আপনার এই উপস্থাপনাটার কোন জবাব নাই। মুন্সীয়ানা বলে যে একটা কথা আছে সেটা আপনার এ উপস্থাপনায় ১০ এ ১০ না দিলে অন্যায় হবে। সাধারণত লেখক বা পরিবেশকের কথা যখন শেষ হয় তখন পাঠক বা দর্শক বা শ্রোতার কিছু কথা বা প্রশ্ন করা শুরু হয়। তবে আপনার এখানে সে অবকাশ খুব একটা আছে বলে মনে হয় না। কারণ শ্রোতার মন কে রিড করে সে কি প্রশ্ন করতে পারে তার উত্তর আপনি আগেই দিয়ে রেখেছেন। আমি দেশের বাইরে আজ বহুদিন। বছর খানেক হয় দেশে মাছ শব্জী আর ফলের একটি বিষবিহীন খামার শুরু করেছি। সেখানে শ খানেক বার মাসি থাই পেয়ারার চারাও লাগানো হয়েছে। একটু একটু করে ফলনও আসতে শুরু করেছে। তাই আমি এ ধরণের পরিবেশনাগুলোতে ঘুরি আর কিছু অর্জন করার চেষ্টা করি। আমার সমমনা আরো বেশ কিছু বন্ধু বান্ধব যারা আমরা একে অপরকে ভালো কিছুর সন্ধান পেলে শেয়ার করি। কথা দিলাম আপনার এই ভিডিওটি সবাইকেই পাঠাবো। আপনার সার্বিক মংগল কামনায় লন্ডন থেকে হাসান।
@rajgardens4 жыл бұрын
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই প্রশংসাই আমার পথ চলার পাথেয়। এতেই আমার পরিশ্রম সার্থক। আসলে, একই বিষয়ে ছোট ছোট ভিডিও করলে চ্যানেলে ভিডিওর সংখ্যা হয়তো বাড়ে, কিন্তু আমার মনে হয়, তাতে দর্শক বা সাবস্ক্রাইবারদের অসুবিধা হয়। তাই আমি চেষ্টা করি, একটি ভিডিওর মধ্যে একটি বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়ার। তাতে ভিডিওটি একটু বড় হয় ঠিকই কিন্তু কমপ্লিট হয়।
@abmhassan79044 жыл бұрын
RAJ Gardens উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।
@rajgardens4 жыл бұрын
@@abmhassan7904 আপনাকেও অসংখ্য ধন্যবাদ
@shahanajpanna24194 жыл бұрын
ী
@skhadyithosan334 жыл бұрын
J of typical staff
@prabirpalit17154 жыл бұрын
আপনার ভদ্র তার সাথে কথা বলা সত্যিই সুন্দর, ধন্যবাদ।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ 🙏🙏🙏
@munmunmukherjee10922 жыл бұрын
@@rajgardens আমার পেয়ারা গাছের ফল ধরেছে কিন্তু এক মাস হয়ে গেল তাও বড় আর কিছু তেই হচ্ছে না। কারণ আমি বুঝতে পারছি না।
@ripanshaha4 жыл бұрын
খুব ভালো লাগলো । অসাধারণ ভিডিও
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ রিপন
@md.abdullahreaz81944 жыл бұрын
গার্ডেনিং এর উপর অনেক ভিডিও দেখেছি। কিন্তু এত সুন্দর ভিডিও আগে দেখেছি বলে মনে হয় না। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সাজানো গুছানো। কোনও বিষয় নিয়ে যে একটা প্রশ্ন করবো তার কোনো সুযোগ নেই। সব মিলিয়ে প্রেজেন্টেশনটা ১০০ তে ১০০০ বললেও কম হয়ে যাবে। দোয়া করি আপনি যেনো আমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার স্বরূপ দিতে পারেন। দোয়া করি আল্লাহ আপনাকে সব সময় সুস্থ ও ভালো রাখুক। ধন্যবাদ স্যার ♥️♥️♥️।
@rajgardens4 жыл бұрын
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ l আপনাদের এই প্রশংসাই আমার আগামী দিনের পথ চলার পাথেয় l নমস্কার নেবেন, আপনিও ভালো থাকবেন l আপনি আমার সূর্যমুখীর ভিডিওটা দেখুন, দেখে আপনার মতামত জানান l
@md.abdullahreaz81944 жыл бұрын
@@rajgardens জি স্যার, অবশ্যই দেখে মতামত জানাব।
@rajgardens4 жыл бұрын
@@md.abdullahreaz8194 আপনার মতামতের অপেক্ষায় রইলাম l
@Theoneman234 жыл бұрын
ভিডিওটা দেখে খুব সুন্দর লাগলো
