাঙালি তাঁদের দুজনকেই মনে মণিকোঠায় রেখে দিয়েছেন ৷ আপনার দ্বিতীয় পর্বটা দেখার জন্য মুখিয়ে রইলাম ৷ আবারও আপনাকে কুর্নিশ জানালাম ৷
@Sutapannath88611 ай бұрын
আমি আপনার কথাই ভাবছিলাম আপনার অনুরোধে video করলাম কিন্ত কোন comment পেলাম না । অনেক ধন্যবাদ, ভাল থাকুন, সুন্দর থাকুন আর অবশ্যই video দেখার পর ,share করবেন । আপনার মতো গুণীজন আমাকে বন্ধু করে নেওয়ায় আমার video করার উৎসাহ অনেক গুণ বেড়ে গেল
@banyamukherjee591411 ай бұрын
খুব ভালো লাগল। সুরকার ও গায়ক অখিলবন্ধু ঘোষ সম্পর্কে কিছু জানাবেন ।অপেক্ষায় রইলাম।
@Sutapannath88611 ай бұрын
নিশ্চই, আন্তরিক ধন্যবাদ বন্ধু , সুন্দর থেক
@sauravgoswami843211 ай бұрын
Song- "ETO KANNA ETO NOYE GAAN" is from the film- "SANKALPA" , composed by AJAY DAS
@Sutapannath88611 ай бұрын
আন্তরিক ধন্যবাদ, আমার এই ভুল ধরিয়ে দেবার জন্য
@kausikengg11 ай бұрын
মিলন তিথির সেই অনবদ্য গান গুলো আজও ভোলার নয়❤
@soumenmukherjee90382 ай бұрын
আমার সৌভাগ্য হয়েছিল অজয় দাসের কাছে গান শেখার ।
@Subhabrata11 ай бұрын
অনুরোধ রাখার জন্যে আপনাকে অজস্র ধন্যবাদ জানাই। এই প্রসঙ্গে শ্রদ্ধাভরে উল্লেখ করি প্রয়াত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম, যা অজয় দাসের সুরারোপিত অধিকাংশ গানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। 🙏
@Sutapannath88611 ай бұрын
একদম সঠিক ,ধন্যবাদ বন্ধু, সুন্দর থেক ভাল থেক
@Subhabrata11 ай бұрын
@@Sutapannath886 ❤️🙏
@gautamde94395 ай бұрын
Ekdom 105% shothik kotha bolechen 👍✅💯
@arupchakraborty753111 ай бұрын
বেশ ভালো লাগলো এই প্রতিবেদন। তবে একটা তথ্যের উল্লেখ না থাকায় একটু অবাক হলাম। সেটা হলো অজয় দাস সুরারোপিত "পান্না হীরে চুনী" ছায়াছবির গান। শ্যামল মিত্রের গাওয়া এই ছায়াছবির বেশ কয়েকটা গান খুবই জনপ্রিয় হয়েছিল এবং সেই গান আজো ভালো গানের শ্রোতারা মনে রেখেছেন
@Sutapannath88611 ай бұрын
আসলে ওনাকে নিয়ে আর একটা ভিডিও করার ইচ্ছে আছে তাই । মন দিয়ে শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থেক বন্ধু সুন্দর থেক।
@musicalshayeri94593 ай бұрын
Ajay Das er different akta style chilo ja Nachiketa Ghosh ba Sudhin Dasgupter theke alada. Jeta shunle bojha jeto je eita Ajay Das er composition. Ak kothay he was exclusive.
@abhinaba198011 ай бұрын
khub khub bhalo laglo dada.
@Sutapannath88611 ай бұрын
অনেক ধন্যবাদ বন্ধু, ভাল থেক
@biswajitchanda680611 ай бұрын
@programsolve305311 ай бұрын
Ajoy Das is very popular in West Bengal.
@kalidaskabiraj400711 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@prasungoswami49511 ай бұрын
পান্না হিরে চূনী ছবির উল্লেক করাটা প্রয়োজন ছিল
@linux4samir11 ай бұрын
বাংলার কিংবদন্তী অভিনেতা শ্রী তুলসী চক্রবর্তীকে নিয়ে আপনার কাছে অন্তত একটি পর্ব চাই ৷ অনেকেই করেছেন, কিন্তু আপনি অনেক রিসার্চ করে পর্বগুলো তৈরী করেন বলে আপনার তথ্যগুলো বিশ্বাযোগ্য হয় বেশি ৷ সেজন্যই অনুরোধ ৷ তুলসীবাবু অনেক অভিমান বুকে নিয়ে চলে গেছেন আমাদের ছেড়ে ৷ পিছনের সব ঘটনা জানতে চাই ৷ অপেক্ষায় রইলাম ৷
সম্ভবতঃ গায়িকা শ্রী রাধা ব্যানার্জী র পিত্রালয়ে (মনোহর পুকুর রোড) ভাড়া থাকতেন তিনি। অন্ততঃ এনাদের কাছে গেলেও ব্যক্তিগত পরিসর জানা যেত। আমার সঙ্গে পথ চলতি বন্ধুত্ব ছিল। ওনার মেয়ে শায়েরী, বা বৌদি কেমন আছেন, কে জানে? তবুও ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা, সুখেন দাস কিন্তু ওনাকে মেজদা বলে ডাকতেন।
@Sutapannath88611 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@alicemahmood897911 ай бұрын
একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী শ্রী দিলিপ সরকারের জীবন বৃত্যান্ত জানতে চাই দাদা।
@Sutapannath88611 ай бұрын
নিশ্চই চেষ্টা করব, ধন্যবাদ
@smorendramondal336011 ай бұрын
সুকান্তের অনেক কবিতায় সুর দিয়েছিলেন।
@SouvikBhattacharya-m4f11 ай бұрын
Archana movie tar nam bollen na, setate banasree sengupta r superhit song chilo
@Sutapannath88611 ай бұрын
Asole videota barate chaini , thank you
@MB-tx6di11 ай бұрын
অজয় দাস ভালো সংগীতকার ছিলেন। তবে অজয় দাসকে সাহায্য করেছেন কিশোরকুমার। বলতে ক্ষতি নেই, কিশোরকুমার বাংলার বহু সংগীতকারকে জাতে তুলে দিয়ে যান।
@satyajitsaha288211 ай бұрын
Absolutely Correct ❤❤❤❤❤❤
@musicalshayeri94593 ай бұрын
Puropuri thik bollennni. Ajay Das er surer temperament er shaathe Kishore kumar er gayokir temperament bhishon match korto. Tai dujone khub valo bondhuo chilen. Shudhu Kishore ii non Aarti Mukherjee, Ashaji, Banershree Sengupta,, tachara aro bohut notun shilpi der shujog Dan. Shei gaangulio khub cholechilo.
@kalyanwsengupta253911 ай бұрын
Ajkal bangla sabda gulo harie jachhe, sabai share bolche etai bodh hoi chal hoieche share kathatar ki bangla sabda nei na bartaman samaje boddo sekele hoi e jabe.
@somdebbhattacharyya304311 ай бұрын
Eto kanna ganti sujit guho porichalito songkalpo
@somdebbhattacharyya304311 ай бұрын
sathik tothyo dile badhito habo
@Sutapannath88611 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@RanaRChowdhury11 ай бұрын
If the other composers were Tagore then Ajay Das was Nazrul of Bengali film music.