@rajgardens4 жыл бұрын
@@Theoneman23 ধন্যবাদ
@musicmindbangladesh50184 жыл бұрын
মুগ্ধ হলাম,এর চেয়ে বেশি কিছু বলার নেই।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@sulusharangi89774 жыл бұрын
Style of your presentation is too good. Don’t know your suggestions are informative or not, but I will follow you. Thank you
@rajgardens4 жыл бұрын
You are most welcome
@akhtaribegumruby99822 жыл бұрын
@@rajgardens amarpeara gasar pata koti closure hoeasa shob pata ki korla valo fol pabo
@yesinarafat10664 жыл бұрын
ভিডিও টা দেখে অনেক কিছু শিখলাম।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ।
@yesinarafat10664 жыл бұрын
@@rajgardens দাদা আরও ভিডিও চাই বাড়ির ছাদে টবে গার্ডেনিং এর যেমন পেপে ও কলা গাছের উপর ।
@rajgardens4 жыл бұрын
@@yesinarafat1066 ঠিক আছে। তার আগে আপনি আমার চ্যানেলে যান সেখানে আরও অনেক ভিডিও আছে ছাদ বাগানের। সেগুলো দেখুন। মতামত দিন।প্রশ্ন করুন।
@muhammadjakeruddin30394 жыл бұрын
আপনার উপস্থাপনা অনেক সুন্দর লেগেছে. ধন্যবাদ।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ 🙏🙏🙏
@uttamdey28044 күн бұрын
Darun Video , actually looking for this..... Thank You
@georgiaspeach43624 жыл бұрын
Such a nice video! Could you please explain about the Quantity of Fertiliser. It’s not clear to me. Example how many kg regular soil with other fertiliser quantities. Thanks
@rajgardens4 жыл бұрын
পেয়ারা গাছের মাটি তৈরির জন্য লাগবে সাধারণ বাগানের মাটি ১ ভাগ, কোকোপিট ১ ভাগ, ভার্মি কমপোস্ট ১ ভাগ, নিম খোল ১ ভাগ এবং বালি ১ ভাগ।মানে আপনি যদি মাটি নেন ৫০০ গ্রাম, তাহলে বাকিগুলো নিতে হবে ১০০ গ্রাম করে। তার সঙ্গে দিতে হবে হাড়ের গুঁড়ো ৫ চা চামচ এবং এপসম সল্ট ২ চা চামচ।
@MomtazGarden4 жыл бұрын
পেয়ারা চাষের জন্য খুবই একটি ভাল ভিডিও। অনেক অনেক ধন্যবাদ:)
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@mdsolemansk9044 жыл бұрын
দাদা মাটি তৈরির উপকরণ গুলি কি কি এবং কোথায় পাওয়া যাবে? উপকরণ গুলি লেখে দেন।
@rajgardens4 жыл бұрын
মাটি তৈরির জন্য কী কী উপকরণ লাগবে সেটা তো পরিষ্কার করে ভিডিওতে বলা আছে l এবং লিখেও দেওয়া আছে l আপনি সেই মতো জিনিসগুলো যোগাড় করে মাটি তৈরি করুন l এগুলো সবগুলোই যে কোনো ভালো নার্সারি বা গাছের দোকানে পেয়ে যাবেন l
@shamimajesminshuchona6168 Жыл бұрын
বাংলাদেশ থেকে দেখছি। অনেক ধন্যবাদ ভিডিওটি অনেক উপকারী।
@sibbirahammed41964 жыл бұрын
অসাধারণ উপস্থাপন করেছেন ইংশা আল্লাহ্ উপকৃত হবেই হবো । 😍
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ আপনাকে
@lailamaleque53154 жыл бұрын
সংক্ষেপে এত সুন্দর করে বুঝিয়ে দেয়া খুবই ভাল ও উপকৃত হবো সবাই। অসংখ্য ধন্যবাদ।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@ramkanaigarainabc2393 Жыл бұрын
খুব ভালো লাগলো। আপনার পরামর্শ সকল বাগানবিলাসীর কাজে লাগবে।
@Mottalib682 жыл бұрын
সুন্দর সাবলীল উপস্থাপনা। আমার পেয়ারা সহ কয়েকটা গাছ আছে ফল ধরছে
@malihaeti6842 Жыл бұрын
2:49 এই গাছ কি বেছে আছে৷
@swapnabiswas28813 жыл бұрын
Dada bhai .Darun.darun .apnar video gulo. Sundor presentation.
@sararahman81983 жыл бұрын
Apnar video gulo atto sundor atto sundor, amar bar bar dekhte icche kore💕💕💕
@rajgardens3 жыл бұрын
বার বার দেখুন, বন্ধু ও পরিচিতদের মধ্যে শেয়ার করুন
@tonmoy24bd4 жыл бұрын
খুব সুন্দর দাদা। আপনার উপস্হাপনায় একনিষ্ঠ ভক্ত হয়ে গেলাম 😍😍 । বাংলাদেশ থেকে
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@jayasreebhattacharyya22834 жыл бұрын
Khub valo laglo Tomar video. onek jinis shikhlam. thank you beta...........mashima
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ মাসিমা... 🙏🙏
@rebaroy49164 жыл бұрын
খুব ভালো লাগল সব কিছু জানতে পেরে
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ। পেয়ারা নিয়ে আমার দ্বিতীয় ভিডিওটা দেখে নেবেন।
ধন্যবাদ আপনাকেও। আজই পেয়ারা নিয়ে দ্বিতীয় ভিডিও পাবলিশ করেছি, সময় করে দেখে নেবেন।
@Rur_i8883 жыл бұрын
এতো ভালো ভালো তথ্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@hasanatkiron37193 жыл бұрын
অনেক তথ্যবহুল ভিডিও আর বেস সুন্দর স্পষ্ট কথা। অনেক ধন্যবাদ
@rajgardens3 жыл бұрын
ধন্যবাদ
@Debanjan994 жыл бұрын
Khub valo bojhalen besh valo laglo
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@pcacademy83824 жыл бұрын
ধন্যবাদ, আজকের ভিডিও আমার খুব বেশি দরকার....
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ...
@saraswatidas45964 жыл бұрын
ভীষন ভাল লাগলো আপনার procedure
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ....
@asitbiswas30194 жыл бұрын
খুব দরকারি ভিডিও। খুব ভালো লাগল। ধন্যবাদ।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ।
@flowerzone7316 Жыл бұрын
এই ভিডিও টা দরকার ছিল। ধন্যবাদ।
@niranjanbhowmick8613 Жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী পরামর্শ দিয়েছেন ! এইরকম ভাবে আপনার পরামর্শ এবং অভিগগতা বিনিময় করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
@lailaarjumanbanu6894 жыл бұрын
ধন্যবাদ, আপনার উপস্থাপন ও পরামর্শ খুবই ভাল লাগলো।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ l আমার পরামর্শ আপনার কাজে লাগলে পরিশ্রম সার্থক l
@NizamUddin-ov4zq Жыл бұрын
আপনার বিডিওতে খুব ধীরে ধীরে বুজিয়ে বলেন যা নতুনদের বুজতে খুবেই সুবিধা হয় অসংখ্য ধন্যবাদ,অনেক বেশি ভালো থাকবেন এই কামনা করি👉👍❤❤❤
@rajgardens Жыл бұрын
আপনিও ভালো থাকবেন।
@dulalmahanta73103 жыл бұрын
Dada khub valo bojan apni dhanyabad ok
@riri_.3 жыл бұрын
মনটাই ভালো হয়ে গেল গাছগুলো দেখে। গাছের প্রতি একটা দূর্বলতা সবসময় কাজ করে। আপনার সবগুলো ভিডিও খুব কাজের। এতো সুন্দর করে সব কিছু উপস্হাপন করেন। শুভ কামনা রইল আপনার জন্য।
@rajgardens3 жыл бұрын
আপনার মন্তব্য পড়ে আমার মনটাও ভাল হয়ে গেল। ধন্যবাদ
@sayandutta5794 жыл бұрын
Khub bhalo laglo. Anek kichu info palam.
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@shakhawathossain92894 жыл бұрын
খুব কার্যকরী & সুন্দর উপস্থাপনা। আপনাকে ধন্যবাদ
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ 🙏
@nirmalbhowmick2964 жыл бұрын
khub sundar kore bojhalen, dhonnobad
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@teenandtinyminds243 жыл бұрын
Khub informative Dhonyobad
@arasifyt59134 жыл бұрын
Apner kotha gula onake sundor...
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@sajibgazi93314 жыл бұрын
আপনার ভিডিওটি খুব ভালো লেগেছে। জানতে পেরেছি অনেক কিছু। আশা করি উপকৃত হবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য।
@rajgardens4 жыл бұрын
মন্তব্যের জন্য ধন্যবাদ
@jayantaghosh90564 жыл бұрын
Dada khub valo laglo...video ta....
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@rayhansarkar65334 жыл бұрын
ধন্যবাদ ভাই এই ধরনের ভালো ভিডিও ারো তৈরি করবেন।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ 🙏🙏
@amritasarker6434 жыл бұрын
বর্ননা....অসাধারণ! !!! খুবই ভালো লাগলো দাদা !! ☺
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@samitaadhikary25224 жыл бұрын
আপনা ভিডিও গুলো দেখে অনেক কিছু জানতে পারছি।।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@sunetrachakraborty41644 жыл бұрын
খুব ভালো তথ্য সমৃদ্ধ একটি উপস্থাপনা।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ 🙏
@ziaulalam33824 жыл бұрын
আপনার উপস্থাপনা এবং বাগান বিষয়ে জ্ঞানের পরিধি ইর্ষনীয়।❤❤
@rajgardens4 жыл бұрын
মন্তব্যের জন্য ধন্যবাদ।
@sagarchandragharah62534 жыл бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@themaskaraltd92354 жыл бұрын
আপনার টবে পেয়ারার ফলন দেখে আমি অবাক খুব ভালো লাগলো আর খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন কিভাবে টবে পেয়ারা চাষ করতে হয় বিষয়টা অনেক ভালো লাগলো আমি চেষ্টা করব
@rajgardens4 жыл бұрын
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন।
@lailamaleque53154 жыл бұрын
ধন্যবাদ অনেক সুন্দর বর্ননা করে বুঝিয়ে দেয়ার জন্য। আশা করি অনেকেই উপকৃত হবেন।
@rajgardens4 жыл бұрын
এই ভিডিও আপনাদের উপকারে এলে, আমার পরিশ্রম সার্থক।
@subhrsbhattacharjee26334 жыл бұрын
আপনার তথ্যসম্পর্কীয় ভিডিওটি অসাধারণ, খুব কাজে লাগবে
@rajgardens4 жыл бұрын
আমার পরিশ্রম সার্থক... l ধন্যবাদ 🙏
@kakalibose49884 жыл бұрын
খুব ভালো লাগলো দাদা ۔۔দারুন উপস্থাপনা আপনার ۔۔۔অনেককিছু জানতে পারলাম l
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ... ভাল থাকবেন।
@KEKASKITCHENN3 жыл бұрын
অসাধারণ আপনার বলার ধরন খুব ভালো লাগলো ভিডিওটি ধন্যবাদ
@rajgardens3 жыл бұрын
ধন্যবাদ
@jannatulathoy69863 жыл бұрын
Onek valo hoyese video ta
@rajgardens3 жыл бұрын
ধন্যবাদ
@greenlover1124 жыл бұрын
Onk valo laglo kaj holo
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@Tanushreesordinarylife4 жыл бұрын
Upokari video
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@abdulmunaem5744 жыл бұрын
Onek shundor hoise
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@learnwithjon8638 ай бұрын
I appreciated your valuable advice.
@arafaraf84763 жыл бұрын
আমি বাংলাদেশ থেকে। আপনার ভিডিও দেখতে ভালো লাগে
@ramanandamallick53714 жыл бұрын
খুব ভালো উপস্থাপনা।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@khokangorai92824 жыл бұрын
দারুন লাগলো ভিডিও টি। আজ ই চ্যানেল টি সাবস্ক্রাইব করলাম ভবিষ্যতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও উপহার পাওয়ার জন্য। ধন্যবাদ।
@rajgardens4 жыл бұрын
আপনাকেও অসংখ্য ধন্যবাদ.... 🙏🙏🙏
@rsrudra3922 жыл бұрын
ধন্যবাদ খুব ভালো লাগলো।
@prabirendubhattacharjee16694 жыл бұрын
আপনার সহযোগিতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@swapnadas82353 жыл бұрын
আপনাকে ধন্যবাদ, এত informative video গুলি বানানোর জন্য
@rajgardens3 жыл бұрын
ধন্যবাদ
@sumondutto38584 жыл бұрын
🇧🇩অনেক গুরুত্বপূর্ণ ইনফর্মেশন দিলেন দাদা ধন্যবাদ 🇧🇩
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ সুমন...
@greenviewkolkata16164 жыл бұрын
Dada Art plus dekhun subscribe karun.bagan premi bandhurder channel.kolkatar channel
@rajgardens4 жыл бұрын
@@greenviewkolkata1616 🙏🙏
@arindambiswas14674 жыл бұрын
Bhalo laglo chesta korbo barir chade korar
@rajgardens4 жыл бұрын
অবশ্যই চেষ্টা করবেন l দেখবেন আপনিও পারবেন l
@satirmiah63052 жыл бұрын
আপনার উপস্হাপনার জবাব নাই। ❤❤❤❤
@ferdaushasan29093 жыл бұрын
খুব সুন্দর ভিডিও
@rajgardens3 жыл бұрын
ধন্যবাদ
@GraftingTactick3 жыл бұрын
ভাল কাজ, আমি সত্যিই আপনার কাজের ভাই পছন্দ করি
@subhabratadas1673 жыл бұрын
আপনার বোঝানোর ধরনটাই অসাধারণ... আপনার ভিডিও দেখে আর কথাগুলো শুনে মুগ্ধ হই এবং অনেক কিছু নতুন জিনিস জানতে পারি... আপনি ভালো থাকবেন আর এইভাবেই আমাদের শেখাবেন আমরা শেখার জন্য সর্বদা প্রস্তুত...🙏🙏
@rajgardens3 жыл бұрын
ধন্যবাদ
@ranjitkumarghosal69752 жыл бұрын
Your explanation is really praiseworthy.
@mdabdulawal22983 жыл бұрын
ধন্যবাদ আপনাকে। ভাল লাগলো আপনার আলোচনা।
@samiranmaiti86603 жыл бұрын
Khub khub Sundar vdo
@amadturjo45769 ай бұрын
আমি বাংলাদেশ থেকে ূদেখছি আপনার৷ ভিডিও অনেক ভাল লাগে ।
@kishoredutta94114 жыл бұрын
Khub sundar vedio dada mango tree care nie akta vedio korun please
@rajgardens4 жыл бұрын
আম গাছ নিয়ে ভিডিও করছি
@UmmeUsama11 ай бұрын
আপনার ভিডিও, বুঝানোর ধরন বরাবরই খুব ভালো লাগে। ছাদ বাগানের জন্য আমার কাছে আপনিই সবার সেরা।
@rajgardens11 ай бұрын
🙏
@sulusharangi89774 жыл бұрын
Valo laglo, natun kichhu Janlam. Valo thakben
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ..... আপনিও ভালো থাকবেন
@CHOTAN1004 жыл бұрын
Khub valo legeche peyara gacher bapare eto sahaj vabe bujhiyechen. Ami charti payara gach lagiyechi. Ekti kalo payarar. Tate ekta samasya dekhchi. Jekhane duto peyara houechilo sekhan theke prothome oporer thike sukiye jachche . Ekhon dekhchi nicher diktao sukiye jachche kisi korbo pl. ektu janaben.
@rajgardens4 жыл бұрын
ঝড়ের সময় কি ফলে কোনওভাবে ধাক্কা লেগেছিল? আমার ভিডিওতে যে গাছগুলো দেখিয়েছি, সেগুলোরও কয়েকটা পেয়ারা কালো হয়ে গিয়েছে, কারণ ঝড়ের সময় প্রচণ্ড ধাক্কা খেয়েছে। যদি ঝড়ের কারণে আপনার পেয়ারা নষ্ট না হয়ে থাকে, তাহলে অন্য সমস্যা হয়েছে। আমি ভিডিওতে যে মিশ্র সারের কথা বলেছি, তা গোড়ায় প্রয়োগ করুন। আর ভাল ফাংগিসাইড স্প্রে করুন।
@jakiaskitchenbd93214 жыл бұрын
Tnq onk upokar hoilo dada
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@udayantalukder12473 жыл бұрын
খুব ভাল লাগলো 🙏👍
@fazlulhaque18484 жыл бұрын
Very good presentation, thanks, many many thanks to you.
@rajgardens4 жыл бұрын
Thank you very much.
@nillniha22203 жыл бұрын
Amr darun laglo dadavai ami ga6 khub vlobasi bt aj 1st comment korlam
@rajgardens3 жыл бұрын
ধন্যবাদ
@swatzr4 жыл бұрын
Apurbo laglo
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ আপনাকে
@continenatalcorporation71734 жыл бұрын
Dhannobad Aapnake
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@shampachoudhury81914 жыл бұрын
নুতন পদ্ধতি শিখলাম কি করে প্রচুর ফল পেতে হয় । খুব সুন্দর ।
@rajgardens4 жыл бұрын
ধন্যবাদ
@debranjansain9723 Жыл бұрын
ফল ছিদ্রকারী পোকার জন্য স্পেরে করার ঔষধের নাম কি❓
@rajgardens Жыл бұрын
ফেরোমেন ট্র্যাপ লাগান। সেই সঙ্গে ফলগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রাখুন।